SukantaMajumder – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 10:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SukantaMajumder – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-dilip-ghosh-suvendu-adhikari-sukanta-majumder-bengal-bjp-leaders/ Thu, 15 Sep 2022 10:53:21 +0000 https://thenewsbangla.com/?p=16820 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের। রাজনীতির এক ‘ঘোষ’কে দরাজ সার্টিফিকেট দিলেন আর এক ‘ঘোষ’। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে, গেরুয়া শিবিরের তিন নেতার মধ্যে সবচেয়ে এগিয়ে রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেই। বাকিদের নিয়ে তাঁর কটাক্ষ, “দিলীপের নখের যোগ্য নয় কেউ”। যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপি শিবির এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন, বাংলায় গেরুয়া ব্রিগেডের তিন নেতার উপর দায়িত্ব ছিল মিছিলে নেতৃত্ব দেওয়ার। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ টেনেই এদিন কটাক্ষ করেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

কুণাল আরও বলেন, নবান্ন অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধেই, লড়াইয়ের ময়দান ছাড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কলেজ স্ট্রিট চত্বরে একটি সভায় বক্তব্য রেখেই বাড়ি চলে যান। আর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্বেচ্ছায় গ্রেফতার হন।

তবে কুণাল ঘোষের বক্তব্য, গুরত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী বলেন, “মানুষের টাকা চুরির দায়ে জেল খাটা কয়েদির কথার, জবাব দেওয়ার কিছুই নেই”। সুকান্ত মজুমদার বলেন, “এইভাবে বিজেপিকে ভাঙা যাবে না”। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের হয়, কুণাল বিজেপিতে সেটাই লাগাবার চেষ্টা করছেন, লাভ হবে না”?

]]>
“মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”, মমতাকে নিয়ে বড় ঘোষণা সুকান্তর https://thenewsbangla.com/cbi-ed-can-enter-bengal-cm-home-bjp-leader-sukanta-majumder-slams-mamata-banerjee/ Tue, 16 Aug 2022 05:26:41 +0000 https://thenewsbangla.com/?p=16131 “মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”, মমতাকে নিয়ে বড় ঘোষণা সুকান্তর। “মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”, বড় ঘোষণা ‘খেলা হবে’ শুরুর দিনেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে, রাজ্যপালকে স্মারকলিপি দিতে এদিন রাজভবন যান বঙ্গ বিজেপির নেতারা। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল-সহ অন্যান্যরা নেতা-নেত্রীরা। রাজভবনের সামনে থেকেই, এদিন মুখ্যমন্ত্রী মমতা-কে তোপ দাগলেন সুকান্ত। তিনি বললেন, “দুর্নীতিতে নাম জড়ালে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”।

স্বাধীনতা দিবসের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, “আমার বাড়িতেও যদি যায়, তাহলে কি করবেন? রাস্তায় নেমে আন্দোলন করবেন তো?” তারই উত্তরে এদিন সুকান্ত বলেন, “দুর্নীতিতে নাম জড়ালে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে”। তৃণমূলের দুই নেতা পার্থ ও অনুব্রতর গ্রেফতারি নিয়ে তোলপাড় বাংলা। সুকান্ত মজুমদারের দাবি, “যারা যারা দুর্নীতিতে জড়িত, তাঁদের কেউ রেহাই পাবে না। পার্থ ও অনুব্রতকে গোটা ঘটনার দায় নিতেই হবে। যদি জানা যায়, মুখ্যমন্ত্রী জড়িত ওঁর বাড়িতেও সিবিআই যাবে”।

আরও পড়ুনঃ ‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা

মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ, রাজভবনে যায় বিজেপি প্রতিনিধিদল। রাজ্যপাল লা গণেশনের কাছে, একটি স্মারকলিপি জমা দেন সুকান্ত, অগ্নিমিত্রারা। সেখান থেকে বেরিয়েই একাধিক ইস্যুতে, তোপ দাগেন সুকান্ত। বলেন, “দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন মোদীজি, সেই লড়াই চলছে, চলবে। বাংলা নয়, গোটা দেশে রাজনীতি যে রোজগারের জায়গা হয়ে দাঁড়িয়েছে, তা ভাঙতে চাই”।

]]>