২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে, এগোচ্ছিল পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)। এবার কেন্দ্র সরকার, তদের নিষিদ্ধ করতে উদ্যোগ নিল। মুস’লিম মৌল’বাদী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI), জ’ঙ্গি গোষ্ঠীর তালিকাভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইউএপিএ (UAPA) আইনের আওতায় এনে, এবার নিষিদ্ধ করা হতে পারে এই সংগঠনটিকে।
আরও পড়ুনঃ ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পিএফআই
গত ২২ সেপ্টেম্বরও দেশজুড়ে পিএফআইয়ের বিভিন্ন দফতরে, তল্লাশি চালিয়েছিল এনআইএ ও ইডি। সেইদিনও প্রচুর পিএফআই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এই সংগঠনের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। পিএফআইকে যদি জ’ঙ্গি-গোষ্ঠীর তালিকাভুক্ত করা হয়, তাহলে আল-কায়দা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের সঙ্গে এক তালিকায় আসবে এই সংগঠন। সংগঠনের কার্যকলাপ দেশবিরোধী, এমনটাই তথ্য-প্রমানে উঠে এসেছে।
]]>