Babul Supriyo – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 05 Aug 2022 14:29:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Babul Supriyo – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন https://thenewsbangla.com/amartya-sen-not-receive-bengal-govt-award-but-receiving-cpm-award/ Fri, 05 Aug 2022 14:28:15 +0000 https://thenewsbangla.com/?p=15847 চুরি দেখেই কি ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে; সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন। তাঁকে সম্মানিত করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের; মা মাটি মানুষের সরকার। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই দেরি না করে; তা ফিরিয়ে দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই অর্মত্য সেনই এবার পুরষ্কার নিতে চলেছেন; সিপিএমের কাছ থেকে! সেদিন পর্যন্ত মমতার সঙ্গে থাকা অমর্ত্য; কেন দলবদল করলেন?

আজ ৫ আগস্ট; প্রয়াত কমরেড মুজফফর আহমেদের জন্মদিন। ভারতে কমিউনিস্ট পার্টি তৈরির অন্যতম এই কারিগর; দলের অন্দরে কাকাবাবু নামেই পরিচিত ছিলেন। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনে; মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার দেওয়া হয়। যেটার দায়িত্বে রয়েছে সিপিএম দল। দলীয় সূত্রের খবর; ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বইটির জন্য এবারে সম্মানিত করা হচ্ছে অমর্ত্য সেনকে। অমর্ত্য সেন পুরষ্কার নেবেন বলে; জানিয়েও দিয়েছেন।

আরও পড়ুনঃ পার্থর জেলে যাবার দিনেই, দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক

কিছুদিন আগেই রাজ্য সরকারের তরফে কৃতী এবং গুণীজনদের; বঙ্গ সম্মানে সংবর্ধিত করা হয়। অর্মত্য সেনকে সম্মান জানাতে চেয়েছিলেন; মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু পত্রপাঠ তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এবার সিপিএমের পুরষ্কার নিতে তিনি সম্মত হওয়ায়; বিষয়টিকে ঘিরে রাজনৈতিক চর্চ্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকার বা অর্মত্যবাবুর কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে পুরো ঘটনায় বেজায় খুশী বিধানসভায় শুন্য হয়ে যাওয়া সিপিএম।

আরও পড়ুনঃ দুই জেলে ‘অপা’, জেলে আলাদা করা হল পার্থ অর্পিতাকে

পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নেননি; নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর তরফ থেকে তাঁর পরিবার জানিয়ে দেয়; তিনি অনেক পুরস্কার পেয়েছেন। অন্য কাউকে এই পুরষ্কার দেওয়া হোক’। কয়েকদিনের মধ্যে কি এমন ঘটল; যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন নোবেল জয়ী অর্থনীতি-বিদ। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ছাড়লেন অমর্ত্য সেন? চারপাশে তৃণমূল নেতাদের এত দুর্নীতি দেখেই কি; এই সিদ্ধান্ত? এটাই এখন বড় প্রশ্ন। আর এটা শুনেই সদ্য মমতার মন্ত্রীসভায় স্থান পাওয়া বাবুল সুপ্রিয়; সমালোচনা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর।

]]>
মুখ্যমন্ত্রীর নাম মমতা নয়, হওয়া উচিৎ নিষ্ঠুর ব্যানার্জী সরাসরি বললেন বাবুল সুপ্রিয় https://thenewsbangla.com/babul-supriyo-attacks-mamata-banerjee-in-aggressive-language-at-purulia/ Mon, 06 May 2019 17:23:10 +0000 https://www.thenewsbangla.com/?p=12509 পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর ব্যাপক সমালোচনা করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়; প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিকারক একথাও জানান। মমতা নয়; নাম হওয়া উচিৎ নিষ্ঠুর ব্যানার্জী; সরাসরি বললেন বাবুল সুপ্রিয়।

সোমবার সন্ধ্যায় দলিয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে প্রচার করতে তিনি পুরুলিয়ার জয়পুরে আসেন বাবুল সুপ্রিয়; সেখানে দলিয় জনসভায় তিনি মুখ্যমন্ত্রীকে নিষ্ঠুর বলে অভিহিত করেন; সরাসরি বাবুল বলেন; মুখ্যমন্ত্রীর নাম মমতা নয়, হওয়া উচিৎ নিষ্ঠুর ব্যানার্জী।

আরও পড়ুনঃ মোদীর সভা থেকে সোজা অনুমতিহীন বেশ্যাপল্লীতে ঢুকে গ্রেফতার বিজেপি কর্মীরা

মুখ্যমন্ত্রী সমাজকে দুটো ভাবে ভাগ করে দিয়েছেন বলেও দাবী করেন তিনি; যার একদিকে রয়েছে তৃণমূল অন্যদিকে রয়েছে বাকি বাঙ্গালীরা; তৃণমূল নেত্রী সমাজবিরোধীদের নেতা বানিয়ে দিয়েছেন বলেও দাবী করেন তিনি।

বিজেপি শাসন ক্ষমতায় এলে এই সব বন্ধ করে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়; এদিন জনসভায় গান গেয়ে মাত করে দেন বিজেপির এই তারকা প্রচারক; বিতর্কিত গানটিও বেশ ভালই চলে এদিনের জনসভায়।

আরও পড়ুনঃ বাংলায় তৃণমূল এবার ১০টা আসনও পাবে না, ঝাড়গ্রামে বললেন নরেন্দ্র মোদী

নিজের বক্তৃতায় বাবুল পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় ভাল ফলাফলের কথা বার বার উল্লেখ করেন; পুরুলিয়া আসনে জয় নিশ্চিত বলেও দাবী করেন তিনি; পুরুলিয়া নিয়ে আরও বাকি অন্তত ২৩ টা সিট এই ভোটে বিজেপি পাবে বলে অমিত শা জানিয়েছেন।

]]>
আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ, পোলিং অফিসার-বাবুল কথা কাটাকাটি https://thenewsbangla.com/babul-supriyo-was-attacked-in-asansol-babuls-car-vandalised-by-tmc/ Mon, 29 Apr 2019 04:47:38 +0000 https://www.thenewsbangla.com/?p=11900 আসানসোলের বারাবনিতে বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ। বারাবনির একটি বুথে পোলিং অফিসার-বাবুল সুপ্রিয় কথা কাটাকাটি হয়। ওই বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ বাবুলের। অন্যদিকে বাবুলের বিরুদ্ধে বুথে ঢুকে গুণ্ডামির অভিযোগ তুলেছে তৃণমূল।

বারাবনিতে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। ভোট শুরুর একঘণ্টা পরেই আসানসোলের বারাবনিতে একটি বুথে ঢুকে চ্যালেঞ্জ করেন বাবুল সুপ্রিয়র। তাঁর অভিযোগ বিভিন্ন বুথে তাঁর এজেন্টকে বসতে দেওয়া হয় নি। একটি বুথে ঢুকে তিনি চ্যালেঞ্জ করেন। তর্ক শুরু হয় ওই বুথের পোলিং অফিসারের সঙ্গে।

আরও পড়ুনঃ দুর্গাপুরের জেমুয়া স্কুলে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোটারদের বিক্ষোভে লাঠিচার্জ

বুথের বাইরে বেরতেই বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁর গাড়িতেও হামলা চালানো হয় বলেই অভিযোগ। ভেঙে গিয়েছে তাঁর গাড়ির কাচ। বিজেপিকে এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ পেয়ে বুথে যান বাবুল সুপ্রিয়। সেখানে অন্যান্য দলের এজেন্টদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ শুরু হল চতুর্থ দফার ভোট, রণক্ষেত্র দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ স্কুল চত্বর

বারাবনির বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের মারধর করেছে বিজেপির লোকজন।

এরমধ্যেই বাবুল সুপ্রিয় গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। সংবাদমাধ্যমের গাড়ির উপরে হামলা করা হয়েছে। বাবুল বলেন,”আমি জানতাম, প্রথম যেখানে যাব, সেখানেই গণ্ডগোল করবে। ওরা আমাকে আটকাতে চাইছে। কিন্তু সেটা পারবে না”। একটি বুথেই তাঁকে আটকে রাখার চেষ্টা করছে তৃণমূল, এমনটাই অভিযোগ বাবুলের।

আরও পড়ুনঃ বউয়ের খোঁজ রাখেন না, দেশের মানুষের খোঁজ কি করে রাখবেন, মোদীকে খোঁটা মমতার

২০১৪ সালে ঠিক এই ভাবেই বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ শুরু হয় ভোটের দিনে। সেবারও বাবুলের গাড়ি আটকে তৃণমূল বারবার বিক্ষোভ দেখিয়েছে। বারবার বাবুল কে আটকে দেবার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বাবুলের বিরুদ্ধেও গুন্ডাগিরির অভিযোগ তুলেছিল তৃণমূল। সেবারও এই একই অভিযোগ নিয়ে নির্বাচনের কমিশনের দারস্থ হয়েছিল দু দলই।

এবারও তার ব্যতিক্রম হল না। ভোট শুরুর পর থেকেই শুরু হয়েছে বাবুল কে নিয়ে ঝামেলা। বাবুল বুথে বুথে ঢুকে গুণ্ডামি করছে, এমনটাই দাবী তৃণমূলের। দুদলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে।

]]>
পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয় https://thenewsbangla.com/babul-supriyo-bjp-leader-complained-against-bengal-police-of-molestation/ Mon, 22 Apr 2019 03:55:08 +0000 https://www.thenewsbangla.com/?p=11359 আসানসোলে এবার পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়। আসানসোলের বর্তমান সাংসদ, কেন্দ্রের মন্ত্রী ও ফের বিজেপি প্রার্থী বাবুলের অভিযোগে শোরগোল পরে গেছে গোটা রাজ্য রাজনীতিতে। তাঁর দলের এক নেতার স্ত্রীকে শ্লীলতাহানি করেছে পুলিশ, এমনটাই অভিযোগ বাবুলের।

রামনবমীকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরেন বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। আসানসোলে বিজেপি ও তৃণমূলের ওই সংঘর্ষকে কেন্দ্র করে বিজেপি নেতা রাজু যাদবের বাড়িতে জিজ্ঞসাবাদ করতে যায় আসানসোলের বরাকর থানার পুলিশ। ওই সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেতা রাজু যাদব। আর সেই সময়ই জিজ্ঞাসাবাদের নামে রাজু যাদবের স্ত্রীকে শ্লীলতাহানি করেছে পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন বাবুল।

বাবুলের অভিযোগ, বরাকর থানার পুলিশ যখন রাজুর বাড়িতে যায় তখন কোন মহিলা পুলিশ কর্মী ছিলেন না। পুরুষ পুলিশ কর্মীরা রাজু যাদবের গায়ে হাত দেন, হাত ধরে টানাটানি করেন। তাঁকে গালাগাল দেওয়া হয়। অশ্লীল ভাষা ব্যবহার করা হয় রাজুর স্ত্রীকে উদ্দেশ্য করে। এমনকি এই ঘটনার ভিডিও করা হয়, যা বাবুলের হাতেও এসেছে বলে জানিয়েছেন বাবুল নিজেই।

আরও পড়ুনঃ মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক

ইতিমধ্যেই, জেলার নির্বাচনী প্রধান হিসাবে আসানসোলের জেলাশাসক শশাঙ্ক শেঠির কাছে লিখিত অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়। আসানসোলের জেলাশাসক পুলিশের কাছে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলেও জানা গেছে। ঘটনার প্রতিবাদে, বরাকর থানার সামনে ধর্নাও দেন বাবুল।

বাবুলের অভিযোগ, রাজু যাদবের বাড়িতে জিজ্ঞসাবাদ করতে বিনা ইউনিফর্মেই যায় আসানসোলের বরাকর থানার পুলিশ। এর মধ্যে বিনা ইউনিফর্মে বরাকর থানার আই সি রবীন্দ্রনাথ দলুইকে চিনতে পেরেছেন রাজু যাদবের স্ত্রী। তিনিও অশ্লীল কথা বলেন বলেই অভিযোগ বাবুলের।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

যদিও বরাকর থানার তরফ থেকে বাবুলের সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। জানান হয়েছে, ভোটের প্রচারে সুবিধার জন্য বাবুল এই অভিযোগ আনছেন, শ্লীলতাহানির কোন ঘটনাই ঘটে নি। আসানসোলের ডেপুটি কমিশনার(পূর্ব) অনামিত্র দাস জানিয়েছেন, জেলাশাসকের নির্দেশ পেয়েই এই ঘটনার একটি তদন্ত শুরু হয়েছে। বাবুলের অভিযোগ খতিয়ে দেখছে আসানসোল পুলিশ।

তবে ঘটনা যাই হোক, পুলিশের বিরুদ্ধে একেবারে দলের নেতার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছেন বাবুল। পুলিশের তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। তবে এখানেই থেমে না থেকে এই ঘটনা নিয়ে, নির্বাচন কমিশন সহ রাজ্য প্রশাসনের কর্তাদের সব ঘটনা জানিয়ে অভিযোগ করছেন আসানসোলের বর্তমান সাংসদ, কেন্দ্রের মন্ত্রী ও ফের আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘বাচ্চা’ বাবুল কে পাত্তাই দিচ্ছেন না মুনমুন https://thenewsbangla.com/tmc-leader-munmun-sen-does-not-care-for-bjp-leader-babul-supriyo/ Sat, 13 Apr 2019 04:36:46 +0000 https://www.thenewsbangla.com/?p=10771 বাবুল বাচ্চা ছেলে। ওর বিষয়ে কিছু বলতে চাই না। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েক বছরে যেভাবে বাংলার চারদিকে উন্নয়ন করেছেন, তাতে আমার জয় অনেক সহজ হয়ে গেছে। তারকা সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে নিয়ে ফের এভাবেই কথা বললেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন মুনমুন সেন। ওই আসনেই তাঁর প্রতিপক্ষ বিজেপির বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ বিজেপি ২০টা আসন পেলে প্রকাশ্যে কান ধরে ওঠ বস করব, চ্যালেঞ্জ অভিষেকের

ওই আসনের বর্তমান সংসদ সদস্য বাবুল সুপ্রিয়ই। তৃণমূল কংগ্রেসের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুচিত্রা কন্যা মুনমুন সেন। ধামসা মাদল, আদিবাসী নৃত্যের তালে তালে মিছিল করে এসে মনোনয়ন জমা দেন মুনমুন। মনোনয়ন জমা দিয়েই ব্যস্ত হয়ে পড়েন প্রচারে। চালিয়ে যাচ্ছেন প্রচারের কাজ। এবারের নির্বাচনে প্রচারের কাজে বিন্দুমাত্র ঘাটতি রাখতে রাজি নন মুনমুন। কারণ এবারে তাঁর অন্যতম প্রতিপক্ষ তারকা শিল্পী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

চৈত্রের কাঠফাটা গরমেও মুনমুন সকাল থেকে সন্ধ্যায় প্রচারের ময়দানে সমান সক্রিয়। মুনমুন বলেন, “আমি এর আগে লাল মাটির দেশ বাঁকুড়াতেও ৪৮ ডিগ্রি গরমের মধ্যেও প্রচার করেছি। মানুষের মাঝে ছুটে গিয়েছি বিভিন্ন সময়ে। তাই গরম-টরমে আমার অভ্যাস আছে, গরমে কোনো সমস্যাই হচ্ছে না, সকাল থেকে সন্ধ্যা প্রচার করছি। ভোটারদের সঙ্গে কথা বলছি। বেশ ভালোই তো লাগছে”।

আরও পড়ুনঃ হিন্দু ও বৌদ্ধ ছাড়া দেশ থেকে তাড়ানো হবে বাকি অনুপ্রবেশকারীদের

মুনমুন জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকাজের জন্য তাঁর জয় পাওয়া সহজ হয়ে গেছে”। তিনি বলেন, “যেমন এর আগে বাঁকুড়াতেও এই সুবিধাটা আমি পেয়েছিলাম”। বাঁকুড়া কেন্দ্রে গতবার তৃণমূলের জয়ী সংসদ সদস্য ছিলেন মুনমুন সেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে মানুষ আমাকে সমর্থন করেছিলেন। কারণ, মানুষ তো মমতাকে দেখে ভোট দেন”।

আরও পড়ুনঃ অস্ত্র নিয়ে রামনবমী পালন না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না

তিনি আরও বলেন, “এবারে আসানসোল কেন্দ্রের সব জায়গায় আমার ব্যানারে মমতার সঙ্গে সঙ্গে আমার মা সুচিত্রা সেনের ছবিও রয়েছে। আমি অবশ্য এটা এবার অ্যালাও করেছি। কারণ, আমার মায়ের সঙ্গে বাঙালির একটা আবেগ তো জড়িয়ে আছেই। গত লোকসভা নির্বাচনে অবশ্য আমার মায়ের ছবি ব্যবহার করিনি। তার কারণ, সেই সময় আমার মা সদ্য মারা গিয়েছিলেন। আমি নিশ্চিত এবারে এই কেন্দ্রে আমার ১০০ শতাংশ জয় আসবেই”।

আরও পড়ুনঃ রাজ্যে ভোটে তৃণমূলের সন্ত্রাস, নির্বাচন কমিশন দফতরে মুকুল রায়ের বিক্ষোভ

মুনমুন বলেন, “এখন তো চারদিকে শুধু মমতা আর মমতা। সংসদে আমার অনেক বন্ধুবান্ধব আছে। বিভিন্ন সময়ে আমরা নিজেদের মধ্যে গল্প করতাম। সবাই শুধু মমতার কথা বলত। আসলে সারা ভারতেই তাঁর জনপ্রিয়তা। দেশের সব বিরোধী দলগুলোই তাকে চাইছে। নতুন সরকার গঠনে এবার মূল ব্যাটনই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।’

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে মুনমুন দক্ষ রাজনীতিকের মতো বললেন, “ভারতে আজ কোথায় আচ্ছে দিন? হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে তো বিজেপি সিপিএম বলে কোথাও কিছু নেই। তাই রাজ্যের ৪২টি আসনেই আমাদের (তৃণমূল কংগ্রেসের) জয় অনিবার্য”।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রাহুলের হেলিকপ্টার নামার অনুমতি দিল না রাজ্য সরকার

এই আসানসোল কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি আসানসোলের মানুষের উন্নয়নের জন্যই কাজ করতে চান বলে জানালেন। তবে বাবুল বাচ্চা ছেলে বলে এবার আর গতবারের তৃণমূল নেতাদের মত বাবুলকে আক্রমণের পথে যান নি মুনমুন।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীকে যারা চাইছেন তারা চোর, জোচ্চোর, বদমায়েশ, বাঁকুড়ায় অভিষেক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুল সুপ্রিয়র প্রার্থীপদ বাতিল করা হোক, নির্বাচন কমিশনে অভিষেক https://thenewsbangla.com/abhishek-banerjee-in-election-commission-against-bjps-babul-supriyo/ Mon, 25 Mar 2019 17:52:16 +0000 https://www.thenewsbangla.com/?p=9255 আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রার্থীপদ বাতিল করা হোক, নির্বাচন কমিশনে এমন আর্জিই জানালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত এই দাবি জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক। অভিযোগে আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র প্রার্থী পদ বাতিল করে দেবার দাবি জানান হয়েছে।

আরও পড়ুনঃ খোলা রাস্তায় বসে মমতার ঘেরাটোপ অনশনের রেকর্ড ভাঙল স্কুল সার্ভিস উত্তীর্ণরা

এমনিতেই নির্বাচনী গান প্রকাশ করা নিয়ে নির্বাচন কমিশনের শো কজের মুখে পরেছেন বাবুল সুপ্রিয়। শো কজের জবাব সন্তুষ্ট করতে পারেনি নির্বাচন কমিশনকে। ফের তাঁকে এই নিয়ে শো কজ করা হবে বলেই জানা গেছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে থাইল্যান্ড থেকে সোনা নিয়ে আসার অভিযোগকে নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় লিখে চলেছেন বাবুল সুপ্রিয়। এই নিয়ে বাবুল তৃণমূল দল ও মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন টুইটারে। এরই বিরুদ্ধে সোমবার নির্বাচন কমিশনে বাবুল সুপ্রিয়র প্রার্থীপদ বাতিল করার দাবি জানালেন অভিষেক।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রী ও সোনা কাণ্ডে এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

এদিকে সোনা কান্ডে ফের সরগরম রাজ্য রাজনীতি। থাইল্যান্ড থেকে ফেরার সময় সঙ্গে এনেছিলেন ২ কেজি সোনা। এমনই অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে রবিবার সাংবাদিক সম্মেলন করে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রীকে নিয়ে বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেস চক্রান্ত করছে বলে পরিষ্কার জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পর তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তাঁর স্ত্রী কোন সোনা নিয়ে আসেননি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিষেক। কিন্তু এই নিয়ে তিনি বিজেপি ও বাবুলের আক্রমণের মুখে পরেছেন।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

এদিকে সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী ও সোনা কাণ্ডে এবার হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। বিধাননগর পুলিশ ও বিমানবন্দর কাস্টমস কাণ্ডে এবার রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। গত ১৫-১৬ মার্চ রাতে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী ও সোনা কাণ্ডের বিস্তারিত রিপোর্ট উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্যর কাছে চেয়ে পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

এরপরেই বাবুলের প্রার্থীপদ বাতিল করা হোক এই দাবি নিয়ে সোমবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত দাবি জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ। এমনিতেই নির্বাচন কমিশনের শো কজের মুখে বাবুল সুপ্রিয়। তারপর এবার অভিষেকের অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে সেক্ষেত্রে আবার নতুন করে সমস্যায় পড়বেন বাবুল।

আরও পড়ুনঃ ভোট প্রচারে বাংলায় মোদী, ব্রিগেড থেকেই দেবেন ভোট জেতার মন্ত্র

“আসানসোলে বাবুলকে ভয় পাচ্ছে বিজেপি, তাই বাচ্চার মত প্রার্থীপদ বাতিলের দাবি করছে অভিষেক”, জানান হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। এই নিয়ে তারাও পাল্টা চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বিমানবন্দরে সোনা কেলেঙ্কারি নিয়ে তারাও তদন্তের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র https://thenewsbangla.com/babul-supriyo-in-big-travel-by-eci-related-to-bjp-campaining-song/ Fri, 22 Mar 2019 07:10:03 +0000 https://www.thenewsbangla.com/?p=8973 বিজেপির ভোটের গান নিয়ে বিপাকে পরলেন বাবুল সুপ্রিয়। নির্বাচন কমিশনের হাতে বাবুলেরই টুইট অস্ত্র। নিজের টুইটই ফাঁসিয়ে দিল বাবুল সুপ্রিয়কে। তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

এবার নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল দাবি করেছিলেন তিনি কোন থিম সং প্রকাশ করেননি। কিন্তু ভিলেন হল তারই টুইটার একাউন্ট। রাজনৈতিক মহল বলছে, নিজের জালেই জড়িয়ে পড়ছেন বাবুল সুপ্রিয়। বিতর্কিত থিম সং টি তিনি প্রকাশ করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। সূত্রের খবর, সেটাই অস্ত্র করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

বিতর্কের কেন্দ্রে রাজ্য বিজেপির জন্য বাবুল সুপ্রিয়র গাওয়া থিম সং। যা নিয়ে বেজায় চটেছে তৃণমূল। কমিশনের অনুমোদন না নিয়ে থিম সং প্রকাশ করায় ইতিমধ্যেই শোকজ করা হয়েছে বাবুল সুপ্রিয়কে। কমিশনের কাছে গানের বিষয় নিয়ে জমা পড়েছে অভিযোগ। তৃণমূলের তরফে এক আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে। বিষয়টি খতিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, গানের বিষয় নিয়েও নেওয়া হতে কড়া পদক্ষেপ।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

তৃণমূলের তরফে এক আইনজীবী বাবুলের তৈরি বিজেপির থিম সং নিয়ে অভিযোগ দায়ের করেছেন প্রমাণ সহ। বাবুলের তৈরি থিম সংয়ের সিডি দিয়ে গানের বিষয়বস্তু নিয়ে একগুচ্ছ অভিযোগ আনেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে সেই কথা স্বীকার করে নেওয়া হয়েছে, এবং সেই অভিযোগের সারবত্তা পেয়ে ইতিমধ্যেই বাবুলকে শো কজ করেছে কমিশন।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

পাশাপাশি বাবুল সুপ্রিয়কে নিয়ে থানায় দায়ের করা হয়েছে দুটি অভিযোগ। পূর্ব বর্ধমানের শক্তিগড় থানায় সিভিক ভলান্টিয়ার শ্যামল মণ্ডল একটি অভিযোগ দায়ের করেছেন। মেমারির কলানবগ্রামের বাসিন্দা তন্ময় ঘোষের করা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সূত্র ধরে অপরাধে উৎসাহিত করা, সরকারি আদেশ অমান্য করা, ক্ষতিকারক কাজ করা এবং কুৎসা করার ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বাংলায় নির্বাচন কমিশনের কিছু কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির

এদিকে শোকজ করা হয়েছে শুনে বাবুল বলেছেন, তিনি ওই গান প্রকাশ করেননি। পরিচিত দু-একজনকে দিয়েছিলেন শোনার জন্য। সেই সূত্রে শোকজের জবাব দিয়ে যদি বাবুল প্রথম দফায় অভিযোগ থেকে মুক্ত হয়ে যান, তারপরেও মুক্তি নাও মিলতে পারে। কারণটা তার টুইটার হ্যান্ডেল।

আরও পড়ুনঃ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, বাংলায় বিজেপি প্রার্থীদের নাম

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, ওই গান বাবুল সুপ্রিয় নিজেই টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। তার রেকর্ড ইতিমধ্যেই তুলে নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। বাবুল নিজের শোকজের উত্তরে যদি ভিডিও প্রকাশের কথা না উল্লেখ করেন তবে ব্যবহার করা হবে টুইটার হ্যান্ডেলের ওই ভিডিও।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

সূত্র বলছে, তাতেও নিস্তার নেই। কারণ, গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসা অভিযোগ। গতকাল বাবুল সুপ্রিয় এর সাংবাদিক বৈঠক নিয়ে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের এক আইনজীবী। ওই আইনজীবী বলেছেন, “উনি যেভাবে মিথ্যা কথা বলছেন তা ঠিক নয়। আমরা তাঁর প্রেস কনফারেন্স নিয়ে অভিযোগ জমা দিয়েছি”।

তবে বাবুল জানিয়েছেন, “তিনি শো কজের উত্তর জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। গান এখনও প্রকাশিতই হয়নি। তাহলে কিসের নিয়ম ভঙ্গ?” তবে সবটাই এখন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুল সুপ্রিয়র জেলে থাকা উচিত, বিস্ফোরক মদন মিত্র https://thenewsbangla.com/madan-mitra-said-babul-supriyo-should-kept-in-jail/ Tue, 19 Mar 2019 14:46:11 +0000 https://www.thenewsbangla.com/?p=8830 ভোট প্রচারে তৃণমূলকে লক্ষ করে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়। আর সেই গানের মেকিং ভিডিও প্রকাশের পরেই তা ভাইরাল হয়ে যায় বিভিন্ন মিডিয়াতে। তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের প্রচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তৃণমূলের তরফ থেকে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। আর এরপরেই বাবুলকে একহাত নিয়েছেন মদন মিত্র।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

এদিন তৃণমূল নেতা মদন মিত্র বাবুল সুপ্রিয়ের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “বাবুল সুপ্রিয় অনেক আগে থেকেই যা কিছু করছে তাতে তার জেলে থাকা উচিত ছিল। অনেক আগেই বাবুল সুপ্রিয়কে আরেস্ট করা উচিত ছিল। বাবুল সুপ্রিয় খুবই নোংরা কাজ করে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এটা খুব দুঃখজনক যে এর পরেও সে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবুল এর নামে FIR হওয়া উচিত এবং ওর মন্ত্রিত্ব ক্যান্সেল করে দেওয়া উচিত। একজন ভোট প্রার্থী হয়ে ওর এই ধরণের কাজ করা গ্রহণযোগ্য না”।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

সাংবাদিকদের প্রশ্নের সামনে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন প্রসঙ্গে মদন মিত্র বলেন, “এই যে আমরা এখন ঘরে আছি, যখন চলে যাব তখন এই ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে, কারণ অনেক ধুলো জমে যায়। বিজেপি সেই ধুলো নিয়ে গেছে। এখন ঘর মন্দির মসজিদ এর মতই পবিত্র। এখন আর কিছু নোংরা নেই, বাঁচা গেছে”।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

ভোটের একমাস আগেই কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসা নিয়েও এদিন মুখ খোলেন মদন মিত্র। তিনি জানান, “শোনা গেছে বেশ কিছুজনের নাম আছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, যার মধ্যে আমার নামও আছে, আমার কোন সমস্যা নেই তাতে”।

তিনি এও জানান কেন্দ্রীয় বাহিনী সুষ্ট ভাবে নির্বাচন করতে এসেছে সেটাই যেন তারা করে, কিন্তু তারা যদি দাদাগিরি করে সেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। সংবিধানে কোথাও এমন লেখা নেই যে কেন্দ্রীয় বাহিনী এসে সাধারণ মানুষের ঘরে ঢুকে ধমকি দেবে। কেন্দ্রীয় বাহিনী কে হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেন যে “তারা যেন ভুলে না যায় যে রাজ্যের হাতে যে বাহিনী আছে সেটা কিন্তু মমতার পক্ষে”।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এদিন বিস্ফোরিত মদন মিত্র নোটবন্দি প্রসঙ্গে বলেন, “নরেন্দ্র মোদীর চরম শাস্তি পাওয়া উচিত। ভারতের প্রধানমন্ত্রীর আসন কে উনি কলঙ্কিত করেছেন, একজন মিথ্যেবাদী লোক উনি। উনি এমন ভাবে হাঁটাচলা করেন তাতে চৌকিদার নরেন্দ্র মোদী নয়, ওনার লেখা উচিত অভিনন্দন নরেন্দ্র মোদী, যেন উনিই পুরো পাকিস্তানকে খতম করে এসেছেন”।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

সিপিএম কংগ্রেস জোট সম্পর্কে তিনি বলেন, “বাংলায় সিপিএম আর কংগ্রেস থাকা না থাকা সমান। তাই তাদের জোট হলো কি হল না তাতে কিছুই যায় আসে না। they are neither hear not there. সিপিএম কংগ্রেস এর জোট হলেও কিছুই এদিক ওদিক হত না। এখন বাংলায় একটাই মুখ সেটা মমতা ব্যানার্জী”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের https://thenewsbangla.com/asansol-meyor-jitendra-tiwari-announce-to-give-work-worth-1-crore-to-counsilor-who-give-lead/ Tue, 19 Mar 2019 13:54:43 +0000 https://www.thenewsbangla.com/?p=8829 নিজের ওয়ার্ডে ৫ হাজারের বেশি ‘লিড’ দিতে পারলেই মেয়র দেবেন ১ কোটি টাকার কাজ। আর এই বিতর্কিত ঘোষণা করেই চমকে দিয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আর তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই চরম বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই ভিডিও জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।

দেখে নিন, শুনে নিন আসানসোলের মেয়রের সেই কোটি টাকার অফারঃ

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই ঘোষণার সমালোচনা করেছেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি অভিযোগ জানিয়েছেন, এইভাবেই ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি?

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

দলের এক কর্মীসভায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেন, এবারের লোকসভায় যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে ৫ হাজারের বেশি লিড দেবে তাঁকে তিনি আসানসোল পুরসভার মেয়র হিসাবে ১ কোটি টাকার অতিরিক্ত কাজ দেবেন। ৩ হাজারের বেশি লিড দিতে পারলে তাঁকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকার অতিরিক্ত কাজ। আর ২ হাজারের বেশি লিড দিতে পারলে তাঁকে দেওয়া হবে ৩০ লক্ষ টাকার কাজ। আর ১ হাজারের বেশি লিড দিলে দেওয়া হবে ১০ লক্ষ টাকার অতিরিক্ত কাজ। আর লিড দিতে না পারলে তাঁকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আর এই ঘোষণার পরেই শোরগোল পরে যায় গোটা রাজ্যে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির এই ঘোষণার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঢেউ ওঠে বিজেপির তরফ থেকে। যদিও কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী হিরহাদ হাকিম বলেন, ওটা ভোট নয়, উন্নয়ন নিয়ে কাজ নিয়ে বলা হয়েছে। এদিকে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছেন বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

এর আগেও দলিয় কর্মীদের সচেতন করতে আসানসোলের মেয়র বলেন, “গোপনে খবর পেয়েছি পার্টি ৭০ জনকে আসানসোলে পাঠিয়েছে। যারা আমার উপর, আমাদের উপর নজর রাখছে, দাশুদার উপরে নজর রাখছে, সমস্ত বিধায়কদের উপরে নজর রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর আগের মতো নেই”।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

২০১৪ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অপ্রত্যাশিতভাবে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। শোচনীয় হার হয়েছিল তৃণমূল প্রার্থী দোলা সেনের। পরাজয়ের খবর পেয়েই মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন মলয় ঘটক। অভিযোগ উঠেছিল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দোলা সেনকে হারতে হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই এবার অনেকটা সাবধানী নেতারা। আর সেই বিষয়ে জোর দিতেই কোটি টাকার কাজ দিয়ে ভোট কেনার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন https://thenewsbangla.com/bjp-mp-babul-supriyo-calls-moonmoon-sen-sensational-gets-little-boy-tag-in-return/ Tue, 19 Mar 2019 08:13:31 +0000 https://www.thenewsbangla.com/?p=8788 শুরু হয়েছে ভোট যুদ্ধ। চলছে বাকযুদ্ধের লড়াই। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই আসানসোলের বিজেপি সংসদ কটাক্ষ করেছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে। এবার পাল্টা বাবুলকে বাচ্চা ছেলে বলে উড়িয়ে দিলেন মুনমুন সেন।

আসন্ন লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। এই একই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তৃনমুলের প্রার্থী ঘোষণার পরেই বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কে ‘সেন্সেশনাল’ বলে টুইট করেন। দোলা সেনের পর আর এক সেনকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করেন বাবুল।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এই প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুললেন বাঁকুড়ার টিএমসির সাংসদ ও এবারের আসানসোলের প্রার্থী মুনমুন সেন। তাকে সেন্সেশনাল বলা হয়েছে শুনে হেসে মুনমুন বলেন, “আমি একজন অভিনেত্রী। একজন অভিনেত্রী অভিনয় না করলেও তিনি অভিনেত্রীই হয়ে থাকেন। অভিনয় জগতে নানান কারণে আমাদের গায়ে কাদা ছেটানো হয়। সেই কাদা মুছে ফেলে নিজের কাজ করে যাওয়ার অভ্যেস আমার আছে”।

আরও পড়ুনঃ বাংলায় চার দলের লড়াই, ২০১১ র ভুল ২০১৯ এ করল না কংগ্রেস

মুনমুন আরও বলেন, “তাছাড়া, সেন তো আমার পদবি, আমার মাও ছিলেন সেন, তাই আমায় সেন্সেশনাল বললে মোটেই সমস্যা নেই আমার”।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

রাজনৈতিক কাজের সম্বন্ধে বাবুলের বিরুদ্ধে মুনমুন সেন বলেন,”বাবুল ইজ এ লিটল বয় (বাবুল একটা বাচ্চা ছেলে)”। মুনমুন সেন জানান, “শুরুতে ওনার ৫ থেকে ৬ বছর লেগেছিল রাজনৈতিক কাজ শিখতে। বাবুল সবে এসেছে। ও ঠিক কাজ শিখবে”।

মুনমুন সেন এটা স্পষ্ট বলেন যে বিরোধী দলের প্রার্থীর বিরুদ্ধে তার কিছু বলার নেই। কাউকে তিনি খারাপ কথা বলতে চান না। কোন মানুষের সাথে খারাপ ব্যবহারও করতে চান না।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই

আর এর জেরেই বাবুলকে একেবারে উড়িয়ে দিলেন মুনমুন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর আমজনতা বলছে সত্যি তো, মুনমুনের তুলনায় বাবুল তো বাচ্চাই। এখন বাচ্চা বনাম বড়োর লড়াইয়ের ফল কি হয় সেটা জানা যাবে আগামী ২৩ এপ্রিল তারিখে।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>