SSCScamCase – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 14:39:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SSCScamCase – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় https://thenewsbangla.com/kalyanmoy-ganguly-arraested-by-cbi-in-ssc-teachers-recruitment-scam/ Thu, 15 Sep 2022 14:38:52 +0000 https://thenewsbangla.com/?p=16824 লজ্জায় শিক্ষা, ভুয়ো নিয়োগপত্রে সই করতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, দুর্নীতিতে তার নামও ছিল কলকাতা হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও। শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।

চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে, এবার গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। চাকরি নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। দুই প্রাক্তন এসএসসি কর্তার পরে, চাকরি চুরি কাণ্ডে এবার কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

চাকরি চুরি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার পরে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শান্তিপ্রসাদের সঙ্গে, কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও।

মূল চক্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এফআইআর করা উচিত, রিপোর্ট ছিল বাগ কমিটির। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে চলতি বছরে, একাধিকবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। জুন মাসে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। এবার ৬ ঘণ্টা জেরার পর, কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই। একে একে সামনে আসছে বাংলায় লক্ষ-লক্ষ টাকা নিয়ে, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দেবার দুর্নীতি।

]]>
এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-encourages-tmc-leaders-ministers-to-steal-jobs-after-ssc-scam-said-opposition-leaders/ Fri, 09 Sep 2022 05:25:39 +0000 https://thenewsbangla.com/?p=16717 এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা-মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা? দলের প্রকাশ্য সমাবেশে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। কি বলেছেন মমতা? বৃহস্পতিবার দলের সম্মেলনে মমতা বলেন, “কোন বিধায়ক, মন্ত্রী নিজেদের লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না। মুখে কথা বলুন। ফোনেও সব বলবেন না! হোয়াটস্অ্যাপও সব তুলে নিচ্ছে”। মমতার বক্তব্য, “জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির। বিধায়কদের তো বিধানসভায় দেখা হচ্ছে। সাংসদদের সঙ্গেও মোটামুটি যোগাযোগ আছেই”।

কর্মী সম্মেলনে এমন কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও কি, ফের ‘চাকরি-চুরি’তে উৎসাহ দিলেন মমতা? মমতার এই বক্তব্যের পরেই প্রশ্ন তুলেছে বিজেপি ও বাম নেতারা। কেন তৃণমূলের কোন বিধায়ক-মন্ত্রী, চাকরির জন্য চিঠি দেবেন? যাদের যোগ্যতা আছে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে! নেতারা বলবে কেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

নিজেদের মধ্যে ফোনে কথা বলার বিষয়ে, দলের বিধায়ক-মন্ত্রীদের আরও বেশি সতর্ক হতে বললেন তৃণমূল-নেত্রী। সেই সঙ্গে নিজেদের লেটারহেডে কোনওরকম চাকরির সুপারিশের ক্ষেত্রেও, এবার নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। মমতা কি এটাই প্রমাণ করে দিলেন, এতদিন তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে?

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “তাহলে মমতা নিজেই স্বীকার করে নিলেন, তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের লেটারহেডেও চাকরি হয়েছে”। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “মমতা নিজেই ‘চাকরি-চুরি’র কথা স্বীকার করে, আরও চুরি করতে প্রশ্রয় দিলেন”।

]]>
‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায় https://thenewsbangla.com/partha-chatterjee-threats-all-in-ed-court-today-ssc-scam-case/ Thu, 18 Aug 2022 09:41:00 +0000 https://thenewsbangla.com/?p=16226 ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। ‘কেউ ছাড় পাবে না’, আদালতে তোলার পর বৃহস্পতিবার হাত জোড় করে, এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি শুনানিতে, চাঞ্চল্যকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন মন্ত্রী। ‘No Body Will Spare’, আদালত কক্ষ ছাড়ার আগে এদিন জানিয়ে গেলেন পার্থ।

ফের একবার আদালতে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়-কে। ১৪ দিনের জেল হেফাজতের শেষে, এদিন আদালতে এসেই মুখ খুললেন পার্থ। হাত জোড় করে বললেন পার্থ, ‘কেউ ছাড় পাবেন না’। কাদের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়? কারা ছাড় পাবেন না? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি আদালতেও হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়? না কি বললেন, “আমার মত কেউ ছাড় পাবে না’। আলোচনা শুরু হয়েছে সর্বত্র।

আরও পড়ুনঃ তৃণমূল সরকারের ১১ বছরে শিক্ষক নিয়োগ, পুরোটাই কলকাতা হাইকোর্টের নজরে

একটা মাত্র বাক্য, ‘No Body Will Spare’। আর তাই নিয়েই অনেক প্রশ্ন। ১৪ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার, ইডি-র বিশেষ আদালতে পেশ করা হল পার্থ ও অর্পিতাকে। সেখানেই হাত জোড় করে বললেন পার্থ, ‘কেউ ছাড় পাবে না’। কাদের ছাড় পাওয়ার কথা বলছেন তিনি? বিচারক তাঁকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ঠিক সেই সময়েই মুখ ঘুরিয়ে পার্থ বলেন, ‘কেউ ছাড় পাবে না’। আদালতে পেশ হয়েই এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্যে, জল্পনা তুঙ্গে উঠেছে।

]]>