TeachersRecruitmentScam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 09 Sep 2022 05:26:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TeachersRecruitmentScam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-encourages-tmc-leaders-ministers-to-steal-jobs-after-ssc-scam-said-opposition-leaders/ Fri, 09 Sep 2022 05:25:39 +0000 https://thenewsbangla.com/?p=16717 এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা-মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা? দলের প্রকাশ্য সমাবেশে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। কি বলেছেন মমতা? বৃহস্পতিবার দলের সম্মেলনে মমতা বলেন, “কোন বিধায়ক, মন্ত্রী নিজেদের লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না। মুখে কথা বলুন। ফোনেও সব বলবেন না! হোয়াটস্অ্যাপও সব তুলে নিচ্ছে”। মমতার বক্তব্য, “জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির। বিধায়কদের তো বিধানসভায় দেখা হচ্ছে। সাংসদদের সঙ্গেও মোটামুটি যোগাযোগ আছেই”।

কর্মী সম্মেলনে এমন কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও কি, ফের ‘চাকরি-চুরি’তে উৎসাহ দিলেন মমতা? মমতার এই বক্তব্যের পরেই প্রশ্ন তুলেছে বিজেপি ও বাম নেতারা। কেন তৃণমূলের কোন বিধায়ক-মন্ত্রী, চাকরির জন্য চিঠি দেবেন? যাদের যোগ্যতা আছে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে! নেতারা বলবে কেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

নিজেদের মধ্যে ফোনে কথা বলার বিষয়ে, দলের বিধায়ক-মন্ত্রীদের আরও বেশি সতর্ক হতে বললেন তৃণমূল-নেত্রী। সেই সঙ্গে নিজেদের লেটারহেডে কোনওরকম চাকরির সুপারিশের ক্ষেত্রেও, এবার নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। মমতা কি এটাই প্রমাণ করে দিলেন, এতদিন তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “তাহলে মমতা নিজেই স্বীকার করে নিলেন, তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে”। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “মমতা নিজেই ‘চাকরি-চুরি’র কথা স্বীকার করে, আরও চুরি করতে প্রশ্রয় দিলেন”।

]]>
‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে https://thenewsbangla.com/teachers-recruitment-scam-in-bengal-bangladeshis-have-been-given-jobs-for-money/ Fri, 02 Sep 2022 05:45:57 +0000 https://thenewsbangla.com/?p=16578 ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবার শিক্ষক নিয়োগ-দুর্নীতি কাণ্ডে, বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে! চাঞ্চল্যকর দাবি সিবিআই-য়ের। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়কে জেরা করে, এক রহস্যময় বাংলাদেশি ‘মিডলম্যান’-এর কথা জানতে পেরেছে সিবিআই। সেখান থেকেই মিলেছে, এই চমকপ্রদ তথ্য।

সিবিআই-য়ের দাবি, প্রসন্নর ‘হাতযশে’ অবৈধভাবে সীমান্ত পেরনো অনেক বাংলাদেশি যুবক-যুবতী, ভারতীয় সেজে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষকের ও গ্রুপ ডি চাকরি করছে। চাকরির পরীক্ষার ধারে-কাছে না গিয়েই, এই ‘কৃতিত্ব’ অর্জন করেছে তারা। এর জন্য ওই অনুপ্রবেশকারীদের কাছ থেকে, ২০-২৫ লাখ টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এভাবে যারা চাকরি পেয়েছে, তাদের নামের তালিকা তৈরি করছেন তদন্তকারীরা। সবাইকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে, সিবিআই সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন; মমতার ‘উপকারি’ কেষ্টর পরিবার ও ঘনিষ্ঠদের ১৬১টি সম্পত্তি, তৃণমূল ক্ষমতায় আসার পরে

সিবিআইয়ের দাবি, বহু বাংলাদেশি তরুণ-তরুণীকে, অবৈধভাবে রাজ্যের স্কুলে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে শুধুই টাকার বিনিময়ে। বাংলাদেশি-দের এপারে এনে, চাকরি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ‘বিশ্বাস’ নামে বাংলাদেশি মিডলম্যানের, যে প্রসন্নর অন্যতম সহযোগী। বাংলাদেশ ও ভারত, দু’দেশেরই পাসপোর্ট আছে তার। প্রসন্ন এবং বিশ্বাস রাজারহাট-নিউটাউন এলাকায়, একই আবাসনে থাকত।

প্রসন্নর হোয়াটসঅ্যাপ-চ্যাট ও সোশ্যাল-মিডিয়া ট্র্যাক করে তদন্তকারীরা জেনেছেন, এই ‘বিশ্বাস’ বাংলাদেশি-দের নির্বাচিত করে, অনুপ্রবেশ করানোর দায়িত্বে ছিল। বাংলাদেশে যারা অর্থের বিনিময়ে ভারতের স্কুলে চাকরিতে আগ্রহ দেখাত, দালালের মাধ্যমে তাদের সীমান্ত-পার করিয়ে নিয়ে আসা হত। তাদের এনে তোলা হত, রাজারহাট-নিউটাউনের একটি ফ্ল্যাটে। সব ব্যবস্থা করে দিত প্রসন্ন।

অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ‘ভারতীয়’ সাজাতে, যাবতীয় শংসাপত্র ও আধার-ভোটার কার্ড তৈরি করে দেওয়া হত। এরপর তাদের গ্রুপ-ডি, প্রাইমারি-টেট পরীক্ষার ফর্ম পূরণ করান হত। প্রসন্নর সল্টলেকের অফিসে গোটা প্রক্রিয়া সম্পন্ন করে, তাদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হত ‘যথাস্থানে’। প্রসন্ন এভাবে যতজনের জন্য সুপারিশ করেছিলেন, তারা সকলেই চাকরি পেয়েছে বলে সিবিআই জানতে পেরেছে।

দেশ ও পরিচয় পাল্টে এভাবে সরকারি চাকরি পাওয়ার ঘটনায়, তদন্তকারীরাও রীতিমতো বিস্মিত। যদিও অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য, ‘তাঁদের মক্কেলকে জোর করে এই সব বলিয়ে নেওয়া হচ্ছে’।

]]>
বাংলায় স্কুল শিক্ষক নিয়োগে ঘোটালা, একের পর এক ‘মিডলম্যানের’ খোঁজ https://thenewsbangla.com/ssc-school-teachers-recruitment-scam-in-west-bengal-cbi-searching-middleman/ Mon, 29 Aug 2022 08:02:52 +0000 https://thenewsbangla.com/?p=16464 বাংলায় স্কুল শিক্ষক নিয়োগে ঘোটালা, একের পর এক ‘মিডলম্যানের’ খোঁজ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছে, ২ জন মিডলম্যান। কয়েকদিন আগেই প্রদীপ সিং বলে, এক মিডলম্যানকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে জেরা করেই, প্রসন্নকুমারের নাম পায় সিবিআই। এই প্রসন্নকুমার গ্রেফতারের পর ইতিমধ্যেই বেরিয়ে এসেছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

সিবিআই সূত্রে দাবি, প্রসন্নকুমারের একাধিক ফ্ল্যাটের হদিস মিলেছে। যেমন রয়েছে ‘আইডিয়াল ভিলা’তেও। নিউটাউনে ফ্ল্যাটের পাশাপাশি, প্রকাশ্যে এসেছে হাওড়ায় ‘চলন্তিকা’ নামে হোটেলের নামও। তবে এর পাশাপাশিই এসেছে, আরও চাঞ্চল্যকর তথ্য। সিবিআই-র হাতে গ্রেফতার হওয়া দুই মিডলম্যানই ছিলেন একে অন্যের প্রতিবেশি।

প্রসন্নকুমার রায় প্রভাবশালীদের সঙ্গে, অযোগ্য প্রার্থীদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করত। এভাবেই মোটা অঙ্কের রোজগার প্রসন্ন করত, বলে সিবিআই-য়ের অভিযোগ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য, ইতিমধ্যে সিবিআইয়ের কাছে এসেছে। তবে প্রসন্নের সঙ্গে ‘প্রভাবশালী’ কার কার যোগাযোগ রয়েছে, সেটিই এখন খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। ধৃত প্রসন্নর সল্টলেক অঞ্চলে গাড়ি ভাড়ার দেওয়ার একটি সংস্থা রয়েছে, সেই সংস্থাতেই কাজ করত প্রদীপও। আর সেই সংস্থার আড়ালেই, চলত এই নিয়োগ দুর্নীতি।

ইতিমধ্যে প্রদীপের সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার, সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। দুজনের ফোনে দুজনের নাম সেভ রয়েছে, হয়েছে হোয়াটস অ্যাপ কল ও চ্যাট। শিক্ষক নিয়োগ দুর্নীতি-তে আরও অনেক প্রভাবশালী জড়িত, বলেও সিবিআই-য়ের দাবি। একে-একে সেই সব ‘রাঘববোয়াল’দের সামনে আনবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

]]>