PMNarendraModi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Oct 2022 07:32:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PMNarendraModi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপির মুখে হাসি, শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন https://thenewsbangla.com/udhav-thackeray-eknath-shindey-trouble-election-commission-freezes-shiv-sena-symbol/ Sun, 09 Oct 2022 07:30:36 +0000 https://thenewsbangla.com/?p=16918 বিজেপির মুখে হাসি, শিবসেনার নির্বাচনী প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন। উদ্ধব ঠাকরে-একনাথ শিন্ডে লড়াই, যার জেরে শিবসেনার দলীয় প্রতীক ‘তীর ধনুক’ বাজেয়াপ্ত করার ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং একনাথ শিন্ডে গোষ্ঠীর মধ্যে, রাজনৈতিক লড়াই ও টানাপোড়েন এখনও অব্যহত। পুরো পরিস্থিতি দেখে এবার শিবসেনার দলীয় প্রতীক, বাজেয়াপ্ত করার নির্দেশ দিল, নির্বাচন কমিশন। ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে, দুই শিবিরকেই নিজেদের নিজস্ব দলীয় প্রতীক, জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের অর্থ, রাজনৈতিক মহলে মোটামুটি স্পষ্ট। আগামী ৩ নভেম্বর অন্ধেরি পূর্ব নির্বাচনী কেন্দ্রে যে উপনির্বাচন হওয়ার কথা, তাতে ঠাকরে শিবির বা শিন্ডে শিবির কেউই শিবসেনার নিজস্ব ‘তীর-ধনুক’ প্রতীক ব্যবহার করতে পারবে না। মাসচারেক আগে তৎকালীন ক্ষমতাসীন শিবসেনা দল থেকে বেরিয়ে, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসে, একনাথ শিন্ডে-র দল। নতুন মুখ্যমন্ত্রী হন শিন্ডে।

তাঁর দাবি ছিল, তিনি-ই অকৃত্রিম শিবসেনা। যদিও সেই দাবি খারিজ করে দেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুরু হয় শিবসেনার দলীয় প্রতীক নিয়ে তরজা। এদিন অন্তর্বর্তী নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, “দুই শিবিরকেই উপ-নির্বাচনের জন্য আলাদা প্রতীক দেওয়া হবে”। নির্বাচন কমিশনের ঘোষিত ‘ফ্রি সিম্বল’-র তালিকা থেকে, দুই শিবিরকে প্রতীক দেওয়া হবে। সেই মর্মেই ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে, দু-পক্ষকেই নিজেদের প্রতীক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে, ষষ্ঠীর সকালে ভারতে শুরু ৫জি পরিষেবা https://thenewsbangla.com/pm-narendra-modi-launch-5g-services-in-india-at-india-mobile-congress/ Sat, 01 Oct 2022 05:00:25 +0000 https://thenewsbangla.com/?p=16888 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে, ষষ্ঠীর সকালে ভারতে শুরু ৫জি পরিষেবা। ভারতে চালু হল ফাইভ জি পরিষেবা। প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়েই হয়ে গেল, আনুষ্ঠানিক উদ্বোধন! শনিবার থেকেই এই পরিষেবা শুরুর ঘোষণা করল দেশ। দেশ জুড়ে উৎসবের মরসুমেই মাঝেই, দেশে 5G-র পরিষেবা শুরু হল। ১লা অক্টোবর শনিবার, নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী।

এবছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই, প্রধানমন্ত্রী মোদী প্রথম এই 5G-র কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকার বরাবরই, ডিজিটাল ইন্ডিয়ার ওপরে জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, “5G বর্তমানে দেশে চালু থাকা 4G-র থেকে, দশগুণ দ্রুতগতি সম্পন্ন হবে। এছাড়াও দেশের প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবারের সংযোগের মাধ্যমে, ইন্টারনেট পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “5G সারা দেশে বিরামহীন, উচ্চগতির ডেটা এবং নির্ভরযোগ্য যোগাযোগে সাহায্য করবে। এছাড়াও এই ব্যবস্থা এনার্জি-স্পেকট্রাম-নেটওয়ার্কের কার্যকারিতাকে, আরও অনেক বৃদ্ধি করবে”। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-র মতো বেছে নেওয়া, ১৩টি শহরে, আপাতত 5G-র পরিষেবা শুরু হয়ে যাবে,বলেও জানানো হয়েছে।

গোটা দেশে মোটামুটি ৮০ শতাংশ কভারেজের লক্ষ্যমাত্রা দিয়েছে, কেন্দ্র সরকার। রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে, ৫জি পরিষেবার জন্য ভারতীয় অর্থনীতিতে ৩৬ লক্ষ কোটি টাকার (৪৫৫ বিলিয়ন ডলার) লাভ হবে।

]]>
করোনার পর এবার নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন, আপনি তৈরি তো https://thenewsbangla.com/dengue-vaccine-trail-by-icmr-niced-arrange-dengue-vaccine-trial-in-kolkata/ Fri, 16 Sep 2022 07:07:25 +0000 https://thenewsbangla.com/?p=16835 করোনার পর এবার নিতে হবে ডেঙ্গির ভ্যাকসিন, আপনি তৈরি তো। চিন্তা উদ্বেগের মাঝেই এবার আশার আলো, শুরু হচ্ছে ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে, যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। কলকাতায় মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে, প্রথমে ২৫০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক ডেঙ্গি ভ্যাকসিন।

খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে, ডেঙ্গি ভ্যাকসিনের এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড। সূত্রের খবর, ডেঙ্গি ভ্যাকসিনের, এই ক্লিনিক্যাল ট্রায়াল চলবে টানা ২ বছর ধরে।

আরও পড়ুনঃ কচুরিপানা, কাশফুল থেকে কেটলি, বাংলার যুবকদের নতুন ব্যবসার সন্ধান দিলেন মমতা

উদ্বেগ বাড়িয়ে, রাজ্য জুড়ে ও কলকাতায় পুজোর মুখে বাড়ছে, ‘ডেঙ্গি ৩’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আশার খবর হল এই যে, শীঘ্রই দেশ জুড়ে ডেঙ্গি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে, ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে আইসিএমআর (ICMR)। সারা দেশে ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর, হবে পরীক্ষামূলক প্রয়োগ।

কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়ালের ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০জন স্বেচ্ছাসেবকের মধ্যে, ২৫০জনকে দেওয়া হবে ডেঙ্গি ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, “৫০০ জনের মধ্যে ২৫০ জন ডেঙ্গি ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে, দেওয়া হবে প্ল্যাসিবো। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে”।

]]>
‘বিদ্রোহ’ ভুলে মোদীর ‘নিন্দা’ করে, তাড়াতাড়ি ‘পাল্টি’ খেলেন তৃণমূলের জহর https://thenewsbangla.com/tmc-mp-jawahar-sircar-criticizes-pm-modi/ Fri, 02 Sep 2022 06:38:30 +0000 https://thenewsbangla.com/?p=16590 ‘বিদ্রোহ’ ভুলে মোদীর ‘নিন্দা’ করে, তাড়াতাড়ি ‘পাল্টি’ খেলেন তৃণমূলের জহর। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে দলের আ’ক্রমণের মুখে পড়েছিলেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আঁচ করেই, এবার জহর সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দায় মুখর হয়েছেন। দিনকয়েক আগেই জহর সরকার, পার্থ ও অনুব্রতকে নিয়ে বলেন, “শরীরের এইসব পচা অংশ বাদ না দিলে, ২০২৪ সালের ভোটে লড়াই করা কঠিন”। এই মন্তব্যের পরেই, তাঁকে আ’ক্রমণ করেন তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “জহর সরকার চাইলে সাংসদ পদ ছেড়ে দিতে পারেন”।

দলের বিরুদ্ধে গিয়ে পার্থ ও অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করে, দলের রো’ষানলে পরেন জহর সরকার। তিনি জানান, “বাড়ি থেকে কোটি-কোটি টাকা উদ্ধার হচ্ছে এরকম দুর্নীতি দেখা যায় না। বাড়ির লোক বলছে রাজনীতি ছেড়ে দিতে। বন্ধুরা জানতে চাইছে, তুই এখনো আছিস? কত পেয়েছিস? এরকম লাঞ্ছনা জীবনে সহ্য করতে হয়নি। আমি রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেব। আত্মসম্মান বিকিয়ে দিয়ে আমি দলে থাকতে চাই না”।

আরও পড়ুনঃ ‘ভয়ঙ্কর কাণ্ড’ শিক্ষক নিয়োগে, টাকা নিয়ে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে

তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠতেই, ‘পাল্টি’ খেয়েছেন জহর। তড়িঘড়ি প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন তিনি। টুইটে তিনি বলেন, “বিশ্বের প্রথম দশজন ধনী-ব্যক্তি তাঁদের সম্পদ বাড়িয়েছেন, নয়া প্রযুক্তিকে ব্যবহার করে। একমাত্র গৌতম আদানির শক্তির উৎসস্থল অন্যত্র। টুইটের ছবিতে জহর দেখিয়েছেন, আদানির সম্পদ মোদী।

]]>