UdayanGuha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Aug 2022 07:07:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg UdayanGuha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের https://thenewsbangla.com/tmc-leader-udayan-guha-warns-bengal-bjp/ Tue, 30 Aug 2022 06:52:38 +0000 https://thenewsbangla.com/?p=16508 “আক্রমন করলে পাল্টা হবে, আমরাও বাঁশ ঝাড় চিনি”, ঠাণ্ডা গলায় ‘শা’সানি’ তৃণমূল বিধায়কের। এই ভাষাতেই বিজেপিকে বেনজির আক্রমন করলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার কোচবিহার শহরে তৃণমূলের এক সভা থেকে, বিরোধী দলকে এক হাত নেন তিনি। সম্প্রতি কেএলও প্রধান, পৃথক কোচবিহার রাজ্য গড়ার ডাক দিয়েছেন। আবার অনন্ত মহারাজও এক সভায় দাবি করেছেন, কোচবিহার শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চল হবে। সেই সভায় উত্তরবঙ্গের কয়েকজন বিজেপি বিধায়ক হাজির ছিলেন বলে অভিযোগ ওঠার পরেই, রক্ত দিয়ে বাংলা বিভাজন রোখার ডাক দেন উদয়ন গুহ।

সোমবার কোচবিহারে তৃণমূলের সভা থেকে, বিভাজন রাজনীতির প্রতিবাদে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর কোচবিহার শহরে, এই প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এদিন উদয়ন গুহ বলেন, “বিজেপি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে। বাংলা ভাগ করতে চাইছে বিজেপি। ওরা বাঁশ নিয়ে আক্রমণ করলে, আমরা রজনীগন্ধা দিয়ে অভ্যর্থনা করব না। বিজেপি যেন তা মনে রাখে। ওরা যেমন বাঁশঝাড় চেনে, আমরাও তেমন বাঁশঝাড় চিনি”।

আরও পড়ুন; আশঙ্কা সত্যি হল অভিষেকের, কয়লা পাচার কাণ্ডে এবার ‘ভাইপো’কে তলব

পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলা ভাগ হতে দেব না, আমাদের ছাড়াও প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বাংলা ভাগকে রুখতে গিয়ে শুধুমাত্র আমার শরীরের রক্ত যাবে, আর তোমার শরীরের রক্ত বের হবে না, এটা হতে দেব না। রক্ত গেলে দু’জনের রক্তই যাবে। কারণ আমরা কেউ চুরি পরে বসে নেই”।

]]>