Anubrata Mondal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Aug 2022 07:39:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Anubrata Mondal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরুতে ফাঁসলেন অনুব্রত, মাথা থেকে হাত তুলে নিল দল ও নেত্রী https://thenewsbangla.com/cbi-arrest-anubrata-mondal-on-cow-smuggling-case/ Thu, 11 Aug 2022 06:53:05 +0000 https://thenewsbangla.com/?p=16053 গরুতে ফাঁসলেন অনুব্রত, আর তারপরেই মাথা থেকে হাত তুলে নিল দল ও নেত্রী। তদন্তে অসহযোগিতার অভিযোগে গরু-পাচার মামলায়, বীরভূমের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, গত দুদিন ধরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করেও পাননি অনুব্রত মণ্ডল। তার কারণ ইতিমধ্যেই বীরভূমের দাপুটে নেতা অনুব্রতের মাথা থেকে, হাত তুলে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। গত বুধবার সাংবাদিকদের সামনে ফিরহাদ হাকিম বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছে মানে, আমরা সবাই চোর এমনটা নয়”। তারপরের দিনই সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত।

গতকালই অসুস্থতার কথা বলে ফের, সিবিআই-এর হাজিরা এড়ান অনুব্রত। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত দশবার তাঁকে তলব করা হলেও, মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি ৷ গতকালও হাজিরা এড়িয়ে যান তিনি ৷ নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার জানান; “প্রাক্তন সহকর্মীর কর্মকাণ্ডের জন্য লজ্জিত”, পার্থ যা করেছে, তাতে আমি লজ্জিত। আমি এই পার্থকে চিনি না”। বিরোধীদের বক্তব্য পার্থের পরে অনুব্রতের সম্পর্কে কি বলবে তৃণমূল নেতৃত্ব?

আরও পড়ুনঃ ‘রাজনৈতিক ইজ্জত’ ধুলোয় মিশিয়ে, অনুব্রতকে ইঁদুরের মত ‘গরু কেসে’ ধরল সিবিআই

এদিন সকালেই তৃণমূল নেতা অর্জন সিং জানিয়ে দিয়েছেন, “অনুব্রত মণ্ডল কিছু করে থাকলে, তাঁকেই তার জবাব দিতে হবে”। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় এর মত অনুব্রত মণ্ডলের মাথার উপর থেকেও হাত সরিয়ে নিল তৃণমূল? বাংলার রাজনীতিতে উঠে গেছে প্রশ্ন।

]]>
চাপে পরে ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি, ফাঁস করে দিলেন অনুব্রতর ডাক্তার https://thenewsbangla.com/anubrata-mondal-doctor-chandranath-adhikari-claims-he-was-forced-to-write-prescription-on-white-page/ Wed, 10 Aug 2022 04:54:40 +0000 https://thenewsbangla.com/?p=16013 হাসপাতাল সুপারের নির্দেশে ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি, ফাঁস করলেন অনুব্রতর ডাক্তার। ‘হাসপাতাল সুপারের নির্দেশেই, সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’, বিস্ফোরক মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডলকে দেখতে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এমনই বিস্ফোরক দাবি করলেন, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। আর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই, শোরগোল রাজ্য জুড়ে। আদালতে যাচ্ছে সিবিআই।

অনুব্রত মণ্ডলের অনুরোধেই, তিনি চাপে পড়ে সাদা কাগজে বেড রেস্ট লিখে দিয়েছিলেন। এমন মন্তব্যও করেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর আরও অভিযোগ, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই, অনিচ্ছা সত্ত্বেও অনুব্রতর বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। ‘বীরভূমে থাকি, সরকারি চাকরি করি, ওনাদের কোথা তো শুনতেই হবে’। জানিয়ে দেন ডাক্তার চন্দ্রনাথ অধিকারী।

আরও পড়ুনঃ ‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

‘সিবিআই হাজিরা দেওয়ার মতো অবস্থাতেই আছেন অনুব্রত’, জানান চন্দ্রনাথ অধিকারী। ‘বাড়িতে গেলে ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দিতে বলেন অনুব্রত, উনি তৃণমূল সভাপতি এবং প্রভাবশালী ব্যক্তি। উনি বললে কি না লিখতে পারি? বোলপুরে থাকি বলেই ‘বেড রেস্ট’ লিখতে বাধ্য হয়েছি। সুপারের নির্দেশেই সাদা কাগজে অ্যাডভাইস লিখে দিয়েছি’। বিস্ফোরক দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর।

তাঁর এমনও দাবি, বিশ্রামের প্রয়োজন থাকলেও সাপোর্টিভ সিস্টেম দিয়ে অনুব্রতকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব। অনুব্রত সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার মতো অবস্থাতেও রয়েছেন বলে দাবি চিকিৎসকের।

]]>
‘গরু চোর’ বলে বিদ্রুপ, আদালতের ভয়ে অনুব্রতকে ভর্তি নিল না এসএসকেএম https://thenewsbangla.com/sskm-did-not-admit-tmc-leader-anubrata-mondal/ Mon, 08 Aug 2022 13:01:59 +0000 https://thenewsbangla.com/?p=15936 ‘গরু চোর’ বলে বিদ্রুপ, আদালতের ভয়ে; অনুব্রতকে এবার ভর্তি নিল না এসএসকেএম। “অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই”; জানিয়ে দিল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। সোমবার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত; তাঁর চিকিৎসায় তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। বীরভূম জেলা তৃণমূল সভাপতির কয়েকটি ক্রনিক রোগ ছাড়া; তেমন কোনও সমস্যা নেই বলেই জানান বিশেষজ্ঞরা। অনুব্রতর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা জানিয়ে দেন; এই মুহূর্তে হাসপাতালে ভর্তির দরকার নেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতার। দীর্ঘক্ষণ হাসপাতালে কাটিয়ে বেরিয়ে যান তিনি।

এদিকে নিরাপত্তারক্ষী-দের বেষ্টনি নিয়ে হাসপাতাল ছাড়ার সময়, এসএসকেএম চত্বরে চিৎকার শোনা যায়; “গরু-চোর গরু-চোর”। কিছু রোগীর আত্মীয় রীতিমতো বিদ্রুপ করে; ‘গরু চোর’ বলে চিৎকার শুরু করেন হাসপাতালে। জোকা ইএসআই হাসপাতালের বাইরে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখেও; এক মহিলা জুতো ছুঁড়ে মারেন। আলিপুর জেলে গিয়েও তাঁকে শুনতে হয়েছে; ‘চোর-চোর’ ডাক। এবার নিশানায় অনুব্রত। এসএসকেএম চত্বরে ‘গরু চোর’ ডাক ভেসে এল; দাপুটে তৃণমূল নেতাকে নিশানা করে।

আরও পড়ুনঃ পাঁচ বছরে উনিশজন তৃণমূল নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি, ইডিকে পার্টি করল হাইকোর্ট

গরু পাচার মামলায় সোমবার; অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। শারীরিক পরীক্ষার অজুহাতে, এদিনও সিবিআইয়ের হাজিরা; এড়িয়ে গেছেন অনুব্রত। এর আগেও গরু পাচার মামলায়, সিবিআই তাঁকে একাধিকবার নোটিস পাঠিয়েছে; প্রতিবারেই হাজিরা এড়িয়ে গিয়েছেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। আগামী সপ্তাহে ফের তাঁকে; তলব করতে পারে সিবিআই।

]]>
বাড়িতে মুজরা আসর, বাইজির শরীরে টাকা ওড়াচ্ছেন তৃণমূল নেতা https://thenewsbangla.com/mujra-at-home-birbhum-tmc-leader-in-controversy-after-throwing-money-at-baiji-body-viral-video/ Fri, 25 Feb 2022 14:35:02 +0000 https://www.thenewsbangla.com/?p=14841 বাড়িতে মুজরা আসর; বাইজির শরীরে টাকা ওড়াচ্ছেন একজন পুরুষ; আর সেই টাকা কুড়িয়ে নিচ্ছে অল্প পোষাকে আর এক মহিলা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে রাজ্য জুড়ে। বীরভূমের এক তৃণমূল নেতাকে; একটি বাইজি নাচের আসরে টাকা ওড়াতে দেখা যাচ্ছে। পুরভোটের ঠিক আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে বাংলা জুড়ে; যেখানে দেখা যাচ্ছে বীরভূমের ওই ঘাসফুল নেতা নিজের বাড়িতে বাইজি নাচের আসরে টাকা ওড়াচ্ছেন। জানা যাচ্ছে যে, ভিডিও-তে দেখতে পাওয়া ওই টিএমসি নেতা হলেন; বীরভূমের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকৎ। যদিও এই ভিডিয়োর সত্যতা; যাচাই করেনি The News বাংলা।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে; জনপ্রিয় হিন্দি ছবি দেবদাসের একটি গান চলছে। আর সেই গানের তালে তালে নাচছেন এক তরুণী। ওই তরুণী যে শুধু নাচ করছেন তাই নয়; দেবদাস ছবিতে ওই গানে মাধুরী দীক্ষিতকে যে পোশাকে শুটিং করতে দেখা গিয়েছিল; ওই তরুণীও সেইরকমই পোশাক পড়ে নাচছেন। আর মাঝেমধ্যেই ওই তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে; ‘খুব ভাল! এর কোনও জবাব নেই। আমাদের বিহারে বিয়েতে এরকমই চলে’। প্রায় দেড় মিনিটের ভিডিয়ো শেষে দেখা যায়; তৃণমূলের ওই নেতা একেবারে ফিল্মি কায়দায় ওই বাইজির মাথায় নোটের তারা ধরে টাকা ওড়াচ্ছেন। স্বল্প পোশাকে আর এক মহিলাকে; টাকা কুড়াতেও দেখা যাচ্ছে।

যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতার তরফে; এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই; বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছেন। আগামী রবিবার ২৭ ফেব্রুয়ারি; রাজ্য জুড়ে ১০৮টি পুরসভার ভোট রয়েছে। তার আগে বীরভূমের তৃণমূল নেতার এরকম ভিডিয়ো ভাইরাল হওয়ায়; বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। ক্ষুব্ধ বীরভূম তৃণমূল নেতাদের একাংশ। বিরোধীদের বক্তব্য, ‘নাচ-গানে যারা ব্যস্ত থাকে; তারা মানুষের কি সেবা করবে’।

তবে অভিযুক্ত ওই নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর; তিনি সম্প্রতি ভিন রাজ্যে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই এই বাইজি নাচের আসরে; তিনি টাকা ওড়ান। তবে তাতে কিন্তু বিতর্ক থামছে না। যে নেতা এইভাবে বাইজি নাচে টাকা ওড়াতে পারেন; তিনি কি করে মানুষের সেবা করবেন? ভোটের আগেই উঠে গেছে প্রশ্ন।

]]>
মায়ের মৃত্যু নিয়ে আমার সঙ্গে রাজনীতি করেছেন অনুব্রত, দাবী অনুপমের https://thenewsbangla.com/anubrata-mondal-played-politics-with-mother-death-says-anupam-hazra/ Tue, 30 Apr 2019 08:36:09 +0000 https://www.thenewsbangla.com/?p=12016 দলের চাপে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভোল বদল যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার। মায়ের মৃত্যু নিয়ে আমার সঙ্গে রাজনীতি করেছেন অনুব্রত, মঙ্গলবার বিজেপি দফতরে দাবী করলেন অনুপম। মুকুল রায়কে পাশে নিয়ে এদিন কলকাতায় সাংবাদিক করলেন অনুপম হাজরা।

সোমবার, চতুর্থ দফার ভোটের দিন আচমকা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে আসেন অনুপম হাজরা। শুধু দেখাই করা নয়, জমিয়ে মাছ-ভাতও খান যাদবপুরের বিজেপি প্রার্থী। ফিরে এলে সাংসদ করতেই পারি, বলেন অনুব্রত। ফলে উস্কে যায় জল্পনা। এরপরেই অনুপমকে শো কজ করে বিজেপি।

আর মঙ্গলবার সম্পূর্ণ ভোলবদল করে অনুপম হাজরা জানান, মায়ের মৃত্যু নিয়েও তাঁর সঙ্গে রাজনীতি করলেন অনুব্রত মণ্ডল। তাঁকে বাড়িতে ডেকে, তারপর দলিয় অফিসে আসতে বলে ফাঁসিয়েছেন অনুব্রত, এমনটাই দাবি তাঁর। মুকুল রায়কে পাশে নিয়ে কৈফিয়ত অনুপমের।

আরও পড়ুনঃ ভোটের দিন স্বয়ং প্রার্থীই ঘুম থেকে উঠলেন দুপুর ১২ টায়, বাংলায় ভোট রঙ্গ

সৌজন্য না ঘরে ফেরা, ভোটের দিন অনুব্রত অনুপম সাক্ষাতে উঠে যায় প্রশ্ন। সোমবার ভোট দিয়ে ফিরে যখন তাঁর দলিয় দফতরে বসে অনুব্রত, তখনই তাঁর কাছে আসেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

শুধু ‘কেষ্ট কাকার’ কাছে আসাই নয়। অনুব্রতর বাড়িতে জমিয়ে মাছ-ভাতও খান অনুপম। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। এরপরই তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি।

সেই যাদবপুর কেন্দ্রের প্রার্থীই সোমবার সটান চলে যান অনুব্রতর দরবারে। তাও আবার চতুর্থ দফার ভোটের দিন। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। জানিয়ে দেন, “কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা”।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

সোমবার স্নেহের সুরে অনুব্রত বলেন, “বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম”। আবার দলে ফিরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দেন কেষ্টদা। সুধু তাই নয়, অনুব্রত মন্ডলও বলেন “ওকে ঠিক দলে নিয়ে নেব, সাংসদ করব, রাজ্যসভা ভোট আছে”।

বিজেপিতে যোগদান করার পরেও কেন অনুব্রতর বাড়িতে? ‘কেষ্ট কাকার’ বাড়িতে বসেই অনুপম বলেন, “কাকার কাছে এসেছি, ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে”। তারপরেই তাঁকে শো কজ করে ক্ষুব্ধ বিজেপি।

আরও পড়ুনঃ মোবাইলে হুমকি দিয়ে নির্বাচন কমিশনকে হাস্যকর প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল

মঙ্গলবার গেরুয়া শিবিরের ক্ষোভ চাপা দিতেই সব অভিযোগ চাপান সাংবাদিকদের উপর। জানিয়ে দেন, মায়ের মৃত্যু নিয়ে আমার সঙ্গে রাজনীতি করেছেন অনুব্রত। মিডিয়া ডেকে তাঁকে ফাঁসান হয়েছে বলেই জানান তিনি।

তাঁর প্রতি পদ্ম শিবিরের ক্ষোভ চাপা দিতেই ভোল বদল, মনে করছে রাজনৈতিক মহল। তবে অনুপমের ভোল বদলে কেষ্ট কাকা কি প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার। তবে মায়ের মৃত্যু নিয়ে রাজনীতি করবেন অনুব্রত, এটা জেলা রাজনীতিতে কেউ বিশ্বাস করেন না বলেই জানা গেছে বীরভূম জেলা সূত্রে।

]]>
সৌজন্য না ঘরে ফেরা, ভোটের দিন অনুব্রত অনুপম সাক্ষাতে উঠে গেল প্রশ্ন https://thenewsbangla.com/anubrata-mondal-anupam-hajra-unexpected-meeting-on-birbhum-poll-day/ Mon, 29 Apr 2019 12:59:23 +0000 https://www.thenewsbangla.com/?p=11968 সৌজন্য না ঘরে ফেরা, ভোটের দিন অনুব্রত অনুপম সাক্ষাতে উঠে গেল প্রশ্ন। চতুর্থ দফার ভোটের দিন আচমকা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত করতে এলেন অনুপম হাজরা। শুধু দেখাই করা নয়, জমিয়ে মাছ-ভাতও খেলেন যাদবপুরের বিজেপি প্রার্থী। ফিরে এলে সাংসদ করতেই পারি, বললেন অনুব্রত। ফলে উস্কে গেল জল্পনা।

বীরভূমের ভোটের দিনই বড় চমক দিলেন বীরভূমের কেষ্ট দা। সোমবার ভোট দিয়ে ফিরে যখন তাঁর দলিয় দফতরে বসে অনুব্রত, তখনই তাঁর কাছে এলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। শুধু ‘কেষ্ট কাকার’ কাছে আসাই নয়। অনুব্রতর বাড়িতে জমিয়ে মাছ-ভাতও খেলেন অনুপম। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। এরপরই তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি।

আরও পড়ুনঃ ভোটের দিন স্বয়ং প্রার্থীই ঘুম থেকে উঠলেন দুপুর ১২ টায়, বাংলায় ভোট রঙ্গ

লোকসভা ভোটের আগে দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন অনুপম হাজরা। তাঁকে সাসপেন্ড করে নেতৃত্ব। এরপর গেরুয়া শিবিরে যোগদান করেন অনুপম। তাঁকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। সেই যাদবপুর কেন্দ্রের প্রার্থীই সোমবার সটান চলে এলেন অনুব্রতর দরবারে। তাও আবার চতুর্থ দফার ভোটের দিন।

অতি সম্প্রতি বিজেপির কর্মীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনুপম হাজরা। পরে অবশ্য তা অস্বীকার করেন যাদবপুরের বিজেপি প্রার্থী। সোমবার ভোট দেওয়ার পর দলীয় দফতরে বসেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ফোন করে অফিসে আসেন বিজেপির প্রার্থী। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। জানিয়ে দেন, কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

স্নেহের সুরে অনুব্রত বলেন, “বোকামি করেছে। ওকেই প্রার্থী করতাম”। আবার দলে নিয়ে নেওয়ার কথাও জানিয়ে দিলেন কেষ্ট। শুধু দেখা করা নয়, অনুব্রতর হেঁসেলের ভাত-মাছ-পোস্তও খেলেন অনুপম হাজরা। অনুপম-অনুব্রত এমন সাক্ষাত্ নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

যাদবপুরে ভোটগ্রহণের আগে এমন সাক্ষাত্ যে বিরূপ প্রভাব ফেলতে পারে, তা নিশ্চিতভাবেই বোঝেন অনুপম। তাহলে কি আবার পুরনো দলে ফিরবেন যাদবপুরের বিজেপি প্রার্থী? অনুব্রতের মন্তব্যের পর জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ মোবাইলে হুমকি দিয়ে নির্বাচন কমিশনকে হাস্যকর প্রমাণ করলেন অনুব্রত মণ্ডল

বিজেপিতে যোগদান করার পরেও কেন অনুব্রতর বাড়িতে? ‘কেষ্ট কাকার’ বাড়িতে বসেই অনুপম বলেন, “কাকার কাছে এসেছি, ভুল বোঝাবুঝি ছিল মিটে গেছে”। অপরদিকে অনুব্রত মন্ডলও বলেন, “ওকে ঠিক দলে নিয়ে নেব, সাংসদ করব, রাজ্যসভা ভোট আছে”।

এদিন অনুব্রত মন্ডলের বাড়িতে এসে তাঁকে প্রণামও করেন অনুপম। উল্লেখ্য, গত শুক্রবার যাদবপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে অনুপম বলেছিলেন, “বিজেপি কর্মীরা সব অপদার্থ”। তারপরই ভোটের দিন বীরভূমে গিয়ে সটান অনুব্রতর বাড়িতে হাজির অনুপম। তাই জল্পনা উসকে উঠছে, তাহলে কি আবার তৃণমূলেই ফিরছেন অনুপম? যদিও এদিন ফেসবুক লাইভে একথা অস্বীকার করেছেন অনুপম।

]]>
অনুব্রতর নকুল দানার পরিবর্তে মুড়ির মোয়ায় ভরসা লকেটের https://thenewsbangla.com/locket-chatterjee-throws-challenge-to-anubrata-mondal-his-nakul-dana/ Wed, 10 Apr 2019 14:18:04 +0000 https://www.thenewsbangla.com/?p=10498 লোকসভা ভোটের বাদ্যি বাজতে বাকি আর কয়েক ঘন্টা। তার আগেই বাংলার ভোট সংস্কৃতিতে উঠে এলো মুড়ির মোয়ার মাহাত্ম্য। ইতিমধ্যেই তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের হাত ধরে ভোট বাজারে বেশ নাম কুড়িয়েছে নকুল দানা। এবার তারই পাল্টা উঠে এলো মুড়ির মোয়া। অনুব্রতর নকুল দানাকে মুড়ির মোয়ায় পাল্টা দিলেন লকেট।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বীরভূম আর অনুব্রত মন্ডল দুটো শব্দ যেনো একে অপরের পরিপূরক। অন্তত রাজনৈতিক মহলে বীরভূম মানেই প্রথমে উঠে আসে অনুব্রত মন্ডলের নাম, আর অনুব্রতর হাত ধরেই উঠে আসে নানান শব্দ বাহার। নারকেল মুড়ি, গুড় বাতাসা থেকে চড়াম চড়াম দাওয়াইয়ের সাথে সবচেয়ে শেষ সংযোজন হয়েছে নকুল দানা ও শলাকা।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

ভোট বাজারে নকুল দানার মহিমা বারেবারেই উঠে এসেছে অনুব্রত মন্ডলের মুখে। নকুল দানাতেই ঘটে শরীরের সমস্ত রোগমুক্তি, এই ছোট্ট টোটকা অনুব্রতর দৌলতে এখন সকলেরই জানা। সাধারণ ভোটার তো বটেই, কেন্দ্রীয় বাহিনী থেকে নির্বাচন কমিশন, সবাইকেই নকুল দানা খাওয়ানোর নিদান দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ প্রতিদিন মেক আপ ও ওয়াক্সিং করে সুন্দর চেহারা করেছেন মোদী, আক্রমণ কুমারস্বামীর

আর এবার নকুল দানাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি মুড়ির মোয়া। সৌজন্যে হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অনুব্রতর বিরুদ্ধে ভাষা সন্ত্রাস ও ভয় দেখানোর অভিযোগ তুলে বুধবার লকেট বলেন, মানুষের এবার একমাত্র ভরসা হবে মুড়ির মোয়া। অনুব্রতর ভাষা সন্ত্রাস বাংলার সংস্কৃতি নয়, মুড়ির মোয়ার ওপর ভর করেই বাংলা তার হারানো সংস্কৃতির পুনরুদ্ধার করবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

বেশ কয়েক বছর ধরেই তৃণমূলের অনুব্রতকে পাল্টা দিচ্ছেন বিজেপির লকেট। লকেটকে আক্রমণ করে অশ্লীল কথাও বলেছেন অনুব্রত। সময়ে সময়ে পাল্টা দিয়েছেন লকেটও। এবার ফের অনুব্রতর নকুলদানাকে, মুড়ি মোয়া দিয়ে পাল্টা দিলেন লকেট। ভোট বাজারে পাল্টা অনুব্রত এবার লকেটকে কি বলেন তার জন্যই এখন অপেক্ষা।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায় https://thenewsbangla.com/anubrata-mondal-google-search-gives-indecent-language-troll-in-social-media/ Fri, 01 Mar 2019 18:04:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7306 গুগুল সার্চ করলেই অশালীন বক্তব্য, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়। গুগুল সার্চ করলেই সমস্যা। অনুব্রত লিখে সার্চ করলেই চলে আসছে অশ্লীল ভাষা। আর এই নিয়েই রাজ্য জুড়ে অনুব্রতকে নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রল।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

শুক্রবার সন্ধ্যা থেকেই এই ঘটনা ঘটছে। অনুব্রত মন্ডল লিখে সার্চ করলেই উইকিপিডিয়ায় ভেসে আসছে অশালীন সব শব্দ। আর তা নিয়েই হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। আর সেই লেখার স্ক্রিনশটও ভাইরাল হচ্ছে ব্যপক হারে।

গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা

এর আগেও গুগুলে সার্চ করলে এরকমই অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে গুগুল। সম্প্রতি ভারত পাক উত্তেজনার মধ্যে গুগুলে ‘ভিখারি’ লিখে সার্চ করলে ফুটে উঠেছে ইমরান খানের ছবি। অথবা ‘টয়লেট পেপার’ লিখে সার্চ করলে ভেসে উঠেছে পাকিস্তানের পতাকা। আর এবার সেই পথেই আক্রান্ত তৃণমূলের কেষ্ট।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

উল্লেখ্য, উইকিপিডিয়ায় তথ্য পরিবেশনে যে কেউ চাইলেই সম্পাদনা করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি তার ইচ্ছেমত তথ্যের বদল করতে পারেন। তারই সুযোগ নিয়েছে অনুব্রতের রাজনৈতিক দলের বিরোধী কোনো ব্যক্তি।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

কোনো বিখ্যাত ব্যক্তিকে কালিমালিপ্ত করতে অনেক সময় এভাবেই টার্গেট করে থাকেন বিরোধীরা। বিখ্যাত না হলেও রাজনৈতিক মহলে অনুব্রত ওরফে কেষ্টর কীর্তি জানেন না, এরকম লোক পাওয়া মুশকিল। অনুব্রত মন্ডলও যে এক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতার শিকার, তা নিঃসন্দেহেই বলা যায়।

গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা
গুগুল সার্চ করলেই অশালীন ভাষা, অনুব্রতকে নিয়ে ট্রল সোশ্যাল মিডিয়ায়/The News বাংলা

দলের অনেকেই এই ঘটনার নিন্দা করলেও নেটিজেনরা এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে ছাড়ছেন না। তবে আপত্তিকর শব্দ কে বা কারা বসিয়েছে, সেই সংক্রান্ত কোনো তথ্য এখনো জানা যায়নি। পরে যদিও আপত্তিকর অংশটি সংশোধন করা হয়।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

তবে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হবে বলে জানান হয়েছে। এই কুরুচিকর শব্দ নেট দুনিয়ায় ছাড়ার জন্য বিজেপিকেই দায়ি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সাইবার সেলের কর্মীরাই এই কাজ করেছে বলেই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে তৃণমূল।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

তবে বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে এই কাজ তাদের কেউ করেনি। তৃণমূলে কেষ্টর বিরোধীরা এই কাজ করেছে বলেই তাদের দাবি।

কিন্তু দাবি পাল্টা দাবির মধ্যেই বাজে ভাষায় ছেয়ে গেছে নেট দুনিয়া। নোংরা রাজনীতির কালির ছিটে লাগল বাংলা ভাষাতেও। তাও আবার বিশ্ব জুড়ে।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র আগেই কেষ্টর খোল করতালে কীর্তন https://thenewsbangla.com/before-the-bjps-democracy-bachao-jatra-anubrata-mandals-kirtan-will-start-with-khol-kartal/ Wed, 05 Dec 2018 06:12:22 +0000 https://www.thenewsbangla.com/?p=3528 The News বাংলা, বোলপুর: না, কোন বোমা মারার হুমকি নেই। গুড় বাতাসা খাওয়ানোর গল্প নেই। এমনকি চড়াম ঢাক বাজাবার শপথও নেই। খোল খঞ্জনিতে বীরভূমের কেষ্ট এবার সত্যি নদের নিমাই। বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রার আগেই কেষ্টর খোল করতালে কীর্তন।

বোলপুর তৃণমূল দফতরে খোল খঞ্জনিঃ

বোলপুরে দলের জেলা কার্যালয় এখন খোল, খঞ্জনিতে ভর্তি। বুধবার কীর্তনীয়াদের সমাবেশ। তবে পালা গান বা হরি সংকীর্তন হবে না। ৪০০০ কীর্তনীয়াকে খোল দেবেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও, দলীয় তহবিলের টাকায় কিনেছেন ৮০০০ খঞ্জনি। ব্লক ভিত্তিক প্রাপকদের তালিকাও তৈরি। বীরভূমের ১৯টি ব্লকের সঙ্গে বর্ধমানের ৫টি ব্লকও অনুব্রতর এই দাক্ষিণ্য পাবে।

বিজেপির 'গণতন্ত্র বাঁচাও যাত্রা'র আগেই কেষ্টর খোল করতালে কীর্তন/The News বাংলা
বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র আগেই কেষ্টর খোল করতালে কীর্তন/The News বাংলা

বুধবার বোলপুর ডাকবাংলো মাঠে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে৷ যেখানে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে থেকে কীর্তনীয়াদের হাতে তুলে দেবেন ৪০০০ খোল ও ৮০০০ হাজার করতাল৷ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।

আরও পড়ুনঃ জল অপচয় রোধে বাঙালি ছাত্রের আবিষ্কার ‘প্যাডেল ট্যাপ’

তাঁর নির্দেশে ইতিমধ্যে গ্রামে গ্রামে কীর্তনের দল বেরিয়ে পড়েছে। হরিবোল ধ্বনিতে মুখর কীর্তনীয়ারা। সঙ্গে তৃণমূলের গ্রাম স্তরের নেতা-কর্মীরা। নবদ্বীপের মতোই যেন ভক্তিরসের বান ডেকেছে বীরভূমে। সবই হচ্ছে বিজেপি-র রথ যাত্রা বা গণতান্ত্র বাঁচাও যাত্রার আগে।

বিজেপির 'গণতন্ত্র বাঁচাও যাত্রা'র আগেই কেষ্টর খোল করতালে কীর্তন/The News বাংলা
বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র আগেই কেষ্টর খোল করতালে কীর্তন/The News বাংলা

পদ্ম শিবিরের হিন্দুত্বের মোকাবিলায় অনুব্রত মন্ডল এর আগেও ব্রাহ্মণ সম্মেলন, সংখ্যালঘু সম্মেলন, আদিবাসী সম্মেলন, রাজপুত সম্মেলন করেছেন। এবার বিজেপি র গণতন্ত্র বাঁচাও আন্দোলনের আগেই তাঁর খোল খঞ্জনি বিলি করে কীর্তন যাত্রার শুরু।

আরও পড়ুনঃ ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’র মধ্যেই শিলিগুড়িতে প্রথম জনসভা নরেন্দ্র মোদীর

উদ্দেশ্য দুটো। এক লোকসভার আগে বীরভূমের এক বিস্তীর্ণ এলাকায় ভোট বাক্স অটুট রাখা। ও দুই, বিজেপি র গণতন্ত্র বাঁচাও যাত্রার জৌলুস কমিয়ে দেওয়া। আর খোল করতালে গোটা জেলা সহ রাজ্যে হইচই ফেলে দিয়ে বিজেপি র যাত্রা থেকে বেশ কিছুটা দৃষ্টি যে নিজের দিকে ঘুরিয়ে নিতে পেরেছেন তা বলাই যায়।

কি বললেন অনুব্রত মণ্ডলঃ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘খোল, করতাল শবযাত্রায় লাগে। তৃণমূলের দিন শেষ। তাই শবযাত্রার জন্য খোল, করতাল এনেছে’। অন্যদিকে বিজেপি র মরণ যাত্রার জন্যই এই খোল করতাল কীর্তন বলে জানিয়েছেন বীরভূমের কেষ্ট।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

তৃণমূল সূত্রের খবর, প্রতিটি খোলের দাম ৪ হাজার টাকা ও প্রতি জোড়া করতালের দাম ৫০০ টাকা। কীর্তনীয়াদের বিলি করার জন্য ইতিমধ্যেই প্রায় দুই কোটি টাকার খোল করতাল কিনেছে বীরভূম জেলা তৃণমূল৷ যা বুধবার বিলি করা হবে কীর্তনীয়াদের মধ্যে।

কি বলছেন বিজেপি নেতারাঃ

বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘এটা কোনও সরকারি উদ্যোগ নয়৷ জেলা তৃণমূল এই খোল করতাল বিলিতে ২ কোটি টাকা খরচ করছে৷ এই ২ কোটি টাকার উৎস কোথায়? সবই সাধারণ মানুষ বুঝতে পারছে, বলার আর কিছু নেই’।

তবে খোল করতাল উপহার পাবার খবরে কীর্তনীয়ারা কিন্তু দারুণ খুশি। তাঁদের মতে, এই প্রথম কেউ ব্রাত্য কীর্তনীয়াদের সম্মান জানাচ্ছেন। কারণ যাই হোক, এটাই বা কম কিসের, বলছেন কীর্তনীয়ারা। সব মিলিয়ে ফের সংবাদ শিরোনামে বীরভূমের ‘কলির কেষ্ট’ আর এখন ‘নদের নিমাই’ অনুব্রত মণ্ডল।

]]>
Exclusive: বাংলা সংস্কৃতির ‘ব্যান্ড’ বাজাল অনুব্রতর চ্যালারা https://thenewsbangla.com/student-leaders-playing-the-band-of-the-bengali-culture-in-anubratas-area/ Sat, 01 Dec 2018 14:02:38 +0000 https://www.thenewsbangla.com/?p=3413 The News বাংলা, দুবরাজপুর: কলেজে নবীন বরণ বলে কথা। সেখানে মঞ্চে বাউল, পল্লীগীতি, ছৌ নাচ চলছে। সহ্য হয় বলুন!? হয়ও নি। তারপর যা হবার তাই হল। মঞ্চে উঠে বাংলা সংস্কৃতির ‘ব্যান্ড’ বাজিয়ে দিল ছাত্র সংসদের ছেলেরা। ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা অধ্যক্ষ ভাবছেন ভুলটা কোথায় হল!

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

কলেজের নবীন বরন অনুষ্ঠানে চটুল গান নাচের দৃশ্য অনেক দেখা গিয়েছে, তা নিয়ে বিতর্কও হয়েছে অনেক। কিন্ত, বীরভূমের দুবরাজপুরে কৃষ্ণচন্দ্র কলেজে চটুল গান-নাচ কেন হচ্ছে না, এর প্রতিবাদে মঞ্চ ভাঙলেন তৃণমূল ছাত্র সংসদ-এর ছাত্র নেতারা। এই কলেজের পরিচালন কমিটির সভাপতি আবার জেলার নেতা কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী।

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীর দাবী কলেজের নবীন বরন অনুষ্ঠানে বাউল, ছৌ নৃত্য এর মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায়, অনুষ্ঠানই বন্ধ করে দিল ছাত্ররা। এমনকি ভেঙে ফেলা হলো মঞ্চও। কৃষ্ণচন্দ্র কলেজের মত বীরভূমের ঐতিহ্যবাহী কলেজে এমন ঘটনায় হতবাক সকলেই।

কি বলছেন কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীঃ

কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জীর দাবী, শনিবার ফেসার্সদের জন্য নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। যেখানে কলেজ কর্তৃপক্ষের তরফে আয়োজন করা হয়েছিলো বাউল গান, ছৌ নৃত্য সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান চলার সময়ই বেশ কিছু ছাত্র মঞ্চে উঠে ঝামেলা করতে শুরু করে। ভাগিয়ে দেয় সব শিল্পীদের।

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

আরও পড়ুনঃ আইনজীবী খুনে পুলিশের হাতে আটক রজতের স্ত্রী অনিন্দিতা

তারপরই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। তারা বলে, বাউল, ছৌ নাচ দিয়ে এরকম নবীন বরন অনুষ্ঠান হতেই পারে না। অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করে তারা। ভেঙে দেওয়া হয় মঞ্চ। পরে চাঁদা তুলে আবার অনুষ্ঠান করার কথা জানায় তারা। সেখানে ‘অন্য’ গান নাচ হবার ঘোষণাও করে দেওয়া হয়েছে। আর সেটাই নাকি হবে ফেসার্সদের জন্য নবীন বরন অনুষ্ঠানের আসল আয়োজন হবে!

বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা
বীরভূমের দুবরাজপুরের কৃষ্ণচন্দ্র কলেজে বন্ধ অনুষ্ঠান/The News বাংলা

আরও পড়ুনঃ ‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয়

সাংস্কৃতিক মঞ্চে ছাত্র সংসদের এইরকম অসাংস্কৃতিক তান্ডবে হতবাক কলেজের অধ্যক্ষ গৌতম চ্যাটার্জী। তিনি হাতজোড় করে বিক্ষুব্ধ ছাত্রদের অনুরোধ করেন শনিবারের অনুষ্ঠান হতে দাও, পরে আবার তাদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান হবে। তা মানতে চায় নি ছাত্ররা। মঞ্চ ভেঙে অনুষ্ঠান বন্ধ করে দেয় তারা।

অনুষ্ঠান মাঝপথে এলাকা ছেড়ে ভয়ে পালিয়ে যায় বাউল, ছৌ শিল্পীরা। ভয়ে এলাকা ছাড়েন অনান্য সাংস্কৃতিক শিল্পীরাও। শিক্ষাবিদরা মজা করে বলছেন, ‘অনুব্রতের চ্যালারা কিছুটা ছাপ তো রাখবেই’।

]]>