TETPassCertificate – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Aug 2022 10:43:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TETPassCertificate – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের https://thenewsbangla.com/calcutta-high-court-withdraws-order-of-anubrata-mondal-daughter-sukanya-mondal-court-presence/ Thu, 18 Aug 2022 10:43:18 +0000 https://thenewsbangla.com/?p=16229 কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তাঁর বিরুদ্ধে জমা পড়া অতিরিক্ত হলফনামা, প্রত্যাহার করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত হলফনামায় অভিযোগ করা হয়েছিল যে, সুকন্যা মণ্ডল-সহ অনুব্রত ঘনিষ্ঠ ৬ শিক্ষক টেট পাস নন। যার ভিত্তিতে এদের টেট সার্টিফিকেট-সহ, চাকরির নিয়োগপত্র নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেই হাজিরার নির্দেশ প্রত্যাহার করলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে সুকন্যা মণ্ডলকে, এদিন টেট সার্টিফিকেট জমা করতে হয়নি। দিতে হয়নি অন্যান্য কাগজপত্র।

আদালতে সুকন্যার হাজিরা, টেট পাসের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ প্রত্যাহার। নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। অনুব্রতর মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল-সহ ছ-জনেরই হাজিরার নির্দেশ প্রত্যাহার। প্রত্যাহার টেট পাস সার্টিফিকেট পেশ করার নির্দেশও। নির্দেশ প্রত্যাহার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নিজেই।

আরও পড়ুনঃ ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়

গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরই, তাঁর মেয়ের আয় বহির্ভূত সম্পত্তি ও বাড়ির পাশে স্কুলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তিনি টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই, প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন, স্কুলেও যান না, বাডি়তে হাজিরার খাতা এসে পৌঁছয়, এমন নানা অভিযোগ সামনে আসে। এসএসসি নিয়ে আগেই, মামলা চলছিল আদালতে। তাতে সুকন্যাকে নিয়ে, নতুন হলফনামা জমা পড়ে। অনুব্রতর আরও পাঁচ আত্মীয় এবং ঘনিষ্ঠদের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে।

]]>