Saradha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 08 Sep 2022 07:06:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Saradha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে https://thenewsbangla.com/debjani-mukherjee-pressured-to-frame-suvendu-adhikari-sujan-chakraborty-in-saradha-chit-fund-case/ Thu, 08 Sep 2022 06:50:51 +0000 https://thenewsbangla.com/?p=16711 রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে। বিস্ফোরক অভিযোগ সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় এর মা শর্বরী মুখোপাধ্যায় এর। “শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে”, বলতে হবে এটাই। দেবযানী মুখোপাধ্যায়কে চাপ দিচ্ছে সিআইডি ও জেল কর্তৃপক্ষ, ডিআইজি সিবিআই-কে লিখিত অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

এই অভিযোগের জেরে তৃণমূলের চক্রান্ত প্রকাশ্যে এল, বলেই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক মহল। দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সিবিআই-কে চিঠি দিলেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়। লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন, জেলেই চাপ দেওয়া হচ্ছে তাঁর মেয়েকে। বলতে হবে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৬ কোটি টাকা করে নিয়েছে, সারদা কোম্পানি থেকে”। বিস্ফোরক অভিযোগ করলেন শর্বরী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ একদিকে মায়ের কোল খালি, অন্যদিকে বেনারসি পরে কেক কেটে জন্মদিন পালন তৃণমূল নেত্রীর

রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে
রাজ্যের চক্রান্ত ফাঁস, সারদা মামলায় শুভেন্দু সুজনকে ফাঁসাতে চাপ দেবযানীকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, “সুদীপ্ত সেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী সারদা থেকে ৬কোটি টাকা নিয়েছেন”। সেটাও যে জোর করে চাপ দিয়ে বলানো হয়েছে, সেটাও প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “পিসি-ভাইপোর সিআইডি-কে দিয়ে চক্রান্ত করা, প্রকাশ্যে চলে এল”। সুজন চক্রবর্তী জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহস থাকলে মামলা করুক, আমি হাসপাতালে শুয়ে পড়ব না”। যদিও সিআইডি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল।

]]>
সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/saradha-depositors-calcutta-high-court-took-major-initiative-to-return-money-to-saradha-depositors/ Tue, 28 Jun 2022 08:18:39 +0000 https://www.thenewsbangla.com/?p=15742 সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য; বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট। সারদা চিটফান্ডে টাকা রেখেছিলেন যারা; এবার ফেরত পাবেন। সারদা চিটফান্ড সংস্থার আমানতকারীদের আনা একাধিক মামলায়; সোমবার রাজ্য সরকার এবং সিবিআই, সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে; একযোগে টাকা ফেরানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ। ফের আশার আলো দেখছেন; সারদায় টাকা লাগানো বাংলার সাধারণ মানুষ।

উচ্চ আদালতের নির্দেশ, বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে; প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের কমিটির কাছে জমা করতে হবে; ইডি, সেবি, সিবিআইকে। এরপর কমিটিকে সেই টাকা আমানতকারীদের; ফেরানোর উদ্যোগ নিতে হবে। সারদা মামলায়, আইনজীবী শুভাশিস চক্রবর্তী আবেদন করেছিলেন; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারের কাছে সারদার মোট ১৫০০ কোটি টাকা রয়েছে। সেই টাকা যেন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয়; সারদায় আমানতকারীদের।

আরও পড়ুনঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধে কড়া রাজ্য

সেবি, সিবিআই, ইডি এবং রাজ্যের উদ্দেশ্যে আদালতের নির্দেশ; সারদার বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য-র কমিটির কাছে জমা করতে হবে। যে সম্পত্তিগুলো এখনও বিক্রি হয়নি; তাও অবিলম্বে তুলে দিতে হবে এক সদস্যের কমিটির হাতে। আমানত ফেরতের প্রকল্প অনুযায়ী এই কমিটিই; অমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগ নেবে বলেও স্পষ্ট করে দিয়েছে; বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল, ‘আবদার’ শুনে হতবাক ধনকড়

এছাড়াও সেবির হাতে থাকা তিনটি সম্পত্তি, অবিলম্বে নিলাম করে; সেখান থেকে উদ্ধার হওয়া টাকাও, এই কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকার নিযুক্ত শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর, কলকাতা হাইকোর্টের এই নির্দেশে; সারদার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত পাবার নতুন আশা জাগল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, সারদার উদ্ধার হওয়া প্রায় ১৪০ কোটি টাকা; এখনও রাজ্য সরকারের হাতে রয়েছে। সেবি, সিবিআই, ইডি-র হাতেও; প্রায় ১২০০-১৩০০ কোটি টাকা রয়েছে। সবমিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা; আমানতকারীদের ফেরাতে হবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে সেই টাকা এবার; পাওয়া যাবে বলে আশা আমানতকারীদের।

]]>
মদন মিত্রকে নীরব মোদী বলল সিবিআই https://thenewsbangla.com/cbi-calls-madan-mitra-as-nirav-modi-at-saradha-chit-fund-scam/ Fri, 15 Mar 2019 10:33:47 +0000 https://www.thenewsbangla.com/?p=8517 মদন মিত্রকে নীরব মোদী বলল সিবিআই। বারাসাত আদালতে মদন মিত্রকে নীরব মোদী বললেন সিবিআই আধিকারিক। বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজিরা ছিল সারদা মামলার অভিযুক্তদের। বিচারক সোমনাথ চক্রবর্তীর এজলাসে সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেন থেকে দেবযানী মুখোপাধ্যায়, কুনাল ঘোষ, মদন মিত্র, রজত মজুমদার সকলেই হাজির ছিলেন।

এদিন আদালতে মদন মিত্রের আইনজীবী বিচারপতির কাছে মদন মিত্রের বিদেশে যাবার আর্জি জানান। কারণ হিসেবে জানান মদনবাবু ভবানীপুরের একটি অভিজাত ক্লাবের দুর্গাপূজা কমিটির সভাপতি। সেই সুবাদেই বিদেশের এক দুর্গাপূজা কমিটির নিমন্ত্রণে অক্টোবর মাসে মদন মিত্রকে বিদেশ যেতে হবে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মদন মিত্রের আইনজীবীর এই আর্জি শুনেই আপত্তি তোলে সিবিআই। সিবিআই এর আইনজীবী চন্দন কুমার সিংহ প্রায় লাফিয়ে উঠে বলতে শুরু করেন ‘না হুজুর না! কিছুতেই মদনবাবুকে বিদেশে যেতে দেবেন না’। তিনি সরাসরি নীরব মোদী, বিজয় মাল্য, ললিত মোদীর সাথে মদন মিত্রের তুলনা টেনে আনেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

তিনি এও বলেন ‘কাজটা ঠিক হবে না হুজুর। নীরব মোদী, ললিত মোদী, বিজয় মাল্যদের দেখেছেন! এরা একবার বিদেশে চলে গেলে আর ফেরে না,। তিনি জানান যদি মদন মিত্র না নীরব মোদির মতন আর দেশে না ফেরেন তা হলে বিরোধীরা সরকারের উপরে চাপ দেবেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

সিবিআই আইনজীবীর এহেন যুক্তি শুনে কিছুক্ষণ তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শুধু তাই নয়, এজলাসে উপস্থিত বাকি অভিযুক্তদের ঠোঁটেও চাপা হাসি দেখা যায়। এক অভিযুক্ত বলেই ফেলেন ‘ব্যাপারটা যা-তা হলো কিন্তু’।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি এদিন মদনবাবুর বিদেশ যাবার আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। তিনি এই বিষয়ে আগামী ২৬শে মার্চ নির্দেশ দেবেন। তবে নিজেকে নীরব মোদীর সঙ্গে তুলনা করা দেখে হতবাক হয়েই গেছেন মদন মিত্র!

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/saradha-chitfund-case-cp-rajeev-kumar-has-been-in-dire-straits-by-kunal-ghosh/ Tue, 12 Feb 2019 15:47:10 +0000 https://www.thenewsbangla.com/?p=6732 শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। অভিযোগ চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই কেও। এবার সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল। আর এর জেরে সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

“শিলং-এ কলকাতার নগরপাল রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছি”, মঙ্গলবার শিলং থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন করে জানালেন কুণাল ঘোষ। এদিন রাজীবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ। সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর ভয়ঙ্কর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারি(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারি(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এই বিষয়টিই কুণাল সিবিআই-কে লিখিতভাবে জানিয়েছেন বলেই দাবি। রাজীব এমন ফোন করে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তাঁর এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, “১০ তারিখে এই নামগুলো (জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা পুলিশ অফিসারদের নাম) আলোচিত হয়। উনি (রাজীব) ১১ তারিখ বলেও ফেলেন, আমি এঁদের রাতে ফোন করেছি”। এরপরই কুণাল বলেন, “রাজীব কুমার যা বলেছে তা ভিডিও রেকর্ডিং করা রয়েছে। ফলে, এর জন্য কল লিষ্ট দেখার দরকার নেই”।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

টানা চার দিন ধরে জেরা চলেছে। তার পরেও ছুটি মিলছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই জেরা করছে মেঘালয়ের শিলংয়ে সিবিআই অফিসে। ৯ ফেব্রুয়ারি থেকে চলছে জেরা। এর পরে ১০ ফেব্রুয়ারি সিবিআই তলব পেয়ে শিলং যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজীবের মুখোমুখি বসানো হয় কুণালকে। ঘণ্টার পরে ঘণ্টা চলেছে জেরা। অবশেষে ছাড়া পেয়েছেন কুণাল। কলকাতায় ফিরেছেন মঙ্গলবার। কিন্তু রাজীব কুমারের ফেরা হচ্ছে না।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

মঙ্গলবার সকালে ফের শিলংয়ের সিবিআই দফতরে ডাকা হয় রাজীব কুমারকে। এই নিয়ে টানা চতুর্থ দিন তদন্তকারীদের মুখোমুখি হতে হল কলকাতার পুলিশ কমিশনারকে। বেশ কিছু ক্ষেত্রে কুণাল ও রাজীবের বয়ান একদম না মেলায় দফায় দফায় জেরা করা হচ্ছে রাজীব কুমারকে। মঙ্গলবার সকাল দশটায় ফের জেরার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজীব কুমারকে। একই সঙ্গে কুণাল ঘোষকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমায় মাননীয় পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসানো হয়েছে। আমার যা অভিযোগ এবং বক্তব্য, তা তাঁকে শুনতে হয়েছে। এখানেই আমার নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করছি”। কুণাল ব্যঙ্গ করে আরও বলেন, “আমাকে রাজীব কুমার হেনস্থা করেছেন কিন্তু রাজীব কুমারের এই অবস্থা দেখে আমার বেশ খারাপই লাগছে”। সব মিলিয়ে সিবিআই এর শিলং জেরায় পুলিশ কমিশনারকে হঠিয়ে সংবাদের শিরোনামে সাংবাদিক কুণাল ঘোষই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/kunal-ghosh-hands-over-12-page-letter-to-cbi-written-by-sudipta-sen/ Sun, 10 Feb 2019 14:24:45 +0000 https://www.thenewsbangla.com/?p=6676 বড় সূত্র দিয়ে সিবিআইকে ১২ পাতার গোপন চিঠি তুলে দিলেন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার শিলং এ সিবিআই অফিসারদের হাতে ওই চিঠি তুলে দিলেন কুণাল। সিবিআই সূত্রে এই খবর জানা গেছে। কিন্তু কি কি তথ্য আছে ওই চিঠিতে? কোন কোন নেতার নাম রয়েছে তাতে?

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

জানা গেছে, ১২ পাতার ওই চিঠি সুদীপ্ত সেনের লেখা। এবং তাতে রথী মহারথীদের নাম লেখা আছে বলেই জানা যাচ্ছে। কোন কোন নেতা কিসের জন্য টাকা নিয়েছেন সব লেখা আছে সুদীপ্ত সেনের ওই চিঠিতে। এই চিঠি সারদা তদন্তে সিবিআইকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই চিঠিতে ফের কোন কোন নেতা সমস্যায় পরতে চলেছেন সেটাই ভাবনায় ফেলেছে রাজনৈতিক নেতাদের।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

শিলং এ জেরার জন্য ডাক পাবার পরেই কুনাল ঘোষ জানিয়েছিলেন, সিবিআই-কে সদর্থক ভাবে সাহায্য করতে চান তিনি। কুনাল ঘোষ বলেছিলেন, “আমাকে সিবিআই জেরা করার জন্যে ডেকেছে, আমি যাব। সিবিআই-কে তদন্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েই জামিন পেয়েছিলাম”।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

রবিবার শিলং এ এই জেরার সময়ই সুদীপ্ত সেনের লেখা ওই ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দেন কুনাল ঘোষ। রবিবারই কুনাল ঘোষকে শিলং-এ জেরা করে সিবিআই। সিবিআই-এর নতুন চাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডকে চাপে রাখবে, বলেই মনে করা হচ্ছে। এরপর এই ১২ পাতার চিঠি ফের চাপে রাখবে সব তৃণমূল নেতাকেই, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সারদা কাণ্ডে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তৃণমূলের বহিস্কৃত সাংসদ কুনাল ঘোষ গ্রেফতার হয়েছিলেন। এ যাবৎ কুণাল ঘোষ বিভিন্ন সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের গোয়েন্দাদের বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন, যার অন্যতম ৯১ পাতার একটি চিঠি। সেই চিঠির কপি আগেই রয়েছে সিবিআই-এর কাছে। ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে বলেই জানা গিয়েছিল। এরপর রবিবার ফের ১২ পাতার চিঠি সিবিআইকে দিলেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

সারদা নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশের অনেক জেরার মুখে পড়েছেন কুণাল ঘোষ। দীর্ঘ সময় জেলেও থেকেছেন। এক সময়ে রাজ্য পুলিশ, প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কুণাল, কয়েকদিন আগেই এক সাংবাদিকের স্টিং অপেরেশনে কলকাতার পুলিশ কমিশনার সম্পর্কে অনেক কথাই বলেছেন। ওই ভিডিওতে রাজীব কুমার সম্পর্কে অনেক মন্তব্যই করেছেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কী ভাবে রাজীব কুমার অত্যন্ত দক্ষতার সঙ্গে ফোন ট্যাপ থেকে যাবতীয় কিছু করতে পারেন, সেই নিয়েও বলেছেন কুণাল। একই সঙ্গে কুণাল বলেছেন, “রাজীব কুমার যখন যে ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করতে পারেন। আগামী দিনে কেউ ক্ষমতায় এলে রাজীব সেই পক্ষে চলে যাবেন”।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

কুণালের সঙ্গে ওই সংবাদমাধ্যমের কথপোকথনে আরও নানা বিষয় উঠে আসে। আইপিএস অর্ণব ঘোষের নাম এসেছে অনেকবার। সারদা মামলার অনেক তথ্য তিনি সিবিআইকে দিয়েছেন বলেও দাবি করেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও তিনি চিঠি পাঠিয়েছেন। সারদা তদন্তে কাজে লাগতে পারে এমন অনেক নথি রাজীব কুমার নষ্ট করেছেন বলেও ওই ভিডিওয় দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এই সব তথ্য রবিবার সিবিআই জেরার সময়ও বলেছেন বলেই সিবিআই সূত্রে খবর। কুণালের এই জেরায় যে অনেক নেতাই চিন্তায় থাকবেন সেটাই মনে করছে রাজনৈতিক মহল। এরপর কুণালের দেওয়া এই চিঠিতে আর কি কি আছে, সেটাই এখন প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের https://thenewsbangla.com/saradha-rosevalley-chitfund-case-ips-officers-repeatedly-called-by-the-cbi-ed/ Wed, 06 Feb 2019 08:32:32 +0000 https://www.thenewsbangla.com/?p=6494 বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ কর্তাদেরই কেন ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সারদা কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তো গত একবছর ধরেই ডাকছে সিবিআই। আর সেই নিয়েই মমতার ধর্মতলার সত্যাগ্রহ ধর্ণা। পাশাপাশি সারদা ও রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে অনেক পুলিশ অফিসারকেই বারবার ডেকে পাঠিয়েছে সিবিআই বা ইডি। কিন্তু কেন? মমতার মতে, নরেন্দ্র মোদী ও অমিত শাহের চক্রান্ত। কিন্তু শুধুই কি তাই? প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

গতবছরেই সারদা কাণ্ডে পুলিশ কর্তাদেরই জেরা করার জন্য বারবার ডেকে পাঠিয়েছিল সিবিআই। নেতা নেত্রী ছেড়ে শুরু হয়েছে পুলিশ কর্তাদেরই জেরা করা হচ্ছে। গত বছরের আগস্টেই সারদা কাণ্ডে চার আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আইজি রেল তমাল বাসু ও প্রাক্তন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষকে জেরার জন্য ডেকেছিল সিবিআই। রাজ্য স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে মেল করে চার পুলিশ অফিসারকে জেরা করার কথা জানানো হয়েছিল। এদের সবাইকেই ডাকা হয়েছিল সল্ট লেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

বিভিন্ন সময়ে রাজীব কুমার সহ এই চার পুলিশ অফিসারের বিরুদ্ধেই সারদা তদন্তে তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে। বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেসের তরফ থেকেও সারদা তদন্তকারী এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হয়েছিল। শাসক দলের সুবিধা করে দিতেই, এই পুলিশ অফিসাররা সারদা জালিয়াতি কাণ্ডে প্রথম থেকেই তথ্যপ্রমান ও কাগজপত্র লোপাট করে দিয়েছেন বলেই অভিযোগ করেছিলেন বিরোধী নেতারা।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

সারদা কাণ্ডে সেইসব ‘মিসিং লিংক’ পেতেই বারবার সরাসরি তদন্তকারী আইপিএস অফিসারদেরই জেরা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই, এমনটাই সিবিআই সূত্রে জানা গেছে। কোন জালিয়াতি কাণ্ডে এতজন আইপিএস অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করার ঘটনাও দেশ তথা রাজ্যে প্রথম। আর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ড। তবে এইসব তদন্ত ও ডেকে পাঠানোকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমার সহ পুলিশ অফিসারদের পর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। এই দুজন হলেন আইপিএস ও ডিসি এসটিএফ মুরলীধর শর্মা ও আইপিএস ও ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে

সারদা ও রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ইতিমধ্যেই জেলের ঘানি টেনে এসেছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এবার কি তাহলে পুলিশ অফিসারদের পালা? ঘটনা যেদিকে এগুচ্ছে সেটাই মনে হচ্ছে। অবশ্য লোকসভা ভোটের পর দেশে পট পরিবর্তন হলে এই অবস্থারও যে পরিবর্তন হবে তা বলাই যায়।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

চিটফান্ড জালিয়াতি কাণ্ডের তদন্তে তদন্তকারী অফিসারদেরই বারবার ডেকে জেরা করতে হয় আর তাঁদের সততা প্রমাণে নামতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাহলে সেই তদন্তের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই সারদা ও রোজভ্যালি চিটফান্ড জালিয়াতি কাণ্ডে আদৌ কি দোষীদের শাস্তি হবে? আশঙ্কার প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছে। তবে চিটফান্ড ক্ষতিগ্রস্তরা যে আর তাদের টাকা ফেরত পাবেন না, সেটাই আসতে আসতে স্পষ্ট হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা https://thenewsbangla.com/saradha-chitfund-sufferers-infront-dharna-mancha-that-prompted-mamata-to-ends-dharna/ Tue, 05 Feb 2019 18:46:56 +0000 https://www.thenewsbangla.com/?p=6480 কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার প্রতিবাদে মঙ্গলবার ধর্না মঞ্চের সামনেই রাস্তায় বসে পড়ে অবস্থান-বিক্ষোভ করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কার্যত মমতার ধর্না নিয়ে ব্যস্ত কলকাতা পুলিশের চোখে ধুলো দিয়েই বৌবাজার থেকে মিছিল করে কয়েকশো চিট ফান্ড এজেন্ট ও আমানতকারি মুখ্যমন্ত্রীর মঞ্চের দিকে এগোতে থাকেন। পরে পুলিশের বাধা পেয়ে ধর্ণা মঞ্চের কাছেই বসে পরেন তাঁরা।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

ধর্ণা হলো, প্রত্যাহারও হলো। কিন্তু মমতা বনাম মোদীর ‘সংবিধান যুদ্ধে’ চিট ফাণ্ড ক্ষতিগ্রস্থদের প্রায় কোনো উল্লেখই হলো না। অথচ যাঁরা চিট ফান্ড কেলেঙ্কারির আসল ক্ষতিগ্রস্থ, সেই চিট ফান্ড এজেন্ট ও আমানতকারিরা আরেকটু হলেই মুখ্যমন্ত্রী মমতার সামনে আরেক ধরনের ‘কেলেঙ্কারি’ প্রায় করে ফেলেছিলেন।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার প্রতিবাদে মঙ্গলবার ধর্ণা মঞ্চের সামনেই রাস্তায় বসে পড়ে অবস্থান-বিক্ষোভ করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

জানা যায় মমতার ধর্না নিয়ে ব্যস্ত কলকাতা পুলিশের চোখে ধুলো দিয়েই বৌবাজার থেকে মিছিল করে কয়েকশো চিট ফান্ড এজেন্ট ও আমানতকারি মুখ্যমন্ত্রীর মঞ্চের দিকে এগোতে থাকেন। অনেক পরে ব্যাপারটা বুঝতে পেরে চমকে যায় পুলিশ। শেষ পর্যন্ত নিউমার্কেট থানা থেকে একটু দূরেই পুলিশ ওই মিছিলের পথ আটকে দেয়। পরে ধর্না মঞ্চে কর্তব্যরত বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা
সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

সারদা কান্ডের তদন্তে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ণার তৃতীয় দিনে বিক্ষোভ-মিছিল করার প্রস্তুতি নেন চিট ফান্ড আন্দোলনকারিরা। অত্যন্ত গোপনে তাঁরা বৌবাজার মোড়ে জমায়েত হন। জানা যায়, এই মিছিল নিয়ে কলকাতা পুলিশের কাছে আগাম কোনও খবরই ছিল না। পুলিশকর্তারা ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে

অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রূপম চৌধুরী বলেন, “পুলিশ সাধারণত অনুমতি দেয় না, এদিনও আমাদের মিছিলের কোনও অনুমতি ছিল না। আমরা বৌবাজারে ট্রাফিক সিগন্যালের কাছে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। পুলিশকে ধোঁকা দিতেই এই পন্থা নিয়েছি। সিগন্যাল সবুজ হতেই মিছিল করে ধর্মতলার দিকে এগোতে থাকি। ওয়েলিংটন মোড় অবধি পুলিশের কোনও বাধা পাই নি। পুলিশ আমাদের নিউমার্কেট থানার কাছে আটকে দেয়। আমরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকি। প্রায় ঘণ্টাখানেক চলে আমাদের কর্মসূচী”।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা
সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা

চিট ফান্ডের এজেন্ট ও আমানতকারিরা রাস্তায় বসে পড়ায় এস এন ব্যানার্জী রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে জনা ১৫ পুলিশকর্মী অবস্থান সামলানোর পক্ষে যথেষ্ট ছিলেন না। এই অবস্থানের খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে কর্তব্যরত পুলিশকর্তাদের কাছে।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সঙ্গে সঙ্গে মঞ্চের দায়িত্বপ্রাপ্ত বিশাল পুলিশ বাহিনী ছোটে অবস্থান তুলতে। এদিকে যখন ধর্ণা মঞ্চে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ওদিকে তখন এসএনব্যানার্জী রোডে চিটফান্ডের অভিযুক্তদের গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ চলছে সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। আর কিছুটা এগুতে পারলেই মমতার ধর্ণা মঞ্চের কাছাকাছি পৌঁছে যেতেন অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চিট ফাণ্ড প্রতারিতরা।

]]>
সারদা চিটফাণ্ড মামলায় রাজীব কুমারকে জেরা শুরু করল সিবিআই https://thenewsbangla.com/saradha-chitfund-case-9-member-special-cbi-team-to-interrogate-rajeev-kumar/ Tue, 05 Feb 2019 07:53:09 +0000 https://www.thenewsbangla.com/?p=6448 শুরু হল বহু প্রতিক্ষিত সেই জেরা। প্রথমে আলাপ পরিচয় হবার পর বেশ ভাল পরিবেশেই শুরু হয়েছে জেরার পর্ব। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। চলছে সেই জেরা পর্ব।

আরও পড়ুনঃ বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি

রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গেছে, মোট ২২ পাতার প্রশ্নমালা তৈরি হয়েছে। সূত্রের খবর জিজ্ঞাসবাদ শুরু করেছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব-সহ ডিএসপি পদমর্যাদার ৩ জন আধিকারিক। রাজীব কুমারের বয়ান রেকর্ডের সময় উপস্থিত থাকবেন ডিএসপি তথাগত বর্ধন। থাকবেন এসপি পি সি কল্যাণ, থাকছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবও।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

সকাল সাড়ে ১১ টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিত দেব। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কমিশনারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। সিবিআই আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অনুরোধ করেন রাজীব কুমারের আইনজীবী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কলকাতায় কমিশনারের থাকা প্রয়োজন। তাই, অনির্দিষ্টকালের জন্য রাজীব কুমারকে আটকে না রাখার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়েছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়েছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বেঁধেছে সিবিআই।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, গত মঙ্গলবার অভিযোগ করেন সিবিআই আইনজীবি। সওয়াল জবাব শুনে এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে গত সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে। মঙ্গলবার সকালেই রায় দেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রায়ের পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সিবিআই। মোট ৯ সদস্যের একটা স্পেশ্যাল দল গঠন করেছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে জেরার কাজ করছেন বাকি সদস্যরা। সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা চিটফাণ্ড মামলায় সিবিআই কি কি প্রশ্নে জেরবার করছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে? জেনে নিন সেই সব প্রশ্ন। সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে প্রধান কি কি প্রশ্ন সাজিয়েছে সিবিআই?

১. বাজেয়াপ্ত করা সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কোথায়?
২. সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কেন বাজেয়াপ্ত করার পরেই ফরেনসিকে পাঠান হল না?
৩. সুদীপ্ত সেনের অফিস থেকে বাজেয়াপ্ত করা সব নথি কোথায়?
৪. বিভিন্ন ডাটা, পেন ড্রাইভ, সিডি কোথায়?
৫. কেন বাজেয়াপ্ত করা সব জিনিস সিবিআই আধিকারিকদের কাছে জমা করলেন না?
৬. এতদিন ধরে বারবার ডাকা সত্ত্বেও কেন তিনি হাজিরা দেননি?
৭. কাদের রক্ষা করতে সিবিআই জেরার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি?
৮. সুদীপ্ত সেনের অফিস থেকে উদ্ধার করা সব টাকা কি তিনি বাজেয়াপ্ত তালিকায় দেখিয়েছেন?

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

জানা গেছে, ধীরে ধীরে রাজীব কুমারকে জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই। পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে জেরার মুখোমুখি হতে বলা হয়। প্রশ্ন কি কি হবে তা নিয়ে দিল্লির লোধি রোডে সিবিআই বলিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই। শনিবার কতক্ষণ প্রশ্নত্তর চলে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা https://thenewsbangla.com/saradha-rose-valley-chitfunds-case-producer-shrikant-mohta-arrested-by-cbi/ Thu, 24 Jan 2019 11:50:49 +0000 https://www.thenewsbangla.com/?p=5957 রাজনীতির নেতাদের পর এবার বাংলা ফিল্মের প্রযোজক। সারদা রোজভ্যালি চিটফান্ড দুর্নীতিতে এবার গ্রেফতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার ও প্রযোজক শ্রীকান্ত মোহতা। এদিন দীর্ঘ জেরার পর প্রথমে এসভিএফ কর্ণধারকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাঁকে ফের জেরা করা হয়। আর তারপরই শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধারকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুক্রবার তাকে ওড়িশার ভুবনেশ্বর আদালতে তোলা হবে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

সারদা ও রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার করা হল প্রযোজক শ্রীকান্ত মোহতাকে। বৃহস্পতিবার সকালেই তাঁর কসবার অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা। সেখানে শ্রীকান্ত মোহতাকে জেরার পর কিছু প্রশ্নের সদুত্তর না-মেলায় তাকে আটক করে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা

নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা/The News বাংলা
নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা/The News বাংলা

সারদা রোজভ্যালি কাণ্ডের তদন্তে এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কসবার একটি মলে ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে হানা দেয় সিবিআই। জানা গিয়েছে, প্রথমে সিবিআই আধিকারিকদের ভেঙ্কটেশের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। স্থানীয় থানার অনুমতি ছাড়া তল্লাশি করা বা অফিসে জেরা করা যায় না বলে দাবি করা হয়। এরপর ওই শপিং মলে পৌঁছয় কসবা থানার পুলিশ। তবে সিবিআই আধিকারিকদের দেখে তারা ফিরে যায়।

আরও পড়ুনঃ মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

সিবিআই সূত্রে খবর, সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেন ও রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে শ্রীকান্ত মোহতার বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছিল। চিটফান্ড তদন্তে নেমে সেই কথা জানতে পারেন তদন্তকারী অফিসাররা। সেই প্রসঙ্গেই শ্রীকান্ত মোহতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসবাদ করার প্রয়োজন ছিল।

আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডে জেরার জন্য প্রখ্যাত প্রযোজককে একাধিকবার জেরার জন্য ডাকা হলেও সিজিও কমপ্লেক্সে যাননি তিনি। সেই কারণেই গোয়েন্দাদের একটি দল এ দিন পৌঁছে যায় তাঁর অফিসে। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় শ্রীকান্ত বেশ কিছু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা/The News বাংলা
নেতাদের পর সিনেমার প্রয়োজক, চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা/The News বাংলা

আইনজীবী নিয়েই সোজা এসভিএফ অফিসে পৌঁছে যান সিবিআই অফিসাররা। শ্রীকান্ত মোহতাকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সিবিআই-এর তরফে জানানো হয় কলকাতা পুলিসকেও। কয়েকটি ছবির ব্যাপারে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা নিয়েছিলেন শ্রীকান্ত মোহতা। সেই টাকা কোন খাতে খরচ করেছেন, তা তিনি স্পষ্টভাবে জানাতে পারেননি বলেই খবর।

আরও পড়ুনঃ জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

এসভিএফ-এর অফিসে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা শ্রীকান্ত মোহতাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। সিবিআই সূত্রে খবর, জেরায় সন্তুষ্ট হননি তদন্তকারী অফিসাররা। বহু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এসভিএফ-এর কর্ণধার। শ্রীকান্ত মোহতার বয়ানে প্রচুর অসঙ্গতি ছিল। আর্থিক লেনদেন সংক্রান্ত বহু নথিপত্রও দেখাতে পারেননি শ্রীকান্ত মোহতা।

আরও পড়ুনঃ ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

আর তারপরই তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জেরা করার সিদ্ধান্ত নেন তদন্তকারী অফিসাররা। দুপুরেই শ্রীকান্ত মোহতাকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী অফিসাররা। সেখানেও তাঁর থেকে বেশ কিছু প্রশ্নের জবাব না-মেলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই।

সূত্রের খবর, সারদা কাণ্ডে একটি মামলাতেও নোটিস পাঠানো হয়েছিল শ্রীকান্ত মোহতাকে। জিজ্ঞাসাবাদ করার জন্য বারবার তলব করা হয় তাঁকে। কিন্তু মাত্র একবার হাজিরা দিয়েছিলেন এসভিএফ কর্ণধার। তারপর আরও ৩ থেকে ৪ বার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবার-ই হাজিরা এড়িয়ে যান শ্রীকান্ত মোহতা। কোনওবারই তদন্তকারী অফিসারের সঙ্গে গিয়ে দেখা করেননি তিনি। আর এইজন্যই দুটো চিটফান্ড মামলাতেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>