Sports – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 04:41:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sports – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেশের হয়ে গোল করার দিক দিয়ে, মেসি, রোনাল্ডো-কেও ছাপিয়ে গেছেন সুনীল https://thenewsbangla.com/sunil-chhetri-surpassed-lionel-messi-and-cristiano-ronaldo-in-terms-of-goal-scoring-ratio-for-country/ Wed, 28 Sep 2022 04:41:07 +0000 https://thenewsbangla.com/?p=16876 দেশের হয়ে গোল করার দিক দিয়ে, মেসি, রোনাল্ডো-কেও ছাপিয়ে গেছেন সুনীল। আমরা ব্যস্ত মেসি, রোনাল্ডো-কে নিয়েই। ভারতের ফুটবল, তার আবার প্লেয়ার! আর এদিকে দেশের হয়ে খেলে, বর্তমান খেলোয়াড়দের মধ্যে, এই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। নিজের দেশের হয়ে যারা এখনও ফুটবল খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয়। রোনাল্ডো ও মেসির ঠিক পরেই। এবার ভারতের সুনীল ছেত্রীকে স্বীকৃতি দিল, বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা।

বর্তমান খেলোয়াড়-দের মধ্যে, দেশের হয়ে ১৯১টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৬১। দেশের হয়ে ১৬৪ ম্যাচে লিওনেল মেসির গোল ৯০টি। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৫৫। এরাই আছেন, বর্তমান খেলোয়াড়দের মধ্যে, দেশের হয়ে গোল করার তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন; ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

অন্যদিকে বর্তমান ফুটবলারদের মধ্যে, দেশের হয়ে গোল করার দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন, ভারতের সুনীল ছেত্রী। ১৩১ ম্যাচে ৮৪টি গোল করেছেন তিনি। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৬৪। যা প্রথম স্থানে থাকা রোনাল্ডোর থেকেও বেশি আর দ্বিতীয় স্থানে থাকা মেসির থেকেও বেশি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি!

বিশ্ব বিখ্যাত খেলোয়াড় পেলে, ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। ম্যাচ প্রতি তাঁর গোলের রেশিও ছিল ০.৮৪। ফলে আমদের সুনীল ছেত্রীর দেশের হয়ে গোল করার রেশিও, বেশ গৌরবজনক। তবু, যেহেতু ভারতের হয়ে ফুটবল খেলেন, আর ভারত এখন আর ফুটবলের কুলীন দেশগুলোর মধ্যে পরে না, তাই প্রচার নেই সুনীল ছেত্রীর। কিন্তু ভারতের ফুটবল ইতিহাসে ছেত্রীর নাম প্রথম সারিতেই থাকবে। স্বীকৃতি দিয়ে সেটাই বুঝিয়ে দিল, ফিফা।

জানুন, ভাবুন, দেখুন আর শেয়ার করে সবাইকে জানান, আমার দেশের ফুটবল ক্যাপ্টেনের কৃতিত্বের কথা।

]]>
‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা https://thenewsbangla.com/fifa-suspends-all-india-football-federation-due-to-third-party-interference/ Tue, 16 Aug 2022 04:55:37 +0000 https://thenewsbangla.com/?p=16127 ‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা। লজ্জার অন্ধকারে ভারতীয় ফুটবল। ভারতকে নির্বাসিত করল ফিফা। ভারতের ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন।

কয়েকমাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে, দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায়, এউভাবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার নিয়মে আইনবিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে, কড়া সিদ্ধান্ত নিল ফিফা। চলতি বছরের ১১-৩০ অক্টোবর, ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে, সেই বিশ্বকাপও আপাতত স্থগিত থাকছে।

আরও পড়ুন; ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার

দেশের শীর্ষ আদালত নির্ধারিত কমিটি, ভারতীয় ফুটবল ফেডারেশনের দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াটি ২৮ আগস্ট তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাচ্ছে, ততদিন ভারতের নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে।

আগামীতে পরিস্থিতি কি হয়, সেই দেখে পরবর্তী পদক্ষেপ নেবে ফিফা। সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি, ভারতের কাছ থেকে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার সতর্কতা আগেই দিয়েছিল ফিফা।

]]>
ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-goswami-with-her-bal-gopal-in-commonwealth-games-2022/ Mon, 08 Aug 2022 17:54:54 +0000 https://thenewsbangla.com/?p=15970 ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা। ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’। মানুষের বিশ্বাসই আসল, সেখানে ফালতু তর্ক করে কোন লাভ নেই। ভারত ও বাংলার অসংখ্য নারীর মত, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে খেলতে যাওয়া প্রিয়াঙ্কা গোস্বামী যেখানেই যায় তার সঙ্গে যায় তার বিশ্বাসের, ভালোবাসার ‘বাল’গোপাল’। এবার তার সঙ্গে তার গোপালও উঠে দাঁড়াল পদক নেবার পোডিয়ামে।

এক হাতে বিশ্ব মঞ্চে জেতা রূপোর মেডেল আর এক হাতে গোপাল। এটাই বিশ্বাস, অহংকার, শক্তি, এটাই তার পরিচয়। কমনওয়েলথ গেমসে ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা গোস্বামী। রুপোর পদক নিল, এক হাতে তার বালগোপালকে নিয়েই। যেখানেই সে যায়, তার সঙ্গে শক্তি রূপে থাকে তার এই ছোট্ট গোপাল। কমনওয়েলথ গেমসে দৌড়ে অংশগ্রহণ করার সময়, সে তার গোপালকে রাখতে দিয়েছিল, অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডকোচ রাধাকৃষ্ণন নায়ারকে। রাধাকৃষ্ণের হাতে গোপাল, আর লড়ার ময়দানে প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ

অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও, দেশের জন্য রূপো জিতেছে প্রিয়াঙ্কা। তার গোপালকে নিয়ে যখন মেডেল নিতে যাচ্ছিল প্রিয়াঙ্কা, গেমসের এক স্বেচ্ছাসেবক তাকে বলে, “ওই ‘জিনিসটা’ পকেটে ঢুকিয়ে রাখুন”…স্বেচ্ছাসেবক তো আর জানে না, ভারতের এক মহিলার কাছে তার গোপাল কি। কড়া চোখে তাকাতেই, নিজের ভুল বুঝতে পারে গেমসের ওই কর্মী। এক হাতে গোপালকে নিয়েই, কমনওয়েলথ গেমসের পোডিয়ামে ওঠে প্রিয়াঙ্কা।

গলায় দেশের হয়ে জেতা রুপোর মেডেল, আর হাতে মানুষের মন জেতা ‘বালগোপাল’। এই ছবি আজ ভাইরাল গোটা বিশ্বে। বিশ্বাস আর পরিশ্রমের জ্বলন্ত উদাহরণ প্রিয়াঙ্কা গোস্বামীর এই ছবিটা…মেরা ভারত মহান, ভক্তের সঙ্গে ভগবান।

]]>
ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-goswami-with-her-balgopal-in-commonwealth-games/ Mon, 08 Aug 2022 17:28:07 +0000 https://thenewsbangla.com/?p=15962 ভক্তের সঙ্গে ভগবান, গোপাল হাতে পদক জেতার মঞ্চে প্রিয়াঙ্কা। ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’। মানুষের বিশ্বাসই আসল, সেখানে ফালতু তর্ক করে কোন লাভ নেই। ভারত ও বাংলার অসংখ্য নারীর মত, কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে খেলতে যাওয়া প্রিয়াঙ্কা গোস্বামী যেখানেই যায় তার সঙ্গে যায় তার বিশ্বাসের, ভালোবাসার ‘বাল’গোপাল’। এবার তার সঙ্গে তার গোপালও উঠে দাঁড়াল পদক নেবার পোডিয়ামে।

এক হাতে বিশ্ব মঞ্চে জেতা রূপোর মেডেল আর এক হাতে গোপাল। এটাই বিশ্বাস, অহংকার, শক্তি, এটাই তার পরিচয়। কমনওয়েলথ গেমসে ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়াঙ্কা গোস্বামী। রুপোর পদক নিল, এক হাতে তার বালগোপালকে নিয়েই। যেখানেই সে যায়, তার সঙ্গে শক্তি রূপে থাকে তার এই ছোট্ট গোপাল। কমনওয়েলথ গেমসে দৌড়ে অংশগ্রহণ করার সময়, সে তার গোপালকে রাখতে দিয়েছিল, অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডকোচ রাধাকৃষ্ণন নায়ারকে। রাধাকৃষ্ণের হাতে গোপাল, আর লড়ার ময়দানে প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ

অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও, দেশের জন্য রূপো জিতেছে প্রিয়াঙ্কা। তার গোপালকে নিয়ে যখন মেডেল নিতে যাচ্ছিল প্রিয়াঙ্কা, গেমসের এক স্বেচ্ছাসেবক তাকে বলে, “ওই ‘জিনিসটা’ পকেটে ঢুকিয়ে রাখুন”…স্বেচ্ছাসেবক তো আর জানে না, ভারতের এক মহিলার কাছে তার গোপাল কি। কড়া চোখে তাকাতেই, নিজের ভুল বুঝতে পারে গেমসের ওই কর্মী। এক হাতে গোপালকে নিয়েই, কমনওয়েলথ গেমসের পোডিয়ামে ওঠে প্রিয়াঙ্কা।

গলায় দেশের হয়ে জেতা রুপোর মেডেল, আর হাতে মানুষের মন জেতা ‘বালগোপাল’। এই ছবি আজ ভাইরাল গোটা বিশ্বে। বিশ্বাস আর পরিশ্রমের জ্বলন্ত উদাহরণ প্রিয়াঙ্কা গোস্বামীর এই ছবিটা…মেরা ভারত মহান, ভক্তের সঙ্গে ভগবান।

]]>
অলিম্পিকে সোনাজয়ী ভারতের সোনার ছেলের ফের দুরন্ত রেকর্ড https://thenewsbangla.com/indian-olympic-gold-medal-winning-javelin-champion-neeraj-chopra-record-again/ Wed, 15 Jun 2022 12:23:54 +0000 https://www.thenewsbangla.com/?p=15466 অলিম্পিকে সোনাজয়ী ভারতের সোনার ছেলের; ফের দুরন্ত রেকর্ড। জ্যাভলিন থ্রোয়ে ফের দেশের মুখ উজ্জ্বল করলেন; অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। এবার অবশ্য তিনি ছাপিয়ে গেলেন নিজেকেই। গত বছর টোকিও অলিম্পিকে, জ্যাভলিন থ্রো করে; ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে জ্যাভেলিনে; জিতেছিলেন সোনা। মঙ্গলবার ফিনল্যান্ডে নিজেই ফিরিয়ে আনলেন, পুরনো সেই স্মৃতি; এবার করলেন ভারতীয় জাতীয় রেকর্ড।

জ্যাভলিন থ্রোয়ে তাঁর হাত ধরেই; এবার তৈরি হল নতুন জাতীয় রেকর্ড। ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করলেন; এই ভারতীয় তারকা। যে থ্রোয়ের জন্য অলিম্পিক্সে সোনা পেয়েছিলেন; তার থেকেও বেশি দূরত্ব পার করেছেন এবার। তবে এবার রেকর্ড করলেও; রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। টোকিওতে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ; মঙ্গলবার সেই নম্বরকেও ছাপিয়ে গিয়ে ছুঁড়লেন ৮৯.৩ মিটার।

আরও পড়ুন; ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন; ফের ট্র্য়াকে ফিরেই জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে, দ্বিতীয় চেষ্টায় ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করেন; ভারতের পানিপথের এই তরুণ। টোকিও অলিম্পিক্সের পর নিজেকে দীর্ঘদিনের জন্য; ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ। সেই সময় বিভিন্ন শারীরিক কসরত করতে; ও প্রস্তুতি সারতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন; চোর ডাকাত নয়, ‘মানসিক অবসাদগ্রস্থ পুলিশ’ খুঁজতে এবার আসরে নামল লালবাজার

অলিম্পিক্সের পর এই প্রথম; বড় কোনও প্রতিযোগিতায় নামলেন তিনি। এদিন প্রথম থ্রোয়ে নীরজ ৮৬.৯২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন; আর দ্বিতীয় থ্রো-তেই গড়লেন জাতীয় রেকর্ড। ৮৯.৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি; তবে এবার সোনা জিততে পারেননি।। এই টুর্নামেন্টে সোনা জিতেছেন ফিনল্য়ান্ডেরই অলিভার হেলানডার; তিনি ৮৯.৮৩ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।

গত বছরের ঐতিহাসিক সোনাজয়ের পর; এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক গেমসে নামেন নীরজ। অলিম্পিক্সের পর প্রথম থ্রোয়েই ৮৬.৯২ মিটার অতিক্রম করেন; অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজের জ্যাভেলিন। ফিনল্যান্ডের পাভো নুরমিতে দ্বিতীয় থ্রোয়েই, জাতীয় রেকর্ড গড়েন; ভারতের তারকা অ্যাথলিট। “আর কয়েকমাসের মধ্যেই, নিজের জাতীয় রেকর্ড আরও উন্নত করবেন নীরজ”; এমনটাই জানাচ্ছেন তাঁর কোচেরা। সোনার ছেলের কাছে; আরও অনেক সোনার প্রত্যাশায় গোটা দেশ।

]]>
বাংলার ‘ধন্যি মেয়ে’ পিয়ালি, এভারেস্টের পর জয় করলেন লোৎসে https://thenewsbangla.com/piyali-basak-new-record-win-lhotse-peak-after-mount-everest/ Wed, 25 May 2022 06:50:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15210 বাংলার ‘ধন্যি মেয়ে’ পিয়ালি; এভারেস্টের পর জয় করলেন লোৎসে। ফের নয়া নজির গড়লেন; চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। এভারেস্টের পর, এবার লোৎসে শৃঙ্গ জয় করলেন তিনি। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে, দ্বিতীয় শৃঙ্গ জয় করে; ফের নয়া ইতিহাস তৈরি করলেন বঙ্গ তনয়া পিয়ালি। চন্দননগরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালি; ৭২ ঘন্টার মধ্যেই ফের নতুন রেকর্ড তৈরি করলেন। বাঙালি কন্যের এই নয়া কীর্তিতে উচ্ছ্বসিত বাঙালি। বিভিন্ন সামাজিক মাধ্যমে পিয়ালির প্রশংসায়; আবেগে ভাসছে বাঙালিরা। রবিবার কৃতিম অক্সিজেন ছাড়া সকাল সাড়ে ৮টা নাগাদ; এভারেস্ট জয় করেন পিয়ালি। ৮৮৪৮ মিটারের মধ্যে ৮৪৫০ মিটার অক্সিজেন ছাড়া উঠে; নয়া রেকর্ডও তৈরি করেন তিনি।

এর আগে বাংলার মেয়ে ছন্দা গায়েন; ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট এবং লোৎসে একই অভিযানে জয় করেন। এবার এভারেস্ট ও লোৎসে জয় করলেন পিয়ালি। এই রেকর্ড গড়তে গিয়ে ইতিমধ্যেই; পিয়ালির খরচ হয়েছে ৪০ লক্ষেরও বেশি টাকা। অভিযান শুরু আগে অর্থসঙ্কটের কথা জানিয়ে; একটি ভিডিও বার্তাও দেন পিয়ালি। এই মুহূর্তে বাজারে পিয়ালি ও তাঁর পরিবারের ঋণের পরিমাণ আকাশ ছোঁয়া। এভারেস্ট ও লোৎসে জয়ের পরেও; পিয়ালির কাছে বর্তমানে বড় সমস্যা আর্থিক সংকট।

আরও পড়ুনঃ সিবিআই হেফাজতে নেবে, না আজও বাড়ি ফিরতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়

এখন বড় অঙ্কের টাকা মেটাতে হবে নেপাল সরকারকে। তা না হলে, শৃঙ্গ জয়ের সার্টিফিকেট; হাতে পাবেন না পিয়ালি বসাক। এত টাকা কোথা থেকে জোগাড় হবে; ভেবে আকুল পরিবার। ছোট থেকেই পাহাড়-পর্বত চড়ার নেশা পিয়ালির। এর জন্য আগেও বহুবার; পড়তে হয়েছে আর্থিক সমস্যায়। কিন্তু সেসব আটকাতে পারেনি পিয়ালিকে।

আরও পড়ুনঃ মোদী সরকারের সমীক্ষায় মহিলা কর্মসংস্থানে ‘ভারতসেরা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা

এলাকার বিধায়ক ইন্দ্রলীন সেন জানিয়েছেন, “রাজ্য়ের ক্রীড়া দফতর এর আগেও; পিয়ালির পাশে থেকেছে”। তবে এবার সঙ্কটকালে পিয়ালিকে, রাজ্যের তরফে কোনওভাবে সাহায্য় করা হবে কিনা; সে বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি তিনি। অন্যদিকে রবিবারই পিয়ালির বাড়ি যান; বিজেপি জেলা সভাপতি। তিনি জানান, পিয়ালি ফিরলে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর; তোড়জোড় শুরু করেছে রাজ্য বিজেপি।

]]>
গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে, ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন https://thenewsbangla.com/blowing-up-the-whole-world-india-new-world-champion-nikhat-jarin-after-mary-kom/ Fri, 20 May 2022 04:17:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15137 গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে; ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। ২০১৯ সালে ৫২ কেজি বিভাগে বিশ্ব বক্সিংয়ে কোনও যোগ্যতা অর্জন পর্ব ছাড়াই; মেরি কমকে বেছে নেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আপত্তি জানান; মাত্র ২২ বছরের নিখাত জারিন। ভারতীয় বক্সিং ফেডারেশনের কাছে দাবি জানান; যোগ্যতা অর্জন পর্বের জন্য। সেই সময় বক্সিং ফেডারেশনের প্রধান নির্বাচক রাজেশ ভান্ডারী বলেন; “ভেবে চিন্তেই মেরি কমকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে; ভারতের পদক নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য; এই মুহূর্তে ৫২ কেজি বিভাগে পদক পাওয়ার যোগ্য দাবিদার মেরি কমই”। সে বার ব্রোঞ্জ পেয়েছিলেন মেরি কম।

ফেডারেশনের পক্ষ থেকে তখন টোকিয়ো অলিম্পিক্সের জন্যও; মেরি কমকেই বেছে নেওয়া হয়। জারিন মেনে নিতে পারেননি। তিনি ন্যায্য সুযোগের দাবি করেন। উত্তরে মেরির শ্লেষাত্মক প্রশ্ন ছিল; “কে নিখাত জারিন?”

তিনবছর পরে; এর উত্তর দিলেন নিখাত জারিন। তুরস্কে রচিত হল ইতিহাস। মাত্র পঞ্চম ভারতীয় মহিলা বক্সার হিসাবে; থাইল্যান্ডের জিতপং জুতামাসকে পরাস্ত করে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন। মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা কেসির পর; মাত্র পঞ্চম ভারতীয় মহিলা হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন।

যে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন; সেই প্রতিযোগিতায় নয়া বিশ্বচ্যাম্পিয়নের নাম নিখাত জারিন। ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফ্লাইওয়েট বিভাগের ৫২ কেজিতে; থাইল্যান্ডের অলিম্পিয়ান জিতপং জুতামাসকে হারান তিনি; খেলার ফল ৫-০। ২০২২ সালে, ভারতের নতুন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন। সেই ৫২ কেজি বিভাগেই। মেরি কমের পরে; ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন।

তেলেঙ্গনায় জন্ম এই তরুণীর; বাবা মহম্মদ জামিল আহমেদের কাছেই শুরু বক্সিংয়ের পাঠ। প্রায় এক বছর বাবার কাছে বক্সিং শেখেন জারিন। ২০০৯ সালে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বেঙ্কটেশ্বর রাওয়ের কাছে; প্রশিক্ষণ শুরু করেন তিনি। এক বছরের মধ্যে তাঁকে ‘গোল্ডেন বেস্ট বক্সার’; মনোনীত করা হয় তামিলনাড়ুর একটি প্রতিযোগিতায়।

২০১১ সালে তুরস্কে যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে; সোনা জিতেছিলেন জারিন। ২০১৪ সালে বুলগেরিয়াতে পেয়েছিলেন রুপো। সেই বছরেই সার্বিয়াতে আন্তর্জাতিক নেশনস কাপে; সোনা জেতেন তিনি। তাইল্যান্ড ওপেনে ২০১৯ সালে; রুপো জেতেন জারিন। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়টাই; এখনও পর্যন্ত তাঁর সেরা সাফল্য।

]]>
আমাদের ছোটবেলার স্বপ্নের সোনালী চুলের রাজপুত্রের জেল https://thenewsbangla.com/golden-haired-prince-of-our-childhood-dreams-boris-becker-jailed-for-two-and-a-half-years/ Sat, 30 Apr 2022 05:35:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15002 সোনালী চুলের রাজপুত্রের জেল। মাথায় একরাশ সোনালী চুল; বয়স মাত্র ১৭। সেই কিশোর কিনা বড়বড় খেলোয়াড়দের চিৎপাত করে; জিতে নিলেন পুরুষদের উইম্বলডন চ্যাম্পিয়ন ট্রফি! ভাবা যায়? ১০৮ বছরের ঐতিহ্যশালী টুর্নামেন্টে; যা কোনদিন হয়নি। ফ্লুক? সেটা যে নয়, পরের বছর আবার জিতে; সেটাও প্রমাণ করে দিলেন। বয়স তখন মাত্র ১৮; যে বয়সে জুনিয়ার উইম্বলডন খেলে অন্যান্যরা।

সেই সোনালী চুলের যুবকের টেনিস কোর্টে দাপাদাপি দেখতে; কি ভালই না লাগত। যেন স্বপ্নের রাজপুত্র; নেমে এসেছে বাস্তবের মাটিতে। নামও দেওয়া হল; ‘সোনালী চুলের রাজপুত্র’। আরও নাম, বরিস ‘বুমবুম’ বেকার। বড় হবার সঙ্গে সঙ্গে আরও একটা নাম জুড়ল; স্টেফি গ্রাফ। সোনালী চুলের রাজকন্যা; হৃদয়ের রানী। আসলে দুজনেই জার্মানির; টেনিস ফুটবল মিশে একাকার। মা-বাবার বকুনি উপেক্ষা করে; বাড়ির দেওয়ালে বরিস বেকার ও স্টেফি গ্রাফ। আমাদের ভালবাসার ছেলেবেলা, ছোটবেলা।

আর বড়বেলায় দেখলাম; বিশ্বের একনম্বর টেনিস প্লেয়ার নোভাক জকোভিচের কোচ হিসাবে। সেখানেও সাফল্য। বরিসের হাতে পড়ে; একের পর এক সাফল্য পেল জকোভিচ। বেকারের কোচিং জমানায়; সাত-সাতটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন নোভাক। আর বুড়োবেলায় সোনালী চুলের সেই রাজপুত্রকে জেলে যেতে হল; জালিয়াতির অভিযোগে। টেনিস ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় তারকা বরিস বেকার এর বিরুদ্ধে; উঠেছিল জালিয়াতির অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই; এবার আড়াই বছরের জেল হল এই টেনিস কিংবদন্তির।

৫৪ বছর বসয়ী বরিসকে ঋণ পরিশোধ করার জন্য; সম্পত্তি গোপন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে বরিস নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন ২০১৭ সালে। শুক্রবার দেউলিয়া আইনের অধীনে; চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বরিস।

পুরো ঘটনাটা কী? ২০১৭ সালে স্পেনের শহর মায়োরকায়; সম্পত্তি কিনেছিলেন বেকার। ব্যাঙ্ক থেকে তিন মিলিয়ন পাউন্ড ঋণ নিয়ে। সেই ঋণ তো জার্মান টেনিস কিংবদন্তি ফেরত দেনইনি; উল্টে ধার যাতে শোধ করতে না হয়, তাঁর জন্য নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেন। কিন্তু আদালতে প্রমাণ হয়ে গেল যে; ২০১৭ সালের পর নিজের প্রাক্তন স্ত্রী বারবারার ব্যাঙ্ক অ্যাকাউন্টে; অকাতরে পাউন্ড ট্রান্সফার করতেন বেকার। খবর যা, প্রায় সাড়ে তিন লক্ষ পাউন্ড; প্রাক্তন স্ত্রী সহ ন-জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগাভাগি করে পাঠিয়েছিলেন বেকার। পরবর্তীকালে বর্তমান স্ত্রী লিলির অ্যাকাউন্টেও; একই জিনিস করতেন তিনি।

শুধু তাই নয়, জার্মানিতে নিজের আরও একটি সম্পত্তির কথা; ঘোষণা করেননি বেকার। আট লক্ষ পঁচিশ হাজার ইউরোর ব্যাঙ্ক লোন নেওয়ার কথাও; গোপন করে গিয়েছেন। মাঝে বিশাল অঙ্কে নিজের একটা মার্সিডিজ বেচে দিয়েছিলেন; সেটাও বলেননি। এক বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে; হাজার হাজার পাউন্ড খরচ করতেন। বিখ্যাত ডিজাইনার রাল্ফ লরেনের পোশাক পরে; ঘুরে বেড়াতেন। নিজেকে ‘দেউলিয়া’ ঘোষণা করে! তদন্তে প্রমাণ হয়ে যায়; তিনি সঠিক তথ্য দেননি।

শুধু তাই নয়, ১৯৮৫, ১৯৮৬ ও ১৯৮৯ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন ট্রফি; ১৯৯১ ও ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি; ১৯৮৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি; এবং ১৯৯২ সালে অলিম্পিকে জেতা ডাবলস সোনার পদকের কথা জানাননি তিনি। হ্যাঁ, ওই ৬টি গ্র্যান্ড স্লামই জিতেছিলেন বরিস। শুধু তাই নয়, নিজের বিলাসবহুল মার্সিডিজ বিক্রি করে পাওয়া; ১.১৩ মিলিয়ন ইউরো লুকিয়েছিলেন। জার্মানিতে থাকা তাঁর দুটো সম্পত্তির পাশাপাশি; প্রায় সাড়ে ৮ লক্ষ ইউরোর ব্যাঙ্ক লোনও লুকিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা।

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে, বরিসের মামলার বিচারক ডেবোরা টেলর জানান; “বরিস এই ঘটনার জন্য কোনও অনুশোচনা দেখাননি। শুধু তাই নয়; তিনি নিজের অপরাধ স্বীকারও করেননি। এই মাসের শুরুর দিকে, প্রায় দুই সপ্তাহ ধরে সাক্ষ্য শোনার পর; বিচারকগণ বেকারকে সম্পত্তি লুকিয়ে রাখার জন্য দোষী সাব্যস্ত করেন। এবং সম্পত্তির পুরো খতিয়ান প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় ও ঋণ গোপন করার জন্য; তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আড়াই বছর কারাগারের অন্ধকারে কাটাতে হবে; আমাদের ছোটবেলার সোনালী চুলের রাজপুত্রকে।

বেকারের উদ্দেশে বিচারক বলেন; ‘‌আপনাকে সতর্ক করা সত্ত্বেও আপনি পাত্তা দেননি। তার জন্যেই আপনাকে এই শাস্তি দিতে হচ্ছে; খ্যাতির চূড়া থেকে মাটিতে নামতে হল আপনাকে। আপনার টেনিসজীবন, জনপ্রিয়তা সব কিছু হারালেন; নিজেকে মিথ্যে দেউলিয়া ঘোষণা করার কারণে’‌।

অথচ কী পাননি বরিস বেকার এই জীবনে? ছ-ছটা গ্র্যান্ড স্ল্যামের অধীশ্বর তিনি; অলিম্পিকে সোনা। টেনিসের সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে তাঁকে ধরা হয়। আর আজ? আজ তিনি আকাশ থেকে পাতালে; একাধিক অপরাধে। রাতারাতি কিংবদন্তি থেকে জালিয়াত; স্বপ্নের এক রাজপুত্রের কী মর্মান্তিক পরিণতি! ছোটবেলার স্বপ্নের কারিগররা, আমাদের বারবার বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলে।

লিখলেন; মানব গুহ

]]>
পরমাণু বিধ্বস্থ হিরশিমায় ফের ভারতীয় মহিলা দলের চক দে ইন্ডিয়া https://thenewsbangla.com/fih-series-finals-indian-womens-hockey-team-beats-japan-3-1-in-final-round/ Mon, 24 Jun 2019 05:33:00 +0000 https://www.thenewsbangla.com/?p=14303 ভারতীয় মহিলা হকি দলের দুর্দান্ত পারফর্মেন্স। রবিবার এফআইএইচ মহিলা সিরিজের ফাইনালে; হিরোশিমায় জাপানকে হারিয়ে দিল ভারত। ১-৩ গোলে জাপানকে পিছনে ফেলে দেয় ভারত। এর আগেই ভারত বিশ্বের ন’নম্বর দল হিসাবে; অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের ফাইনাল রাউন্ডও নিশ্চিত করে। রবিবার চ্যাম্পিয়ন হয়েই; সিরিজ শেষ করল ভারত।

হিরোশিমা হকি স্টেডিয়ামে; রবিবার ছিল এই ম্যাচ। শুরুর তিন মিনিটের মধ্যেই; অধিনায়ক রানি রামপালের গোলে এগিয়ে যায় ভারত। ১১ মিনিটে গোল করে জাপানের কানন মোরি। এর পর গুরজিৎ কাউরের জোড়া গোল। ৪৫ ও ৬০ মিনিটে গোল করে; দলকে জয় এনে দেন তিনি।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, এবার দুর্নীতিতে ফাঁসলেন কোন তৃণমূল নেতা

প্রথম কোয়ার্টারের শুরুটা; দাপটের সঙ্গেই শুরু করেছিল ভারত। শুরুতেই পেনাল্টি কর্নার তুলে নিয়ে; দলকে গোল করে এগিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন। ১-০ তে এগিয়ে যায় ভারত। ভারতীয় হকি দলের কোচের দায়িত্বে ছিলেন গ্রাহাম রিড। জাপান ভারতের লড়াইয়ের ধারে কাছে পৌঁছতেই পারেনি। প্রথম ১৫ মিনিটে; মাত্র দু’বার সার্কেলের মধ্যে ঢুকতে পেরেছিল জাপান।

আরও পড়ুনঃ খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, কাটমানি নিয়ে মমতাকেই আক্রমণ নচিকেতার

শেষ পর্যন্ত; দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে জাপান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। ভারত তৃতীয় কোয়ার্টার শুরু করে আরও দাপটের সঙ্গে। তৃতীয় কোয়ার্টারের একদম শেষে ভারতকে এগিয়ে দেন গুরজিৎ।

চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই; ভারতের সামনে ছিল ব্যবধান ধরে রাখার লড়াই। গুরজিতের দ্বিতীয় ও ভারতের তৃতীয় গোল হয় এই কোয়ার্টারে। জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে ভারত। এই জয়ের পর; অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের ফাইনাল রাউন্ডও নিশ্চিত করে নিল; ভারতীয় মহিলা হকে দল।

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক https://thenewsbangla.com/sargical-strike-against-pakistan-by-home-minister-amit-shah-in-controversy/ Tue, 18 Jun 2019 06:35:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14007 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের; সোমবার কড়া সমালোচনা করে পাক সেনাবাহিনী। রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচকে; অমিত শাহ “আর একটা স্ট্রাইক” বলেন। পাকিস্তান দুটোকে এক মানতে নারাজ। এরপরেই দুই দেশের মধ্যে ফের শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।

জল্পনা শুরু হয় অমিত শাহ-র টুইটে। তিনি বলেন, “পাকিস্তানের ওপর আর একটা স্ট্রাইক, ফল সেই একই!” রাজনৈতিক মহল মনে করছে; শাহ হয়ত কাশ্মীর পুলওয়ামা হামলা ও জাইশ-ই-মোহাম্মদ ক্যাম্পে ২৬ শে ফেব্রুয়ারির বিমান হামলার কথা বলতে চেয়েছেন।

আরও পড়ুনঃ লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

সোমবার এই নিয়ে মুখ খোলে; পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মেজর জেনারেল আসিফ ঘাফুর বলেন; “একটি ক্রিকেট ম্যাচ এবং বিমান হামলা কখনোই তুলনা করা যায় না”। তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে এই কথা বলেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান এই ম্যাচ নিয়ে; একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে; শহিদ হন ৪০জন ভারতীয় জওয়ান। প্রতিবাদে সেই সময় পাক ম্যাচ বয়কটের ডাক ওঠে দেশ জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ জুন বিশ্বকাপে অনুষ্ঠিত হল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন বিরাট, রোহিত, হার্দিকরা।

আরও পড়ুনঃ ফের বিশ্বকাপে ভারতের হাতে নাস্তানাবুদ পাকিস্তান, বিশ্বকাপে ফল ৭-০

রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ইতিহাস তৈরি করল। বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে; সাতবারই পাকিস্তানকে হারাল ভারত। ম্যাঞ্চেস্টারে মহারণেও চিত্র একই। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং; টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

এই পরাজয়ের পর পাকিস্তানেই; দলের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়; অধরাই রইল পাকিস্তানের। সেমিফাইন্যালে ওঠার রাস্তাও প্রায় শেষ। ভারতের কাছে হেরে পাক ক্রিকেটাররা; দেশে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

]]>