AnubrataMondalJailCustody – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Aug 2022 12:31:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AnubrataMondalJailCustody – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম https://thenewsbangla.com/anubrata-mondals-name-in-the-coal-scam-case-after-cow-smuggling/ Wed, 24 Aug 2022 12:18:32 +0000 https://thenewsbangla.com/?p=16403 গরু পাচারের পর, কয়লা কাণ্ডেও জুড়ল অনুব্রত মণ্ডলের নাম। বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রতর আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অবস্থার দোহাই দিয়ে, জামিনের আবেদন করেছিলেন। তবে সরকারি আইনজীবী দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়বে। আসানসোল বিশেষ সিবিআই আদালত জামিনের আবেদন খারিজ করে, অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ‘গরু পাচারের পর এবার কয়লা কাণ্ডেও, নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূমের অন্যতম কয়লা মা’ফিয়া, শরাফত হোসেনের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। খয়রাশোলের বাসিন্দা শরাফত, কয়লা পাচার বাবদ কেষ্টকে মাসে ৫ কোটি টাকা নজরানা দিত বলে জানা গিয়েছে। কয়লা ছেড়ে যখন সে বালির অবৈধ ব্যবসা শুরু করে শরাফত, তখনও সে মোটা অঙ্কের টাকা কেষ্টকে দিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে

বুধবার আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোলের জেলেই থাকতে হবে তাঁকে। গরু পাচারের পর এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের নজর অনুব্রত মণ্ডলের কয়লা পাচারের আয়ের দিকে। গরুর পর গোয়েন্দাদের নজর এখন ফের কয়লার দিকে। এখানেও কি যুক্ত ছিলেন কেষ্ট?

]]>
গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে https://thenewsbangla.com/anubrata-mondal-gets-14-days-jail-custody-in-cbi-court/ Wed, 24 Aug 2022 11:20:02 +0000 https://thenewsbangla.com/?p=16393 গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের, অসুস্থতার যুক্তি খারিজ করল আদালত। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ধোপে টিকল না অনুব্রত মণ্ডলের অসুস্থতার তত্ত্ব। আসানসোল বিশেষ সিবিআই আদালতে, আবারও খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। এবার আর সিবিআই নয়, থাকতে হবে জেল হেফাজতে। আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

বুধবারই শেষ হয়েছে, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ। এই দিনেই তাঁকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সেখানেই এক ঘণ্টা দীর্ঘ সওয়াল জবাব চলার পর, তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন মূলত প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। পাশাপাশি, অনুব্রতর বেআইনি সম্পত্তির কথাও জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে ফের লজ্জায় রাজ্য সরকার, তীব্র ভর্ৎসনা, ১০ হাজার টাকা জরিমানা

অন্যদিকে অনুব্রত মণ্ডলের অসুস্থতার কথা বলে, জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অনুব্রতের আইনজীবী এও দাবী করেন, অনুব্রত কোনও ভাবেই গরু পাচারের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে তাঁকে। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। গরু পাচার মামলায় সেই জেলেই যেতে হচ্ছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।

]]>