PrimaryTeachers – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 26 Sep 2022 11:40:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PrimaryTeachers – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রাথমিক টেট পরীক্ষার ঘোষণা https://thenewsbangla.com/primary-teachers-recruitment-again-announcement-of-primary-tet-exam-before-durga-puja/ Mon, 26 Sep 2022 11:31:28 +0000 https://thenewsbangla.com/?p=16851 প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রাথমিক টেট পরীক্ষার ঘোষণা রাজ্যের। আগামী ১১ই ডিসেম্বর রাজ্যে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। সোমবার একথা জানিয়ে দিল, প্রাথমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট করানো সম্ভব হচ্ছে না। তবে আগামী ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা হবে। ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, ২০২২ এর এই টেট পরীক্ষার মাধ্যমে। দুর্গা পুজোর আগে ঘোষণা হল, কালী পুজোর আগেই রেজিস্ট্রেশন শুরু হবে।

এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা সংসদ। সোমবার একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির নতুন সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছেন, এবার ১১,০০০ শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। টেটে ফর্ম ফিল-আপ, করতে পারবেন চাকরির দাবিতে আন্দোলনকারীরাও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্য সরকারের কাছে, স্বচ্ছ নিয়োগ এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ আমলার মামলা লড়তে রাজ্যের খরচা কোটি কোটি টাকা, মমতার গোঁয়ার্তুমি

এদিন প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড-হক কমিটির, গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তারপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন, সংসদ সভাপতি গৌতম পাল। এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, “পুজোর আগেই জারি হবে, ২০২২ সালের প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি। ১১ই ডিসেম্বর হবে টেট পরীক্ষা। এবার ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। ফর্ম ফিল-আপ শুরু হবে লক্ষ্মীপুজোর পর, কালী পুজোর আগে।

]]>
খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব https://thenewsbangla.com/ed-asks-for-all-primary-teachers-information-recruited-in-tmc-era-from-2011/ Tue, 30 Aug 2022 16:54:01 +0000 https://thenewsbangla.com/?p=16533 খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব। প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে; আরও কড়া ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবার ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত; নিয়োগ হওয়া সকল প্রাথমিক শিক্ষকের সম্পর্কে তথ্য তলব ইডির। প্রয়োজনীয় তথ্য দিতে হবে; রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে। জরুরিভিত্তিতে সেই তথ্য সংগ্রহ করতে, সব জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে; এদিন চিঠি পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষর করা, সেই চিঠিতে বলা হয়েছে; ১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত এক্সেল ফরম্যাটে তথ্য পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানো চিঠিতে; উল্লেখ করা হয়েছে ইডি-র তথ্য তলবের কথা। চিঠিতে আরও বলা হয়েছে, আদালতের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে; ইডির জয়েন্ট ডিরেক্টরের অফিস। সেই অনুযায়ী, ইডি-র ডেপুটি ডিরেক্টর জরুরিভিত্তিতে দু-দিনের মধ্যে; ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে, নিয়োগ হওয়াদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য

১ সেপ্টেম্বরের মধ্যে ই-মেল করে, তৃণমূল আমলে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা ও নির্ধারিত ফরম্যাটে; তাদের সম্পর্কে সব তথ্য পাঠাতে বলা হয়েছে। ফরম্যাট অনুসারে নিয়োগ পাওয়া প্রার্থীর নাম, টেট পরীক্ষার রোল নম্বর, বাবার নাম, ক্যাটাগরি, প্রার্থীর ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি, যে স্কুলে নিয়োগ পেয়েছিলেন এবং যে বছর নিয়োগ পেয়েছিলেন; সব তথ্য জানাতে হবে।

]]>