SujanChakraborty – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 09 Sep 2022 07:19:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SujanChakraborty – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল https://thenewsbangla.com/anubrata-mondal-acquitted-for-lack-of-evidence-in-mangalkote-incident/ Fri, 09 Sep 2022 07:19:17 +0000 https://thenewsbangla.com/?p=16726 তথ্যপ্রমাণের অভাবে মঙ্গলকোট হিং’সা মামলায়, বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। চার্জশিটে নাম থাকা অনুব্রত-সহ ১৫ জন খালাস পেলেন। স্বস্তির ছায়া তৃণমূল শিবিরে। ২০১০ সালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে, অ’শান্তি সৃষ্টির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা হয় অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৪ জনের বিরুদ্ধে। বাম জমানার শেষলগ্নে, মঙ্গলকোটে অশান্তির ঘটনা ঘটে। এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি ও তৎকালীন মঙ্গলকোটের দায়িত্বপ্রাপ্ত অনুব্রত মণ্ডল। এই ঘটনায় আজ তথ্যপ্রমাণের অভাবে, বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল।

কেতুগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ তাঁর ভাই ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখ-সহ, মোট ১৫ জনও বেকসুর খালাস পেয়ে গেলেন। আগেই এক অভিযুক্তর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ১৪ জনের বয়ান নেওয়া হয়। অনুব্রত মণ্ডল দাবি করেন, তিনি নির্দোষ। শুক্রবার সবাইকে আদালতে পেশ করা হলে, তথ্য-প্রমাণের অভাবে খালাস হয়ে যান অনুব্রত সহ ১৫ জন। এর জন্য আসানসোল জেল থেকে, ৯ সেপ্টেম্বর বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হয় বিধাননগরে।

আরও পড়ুনঃ এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা

২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তাতেই অনুব্রত মণ্ডল কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ, নানুরের তৃণমূল নেতা কাজল শেখ-সহ ১৫ জনের নাম ছিল। এই মামলাতেই রায় দিল, এমপি-এমএলএ আদালত।

]]>
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে https://thenewsbangla.com/debjani-mukherjee-pressured-to-frame-suvendu-adhikari-sujan-chakraborty-in-saradha-chit-fund-case/ Thu, 08 Sep 2022 06:50:51 +0000 https://thenewsbangla.com/?p=16711 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে। বিস্ফোরক অভিযোগ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় এর মা শর্বরী মুখোপাধ্যায় এর। “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে”, বলতে হবে এটাই। দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছে সিআইডি ও জেল কর্তৃপক্ষ, ডিআইজি সিবিআই-কে লিখিত অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

এই অভিযোগের জেরে তৃণমূলের চক্রান্ত প্রকাশ্যে এল, বলেই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সিবিআই-কে চিঠি দিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন, জেলেই চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে। বলতে হবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে, সারদা কোম্পানি থেকে”। বিস্ফোরক অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর

রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, “সুদীপ্ত সেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন”। সেটাও যে জোর করে চাপ দিয়ে বলানো হয়েছে, সেটাও প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পিসি-ভাইপোর সিআইডি-কে দিয়ে চক্রান্ত করা, প্রকাশ্যে চলে এল”। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহস থাকলে মামলা করুক, আমি হাসপাতালে শুয়ে পড়ব না”। যদিও সিআইডি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

]]>