Sheikh Hasina – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 15:36:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sheikh Hasina – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ https://thenewsbangla.com/indian-pressure-bangladesh-not-allow-pakistan-warship-made-in-china-to-anchor/ Mon, 08 Aug 2022 15:35:25 +0000 https://thenewsbangla.com/?p=15951 ভারতের চাপে, চিনে তৈরি পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে; নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। এটাকে কূটনৈতিক জয় বলছে; ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানি র’ণতরীকে নোঙর ফেলতে দিল না বাংলাদেশ। পা’ক নৌ’সেনার কোনও ‘যু’দ্ধজাহাজ’কে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না; পরিস্কার জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকার। এর ফলে অর্থনৈতিক ভাবে ভেঙে পরা শ্রীলঙ্কায়; নোঙর ফেলতে বাধ্য হবে পাকিস্তানের এই র’ণতরী।

আগস্টের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত, বাংলাদেশের চট্টগ্রাম নৌ-বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল; পা’ক নৌ’বাহিনীর র’ণতরী ‘পিএনএস তৈমুর’। কিন্তু সেই আবেদন; পত্রপাথ খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হল এটাই; আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃ’ত্যুদিন। ১৯৭৫ সালে ওইদিনই ঢাকার ধানমান্ডিতে, পাকিস্তানের মদতে মুজিবকে খু’ন করে; বাংলাদেশ ফৌ’জের কিছু সেনা আধিকারিক ও সেনা। জাতির এই শো’কদিবসে পাকিস্তানের ‘যু’দ্ধজাহাজ’কে নোঙর ফেলতে দেওয়া; বঙ্গবন্ধুকে অসম্মান করার শামিল বলেই মনে করছে ঢাকা। তাছাড়া, শেখ হাসিনার আওয়ামি লিগ ও বাংলাদেশ সরকারের সঙ্গে; ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তাই ঢাকার এই পদক্ষেপকে; নয়াদিল্লির কূটনৈতিক জয় বলেই মনে করছেন অনেকেই।

আরও পড়ুন; বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

র’ণতরী ‘পিএনএস তৈমুর’ চিনে নির্মিত। চিনের সাংহাই বন্দর থেকে, পা’ক নৌ’সেনায় যোগ দিতে; করাচির উদ্দেশে রওনা দিয়েছে টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে; মহড়া সেরেছে তৈমুর যু’দ্ধজাহাজ। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে করাচি যাওয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায়; এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর। আগস্টের ১২ তারিখ; কলম্বো বন্দরে পৌঁছবে পাক ‘যু’দ্ধজাহাজ’টি।

পা’কিস্তান নৌ’বাহিনীর জন্য; চারটি টাইপ ০৫৪ এ/পি ফ্রিগেট তৈরি করছে চিন। এই শ্রেণির দ্বিতীয় জাহাজ হচ্ছে ‘তৈমুর’। জুনের ২৩ তারিখ পা’ক নৌ’সেনায়; আনুষ্ঠানিকভাবে শামিল হয় জাহাজটি। এর আগে জানুয়ারিতে, পা’ক নৌ’সেনার হাতে এসেছে; এই ক্লাসের প্রথম ফ্রিগেট ‘পিএনএস তুঘরিল’। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌ’সেনাকে ঘিরে ফেলতে; পা’কিস্তানের হাত মজবুত করছে চিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও দলে টানার চেষ্টা করছে; কমিউনিস্ট দেশটির লাল ফৌজ। কড়া নজর রাখছে ভারতও।

]]>
ভারতের বিএসএফের উদ্যোগে মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা https://thenewsbangla.com/bangladeshi-girls-got-to-see-their-mother-for-the-last-time-at-the-initiative-of-bsf-of-india/ Mon, 09 May 2022 11:11:10 +0000 https://www.thenewsbangla.com/?p=15023 ভারতের বিএসএফের উদ্যোগে; মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা। বিএসএফের সৌজন্যেই, মৃত মাকে শেষ দেখা দেখতে পেল; বাংলাদেশে অবস্থানরত কন্যারা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার সীমান্ত গ্রাম হাটখোলায়। গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা, বিএসএফের ৮২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি হাটখোলার কোম্পানি কমান্ডারকে বলেন যে; তার মা আনোরা হালসানা ০৭ মে, ২০২২ তারিখে রাত ৯ টায় মারা গেছেন। তার বোনেরা সীমান্তের ওপারে বাংলাদেশে থাকে। বিএসএফ সাহায্য করলে; বোনেরা মায়ের শেষ দেখা দেখতে পাবে। মাকে শেষবারের মত দেখতে; বোনেদের জন্য এক ভাই অনুরোধ করেছিল বিএসএফ-কে।

নদীয়া জেলার সীমান্ত এলাকার, মাটিয়ারী গ্রামের বাসিন্দা নিওথালি হালসানা; হাটখোলার কোম্পানি কমান্ডারকে জানায় যে, তার মা আনোরা হালসানার মৃত্যু হয়েছে। তার দুই বোন ডলিয়া বিবি ও ওমেহার বিবি; বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার, সীমান্ত গ্রাম কুতুবপুরে বাস করে। যা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে; প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। তিনি বিএসএফকে অনুরোধ করেন যে, তার বোনেরা যদি তার মায়ের শেষ দেখা দেখতে পায় তবে তারা খুব খুশি হবে।

এরপর কোম্পানি কমান্ডার অবিলম্বে মানবিক ও আবেগগত দিকটি মাথায় রেখে; কোন বিলম্ব না করে এ বিষয়ে তার সমকক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে; বিজিবি-ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে এগিয়ে আসে। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে; মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। বাংলাদেশে বসবাসকারী বোনদের, ০৮ মে ২০২২ তারিখে; সকাল সাড়ে ১০ টা থেকে এগারোটা পর্যন্ত; আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মায়ের শেষ দর্শনের ব্যবস্থা করে। এভাবেই মায়ের শেষ দেখা কন্যাদের পক্ষে সম্ভব হয়।

কন্যারা যখন মায়ের শেষ দেখা দেখতে পান; তখন সেখানকার পরিবেশ হয়ে উঠেছিল খুবই শোকাকুল। মাকে শেষবার দেখে, মৃতের কন্যারা সীমান্তরক্ষী বাহিনীর এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন; “আপনাদের মানবিকতার কারণে; আমরা মায়ের শেষ দর্শন পেয়েছি”।

“বিএসএফ সর্বদা সামাজিক ও মানবিক মূল্যবোধের যত্ন নেয়”; ঘটনার পর জানিয়েছেন কমান্ডিং অফিসার এসপিসিং। তিনি আরও বলেন, “সীমান্ত নিরাপত্তা বাহিনী অসৎ উদ্দেশ্য যুক্তদের বিরুদ্ধে থাকলেও; মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে সর্বদাই প্রস্তুত থাকে”।

]]>
এক বাংলা থেকে আগেই গায়েব হয়েছে, আর এক বাংলা থেকে গায়েব হবার রাস্তায় https://thenewsbangla.com/international-mother-language-day-bengali-words-are-becoming-extinct/ Mon, 21 Feb 2022 05:10:41 +0000 https://www.thenewsbangla.com/?p=14819 ভাষা দিবস কি এখন শুধুই ফালতু আদিখ্যেতা? এমনটাই উঠে গেছে প্রশ্ন। এক বাংলা থেকে আগেই গায়েব হয়েছে; আর এক বাংলা থেকে গায়েব হবার রাস্তায় বাংলা ভাষা।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি; আমি কি ভুলিতে পারি”। আর এখন বলা হচ্ছে; আদিখ্যেতা ছেড়ে ভুলে যান তাড়াতাড়ি। একদম ঠিক পড়ছেন। যত তাড়াতাড়ি এই আবেগকে ভুলে যাবেন, তত ভালো; তত নিজের কাছে সৎ থাকবেন। চোখ বুজে থাকলে সত্যটা মিথ্যা হবে না। কিন্তু কেন?

মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে; বিরল ইতিহাস গড়েছিল বাঙালি। উর্দুর পাশাপাশি প্রাণের ভাষা বাংলাকে; পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি; সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকদের তাজা রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ। বাংলা ভাষা রক্ষায়, মাতৃভাষা রক্ষায়; হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালির রক্ত ঝরানো লড়াইয়ে মুগ্ধ হয়েছিল গোটা পৃথিবী। তারই পথ ধরে শুরু হয় বাঙালির ভাষা আন্দোলন; যার জেরে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। ২১ শে ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে ভাষা দিবসের স্বীকৃতি; ১৭ নভেম্বর ১৯৯৯, ইউনেস্কোর ঘোষণার পর। মাতৃভাষা রক্ষার লড়াই, বিশ্ব সংসারে বিরল; অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল বাঙালিই।

“মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা”!
ইতিহাস, আবেগ ওখানেই শেষ। ৭১ এ স্বাধীনতার পরের ৫০ বছরে আমূল বদলে গেছে বাংলাদেশ। বলা ভাল, ফের ১৯৪৭ এ ফিরে গিয়ে; বাংলাদেশ এখন আবার পুরোপুরি পূর্ব পাকিস্তান হয়ে গেছে। তফাৎ একটাই, এখন সেটা হয়েছে ধর্মে মনুষত্বে ও সর্বোপরি ভাষায়।

১৯৪৭ এ বাঙালি মুসলিম-হিন্দুরা পূর্ব পাকিস্তানে পড়েছিল দেশভাগের জেরে। ১৯৭১ এ বঙ্গবন্ধু মুজিবের হাত ধরে বাঙালি মুসলমান ও হিন্দুরা পাকিস্তানের বিরুদ্ধে লড়ে; ইন্দিরার ভারতের সাহায্যে স্বাধীন বাংলাদেশ গড়েছিল। ২০২২এর ২১ শে ফেব্রুয়ারি সেই আবেগের লেশমাত্র নেই বাংলায়। বাংলাদেশ আবার হয়েছে পূর্ব পাকিস্তান। ‘পুরোনো বাবার নির্দেশে’ পাকিস্তানের মতোই ‘হিন্দু খেদাও’ অভিযান; গত দু-তিন দশক আগে থেকেই শুরু হয়েছে বাংলাদেশে। বাংলা ভাষা প্রায় উধাও; দাপট বেড়েছে আরবি-উর্দু শব্দের। বাঙালি রীতি উধাও; ঠিক পাকিস্তানের মতোই ভাঙছে একের পর এক মন্দির। লোটা-কম্বল নিয়ে দেশ বাংলা ছেড়ে রাজ্য বাংলায় আজও পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ; হিন্দু বাঙালি। পিঠে কাঁটাতারের দাগ।

বাংলা বর্ণমালা এখন বাংলাদেশের কাছেই অচেনা শব্দ। তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বাংলা অক্ষরমালা। কী চেয়েছিলেন জব্বর, বরকত, রফিক, সালামরা? চেয়েছিলেন মাতৃভাষার মর্যাদা; বাংলা ভাষার সম্মান প্রতিষ্ঠা। প্রতিবাদ করেছিলেন মাতৃভাষার অবমাননার বিরুদ্ধে। তার জন্য প্রাণ দিতে হয়েছিল তাঁদের; ঢাকার রাজপথে।

এখন ইংরেজি মাধ্যমের দাপটে; বাংলা মাধ্যমে পড়ার বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। সেটাও একটা ইস্যু। কিন্তু বাংলা ভাষা, বাংলা শব্দই আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশের শব্দ কোষ থেকে। জায়গা নিচ্ছে একের পর এক আরবি-ফার্সি-উর্দু ও অন্যান্য মুসলিম অধ্যুষিত ভাষা শব্দ। বিলুপ্ত হয়েছে বাংলা ভাষা; যার জন্য ভাষা দিবস।

“বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ; বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন”। ২০২২ এ বসে কবি শামসুর রহমানের কলমে এই লাইন আসতই না। বাংলা ভাষা এখন আর উচ্চারিতই হয় না; তো অন্ধ বাউলের একতারা কোথায় বাজবে?

“ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়।
তারা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়।।
কইতো যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়
এখন, কও দেখি ভাই মোর মুখে কি
অন্য কথা শোভা পায়।।
সইমু না আর সইমু না
অন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু সাধের জান”…..।।

এই কবিতা এই বাংলাদেশে আর কেউ পড়ে না; এই কবিতার আজ আর আদৌ কোন অস্তিত্বই নেই। বাংলাদেশ আজ বাংলা ভাষা ভুলে; শুধুই এক কট্টরপন্থী মুসলিম দেশ। আর সেই দেশের বড় শত্রু এখন ভারতবর্ষ পশ্চিমবঙ্গ। তাই আজ এই আবেগকে, বাড়ির পাশের পানা পুকুরে বিসর্জন দিন। সত্যকে স্বীকার করতে শিখুন; গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে। ভাষা দিবসে নিন শপথ। বাংলাদেশের কথা ছাড়ুন; অন্তত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে বুক দিয়ে আগলান। ওটাও না ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সেই পথে চলা শুরু হয়ে গেছে; বিশ্বাস না হলে বাড়ির বাচ্চার সরকারি স্কুলের বইটা দেখুন।

‘সামাল সামাল’…..
না হলে আর কয়েকবছর পরে আজকের দিনটা এই বলে স্মরণ করতে হবে যে…
‘অতীতে বাংলা বলে একটা ভাষা ছিল এই বাংলায়’…

সম্পাদকীয় লিখলেন মানব গুহ।

]]>
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/narendra-modi-and-mamata-bandyopadhyay-first-congratulated-sheikh-hasina/ Mon, 31 Dec 2018 09:34:46 +0000 https://www.thenewsbangla.com/?p=5014 The News বাংলা, দিল্লি: এগিয়ে ভারতই। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জিতে রেকর্ড গঠন করল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হতে চলেছেন সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর প্রথম অভিনন্দন গেল ভারত থেকেই। প্রথম অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

আরও পড়ুনঃ তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা

২৯৯ আসনের মধ্যে ২৮৮! নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বললে অনেক কম বলা হবে। প্রায় ৯৬ শতাংশ এর বেশি আসনে জিতে বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জিতে রেকর্ড গঠন করল আওয়ামী লীগ। চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের জেতার জন্য অভিনন্দন জানান মোদী।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

অন্যদিকে টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনিতেই শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সম্পর্ক মমতার। হাসিনাকে দিদি বলেই ডাকেন বাংলার দিদি। সোমবার মমতা ফোন করে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। মোদীর তরফ থেকে হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ কাশ্মীরে অনুপ্রবেশকারী হিংস্র পাকিস্তান ব্যাট সেনাকে খতম ভারতীয় সেনার

বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দল পরপর তিন মেয়াদে সরকার গঠন করতে চলেছে। সরকার গঠন করার পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৯৯টি আসনের মধ্য আওয়ামী লীগ এককভাবেই ২৫৯টি আসনে বিজয়ী হয়েছে।

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। আওয়ামী লীগের অন্য শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি তিনটি আর বিকল্প ধারা ও জাসদ দুটি করে আর জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসনে জয়ী হয়েছে। মোট ২৮৭ টি আসনে জিতেছে আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলি। ফল যেটিতে ঘোষণা হয় নি সেখানেও এগিয়ে আছে মহাজোট, বলে জানা গেছে।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

যদিও নির্বাচনে আগে থেকেই ব্যালট বাক্সে ভোট ব্যালট ভরে রাখা, এজেন্ট ও ভোটারদের বাধা দেওয়া, প্রকাশ্যেই জাল ভোট দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অনেক অভিযোগ উঠেছে। নতুন করে ভোটের দাবি তুলেছে বিরোধীরা।

শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

নির্বাচনকে প্রহসন বলে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি করেছে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্ট। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, জনসমর্থন না থাকায় বিএনপি ভোট পায়নি। এর আগের ২০১৪ সালের নির্বাচন ছিল একতরফা। যে নির্বাচনে বিএনপি, জামাত সহ বেশিরভাগ বিরোধী দল অংশ নেয়নি।

ফের বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় ভারতের পক্ষে সেটা ভালো হল বলেই মনে করা হচ্ছে। এর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। আর মমতা হাসিনা সম্পর্ক যে বাংলা ও বাংলাদেশের সম্পর্ককে আরও একটা নতুন মাত্রা দিতে চলেছে তা বলাই যায়।

]]>
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা https://thenewsbangla.com/incredible-win-sheikh-hasina-won-288-seats-out-of-the-299-seats/ Mon, 31 Dec 2018 03:34:49 +0000 https://www.thenewsbangla.com/?p=4991 The News বাংলা, ঢাকা: ২৯৯ আসনের মধ্যে ২৮৮! নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বললে অনেক কম বলা হবে। প্রায় ৯৬ শতাংশ এর বেশি আসনে জিতে বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে জিতে রেকর্ড গঠন করল আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা

বাংলাদেশে এই প্রথম কোন রাজনৈতিক দল পরপর তিন মেয়াদে সরকার গঠন করতে চলেছে। সরকার গঠন করার পর চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৯৯টি আসনের মধ্য আওয়ামী লীগ এককভাবেই ২৫৯টি আসনে বিজয়ী হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব।

আরও পড়ুন: ১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা

অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা/The News বাংলা
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। আওয়ামী লীগের অন্য শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি তিনটি আর বিকল্প ধারা ও জাসদ দুটি করে আর জাতীয় পার্টি (জেপি) ও তরিকত ফেডারেশন একটি করে আসনে জয়ী হয়েছে। মোট ২৮৭ টি আসনে জিতেছে আওয়ামী লীগ ও মহাজোটের শরিক দলগুলি। ফল যেটিতে ঘোষণা হয় নি সেখানেও এগিয়ে আছে মহাজোট, বলে জানা গেছে।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

জাতীয় পার্টির হয়ে রংপুর-৩ আসনে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও ময়মন‌সিংহ ৪- আসনে বেগম রওশন এরশাদ জিতেছেন। মহাজোটে এবার আওয়ামী লীগের শরিক দল ছিল এরশাদের জাতীয় পার্টি।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

অন্যদিকে বিরোধী দল বিএনপি পেয়েছে পাঁচটি আর গণফোরাম প্রার্থীরা দুটি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে বিজয়ী হয়েছে। এছাড়াও বিএনপি জোট আরও একটি আসন পেয়েছে। অর্থাৎ বিরোধী জোট ও নির্দল প্রার্থীরা পেয়েছে মাত্র ১১ টি আসন।

অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা/The News বাংলা
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

বাংলাদেশ জাতীয় সংসদে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে নির্বাচন হয়। নির্বাচন কমিশন সচিব ২৯৮টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেন। বাকী দুটির মধ্যে ব্রাক্ষ্মনবাড়িয়া-৩ আসনের কয়েকটি কেন্দ্রের ফল স্থগিত আছে। তবে সেখানেও এগিয়ে আওয়ামী লীগের মহাজোট। আর গাইবান্ধার একটি আসনে প্রার্থীর মৃত্যু জনিত কারণে নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম

যদিও নির্বাচনে আগে থেকেই ব্যালট বাক্সে ভোট ব্যালট ভরে রাখা, এজেন্ট ও ভোটারদের বাধা দেওয়া, প্রকাশ্যেই জাল ভোট দেওয়া, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অনেক অভিযোগ উঠেছে। নতুন করে ভোটের দাবি তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

নির্বাচনকে প্রহসন বলে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি করেছে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্ট। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, জনসমর্থন না থাকায় বিএনপি ভোট পায়নি। এর আগের ২০১৪ সালের নির্বাচন ছিল একতরফা। যে নির্বাচনে বিএনপি, জামাত সহ বেশিরভাগ বিরোধী দল অংশ নেয়নি।

অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা/The News বাংলা
অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। তারও আগে স্বাধীনতার ঠিক পরে এবং ১৯৯৬ সালে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক পর্যটনে বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

সোমবার ভোর সোয়া চারটায় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এই ফল ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন থেকে ফল ঘোষণার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। ফের বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের আসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

]]>
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা https://thenewsbangla.com/sheikh-hasina-knocked-out-khaleda-zia-won-bangladesh-election-again/ Sun, 30 Dec 2018 18:34:01 +0000 https://www.thenewsbangla.com/?p=4983 The News বাংলা, ঢাকা: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বললে কম বলা হবে। প্রায় একশো শতাংশ আসনে জিতে বাংলাদেশে ফের ক্ষমতায় আসতে চলেছেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। ভারতীয় সময় রাত বারোটা পর্যন্ত ফলাফলের ট্রেন্ড দেখে হাসিনার টানা তৃতীয়বার ও মোট চতুর্থবার ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

আরও পড়ুন: ১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা

৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৭৫টি আসনে জয় পেয়েছে হাসিনার আওয়ামী লিগ। তাঁরা এগিয়েও রয়েছে আরও ৭৫টির বেশি আসনে। গোপালগঞ্জ-৩ আসনে ইতিমধ্যেই বিপুল ভোটে জয় পেয়েছেন শেখ হাসিনা। তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৩৯ হাজার ৫৩৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন মাত্র ১২৩টি ভোট। প্রায় ৯৯.৯৯% ভোট পেয়েছেন হাসিনা।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

জানা গেছে, আওয়ামী লিগের প্রার্থী তথা ক্রিকেট তারকা মাশরাফি মোর্তাজাও জিতেছেন। বিরোধী বিএনপি এখনও পর্যন্ত মাত্র চারটি আসনে জয়ী হয়েছে বলে জানা গেছে। এছাড়া জাতীয় পার্টি এগিয়ে রয়েছে আরও দুটি আসনে। অন্যান্যরা জয় পেয়েছে পাঁচটি আসনে। সরকারের বিরুদ্ধে ব্যপক ভোট রিগিং এর অভিযোগ এনেছে বিরোধীরা। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।

আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার

জয় নিশ্চিত হলেও দলীয় নেতা-কর্মীদের এখনই বিজয় মিছিল বা সমাবেশ করতে নিষেধ করেছেন আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার বিকেল চারটেয় শেষ হয় ভোটগ্রহণ। এরপর থেকেই শুরু হয় ভোট গণনাপর্ব। ভোট বাক্স খুলতেই ঝড় ওঠে আওয়ামী লিগের পক্ষে। এই ফলাফলকে প্রত্যাশিত জয় বলেই আখ্যা দিচ্ছে আওয়ামী লিগ শিবির। কিন্তু ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডঃ কামাল হোসেন।

আরও পড়ুন: ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: পরিচালক মৃণাল সেনের ফিল্ম পরিচালনার কিছু ‘মণি মুক্ত’

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোটগণনার শুরু থেকেই জনগণের রায় আওয়ামী লিগের দিকেই। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, আওয়ামী লিগ মহাজোট ১৭৫ আসনে জিতে ও আরও প্রায় ৭৫ টি আসনে এগিয়ে আছে। বলাই যায় ফের ক্ষমতায় আসতে চলেছে আওয়ামী লিগ।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

গোপালগঞ্জ-৩ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন আওয়ামী লিগ সুপ্রিমো শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে লড়ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-র এস এম জিলানী। আওয়ামী লিগের নড়াইল-২ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, কক্সবাজার-৪ থেকে শাহিনা আক্তার চৌধুরী, কুষ্টিয়া-৪ থেকে সেলিম আলতাফ জর্জ জয়লাভ করেছেন বলে জানা যাচ্ছে। সর্বেশষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি-র প্রার্থী মোশারফ হুসেন, বগুড়া-৪ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন।

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক পর্যটনে বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

ইতিহাস সৃষ্টির পথে শেখ হাসিনা। চতুর্থ বারের জন্য প্রধা্নমন্ত্রী পদে বসতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। প্রায় একশো শতাংশ আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে হাসিনার আওয়ামী লিগ। ভোট গণনা প্রায় শেষের দিকে। গণনার ফল ইঙ্গিত দিচ্ছে, বিএনপি-কে অনেক পিছনে ফেলে ইতিহাস সৃষ্টি করতে চলেছে আওয়ামী লিগ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

কারণ, যতগুলো আসনে ভোট গণনা চলছে বা শেষ হয়ে গিয়েছে, সেগুলোর মাত্র কয়েকটি আসন ছাড়া বাকি সবগুলোতেই হয় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, নয় জয়ী হয়েছেন আওয়ামী লিগ প্রার্থীরা।

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুন: ইনিই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম

কুড়িগ্রাম-১, চাঁপাইনবাবগঞ্জ-৩, বরিশাল-৩ এই তিনটি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থীরা। শুধুমাত্র বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেন জয়ী হয়েছেন। আওয়ামী লিগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে খুব রেষারেষি চলছে মৌলভীবাজার-২ আসনে। কিন্তু এখনও কোনও আসনেই বিএনপি প্রার্থীর জয়ের খবর আসনি।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

অন্যদিকে, দিনাজপুর-৩, কুষ্টিয়া-১ এবং ৪, যশোর-১ এবং ৬, পটুয়াখালী-২ ও ৩, টাঙ্গাইল-৩, জামালপুর-৪, নেত্রকোনা-৩ এবং ৪, গোপালগঞ্জ-২ এবং ৩, মাদারীপুর-২, সিলেট-১ এবং ৬, নোয়াখালী-৪, এই আসনগুলোতে ইতিমধ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লিগ প্রার্থীরা। নীলফামারি-৩-এ মহাজোট প্রার্থী জাতীয় পার্টির রানা মহম্মদ সোহেল জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা
খালেদা জিয়াকে ধরাশায়ী করে বাংলাদেশের মসনদে ফের শেখ হাসিনা/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ভোটে না লড়ায় প্রায় ৭২ শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতীয় পার্টি ৭ শতাংশ এবং অন্যান্য পেয়েছিল ২১ শতাংশ। ২০০৮ সালে ৪৮ শতাংশ ভোট পায় আওয়ামী লিগ, যেখানে খালেদা জিয়ার দল বিএনপি পেয়েছিল ৩২.৫ শতাংশ ভোট।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

যদিও এবারের নির্বাচনে আগের থেকে অনেকটাই এগিয়ে ছিল হাসিনার আওয়ামী লিগ। দানতহবিল দুর্নীর্তি কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছেন প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। যার জেরে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় এবার নির্বাচন বয়কট করবে বিএনপি। কিন্তু পরে অন্যতম শরিক দল জাতীয় ঐক্য ফ্রন্টের সহযোগিতায় ভোটের ময়দানে নেমেছেন খালেদা।

তবে শেষ পর্যন্ত বিপুল ভাবে জয় পেলেন শেখ হাসিনা। তবে ভোটের ফলাফল দেখে এই জয়ে কতটা মানুষের ভোট আছে ও কতটা ভোটে রিগিং করা হয়েছে সেই নিয়ে বিতর্ক চলবেই। তবে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশের মসনদে শেখ হাসিনাই।

]]>
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া https://thenewsbangla.com/sheikh-hasina-against-khaleda-zia-again-in-bangladesh-election-on-sunday/ Sat, 29 Dec 2018 08:03:39 +0000 https://www.thenewsbangla.com/?p=4877 The News বাংলা, ঢাকা: রবিবার বাংলাদেশে ভোট। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি। লড়াইটা সেই বর্তমানে দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোট বনাম বিরোধী বিএনপির জাতীয় ঐক্যফ্রন্ট জোট। শেখ হাসিনা বনাম খালেদা জিয়া, লড়াইটা গত তিন দশক ধরে একই আছে বাংলাদেশে। তবে বিরোধী নেত্রী খালেদা জিয়া এখন জেলে আছেন।

আরও পড়ুন: গোটা বিশ্বের নিষেধ উপেক্ষা করে নতুন করে সমুদ্রে তিমি শিকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। জাতীয় সংসদ এর জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করা হয়। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে মনোনীত হন।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

নির্বাচিত রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীই হবেন সরকার প্রধান। রাষ্ট্রের প্রধান হলেন একজন রাষ্ট্রপতি যিনি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হন। ভারতের মতই, বাংলাদেশে রাষ্ট্রপতির পদ হলো আনুষ্ঠানিকতা, প্রকৃতপক্ষে সকল ক্ষমতা ন্যস্ত থাকে সরকার প্রধানের হাতেই।

আরও পড়ুন: ভূমিকম্পের আঘাতে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, পুড়ছে শহর

১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে দুই রাজনৈতিক দল কেন্দ্রিক নির্বাচন শুরু হয়েছে অর্থাৎ দুটি রাজনৈতিক দলই দেশের সকল প্রকার নির্বাচনের মূলে থাকে এবং বাকি দলগুলোর জন্য এককভাবে নির্বাচন করে সরকার গঠন করা অনেক কঠিন।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

বাংলাদেশে রবিবার ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। এবারের নির্বাচন প্রচারের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে হিংসার ঘটনার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ ১৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে সুনামিতে বাড়ছে মৃতের সংখ্যা

বিএনপি এবং তাদের নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট সর্বশেষ অভিযোগ করেছে যে, তাদের প্রার্থী বা সমর্থকদের ওপর প্রায় দুশো সহিংস হামলার অভিযোগ বা উদ্বেগকে নির্বাচন কমিশন গুরুত্বই দেয়নি। কোন ব্যবস্থাও নিতে পারে নি।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করছে যে ৫১টি জেলার ৮৮টি আসনে তাদের নেতাকর্মীদের ওপরই হামলা হয়েছে। এসব ঘটনার কারণে অনেক ভোটারই জানান যে, নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না পেলে তারা ভোট দিতে যাবেন না।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

কী ধরণের পরিকল্পনা নেওয়া হয়েছে?

এই নির্বাচন যেন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেজন্য দেশের তিনশো নির্বাচনী আসনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা কী হবে, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

৩০০টি নির্বাচনী আসনকে মূলত মেট্রোপলিটন এলাকা, মেট্রোপলিটন এলাকার বাইরে এবং বিশেষ এলাকা (পার্বত্য এলাকা, দ্বীপাঞ্চল, হাওড় ইত্যাদি) এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

আরও পড়ুনঃ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

এই প্রত্যেকটি এলাকার ভোটকেন্দ্রগুলোকে আবার দু্ই ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ এবং গুরুত্বপূর্ণ। এলাকাভেদে মোতায়েন করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা একেক রকম, বলে জানা গেছে।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ই জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে। তাই ১০ বছর পর ফের বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

রবিবারই ভোট শেষ হয়ে যাবার পর গণনা শুরু হয়ে যাবে। আগামীকালই সন্ধ্যের মধ্যে জানা যাবে বাংলাদেশে সরকার গড়বে কে। সবটাই নির্ভর করছে বাংলাদেশের ভোটারদের উপর।

আরও পড়ুন: জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক

এখানে প্রশ্নটা হচ্ছে, একজন গড়পড়তা বাংলাদেশি কী ভাবছেন? তারা এটা মনে করছেন কি যে, বর্তমান সরকার ১০ বছর সময় পেয়েছে, এখন পরিবর্তন দরকার, নাকি তারা মনে করছেন, দলটি বেশ ভালোই চালাচ্ছে। এর উপরই নির্ভর করবে ভোটের ফলাফল।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক ড. আলি রিয়াজ বলেছেন, “দুটি কারণে বাংলাদেশের এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম কারণ হচ্ছে, একনায়কতন্ত্রের অভিমুখ থেকে দেশের গতিপথ ঘুরিয়ে দেওয়ার সময় এটা। দেশে গণতান্ত্রিক পরিসর ক্রমেই সংকুচিত করে বিরোধীদল দমন, সংবাদপত্রের কণ্ঠরোধ এবং সাধারণভাবেই ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। আরেকটি কারণ হচ্ছে, বাংলাদেশে ক্ষমতাসীন দলের পতনের ইতিহাস”।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

“বাংলাদেশে কখনো এমন হয়নি যে, ক্ষমতাসীন দল পুনরায় নির্বাচিত হয়েছে। ২০১৪ কেবল এর ব্যতিক্রম। তবে বিএনপি বয়কট করায় ওটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। অতএব বাংলাদেশিরা পরিবর্তন চায় নাকি ধারাবাহিকতা সেটা তাদেরই ঠিক করতে হবে”, মন্তব্য আলি রিয়াজের।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, “শেখ হাসিনার সব কর্মসূচির ইতিবাচক প্রভাবই পড়া উচিৎ নির্বাচনে। কিন্তু, এন্টি ইনকামবেন্সি অর্থাৎ ক্ষমতাসীনদের বিরুদ্ধে অসন্তোষ, বিশেষ করে তার দলের মন্ত্রী-এমপিদের দুর্নীতি তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু, পরিহাসের বিষয় হচ্ছে, দুর্নীতি এবং সন্ত্রাসের বেলায় তার বিরোধী পক্ষ বিএনপির ভাবমূর্তি আরও বেশি খারাপ”।

রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা
রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া/The News বাংলা

বিশেষজ্ঞরা আরও বলছেন, “বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে, সাংগঠনিকভাবে তারা একেবারেই ছত্রভঙ্গ। একটি নির্বাচনমুখী দল হয়েও বিএনপি যে ২০১৪ সালের নির্বাচন বয়কট করেছিল, সেটি ছিল তাদের জন্য আত্মহত্যার শামিল। তাদের সংগঠন যে কেবল শীতনিদ্রায় চলে গিয়েছে তাই নয়, অনেকেই দল ছেড়েছেন এবং সংগঠন অকার্যকর হয়ে পড়েছে”।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

এখন দেখার কথা এটাই, বাংলাদেশের মানুষ কি সিদ্ধান্ত নেন। রবিবার সন্ধ্যের মধ্যেই জানা যাবে কি হতে চলেছে বাংলাদেশ জাতীয় সংসদের ভবিষ্যত। বাংলাদেশের পাশাপাশি গোটা ভারতও তাকিয়ে সেই দিকেই। ভারত সরকারও তাকিয়ে বাংলাদেশের ভোটের ফলের দিকে।

]]>