AnubrataMondalArrested – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Aug 2022 11:29:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AnubrataMondalArrested – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে https://thenewsbangla.com/anubrata-mondal-gets-14-days-jail-custody-in-cbi-court/ Wed, 24 Aug 2022 11:20:02 +0000 https://thenewsbangla.com/?p=16393 গরু পাচার মামলায়, জেল হেফাজতে পাঠানো হল অনুব্রত মণ্ডলকে। ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের, অসুস্থতার যুক্তি খারিজ করল আদালত। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, এবার বিচারবিভাগীয় হেফাজতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ধোপে টিকল না অনুব্রত মণ্ডলের অসুস্থতার তত্ত্ব। আসানসোল বিশেষ সিবিআই আদালতে, আবারও খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। এবার আর সিবিআই নয়, থাকতে হবে জেল হেফাজতে। আদালত অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

বুধবারই শেষ হয়েছে, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ। এই দিনেই তাঁকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সেখানেই এক ঘণ্টা দীর্ঘ সওয়াল জবাব চলার পর, তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন মূলত প্রভাবশালী তত্ত্বে জামিনের বিরোধিতা করেছিল সিবিআই। পাশাপাশি, অনুব্রতর বেআইনি সম্পত্তির কথাও জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে ফের লজ্জায় রাজ্য সরকার, তীব্র ভর্ৎসনা, ১০ হাজার টাকা জরিমানা

অন্যদিকে অনুব্রত মণ্ডলের অসুস্থতার কথা বলে, জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অনুব্রতের আইনজীবী এও দাবী করেন, অনুব্রত কোনও ভাবেই গরু পাচারের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে তাঁকে। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। গরু পাচার মামলায় সেই জেলেই যেতে হচ্ছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।

]]>
চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল https://thenewsbangla.com/anubrata-mondal-arrested-by-cbi-in-cow-theft-case-after-partha-chatterjee-arrest-by-ed/ Thu, 11 Aug 2022 05:18:04 +0000 https://thenewsbangla.com/?p=16043 চাকরি চুরি কেসে পার্থর পর এবার গরু চুরির মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল। তবে সিবিআই-য়ের তরফে এখনও এই নিয়ে, অফিসিয়ালি কিছু জানাননি। গরুপাচার মামলায় মাঝরাত থেকেই, সিবিআইয়ের জোর তৎপরতা। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে, সকালেই সিবিআই হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন, সিবিআই অফিসাররা। পরে জানা যায়, এই মুহূর্তে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তৃণমূলের সেকেন্ড উইকেট ডাউন দুর্নীতির মামলায়।

একাধিকবার সিবিআই হাজিরা এড়ানোর পরই, অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। বৃহস্পতিবার সকালেই বোলপুরের নিচুপট্টির বাড়িতে, হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ১০০ জন সিআরপিএফ জওয়ান তৃণমূল নেতার গোটা বাড়ি ঘিরে রেখেছে। একদিকে জিজ্ঞাসাবাদ চলছে অনুব্রতকে, অন্যদিকে চিরুনি তল্লাশি চলছে অনুব্রতের বাড়িতে। এলাকায় এমন কেন্দ্রীয় বাহিনীর আচমকা হানা এবং সিবিআই আধিকারিকদের চলে আসায়, রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ “পার্থ চোর হলেও, তৃণমূল কিন্তু চোর নয়”, জানিয়ে দিলেন ফিরহাদ

বুধবার মাঝরাতেই সিবিআইয়ের একটি দল বোলপুর পৌঁছয়। মোট ছয়টি গাড়িতে, সিবিআই আধিকারিকরা বোলপুরে এসে পৌঁছন। এর মধ্যে চারটি গাড়ি কলকাতার নিজাম প্যালেস থেকে, দুটি গাড়ি আসানসোলের সিবিআই দফতর থেকে এসেছে বলেও সূত্রের খবর। রাতে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসেই ছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে ওই গেস্টহাউসে আসে, বিশাল কেন্দ্রীয় বাহিনী।

]]>