Venkaiah Naidu – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Aug 2022 07:32:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Venkaiah Naidu – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উপরাষ্ট্রপতি নির্বাচন, বিজেপি প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ভোট দিচ্ছে না তৃণমূল https://thenewsbangla.com/vice-president-election-tmc-will-not-vote-against-bjp-candidate-jagdeep-dhankhar/ Sat, 06 Aug 2022 07:32:31 +0000 https://thenewsbangla.com/?p=15852 শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচন; তবে বিজেপি-প্রার্থী জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ভোট দিচ্ছে না তৃণমূল। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে। এমনকি তৃণমূলের টিকিটে জেতা শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও; চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কাঁথি ও তমলুকের দুই সাংসদকে বলা হয়েছে; উপরাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। কেন চিঠি দিয়ে জানানো হল; এই দুজনকে? কারণ, আগেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে; সওয়াল করেন শিশির অধিকারী। তৃণমূলের অনুমান, ধনকড়কেই ভোট দেবেন অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু। সেই কারণেই দলের অবস্থান জানিয়ে দুই সাংসদকে চিঠি।

আরও পড়ুনঃ চুরি দেখেই ‘দলবদল’, মমতার ‘বিভূষণ’ ফিরিয়ে সিপিএমের পুরষ্কার নিচ্ছেন অমর্ত্য সেন

কেন বিরোধীদের মহিলা প্রার্থী মার্গারেট আলভা-কে; ভোট দিচ্ছে না মমতার তৃণমূল? কেন এতদিন তুমুল বিরোধিতা করা ধনকড়ের বিরুদ্ধে ভোট দেবে না ঘাসফুল? উপরাষ্ট্রপতি হিসেবে বেঙ্কাইয়া নাইড়ুর মেয়াদ; শেষ হচ্ছে শনিবার; তাই নয়া উপরাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ পক্ষের প্রার্থী জগদীপ ধনখড় এবং অ-বিজেপি জোট প্রার্থী মার্গারেট আলভা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন; “শেষ-মুহূর্তে মার্গারেট আলভার নাম বিরোধীপক্ষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যে দলের ৩৫ জন সাংসদ রয়েছে; সেই দলের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত হয়েছে”। তাই প্রতিবাদ-স্বরূপ সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায়; অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

]]>
সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা https://thenewsbangla.com/rss-nominated-venkaiah-naidu-will-be-bjp-presidential-election-candidate/ Tue, 21 Jun 2022 05:45:30 +0000 https://www.thenewsbangla.com/?p=15585 সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী; আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। সংঘ পরিবারের ইচ্ছায় বিজেপির রাষ্ট্রপতি হচ্ছেন, বেঙ্কাইয়া নাইডু; এখন শুধু আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন; বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারের ইচ্ছেতেই; তাঁকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী করতে চলেছে বিজেপি। যেকোন মুহূর্তেই, বিজেপি তথা এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা হবে; এমনটাই দিল্লির রাজনৈতিক সূত্রে জনা যাচ্ছে।

কেন্দ্রীয় বিজেপি সূত্রের খবর, ভেঙ্কাইয়া নাইডুকে ইতিমধ্যেই আগামী কয়েকদিন দিল্লির বাইরের সমস্ত কর্মসূচি বাতিল করে; দিল্লিতেই থাকতে বলা হয়েছে। আরও জানা গিয়েছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি আরের দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি; বিজেপি প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং তা হতে চলেছে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র; ভেঙ্কাইয়া নাইডুর জন্যই। এই চালে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশ থেকে সরতে চলেছে; কেসি আরের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

আজ মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয়-স্তরের সভা আছে, সেখানেই সংঘ পরিবারের ইচ্ছাতেই; গেরুয়ার শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করে দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে; দেশের বর্তমান বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে; এটা প্রায় ঠিক হয়েই গেছে। এই নামে সিলমোহর দেওয়া, এখন কেবল সময়ের অপেক্ষা বলেই; মনে করছেন রাজনৈতিক মহলের অধিকাংশই।

আরও পড়ুনঃ “অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”, বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মমতার

বিরোধীরা যেখানে প্রার্থী দেওয়া নিয়ে, বারবার হোঁচট খাচ্ছে; সেখানে বিজেপি একেবারেই ফয়সালা নিতে চলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞ-দের মতে, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু যদি দেশের রাষ্ট্রপতি হন; তবে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির প্রভাব আরও বাড়বে। দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রপতি হলে, তার প্রভাব আগামীদিনে; সেখানকার একশো-টিরও বেশি লোকসভা আসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।

যতদুর জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বিদেশ যাত্রার আগেই; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করবে বিজেপি। এমনকি আজকের প্রার্থী নির্বাচনের কেন্দ্রীয়-স্তরের বৈঠকেও; প্রধানমন্ত্রীর উপস্থিত থাকারও কথা রয়েছে।

]]>