TMC MLA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 10:59:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TMC MLA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের https://thenewsbangla.com/tmc-mla-rafikur-rahman-against-amdanga-police-station-ic-amdanga/ Tue, 09 Aug 2022 10:58:41 +0000 https://thenewsbangla.com/?p=15994 ‘মা’দক ব্যবসায়ীদের সঙ্গে যোগ থানার আইসি-র’, বি’স্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। মা’দক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা থানার আইসি-র। থানা ও পুলিশ-কর্তাদের মদতেই চলছে, মা’দকের রমরমা কারবার। কোন বিরোধী নেতা নন, এমন বি’স্ফোরক অভিযোগ তুললেন খোদ শাসকদলের বিধায়ক। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মা’দক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়।

‘মাদক নিজে মজুত করেন থানার আইসি, ডিলারদের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ আছে’। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন, দাবি বিধায়কের। এনিয়ে পুলিশের প্রতিক্রিয়া, এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শুধু বিরোধী নেতা নয়, এবার কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী

তৃণমূল বিধায়কের স্পষ্ট অভিযোগ, থানার আইসির মদতেই এতদিন এলাকায় মা’দক-সহ নিষিদ্ধ সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। এমনটা চলতে থাকলে কখনওই আমডাঙা এলাকায়, শান্তি আসবে না বলে দাবি তাঁর। তৃণমূল নেতার দাবি ঘিরে, এলাকার রাজনৈতিক মহলে শোরগোল। এর আগে সোমবার মা’দক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে, উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দারিয়াপুর বাজার।

কয়েকজন ব্যবসায়ীকে আগ্নে’য়াস্ত্রের বাঁট দিয়ে, মারার অভিযোগ ওঠে মা’দক বিক্রেতাদের বিরুদ্ধে। দারিয়াপুর হাটের ব্যবসায়ী-দের সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই দু’ষ্কৃতী মা’দকের কারবার করে। তারই প্রতিবাদ করেছিলেন হাট-মালিকের ছেলে। অভিযোগ, পাল্টা দিতে তিন দু’ষ্কৃতী আগ্নে’য়াস্ত্র নিয়ে, হামলা চালায় তাঁর উপর।

]]>
তৃণমূল নেতাকে মা’রধর, জাতীয় সড়কে সংখ্যা’লঘুরা ভাঙল তৃণমূল বিধায়কের গাড়িও https://thenewsbangla.com/kulpi-tmc-mla-jogaranjan-halder-beaten-during-protest-at-nh-117-in-diamond-harbour/ Sat, 11 Jun 2022 11:01:46 +0000 https://www.thenewsbangla.com/?p=15414 তৃণমূল নেতাকে মা’রধর, জাতীয় সড়কে সংখ্যা’লঘুরা ভাঙল; তৃণমূল বিধায়কের গাড়িও। প’য়গম্বর বিতর্ক ইস্যুতে, বিক্ষোভ চলাকালীন; এবার ভাঙা হল কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের গাড়ি। ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে; সংখ্যা’লঘুদের বিক্ষোভের মুখে পড়েলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। তাঁকে মা’রধর করে; ভা’ঙচুর করা হয় তাঁর গাড়ি। এই ঘটনায় বিষ্ণুপুর থানার পুলিশ; তদন্ত শুরু করেছে। তৃণমূল বিধায়ককে মা’রধরের অভিযোগ উঠল; সংখ্যা’লঘুদের বিরুদ্ধে।

বিধানসভা থেকে বাড়ি ফেরার পথে আ’ক্রান্ত হলেন; কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। অভিযোগের তীর সংখ্যা’লঘু স’ম্প্রদায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার; বিষ্ণুপুর খানার চৌরাস্তা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলপির বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার; শুক্রবার বিধানসভার কাজ সেরে ডায়মন্ড হারবারে নিজের বাসভবনে ফিরছিলেন।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি

সেই সময় দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত চৌরাস্তা মোড়ের কাছে; সংখ্যা’লঘু সংগঠনের পক্ষ থেকে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে বি’ক্ষোভ দেখাচ্ছিল কয়েকজন বি’ক্ষোভকারী। বি’ক্ষোভকারীদের আক্র’মণে ভাঙা হয়; কুলপির বিধায়কের গাড়ি। সেই সময় একদল সংখ্যা’লঘু বি’ক্ষোভকারী; তাঁকে মা’রধর করে; তাঁর গাড়িতে হা’মলা চালায় বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার।

আরও পড়ুনঃ দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

বিজেপি-র কেন্দ্রীয় নেত্রী নূপুর শর্মার, প’য়গম্বর হজরত মহ’ম্মদকে নিয়ে করা অব’মাননাকর মন্তব্যের অভিযোগে; তিনদিন ধরে উ’ত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। মূলত জাতীয় সড়ক অবরোধ করে; বি’ক্ষোভ দেখাচ্ছেন সংখ্যা’লঘু স’ম্প্রদায়ের একাংশ। এদিনের ঘটনায় তাঁর নিরাপত্তা-রক্ষী এবং পুলিশের তৎপরতায়; বিধায়ককে নিরাপদে উদ্ধার করা হয়। না হলে তৃণমূল নেতার আরও বড় বিপদের আ’শঙ্কা ছিল।

এই নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার জানান; “বিষয়টি প্রশাসনের তরফে তদন্ত করে দেখা হচ্ছে; বিষ্ণুপুর থানাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে”। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। তবে সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতারা বলছেন; “আমি তৃণমূল নেতা বিধায়ক” বলেও; সংখ্যালঘু-দের মা’রধরের হাত থেকে রেহাই পাননি যোগরঞ্জন হালদার। তাহলে কি না জেনেই, তৃণমূল নেতাকে পি’টিয়ে দিল; সংখ্যা’লঘু স’ম্প্রদায়ের বিক্ষোভ’কারীরা? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি https://thenewsbangla.com/nirmal-maji-removed-from-rogi-kalyan-samiti-chairman-calcutta-medical-college-hospital/ Thu, 26 May 2022 15:30:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15259 কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে; অপসারিত নির্মল মাজি। শেষ পর্যন্ত চৈতন্য হল রাজ্য সরকারের; অপসারিত নির্মল মাজি। একের পর এক অভিযোগ উঠেছে; তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। এবার ব্যবস্থা নিল নবান্ন। বৃহস্পতিবার থেকেই নির্মল মাজির জায়গায় দায়িত্বে; আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায়। দায়িত্ব নিয়েই মেডিক্যাল কলেজের স্বাস্থ্য ও সম্মান পুনরুদ্ধারের; প্রতিশ্রুতি দিয়েছেন সুদীপ্ত রায়। কিন্তু একের পর এক বেফাঁস মন্তব্যেই; কি পদ হারালেন নির্মল? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও চিকিৎসক মহলে।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে; একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানেই জানানো হয়, নির্মল মাজিকে সরিয়ে; তাঁর জায়গায় কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে। আরজি কর মেডিক্যাল কলেজের; রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তবাবু। এছাড়াও হেলথ ইউনির্ভাসিটির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানও তিনি। সেই সুদীপ্ত রায়কে কলকাতা মেডিক্যালের দায়িত্ব দেওয়াতেই; কানাঘুষো শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম; নির্মল মাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ এনেছিল। কর্তব্যরত চিকিত্‍সককে হুমকি, কখনও মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি দিয়ে; বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক। অবশেষে একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে; কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে অপসারণ করল নবান্ন।

আরও পড়ুনঃ রাজ্যপাল আর নয়, বাংলার বিশ্ববিদ্যালগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী

নির্মল মাজির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে; মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন অনেকেই। এই অপসারণ একের পর এক বিতর্কের ফলশ্রুতি; বলেই মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে রাজ্যের তরফে; কোনও কারণ জানানো হয়নি। সামগ্রিক অবস্থা বিচার বিবেচনা করেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই; নির্মল মাজির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এমনটাই মনে করছে; রাজ্যের রাজনৈতিক মহল।

নির্মল মাজির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, রাজ্য সরকারের বারবার সমালোচনা করেছে; বিরোধী দলগুলিও। এবার কিছুটা হাঁফ ছেড়ে বাচবে রাজ্য সরকার; মনে করছে রাজনৈতিক মহল। এই সিদ্ধান্তে খুশি ডাক্তারদের সংগঠন-গুলি; তবে ফোনে পাওয়া যায়নি নির্মল মাজিকে।

]]>
মমতার মন্ত্রীর দাপট, আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ https://thenewsbangla.com/mamata-minister-power-state-minister-for-education-paresh-adhikari-disobeyed-court-order/ Thu, 19 May 2022 06:08:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15130 মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর দাপট; আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই দফতরে গেলেন না মন্ত্রী পরেশ অধিকারী; জারি হতে পারে আদালত অবমাননার নোটিস। সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের, প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন; স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি-কাণ্ডে মামলাকারীর আইনজীবী।

রাজ্য জুড়ে তোলপাড় চলছে; এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। এই মামলায় পরেশ অধিকারীকে; সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা না দিয়ে; আচমকাই উধাও হয়ে গেলেন মেখলিগঞ্জ এর তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী সঙ্গে মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে। আর তাতেই বেড়েছে চাঞ্চল্য। তবে এবার মনে করা হচ্ছে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে; আদালত অবমাননার নোটিশ জারি করা হতে পারে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে; মামলাকারীর আইনজীবীরা।

আরও পড়ুনঃ লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। এই মামলায় মঙ্গলবার সন্ধ্যা ৮টায়, পরেশকে সিবিআইয়ের দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল; হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। তবে মঙ্গলবার জলপাইগুড়ি স্টেশন রোড থেকে পদাতিক এক্সপ্রেসে চ়ড়ে; কলকাতায় রওনা দিয়েছিলেন সকন্যা পরেশ।

তবে কলকাতায় আসেননি তিনি। তার বদলে বুধবার ভোরে মেয়েকে নিয়ে এক নিরাপত্তারক্ষী-সহ; বর্ধমান স্টেশনে নেমে যেতে দেখা যায় পরেশকে। সূত্রের খবর, বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বর্ধমানের সার্কিট হাউস থেকে, গাড়িতে করে বেরিয়ে যান পরেশ; এবং তাঁর মেয়ে। তারপর থেকেই পরেশের মোবাইল বন্ধ; আর তিনি মেয়ে-সহ উধাও।

সিবিআই দফতরে হাজিরার নির্দিষ্ট সময়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও; নিজাম প্যালেসে যাননি পরেশ। উল্টে বুধবার মেয়ে অঙ্কিতা অধিকারীর সঙ্গে কলকাতায় আসার আগেই; সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও আদালতের নির্দেশ ছিল, মঙ্গলবার রাত ৮টায় তাঁকে; সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তবে তাতে কান দেননি পরেশ অধিকারী। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরেশ যে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেননি; তা জানিয়েছেন সিবিআই আধিকারিকেরা।

]]>
সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক গ্রেফতার https://thenewsbangla.com/financial-fraud-in-the-name-of-giving-govt-jobs-tmc-mla-personal-assistant-arrested/ Sat, 30 Apr 2022 06:28:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15006 সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা; তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেফতার ৩। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ; কয়েক বছর ধরেই রাজ্যে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। কখনও চাকরি প্রার্থীকে ভুয়ো চাকরির প্রতারণা পত্র ধরিয়ে দিয়ে; আবার কখনও লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি না দেওয়া এসব হামেশাই শোনা যায়। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল; তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধেই।

সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা; রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার; নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল-সহ তিনজন। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির একটি হোটেল থেকে; গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, অনেকের কাছ থেকে; কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতা তথা নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। তাঁর বিধানসভা এলাকার লোকেরাই; এই নিয়ে একটি চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এরপরই এই মামলায় নদিয়া পুলিশ গ্রেফতার করল; বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল এবং তার দুই সঙ্গী শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডলকে।

অভিযোগ, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার বিধায়ক থাকাকালীন; তাপস সাহা কয়েক লক্ষ টাকা নিয়েছেন সাধারণ মানুষের থেকে। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই টাকা নিলেও; বিধায়ক প্রতিশ্রুতি রাখেননি। এই আবহে যাঁরা টাকা দিয়েছেন; তাঁরা তাঁদের টাকা ফেরত চান বিধায়কের কাছ থেকে। তবে বিধায়ক টাকা ফেরত দিতে অস্বীকার করেন। অভিযোগ, তেহট্ট এবং করিমপুরেও; একই ধরনের ঘটনা ঘটান বিধায়ক। মোট তিন জায়গা থেকে সব মিলিয়ে তাপস সাহা ১৬ কোটি টাকা তোলেন; বলে অভিযোগ করা হয়েছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছেন; বিধায়ক তাপস সাহা। এমনকি আপ্ত-সহায়কের সঙ্গে; তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে জানান তাপস সাহা। শুধু তাই নয়, তাঁর চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণিত হলে; তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এদিকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠতেই গা ঢাকা দিয়েছিল; প্রবীর, শ্যামল, সুনীলরা। এদিকে পুলিশ এদের খোঁজে; তল্লাশি চালিয়ে যাচ্ছিল। শুক্রবার রাতে রায়দিঘিতে তল্লাশি চালিয়ে; এই তিনজনকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা।

]]>
মমতার ঘর ভেঙ্গে বিজেপিতে যোগ দিতে বিধায়ক সহ নেতারা দিল্লিতে https://thenewsbangla.com/tmc-mla-leaders-are-in-delhi-to-join-bjp-from-mamata-banerjee-tmc/ Mon, 17 Jun 2019 09:55:59 +0000 https://www.thenewsbangla.com/?p=13971 ফের তৃণমূলকে ধাক্কা দিলেন অর্জুন সিংহ। শাসক দলের আশঙ্কা সত্যি করেই; সোমবারই বিজেপি-তে যোগ দিতে চলেছেন অর্জুনের শ্যালক এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ। একই সঙ্গে গাড়ুলিয়া পুরসভাও তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কারণ নিজের সঙ্গে গাড়ুলিয়া পুরসভার আরও বারোজন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে রবিবারই দিল্লি চলে গিয়েছেন সুনীল সিংহ। তিনি গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান পদেও রয়েছেন। অর্জুন সিংহ বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই; সুনীলের অবস্থান নিয়ে তৃণমূল নেতৃত্বের মধ্যে সংশয় তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ অজানা জ্বরে রাজ্যে শিশু মৃত্যুর মিছিল, চরম আতঙ্কে সাধারণ মানুষ

অর্জুন এবং তাঁর ছেলে পবন সিংহ বিজেপি-র টিকিটে সাংসদ এবং বিধায়ক হওয়ার পরে; সুনীলেরও দল ছাড়ার জল্পনা আরও জোরালো হয়। যদিও কিছুদিন আগেও উত্তর চব্বিশ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে গিয়ে সুনীল দাবি করেছিলেন যে; তিনি তৃণমূলেই থাকছেন। একই সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেছিলেন; ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না।

লোকসভায় এরাজ্যে চমকপ্রদ ফল করার পর থেকেই; তৃণমূলের দল ভাঙানো জারি রেখেছে বিজেপি। ইতোমধ্যে তৃণমূলের বেশ কিছু নেতা; বিধায়ককে দলে নিয়েছে বিজেপি। আর এরপরই আরও বেশ কিছু তৃণমূল বিধায়ক পদ্মশিবিরে যাচ্ছেন বলে খবর।

আরও পড়ুনঃ হাসপাতাল আন্দোলনের মাঝেই জন্ম নিল আর এক ছোট্ট আন্দোলন

সম্ভবত আজই; দিল্লিতে বিজেপি-র সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে নাম লেখাবেন সুনীল। তাঁর প্রতি আস্থা ছিল না দলীয় নেতৃত্বেরও; তাই ভোট পরবর্তী সময়ে নোয়াপাড়া কেন্দ্রের সাংগঠনিক দায়িত্বও সুনীল সিংহকে দিতে রাজি হয়নি দল। শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের আশঙ্কাই সত্যি হল।

সুনীলের বিজেপি যোগদানের সম্ভাবনা যে প্রবল; তা স্বীকার করে নিয়েছেন অর্জুন সিংহের পুত্র এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিংহও। তিনি বলেন; “আমিও শুনেছি উনি দিল্লি গিয়েছেন। হয়তো উনি বিজেপি-তেই যোগ দেবেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উনিই নেবেন; আমি কিছু বলতে পারব না”।

]]>
‘দরাজ নিমন্ত্রণে’ মায়ের শ্রাদ্ধে লোক খাওয়াতে ঘুম উধাও বাংলার বিধায়কের https://thenewsbangla.com/basirhats-tmc-mla-dipendu-biswas-has-been-living-in-a-strange-situation-on-his-mothers-last-ritual/ Wed, 14 Nov 2018 07:24:18 +0000 https://www.thenewsbangla.com/?p=2356 The News বাংলা, বসিরহাট: অদ্ভুত সমস্যায় পড়েছেন বসিরহাটের তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বৃহস্পতিবার, তাঁর মায়ের শ্রাদ্ধ উপলক্ষে খাওয়া-দাওয়া। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রাক্তন ফুটবলার ও বর্তমান বিধায়কের। কেন?!

বিধায়কের মায়ের নিয়মভঙ্গ এর খাওয়া-দাওয়া বলে কথা! সমস্যা কেন?? এখানেই তো গল্প শুরু। বিধায়ক নিমন্ত্রণ করেছেন প্রায় ৩ হাজার জনকে। সেই মত প্রস্তুতিও নিয়েছেন বিধায়কের লোকেরা। কিন্তু তারপরেই ছন্দপতন!

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

বিধায়কের নিমন্ত্রণ কার্ড নকল করে দরাজ মনে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছেন আরও একজন! আর এখানেই শুরু হয়েছে চিন্তা। কত মানুষ আসবেন কাল?

Image Source: Google

যাঁর বাড়ির অনুষ্ঠান, সেই দীপেন্দু বিশ্বাস অবশ্য ভেবেচিন্তে হিসাব করেই তালিকা অনুযায়ী কার্ড ছাপিয়েছিলেন। কিন্তু অভিযোগ, তাঁর হয়ে নিমন্ত্রণপত্রের রঙিন ফটোকপি করে অঢেল বিলিয়ে বেরিয়েছেন এক যুবক। অকাতরে, যাকে পেরেছেন তাকেই নেমন্তন্ন করেছেন!

এমনকী, ফেসবুক-হোয়াটসঅ্যাপেও সকলকে ডেকে ডেকে বলেছেন, “সবার নেমন্তন্ন, ইচ্ছে মতো পাত পেড়ে খেয়ে এসো”। অদ্ভুত এই কাজে এখন বেজায় সমস্যায় বিধায়ক। কত মানুষ আসবেন কাল!?

আরও পড়ুন: পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আছে আফ্রিকা

বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের মা লীলাদেবী মারা গিয়েছেন সম্প্রতি। কাল, ১৫ নভেম্বর বৃহস্পতিবার নিয়মভঙ্গ। সেই উপলক্ষে হাজার তিনেক মানুষকে নিমন্ত্রণ করেছেন বিধায়ক। সেটা বেড়ে এখন কোথায় দাঁড়াবে তাই নিয়েই আশঙ্কায় বিধায়ক।

ট্যাটরার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস অযাচিত ভাবে নিজেই বিধায়কের হয়ে নিমন্ত্রণের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলেছিলেন। গত কয়েকদিন ধরে যাকে সামনে পেয়েছেন, সবান্ধবে চলে আসতে বলেছেন বিধায়কের বাড়ির অনুষ্ঠানে! জানতে পেরে চিন্তায় পড়েছেন দীপেন্দু বিশ্বাস।

Image Source: Google

বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন দীপেন্দু। বিধায়কের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে উজ্জ্বলকে। পুলিশ জানতে পেরেছে, এর আগে দীপেন্দুর নামে টাকা তোলার অভিযোগ ছিল উজ্জ্বলের বিরুদ্ধে। তবে লিখিত অভিযোগ হয়নি সে সময়ে।

উজ্জ্বলের দাবি, টাকা তোলার অভিযোগ মিথ্যা। এমনকী, বিধায়কের মায়ের কাজে কাউকে সে নিমন্ত্রণ করেছে বলেও মানতে চায়নি। তবে, হাজার হাজার মানুষ ইতিমধ্যেই তার নিমন্ত্রণ পেয়ে বিধায়কের মায়ের শ্রাদ্ধে আসার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একা লড়েছেন ‘দাবাং’ পুলিশ অফিসার

প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, অসাধু উদ্দেশ্যেই এই কাজ করেছে উজ্জ্বল। তিন হাজার নিমন্ত্রিতের কাজে যদি সংখ্যাটা বাড়িয়ে দেওয়া যায়, তা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। দীপেন্দু বিশ্বাসকে ছোট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হয়েছে।

Image Source: Google

গোটা ঘটনায় উজ্জ্বল একাই জড়িত, নাকি আরও কোনও ‘বড় মাথা’ কাজ করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: রথযাত্রার আগেই ষাঁড়ের তাড়া খেলেন মুকুল রায়

তবে, অভিযুক্ত গ্রেফতার হয়ে শ্রীঘরে গেলেও বেজায় চিন্তায় বিধায়ক। খাবারে টান ধরতে কত আর দেরি লাগবে! দীপেন্দু নিজেও এমনটাই মনে করছেন। আগামীকাল ১৫ নভেম্বর, নিয়মভঙ্গের কাজে অতিথিদের বসিরহাটের নৈহাটিতে বিদ্যুৎ সঙ্ঘের মাঠে আসার কথা বলা হয়েছে।

আর এখানেই চিন্তায় ঘুম উধাও বিধায়কের। থানা-পুলিশ তো হল। গ্রেফতারও হয়েছে অভিযুক্ত। কিন্তু ভুয়ো নিমন্ত্রণপত্র পেয়ে হিসেবের বাইরে অতিথি হাজির হলে কী পরিস্থিতি দাঁড়াবে, তা নিয়ে আশঙ্কায় বিধায়ক ও তাঁর পরিবার। সামাল দেওয়া যাবে তো, চিন্তায় বিধায়কের দলবল। চিন্তায় বসিরহাট পুলিশ। কাল কি হবে?

]]>