SSC Recruitment Scam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 05 Aug 2022 08:21:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SSC Recruitment Scam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’, এবার বুঝলেন পার্থ https://thenewsbangla.com/tapas-roy-slams-partha-chatterjee-for-his-conspiracy-theory-after-ed-arrest-on-ssc-scam/ Fri, 05 Aug 2022 08:20:58 +0000 https://thenewsbangla.com/?p=15821 ‘খাচ্ছ খাও, ধরা পড়লে পাশের লোকটাও বিরুদ্ধেই বলবে’; এবার বুঝলেন পার্থ চট্টোপাধ্যায়। “সারাজীবন কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ”; এবার একহাত নিলেন এতদিনের সহকর্মী ও বন্ধু। চাকরি চুরি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করতে শোনা গিয়েছে পার্থকে। সেই নিয়ে রাজ্যের অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে; এবার তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর দাবি, “সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ; তাই সবকিছুর মধ্যে এখন ষড়যন্ত্র দেখটে পাচ্ছেন”।

কুণাল ঘোষের পর এবার; ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে পার্থকে একহাত নিলেন তাপস রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়; গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে; প্রায় ৫০ কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনা; দুজনের কোটি কোটি টাকার যৌথ সম্পত্তির দলিল। তারপর থেকে তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন চলছেই। সবচেয়ে বেশি কথা শোনাচ্ছেন; তৃণমূল নেতারাই।

তিনি ষড়যন্ত্রের শিকার বলে, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে; বলতে শোনা গিয়েছে পার্থকে। গত সপ্তাহেই তাঁকে লক্ষ্য করে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন; “পার্থদা, আপনি কি ষড়যন্ত্রের শিকার?” পার্থর জবাবে বলেন, “ষড়যন্ত্রের শিকার, সব পরে জানতে পারবেন”। কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন; তা আর খোলসা করতে পারেননি পার্থ। তবে সেই নিয়ে নানা তত্ত্ব সামনে এসেছে।

আরও পড়ুন; অর্পিতা-কে দেখিয়ে ইডির প্রশ্ন; “আপনি একে চেনেন”? পার্থর উত্তরে চমক

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার পার্থকে; একহাত নিলেন তাপস। তাঁর কথায়, “ওই ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে; কী ষড়যন্ত্র সেটা আদালতে জানাক বা তদন্তকারীদের জানাক! আসলে ও সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে; তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে প্রত্যক্ষ কোনও সম্পর্ক রয়েছে ওর”। বোঝাই যায়, দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই; পার্থর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। মন্ত্রিত্ব ও দলের সদস্য পদও গিয়েছে তাঁর।

পার্থ এবং অর্পিতার নামে উদ্ধার হওয়া সম্পত্তি, টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই; তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও এবার নিজেদের অবস্থান জানিয়ে দিল তৃণমূল। একথা বলাই যায়, দলের প্রাক্তন মহাসচিবকে ঝেড়েই ফেলল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
সিবিআই হেফাজতে স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম, ভয়ে কাঁপছে বড় ঘুষখোররা https://thenewsbangla.com/school-service-commission-server-room-in-cbi-custody-calcutta-high-court-asked-ssc-chairman-to-appear/ Wed, 22 Jun 2022 12:33:07 +0000 https://www.thenewsbangla.com/?p=15651 সিবিআই হেফাজতে স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম; ভয়ে কাঁপছে বড় ঘুষখোররা। ২০১৬ সালের নবম-দশম শ্রেণীর স্কুল শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠতেই; স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি; এসএসসি-র তরফ থেকে। কমিশনের আইনজীবী আদালতকে জানান, “সিবিআই হেফাজতে আছে এসএসসি-র সার্ভার রুম; তাই অনুমতি না পেলে তথ্যপ্রকাশ করা সম্ভব নয়।

এরপরেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান; সিদ্ধার্থ মজুমদারকে সশরীরে হাজিরা দিতে বলে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে; সশরীরে হাজিরা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। সিবিআইকে এবিষয়ে চিঠি চেওয়া হয়েছে কি না; তা জানতে চাওয়া হয়।

আরও পড়ুন; অভিমানের প্রাচীর ও রাজনৈতিক সন্ন্যাস ভেঙে ফের মমতার দলে শোভন সঙ্গে বৈশাখী

২০১৬ সালে নবম-দশম শ্রেণীর ভুগোল শিক্ষক নিয়োগে; বড় অনিয়মের অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন পাঁচ চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, মেধাতালিকার ওয়েটিং লিস্টে তাঁদের নাম ছিল। আর ওই ওয়েটিং লিস্টের তাঁদের নীচে যাঁদের নাম ছিল; তাঁদের কয়েকজনকে নিয়োগ করা হয়েছে। অথচ তাঁরা চাকরি পাননি। হাইকোর্টে সেই সংক্রান্ত শুনানি ছিল বুধবার। সকল চাকরিপ্রার্থীর প্রাপ্ত নম্বর প্রকাশের দাবি জানানো হয়েছিল; ৭ জুনের মধ্যে সেই রিপোর্ট পেশ করার কথা ছিল। কিন্তু তা করেনি এসএসসি।

আরও পড়ুন; “সামাজিক শিক্ষাগুরু বলেই মমতা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে”, ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যর

মামলাকারীদের আইনজীবী সুভাষ জানা বলেন, “নিয়োগে অনিয়ম হয়েছে বলে আদালতে স্বীকার করে নিয়েছে; স্কুল সার্ভিস কমিশন। তারপরই তাদের কাছ থেকে নথি চায় হাইকোর্ট; ১৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন ছিল। সেদিনও নথি জমা করেনি এসএসসি। এরপর আজ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর তরফে হাইকোর্টে যুক্তি দেওয়া হয়; অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে এসএসসি-র সার্ভার রুম এখন সিবিআই হেফাজতে রয়েছে। সিবিআই ওই মামলার তদন্ত করছে। তাই, সার্ভার রুম থেকে; ডেটা আনা যাচ্ছে না।

সূত্রের খবর, বেআইনি নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য; এসএসসির ওই সার্ভার রুমে রয়েছে। যা হাতে পেলেই মাকড়সার জালের মত বিছিয়ে থাকা; একাধিক ঘুষখোরের নাম উঠে আসতে পারে। তাই কমিশনের সভাপতিকে তলব করতেই; প্রবল চাপে বড় ঘুষখোররা।

]]>
নামেও ঘোটালা, শান্তি ও কল্যাণের হাত দিয়েই শিক্ষক নিয়োগে দুর্নীতি, কিন্তু ‘রাঘববোয়াল’ কারা https://thenewsbangla.com/ssc-teachers-recruitment-scam-kalyanmoy-ganguly-shanti-prasad-sinha-accused/ Fri, 17 Jun 2022 06:08:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15531 নামেও ঘোটালা, শান্তি ও কল্যাণের হাত দিয়েই শিক্ষক নিয়োগে দুর্নীতি; কিন্তু ‘রাঘববোয়াল’ কারা? এটাই এখন বড় প্রশ্ন। একজন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়; অন্যজন স্কুল সার্ভিস কমিশনের পরামর্শদাতা শান্তিপ্রসাদ সিনহা। পরে দুজনেই আবার শিক্ষক নিয়োগের উপদেষ্টা কমিটির সদস্য। কল্যাণময় ও শান্তিপ্রসাদের হাতেই ছিল; বাংলার হবু শিক্ষকদের ভাগ্য। তবে সিবিআই তদন্ত ও কলকাতা হাইকোর্টের রায়ের পর দেখা যাচ্ছে; নাম কল্যাণময় ও শান্তিপ্রসাদ হলেও, চরম দুর্নীতিতে ডুবে কল্যাণ ও শান্তি দুজনেই।

আদালতের নির্দেশের পর, বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বারবার জেরা করা হচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদের উপদেষ্টা কমিটির সভাপতি শান্তিপ্রসাদ সিনহাকে। দুর্নীতির নথির খোঁজে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে ও একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান চলেছে।

আরও পড়ুনঃ বাংলায় মধ্যযুগীয় ব’র্বরতা, ন্যাড়া করা হল বাড়ির বউকে, লজ্জায় গ্রামছাড়া নি’র্যাতিতা

বৃহস্পতিবারই উপদেষ্টা কমিটির সভাপতি শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে গিয়ে; তাঁকে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে এনে; পর্ষদের অফিসে জিজ্ঞসাবাদ করে সিবিআই। তবে এঁদের সবার মাথায় ছিলেন; তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাকেও ইতিমধ্যেই জেরা করেছে; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা হাইকোর্টের নির্দেশে, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের চূড়ান্ত রিপোর্টে; স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। কমিশন ও পর্ষদের একাধিক কর্তার বিরুদ্ধে; শাস্তিমূলক-ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিচারপতি বাগ কমিটি।

আরও পড়ুনঃ লজ্জার অন্ধকারে ডুবল বাংলা, দেশকে চমকে দিয়ে রাজ্যের বিধানসভায় প্রতিদিন ‘ছাপ্পা ভোট’

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়; এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও সুকুমার সাহা; এসএসসির প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য; উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে; ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৮, ৪১৭, ৩৪ এবং ১২০ বি ধারায় এফএইআর রুজু করে ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়েছে। এসএসসির আরও এক প্রাক্তন চেয়ারম্যান, সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধেও; শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় পদক্ষেপের সুপারিশ করে বাগ কমিটি।

তবে হাইকোর্ট আইনজীবীরা মনে করছেন; এই দুর্নীতি কাণ্ডে সবচেয়ে বেশি ফেঁসে আছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অথৈ জলে পড়া অবস্থায়, তিনি কাকে জড়িয়ে ডুববেন; সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে।

]]>
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ থেকে রক্ষাকবচ পেতে হাইকোর্টে পার্থ https://thenewsbangla.com/justice-abhijit-ganguly-order-partha-chatterjee-seeks-safeguards-in-calcutta-high-court-division-bench/ Fri, 20 May 2022 08:19:30 +0000 https://www.thenewsbangla.com/?p=15154 সিবিআই হেফাজত ও জেরা থেকে রক্ষাকবচ পেতে; কলকাতা হাইকোর্টে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি ও তারপরে সিবিআই জেরা নিয়ে, রক্ষাকবচ দিক আদালত; কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে, ‘হেফাজতে নিয়ে সিবিআই জেরা’র অংশ খারিজ করা হোক; বলে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন; “রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে; জিজ্ঞাসাবাদ করা উচিত। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই। তাঁর নিজে থেকে পদত্যাগ করা উচিত; নাহলে আশা করব তাঁকে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সরিয়ে দেবেন”। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে; ঠিক এই অংশটা খারিজ করা হোক বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক রায়, চাকরি গেল পরেশ কন্যা অঙ্কিতার

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধেই; ডিভিশন বেঞ্চে এই মামলা করলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী একক বেঞ্চের ওই রায়কে; চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন। রক্ষাকবচ চেয়ে ওই আবেদনে বলা হয়; সিবিআই যেন কোনও ব্যবস্থা না নেয়। পদ্ধতি মেনে পার্থর আইনজীবীকে; মামলা ফাইল করতে বলা হয়। আদালত বেলা সাড়ে তিনটের সময়; এই মামলা শুনবে বলে জানায়।

আরও পড়ুনঃ বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে

আর কিছুক্ষণ পরেই; সেই মামলার রায়দান কলকাতা হাইকোর্টে। আদালতের রক্ষাকবচ না পেলে; সিবিআই এর হাতে গ্রেফতার হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই তিনি তড়িঘড়ি; ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা করলেন। হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কি পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন মেনে তাঁকে রক্ষাকবচ দেবেন? এটাই এখন বড় প্রশ্ন।

]]>