PM Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 01 Oct 2022 05:01:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PM Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে, ষষ্ঠীর সকালে ভারতে শুরু ৫জি পরিষেবা https://thenewsbangla.com/pm-narendra-modi-launch-5g-services-in-india-at-india-mobile-congress/ Sat, 01 Oct 2022 05:00:25 +0000 https://thenewsbangla.com/?p=16888 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে, ষষ্ঠীর সকালে ভারতে শুরু ৫জি পরিষেবা। ভারতে চালু হল ফাইভ জি পরিষেবা। প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়েই হয়ে গেল, আনুষ্ঠানিক উদ্বোধন! শনিবার থেকেই এই পরিষেবা শুরুর ঘোষণা করল দেশ। দেশ জুড়ে উৎসবের মরসুমেই মাঝেই, দেশে 5G-র পরিষেবা শুরু হল। ১লা অক্টোবর শনিবার, নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী।

এবছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই, প্রধানমন্ত্রী মোদী প্রথম এই 5G-র কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকার বরাবরই, ডিজিটাল ইন্ডিয়ার ওপরে জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন, “5G বর্তমানে দেশে চালু থাকা 4G-র থেকে, দশগুণ দ্রুতগতি সম্পন্ন হবে। এছাড়াও দেশের প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবারের সংযোগের মাধ্যমে, ইন্টারনেট পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।

আরও পড়ুনঃ ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “5G সারা দেশে বিরামহীন, উচ্চগতির ডেটা এবং নির্ভরযোগ্য যোগাযোগে সাহায্য করবে। এছাড়াও এই ব্যবস্থা এনার্জি-স্পেকট্রাম-নেটওয়ার্কের কার্যকারিতাকে, আরও অনেক বৃদ্ধি করবে”। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-র মতো বেছে নেওয়া, ১৩টি শহরে, আপাতত 5G-র পরিষেবা শুরু হয়ে যাবে,বলেও জানানো হয়েছে।

গোটা দেশে মোটামুটি ৮০ শতাংশ কভারেজের লক্ষ্যমাত্রা দিয়েছে, কেন্দ্র সরকার। রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে, ৫জি পরিষেবার জন্য ভারতীয় অর্থনীতিতে ৩৬ লক্ষ কোটি টাকার (৪৫৫ বিলিয়ন ডলার) লাভ হবে।

]]>
রাজীব গান্ধীর আমলেই প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়, জানালেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/nrc-start-on-pm-rajiv-gandhi-congress-era-said-pm-narendra-modi/ Wed, 26 Jun 2019 11:41:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14479 বুধবার রাজ্যসভায় বিরোধীদের একেরপর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা গত পাঁচ বছরে সমস্ত বিষয়ে বিরধিতা করে এসেছে; দেশের জন্য ভালো কাজে বারবার বাধা প্রদান করেছে বলেও অভিযোগ আনেন তিনি।

গত পাঁচ বছরে বিরোধীরা এনআরসি নিয়ে বহু বিরধিতা করে এসেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন; “রাজীব গান্ধীর আমলে প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্টের সম্মতির পরে আমরা তা চালু করি”।

আরও পড়ুনঃ যারা শিখদের খুন করেছিল তারা এখনও পর্যন্ত কংগ্রেসেই আছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর

কংগ্রেসের এনআরসি নিয়ে বিরোধিতা প্রসঙ্গে বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন; এখন শুধু মাত্র বিরোধিতা করে দেশকে পিছিয়ে দেওয়াই কংগ্রেসের উদ্দেশ্য।

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন; “আপনাদেরও এনআরসি-র কৃতিত্ব নেওয়া উচিত; কারণ কংগ্রেসের আমলেই এনআরসি-র স্বীকৃত হয়। কংগ্রেস সব কিছুর কৃতিত্ব নিতে চাইলে তাদের এনআরসি-র কৃতিত্বও নেওয়া উচিত বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

এই কৃতিত্ব নেবার বেলায় কংগ্রেস পালাচ্ছে কেন এই প্রশ্নও তোলেন তিনি। দেশে এনআরসি-র চালু হবেই। প্রধানমন্ত্রী বলেন দেশের ভালোর জন্য সমস্ত দিক দেখে; বিবেচনা করেই চালু হবে এনআরসি।

রাজ্যসভায় মোদী বলেন; এনআরসি দেশের সুরক্ষার জন্য অতন্ত্য প্রয়োজন। দেশের বিকাশ; সুরক্ষার দিক বিচার করে খুব তাড়াতাড়ি এনআরসি চালু করা হবে।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

এদিকে; বুধবারে প্রকাশিত জাতীয় নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ আরও বাড়ল অসমে। তালিকা থেকে বাদ পড়লেন; অসমের লক্ষাধিক মানুষ। বাদের তালিকায় চিন্তায় অসমের মানুষ। ক্রমশ জটিল হতে চলেছে পরিস্থিতি।

এর আগেও অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে ছিল। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বুধবার প্রধানমন্ত্রী বলেন; সর্দার বল্লভ ভাই প্যাটেল যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে জম্মু কাশ্মীর সমস্যা হত না। সর্দার বল্লভ ভাই প্যাটেলের মত নেতাকে কংগ্রেস পার্টি ব্যাবহার করেছে।

]]>
শিখদের যারা খুন করেছিল তারা এখনও কংগ্রেসেই আছে, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/pm-narendra-modi-said-congress-leaders-killed-sikhs-in-golden-temple/ Wed, 26 Jun 2019 11:25:52 +0000 https://www.thenewsbangla.com/?p=14484 বুধবার ছিল সপ্তদশ লোকসভা অধিবেশনের অষ্টমদিন। রাষ্ট্রপতির ভাষণের পর; কয়েকদিন ধরে আলোচনা সভা চলছে সংসদে। রাষ্ট্রপতির বক্তৃতার পর; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাবি ভাষণ দেওয়ার সময়; সরাসরি তীর ছুঁড়লেন কংগ্রেসের দিকে।

শিখদের যারা খুন করেছিল তারা এখনও কংগ্রেসেই আছে; লোকসভায় এদিন কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী। শিখ নিধনে অভিযুক্ত কংগ্রেস নেতারা; এখনও দলেই আছেন বলে সমালোচনা করেন মোদী। এরপরেই শুরু হয়ে যায়; কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর বাক বিতণ্ডা।

আরও পড়ুনঃ ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

মোদীর দাবী; কংগ্রেসের উপর ক্ষোভ থেকেই ২০১৪ সালে জনগন বেছে নেন বিজেপি সরকারকে। কংগ্রেসের উদ্ধত আচারণই; মোদী সরকারকে জয়ী হতে সাহায্য করেছে। জনগন কংগ্রেস সরকারকে শাস্তি দিয়েছে তাঁদের সরকার হিসাবে বেছে নিয়ে। গত পাঁচ বছরের কাজই তাঁদের ফের ক্ষমতায় এনেছে।

প্রথমবারের থেকে আরও বেশি সমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসে বিজেপি সরকার। ২০১৯-এ বিজেপি একাই ৩০০-র বেশি আশন পেয়েছে লোকসভা ভোটে। তবে প্রথম পাঁচ বছর খুব সহজ ছিল না বলে জানান নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ অসমে আবার এনআরসি-এর খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ

প্রতি ক্ষেত্রেই বিরোধিতা করা হয়েছিল মোদী সরকারের। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পরিস্থিতি অনেক কঠিন হয়েছিল সরকারের জন্য। সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতে চেয়েও পিছিয়ে পরতে হয়েছিল বিরোধিতার কারনে।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

বিরোধী দলগুলোর সরকার-বিরোধী প্রচারের জন্য মানুষ ভুল খবর পায়। এতে দেশ আরও পিছিয়ে পরে। প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন; “কংগ্রেস চাইছে পুরনো ভারতে ফিরে যেতে”। রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে মোদী বলেন; “এত উপরে আপনারা উঠে গেছেন যে জমি দেখতে পাননা। শিকর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আপনারা”।

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে; অপারেশন ব্লু স্টারের কথা। মোদী বলেন; “যারা শিখদের খুন করেছিল; তারা এখনও পর্যন্ত কংগ্রেসেই আছে”। ১৯৮৪ সালের ৪ঠা জুন জঙ্গিবাদী ধর্মীয় নেতাদের অপসরনের জন্য; পাঞ্জাবের স্বর্ণমন্দিরে ইন্দিরা সরকার আক্রমণের নির্দেশ দেন ভারতীয় সেনাকে। এমনকি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরও; শিখ নিধনে মত্ত ছিলেন কংগ্রেস নেতারা।

]]>
ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-attack-congress-opposition-at-parliament-about-evm/ Wed, 26 Jun 2019 10:10:21 +0000 https://www.thenewsbangla.com/?p=14465 বুধবার ইভিএম অপপ্রচারের বিরুদ্ধে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন কংগ্রেস নিজেদের পরাজয়ের আত্মসমীক্ষা না করে; ইভিএম এর অপপ্রচার করছে।

রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন দেশের প্রতি প্রান্ত থেকে বিজেপি এনডিএ জিতেছে; এই জয়ের পিছনে মানুষের বিশ্বাস আছে। পরাজয়ের পরে ইভিএম অপপ্রচার করে দেশের মানুষের রায়কে অপমান করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ শহীদ সুনিল কালিতায় স্ত্রীকে অশ্লীল মন্তব্যে গ্রেফতার সাহিদ আব্বাস

এ প্রসঙ্গে তিনি আরও বলেন ইভিএম কংগ্রেস জমানাতেই স্বীকৃত। এখন কংগ্রেস পরাজিত হয়ে ইভিএম নিয়ে শোরগোল করছে। এর থেকে স্পষ্ট যে কংগ্রেস নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না।

প্রধানমন্ত্রী এও বলেন যে ইভিএম নিয়ে অপপ্রচারের জেরে বিভ্রান্ত হচ্ছে সাধারন জনগন। শুধু ইভিএম নয়; ভিভিপ্যাট নিয়েও মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে বিরোধীরা।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

বিরোধীদের পরাজয় স্বীকার করার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। কেন বারবার ‘গণতন্ত্র পরাজিত’ বলা হচ্ছে; এটা দেশের বিশাল জন-গণ-তন্ত্র কে অপমান করা।

বুধবার রাজ্যসভায় মোদী বলেন; এক সময় বিজেপিও হেরেছে; কিন্তু সেই পরাজয়কে স্বীকার করে নিয়েছে তারা। বর্তমান বিরোধীদের মত;
কখন বাহানা খোঁজেনি বিজেপি।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন ‘ অহংকারের সীমা থাকা উচিত’; পরাজিত হবার পরে বিরোধীরা কোনরকম সৌজন্যবোধ দেখায়নি; এমনকি অভিবাদন জানাননি মানুষের রায়কে।

ইভিএম এর বদলে আবার ব্যালটে ফিরে যাবার প্রস্তাব খুবই হাস্যকর। আবার ব্যালটে ফিরে যাওয়া মানে দেশকে পিছনদিকে ঠেলে দেওয়া; যা কোনমতে হতে দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

দেশবাসীর প্রত্যাশা বিজেপি সরকার পূরণ করতে সক্ষম হয়েছে বলেই দেশের মানুষ এই দল্কে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। সারা দেশে একছত্র ভাবে ক্ষমতায় এসেছে বিজেপি।

]]>
ভারতবাসীকে জীবনে যোগাসনের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-told-indians-the-importance-of-meditation-in-human-life/ Thu, 20 Jun 2019 12:18:44 +0000 https://www.thenewsbangla.com/?p=14186 যোগ দিবসের একদিন আগেই; সকাল সকাল দুটি যোগাসন প্রশিক্ষণের অ্যানিমেটেড ভিডিয়ো; নিজেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শেখালেন নাড়ি শোধন প্রাণায়াম ও ধ্যানের গুরুত্ব। ভারতবাসীকে জীবনে ধ্যানের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ভিডিয়ো দুটিতে তিনি যোগ সম্পর্কে উৎসাহী ব্যক্তিদের; আরও বেশি করে উৎসাহ বাড়িয়ে তোলেন। যোগের বিস্তারিত কৌশলসহ; আধ্যাত্মিক সুস্থতা বিকাশে; যোগ কতটা সাহায্যকারী সে বিষয়ে তিনি কথা বলেন।

আরও পড়ুনঃ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

শুক্রবার বিশ্ব যোগ দিবস। এর আগেই সকাল সকাল; দুটি যোগাসন প্রশিক্ষণের অ্যানিমেটেড ভিডিয়ো; নিজেই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শেখালেন; ধ্যানের গুরুত্ব ও নাড়ি শোধন প্রাণায়াম।

বৃহস্পতিবার সকালে দুটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, ধ্যান; যোগ ব্যায়ামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তাঁর পরনে সবুজ ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধ্যান যোগব্যায়াম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অঙ্গ’।

আরও পড়ুন: ইস্কন প্রাঙ্গন থেকে বাজেয়াপ্ত করা হল প্রায় ১৯.৮ টন চাল

সমগ্র ভিডিয়োটিতে তিনি ধীরে ধীরে; যোগের পরবর্তি পর্যায় গুলো দেখিয়েছেন। বলেছেন সঠিকভাবে প্রশ্বাস-নিশ্বাস পদ্ধতি মেনে চলার কৌশল। এও বলেছেন ধ্যান করলে দীর্ঘ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের মনঃসংযোগ দৃঢ হয়।

প্রাণায়াম মূলত শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। প্রাণের আয়াম অর্থাৎ প্রাণের দীর্ঘতাই হল প্রাণায়াম। আর ধ্যান করার মূল বিষয় হল শ্বাস-প্রশ্বাসের উপর মন দেওয়া। সঠিক নিয়মে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া-এই পদ্ধতি নিয়ন্ত্রণের মাধ্যমেই শরীর সুস্থ থাকে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে অশান্ত ভাটপাড়ায় বিজেপির কেন্দ্রীয় দল

যোগশাস্ত্র মতে; ফুসফুসে অক্সিজেন পুরণ করে সংরক্ষণ এবং ফুসফুস থেকে কার্বন-ডাই-অক্সাইড বের করে বিশেষ নিয়মবদ্ধ প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম করা হয়। এর উপকারিতা অনেক। হৃদযন্ত্রকে স্বাভাবিকভাবে সচল রাখতে; বিশেষ সাহায্য করে।

স্নায়ুকে অনেকবেশি কার্যকরী ও সবল করে তোলে। তাই সকলের সুস্থতা কাম্য করে; যোগ দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিশ্ব যোগ দিবস; যোগায় সুস্থ প্রধানমন্ত্রী মোদী নিজেও।

]]>
এবার মুখ্যমন্ত্রী মমতার কাছে কাটমানি ফেরত চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-wants-cm-mamata-banerjee-to-return-the-cut-money/ Thu, 20 Jun 2019 12:08:23 +0000 https://www.thenewsbangla.com/?p=14180 গল্প হলেও সত্যি। এবার মুখ্যমন্ত্রী মমতার কাছে; কাটমানি ফেরত চাইলেন প্রধানমন্ত্রী মোদী। নিজের দলের নেতাদেরই দুর্নীতিবাজ বলেছেন; দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সম্পত্তি নিজের নামে করেছেন নেতারা; খেয়েছেন কাটমানি; দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তারপর থেকেই শুরু হয়; নেতাদের কাটমানি বিপদ।

এবার সেই বিপদে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ভোটে হারের কারণ খুঁজতে ও রাজ্য জুড়ে দলের নেতাদের সচেতন করতে; গত সোমবার নজরুল মঞ্চে সভা ডাকেন। সেখানে নিজের দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধেই; মুখ খোলেন তৃণমূল নেত্রী। নেতাদের কাটমানি খাওয়ার জন্যই দল হেরেছে; পরিষ্কার জানিয়ে দেন মমতা।

মমতার এই ঘোষণার পরে; মঙ্গলবার থেকেই কাটমানি ফেরত নিতে; বিভিন্ন জেলায় তৃণমূল নেতার বাড়িতে হাজির সাধারণ মানুষ। এখানেই শেষ নয়; কাটমানি খাবার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন; শাসক দলের তিন নেতা। এবার মমতার রাজ্য সরকারের কাছে কাটমানি খেয়ে দুর্নীতির জন্য; টাকা ফেরত চাইল কেন্দ্রীয় সরকার।

একশ দিনের কাজে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ; হুগলি জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং টাকা ফেরত দিতে নির্দেশ জেলা প্রশাসনের। কেন্দ্রীয় গ্ৰামোন্নয়ন দপ্তর থেকে গত ২২-২৪শে জানুয়ারিতে; হুগলী জেলার কয়েকটি পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পের কাজের সমীক্ষা হয়।

চারটি গ্ৰাম পঞ্চায়েতে; কাজে বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই রাজ্য পঞ্চায়েত দপ্তরের কাছে টাকা ফেরত চায়; কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। হুগলির পোলবা দাদপুর ব্লকের রাজহাট, সাটিথান, ধনিয়াখালীর বেলমুরি পঞ্চায়েত এবং বলাগড়ের সোমরা গ্রাম পঞ্চায়েতে; মোট তিন কোটি আট লক্ষ টাকার অসঙ্গতি ধরা পড়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্লকের বিডিও ও প্রকল্প আধিকারিককে; টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। দোষীদের চিহ্নিত করে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পঞ্চায়েত স্তরে একশ দিনের কাজ নির্মাণ সহায়করা দেখাশোনা করেন। তাদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে।

এব্যপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া না গেলেও; হুগলি জেলাপরিষদের সভাধিপতি মেহেবুব রহমান বলেন, “কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্যাঁচে ফেলতে এই সমীক্ষা করেছে। টাকা সরাসরি ব্যাঙ্ক এ্যকাউন্টে ঢুকেছে। কোনও দুর্নীতি হয়নি”। তবে টাকা ফেরত পেতে অনড় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

]]>
বাদল অধিবেশন শুরুর আগেই, প্রধানমন্ত্রী মোদীতে মুগ্ধ বিরোধী সাংসদরা https://thenewsbangla.com/pm-narendra-modi-in-paliament-monsoon-session-message-to-opposition-mps/ Mon, 17 Jun 2019 07:38:22 +0000 https://www.thenewsbangla.com/?p=13956 ভোটে জিতে নতুন লোকসভা গঠনের পর; আজ সংসদে প্রথম অধিবেশন বসতে চলেছে। বাদল অধিবেশন শুরুর আগে; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তৃতা রেখে বার্তা দিলেন।

নরেন্দ্র মোদী বলেন; এবারের সংসদে রয়েছে এক ঝাঁক নতুন মুখ; বাদল অধিবেশন শুরুর সঙ্গে নতুন সদস্যদের সঙ্গে আলাপ হওয়ার ইচ্ছে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন; নতুন সদস্য মানেই নতুন আশা; নতুন উদ্যোম-উদ্দীপনা এবং নতুন স্বপ্ন জুড়ে যায়।

ভারতীয় গণতন্ত্রের মধ্যেকার অপার শক্তি আছে; স্বাধীনতার পরে এই প্রথম; বিপুল সংখ্যক ভোটে জয় যুক্ত হয়েছে। সংসদে আগের থেকে অনেক বেশি মহিলা সদস্য নিয়োগ করা হয়েছে। আরও একবার এই সরকারকে; দ্বিতীয়বার সেবা করার সুযোগ দিয়েছেন জনতা।

তিনি বিরোধীদের উদ্দেশে বলেন; তাঁর সঙ্গে যেন বিরোধীরাও সমানভাবে সহযোগীতা করেন। গণতন্ত্রের নিয়ম হল সকলের সমানাধিকার। আর সেই কারণে বিরোধীদেরও সমান সহযোগীতা প্রয়োজন। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে নিরপেক্ষ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সংসদে বিতর্ক ও আলোচনা প্রসঙ্গে তিনি বলেন; “প্রত্যেক দলের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি; এই অধিবেশনে যোগ দিয়ে এটিকে সফল করে তুলে তাঁরা দেশের গুরুত্বপূর্ণ কাজগুলোকেও এগিয়ে নিয়ে চলুন”।

“কোনও দল যদি কোনও বিষয় নিয়ে আলোচনা করতে চায়; আমাদের সরকার তার জন্য সবসময় তৈরি। আমরা চাই দেশের বর্তমান সমস্যাগুলি নিয়ে সংসদে বিতর্ক হোক”; বলেন তিনি।

যে কোন সিদ্ধান্ত নেবার জন্য পক্ষে ও বিপক্ষের মতামতের যথেষ্ট গুরুত্ব আছে বলে মনে করেন তিনি। বিরোধীরা যেন নিজেদের সংখ্যার কথা ভেবে হতাশ না হন সেই বার্তাও আজ শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।

জনতা যা বিচার করেছেন; বিরোধীরা সেই নম্বরই পেয়েছেন। তবে জনতার প্রত্যেকটি কথা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন সরকার এবং বিরোধীরা একে অপরের পক্ষে বা বিপক্ষে না গিয়ে বরং নিরপেক্ষভাবে কাজ করাই হোক লক্ষ্য। তাঁর বিশ্বাস এইভাবেই তাঁরা আগের থেকে আরও বেশি জনহিতকর কাজ করতে পারবেন।

এই প্রসঙ্গে মোদী ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর প্রসঙ্গ আনেন মোদী। এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সব আশা আকাঙ্খাকে পুরণ করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার ডাক দিলেন মোদী।

]]>
প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-complained-of-biasness-against-pm-narendra-modi/ Sun, 09 Jun 2019 12:29:21 +0000 https://www.thenewsbangla.com/?p=13558 রবিবার তিন দিনের কেরালা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবিজেপি শাসিত রাজ্যগুলোর প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন নরেন্দ্র মোদী; এমনই অভিযোগ করলেন তিনি।

লোকসভা নির্বাচনে সারাদেশে কংগ্রেসের বিপর্যয়ের মধ্যেও কেরালায় ২০ টি লোকসভা আসনের মধ্যে ১৫ টিই দখল করেছে কংগ্রেস; তারই কৃতজ্ঞতা স্বরূপ ৩ দিনের কেরালা সফরে গিয়েছেন রাহুল গান্ধী। রবিবারই ছিল তার প্রচারের শেষ দিন। কোঝিকোড়ে এদিন একটি রোড শোতে অংশ নিতে রাহুল বলেন; ঘৃণায় বিজেপি পুরোমাত্রায় অন্ধ হয়ে গিয়েছে।

এদিন অভিযোগ করে রাহুল বলেন; কংগ্রেস শাসিত রাজ্যগুলোর প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একদমই ইতিবাচক নয়। উত্তরপ্রদেশের সাথে কেরালার প্রতি কেন্দ্রীয় সরকারের আচার আচরনের অনেক তফাৎ রয়েছে বলে উদাহরণ টানেন তিনি।

ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে রাহুল বলেন; তিনি জানেন কংগ্রেস শাসিত রাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর মনোভাব কেমন; শুধু তাই নয়; বিজেপি বিরোধী যেকোনও রাজ্যের প্রতিই বিজেপির পক্ষপাতদুষ্ট আচরন হয় বলে উল্লেখ করেন তিনি।

শনিবারই কেরালা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বারাণসী হোক অথবা কেরালা; উভয়কেই সমান চোখে দেখেন প্রধানমন্ত্রী; কেরালায় গিয়ে এমনই জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর এই মন্তব্যকেও কটাক্ষ করেন রাহুল।

বিজেপির তরফে কেরালার জন্য কোনো সাহায্য ও সহযোগিতা করা হবে না বলেই মনে করেন রাহুল গান্ধী; সংসদে কেরালার সমস্ত রকম দাবি দাওয়া এবং অভাব অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে দেশ ও রাজ্যের পাশে থাকবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন কংগ্রেস সভাপতি।

]]>
চাপে পড়ে সৌজন্যের বার্তা নিয়ে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে মমতা https://thenewsbangla.com/mamata-banerjee-attend-pm-narendra-modi-swearing-ceremony-in-delhi/ Tue, 28 May 2019 15:04:17 +0000 https://www.thenewsbangla.com/?p=13438 অবশেষে অহি নকুলের সম্পর্ক থেকে বেরিয়ে কেন্দ্রের সাথে সুসম্পর্ক তৈরি করতে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ শে মে; রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নতুন মন্ত্রীসভার শপথ গ্রহন অনুষ্ঠানে সৌজন্যের বার্তা নিয়ে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী; মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ রাজীব কুমারের বিরুদ্ধে জারি হতে চলেছে অ্যারেস্ট ওয়ারেন্ট

এক মাস ব্যাপী চলা ভোটযুদ্ধে ক্রমাগত কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে রনং দেহী মূর্তি ধারণ করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে; ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর থেকেই নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন মুখ্যমন্ত্রী। এবারের লোকসভা নির্বাচনে সেই বিরোধিতার সুর তীব্র থেকে তীব্রতর হয়।

আরও পড়ুনঃ বিজেপির কাছে মমতাকে আরও লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বামেরাই

বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে; তাঁকে নানা বাক্যবাণে বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। কখনো প্রধানমন্ত্রীকে বলেছেন হরিদাস পাল; আবার কখনো প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর হুঁশিয়ারি দিয়েছেন; নোটবন্দী থেকে জিএসটি ইত্যাদি ইস্যুতেও ক্রমাগত বিরোধিতা জারি রেখেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

এবারের ভোট চলাকালীন সময়েও প্রধানমন্ত্রীকে লাগাতার আক্রমন করেছেন মুখ্যমন্ত্রী। কখনো বলেছেন; গনতন্ত্রের থাপ্পড় লাগাবেন মোদীর গালে; আবার কখনো কান ধরে প্রধানমন্ত্রীকে ওঠবোস করানোর নিদান দিয়েছেন। আবার পাথর ভর্তি মাটির মিষ্টি খাইয়ে মোদীর দাঁত ভাঙার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস

কেন্দ্রের সাথে সুসম্পর্ক বজায় না রাখার জন্যও সমালোচনার সম্মুখীন হয়েছেন মুখ্যমন্ত্রী; আর এবার ভোটে তৃণমূলের নেতিবাচক ফলাফল হওয়ার পর সুর নরম করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি জানালেন; প্রধানমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানের আমন্ত্রন পত্র পেয়েছেন তিনি; তাই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করে সাংবিধানিক সৌজন্যতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও ধারণা; মুখ্যমন্ত্রী এবার প্রধানমন্ত্রী হবার আশা রেখেছিলেন। মহাজোট লোকসভা ভোটে ভালো ফল করলে; জোটের প্রধানমন্ত্রী হতেই পারতেন মমতা। কিন্তু ভোটের ফল; সেই আশায় আপাতত জল ঢেলে দিয়েছে। তবে এটাকে সৌজন্যের রাজনীতিই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
কেদারনাথের গুহায় যোগীর বেশে রাত্রিযাপন করবেন ধ্যানমগ্ন মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-meditates-in-cave-after-offering-prayers-at-kedarnath/ Sat, 18 May 2019 12:24:09 +0000 https://www.thenewsbangla.com/?p=13059 কেদারের গুহায় যোগীর বেশে; রাত্রিযাপন করবেন ধ্যানমগ্ন নরেন্দ্র মোদী। শেষ দফা ভোটের আগে; নির্বাচনী প্রচার শেষের পরেই কেদারনাথের শরণাপন্ন হলেন মোদী। শনিবার রাতটা কেদারের মন্দিরেই কাটাবেন মোদী

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

ভোটের প্রচার শেষ হতেই নিজেকে সম্পূর্ণভাবে কিছুটা চাপমুক্ত রাখতে; নরেন্দ্র মোদী শনিবার ছুটে গেলেন কেদারনাথ মন্দিরে। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দেশ ও বিদেশের; বিভিন্ন বড় মন্দিরে ছুটে গিয়েছেন। সৌদি আরবের মতো রাষ্ট্রেও; তাঁর উদ্যোগে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির।

আরও পড়ুনঃ বারাণসীতে মোদীর ঐতিহাসিক হার দেখছেন মায়াবতী

এর আগেও ২০১৭ সালে দুইবার; কেদারনাথ মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরের শেষের দিকেও; একবার কেদার মন্দিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের উদ্যোগে কেদারনাথ মন্দির; এবং মন্দির সংলগ্ন অন্যান্য মন্দিরের উন্নয়নকল্পে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছিল আগেই।

আরও পড়ুনঃ হিন্দু সন্ত্রাসবাদী বিতর্কে পিছু হটলেন না কমল হাসান, বললেন সব ধর্মেই উগ্রপন্থী রয়েছে

হিমালয়ের শিখরে অবস্থান করছে; দেবাদিদেব মহাদেবের এই মন্দির। শনিবার উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে; কেদারনাথ মন্দিরে যান মোদী। সকালে মন্দিরে পৌঁছেই; সেখানে পুজো সারেন প্রধানমন্ত্রী। পুরো কেদারনাথ মন্দির নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষের সহজ পাঠে মমতার পরকীয়া প্রেম, মানুষের হাসির খোরাক

এখানে কেন্দ্রের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম গুহা। মন্দিরের যাবতীয় বিষয় সম্পর্কে তদারকি করার পর; মন্দিরের এই গুহায় ধ্যানে উপবিষ্ট হন প্রধানমন্ত্রী। আর সারারাত তিনি এই গুহায় ধ্যানমগ্ন থাকবেন। আগামীকাল রবিবার শেষ দফা ভোটের দিন; তিনি বদ্রীনাথ মন্দির পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।

]]>