SaradhaChitFundCase – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 08 Sep 2022 07:06:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SaradhaChitFundCase – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে https://thenewsbangla.com/debjani-mukherjee-pressured-to-frame-suvendu-adhikari-sujan-chakraborty-in-saradha-chit-fund-case/ Thu, 08 Sep 2022 06:50:51 +0000 https://thenewsbangla.com/?p=16711 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে। বিস্ফোরক অভিযোগ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় এর মা শর্বরী মুখোপাধ্যায় এর। “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে”, বলতে হবে এটাই। দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছে সিআইডি ও জেল কর্তৃপক্ষ, ডিআইজি সিবিআই-কে লিখিত অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

এই অভিযোগের জেরে তৃণমূলের চক্রান্ত প্রকাশ্যে এল, বলেই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সিবিআই-কে চিঠি দিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন, জেলেই চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে। বলতে হবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে, সারদা কোম্পানি থেকে”। বিস্ফোরক অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর

রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, “সুদীপ্ত সেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন”। সেটাও যে জোর করে চাপ দিয়ে বলানো হয়েছে, সেটাও প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পিসি-ভাইপোর সিআইডি-কে দিয়ে চক্রান্ত করা, প্রকাশ্যে চলে এল”। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহস থাকলে মামলা করুক, আমি হাসপাতালে শুয়ে পড়ব না”। যদিও সিআইডি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

]]>