Park Street – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Aug 2022 14:33:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Park Street – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি https://thenewsbangla.com/park-street-prolay-incident-cisf-jawan-fired-thirty-rounds-in-the-cisf-barrack/ Sat, 06 Aug 2022 14:33:27 +0000 https://thenewsbangla.com/?p=15911 পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি। একটি-দুটি নয়, ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে সিআইএসএফ-এর ব্যারাকে; ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছে। একে-৪৭ আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়; বলে খবর প্রত্যক্ষদর্শী-দের। হামলাকারী সিআইএসএফ-এর এক কনস্টেবল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ, আচমকা গুলি চালাতে শুরু করেন তিনি। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই সময় কাজ সেরে ব্যারাকে; প্রায় ১০০ জন সিআইএসএফ জওয়ান ছিলেন বলে সূত্রের খবর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে; ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও অস্ত্র হাতে, ভিতরে রয়েছেন বলে খবর। তাঁকে নিরস্ত্র করার চেষ্টা চলছে। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিয়ে ভিতরে ঢুকছে কলকাতা পুলিশ এবং সিআইএসএফ সশস্ত্র বাহিনী। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে, সরে যেতে আর্জি জানানো হচ্ছে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভিতরে গেছেন; কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত

সিআইএসএফ হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করছে। প্রথমে মাইকিং করে আত্মসমর্পণ করতে বলা হবে। তারপর তিনি ঠিক কোথায় রয়েছে, তা বোঝার চেষ্টা করা হবে। সেই মতো সন্তর্পণে এগোবে সশস্ত্র বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে অপারেশন চলবে বলে মনে করা হচ্ছে। কেন গুলি চালাল ওই জওয়ান, তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>
পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত https://thenewsbangla.com/shootout-near-museum-on-park-street-kolkata-police-shot-injured-big-incident/ Sat, 06 Aug 2022 13:43:52 +0000 https://thenewsbangla.com/?p=15888 পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, একজন আহত। কি ঘটনা জানতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। একাধিক ব্যক্তি আহত। এমনটাই জানা যাচ্ছে। ঠিক কি হয়েছে, তা এখনও পরিস্কার নয়। জানা যাচ্ছে এলোপাথাড়ি গুলি চালান, এক CISF জওয়ান। CISF জওয়ান গুলি চালিয়েছে বলেই খবর। পুলিশ তদন্ত শুরু করেছে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘটনাস্থলে কলকাতা পুলিশ। ঘটনায় দুজন গুরুতর আহত বলে জানা গেছে।

২০ থেকে ৩০ রাউণ্ড গুলি চলেছে বলে জানা গেছে। ঘটনায় ১ জন ইতিমধ্যেই মারা গেছে বলে জানা যাচ্ছে। একজন CISF জওয়ান, নিজের কলিগ ও অফিসারদের উপর গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ভয়ঙ্কর কাণ্ড জাদুঘরের কাছে। আতঙ্কিত মানুষ। ঠিক কি হয়েছে, কেন গুলি চালাল? এখনও জানা যায়নি। যে গুলি চালিয়েছে, তাকে ধরা গেছে কিনা, তাও জানা যায়নি।

আরও পড়ুনঃ ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা

গুলি চালিয়েছেন যে জওয়ান, তিনি এখনও ভিতরেই রয়েছেন বলে খবর। হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে তাঁর; তাঁকে নিরস্ত্র করার প্রক্রিয়া চলছে। কলকাতা পুলিশ মানুষকে জাদুঘরের সামনে থেকে সরাতে, মাইকিং করছে। একটি পুলিশের গাড়ির সামনের কাচেও গুলি লাগে বলে খবর। তাতে আহত গাড়ির চালক-সহ একাধিক পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় দুজন-কে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে একজন হেড-কনস্টেবল এবং অন্যজন এএসআই পদমর্যাদার। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলেই আশঙ্কা।

বিস্তারিত আসছে……

]]>
মিউজিক ওয়ার্ল্ডের পর এবার বন্ধ হচ্ছে সিম্ফনি https://thenewsbangla.com/after-music-world-time-for-symphony-to-close-down/ Fri, 15 Mar 2019 11:25:58 +0000 https://www.thenewsbangla.com/?p=8521 উঠে গেছে কলকাতার গর্ব মিউজিক ওয়ার্ল্ড। এবার ধীরে ধীরে উঠে যাচ্ছে আর এক গর্ব সিম্ফনি। সিম্ফোনির গানের দখল নিচ্ছে বাসনের শব্দ। গানের কেনাবেচা বন্ধ হয়ে অচিরেই গড়ে উঠবে বাসন বেচার ব্যবসা।

কলকাতায় মিউজিক ওয়ার্ল্ড উঠে গেছে বেশ কয়েক বছর আগে। ১৮ জি পার্ক স্ট্রীটের সেই দোকান, যা ছিল সঙ্গীতপ্রেমীদের স্বর্গ, তা বন্ধ হয়েছে ৫ বছর আগে। ইন্টারনেটে নিখরচায় গান, সুর, ভিডিও ডাউনলোডের জেরে ক্রমাগত লোকসানের বোঝা বহন করছিল মিউজিক ওয়ার্ল্ড। তাই, ২০১৩ সালের জুন মাসের শুরুতেই বন্ধ হয়ে যায় ১৯৯৭ সালে তৈরি হওয়া ‘সুরের বিশ্ব’।

আরও পড়ুনঃ ভাটপাড়া কি হতে চলেছে বাংলার প্রথম বিজেপি পরিচালিত পুরসভা

তখন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, কি ভাবে মিউজিক ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়াটা তাদের শিল্পী মন আঘাত পেয়েছে। তারপর তারা ভরসা রেখেছিলেন শহরের অন্যান্য সিডি, ভিসিডি এবং ডিভিডির দোকানগুলোর উপর। মিউজিক ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার পর, শহরে মাত্র হাতে গোনা কিছু সিডির দোকান বেঁচে ছিল। এই দোকানগুলোর মধ্যে, সিম্ফনি একটি অন্যতম দোকান। তবে, পাইরেসি আর ডাউনলোডের যুগে এই দোকানগুলোও লোকসানের মুখ দেখছে।

আরও পড়ুনঃ অর্জুনের হাত ধরে বারাকপুর লোকসভা ছিনিয়ে নিতে পারে বিজেপি

ভারতে আমাজনে এক বছরে ১০০০টাকা দিলে আমাজন প্রাইম এর সদস্য হওয়া যায়। অন্যান্য সুবিধার সাথে আমাজন এর বিশাল বাংলা, ইংরাজী, হিন্দি গান নিজের মোবাইলে বাজানো বা ডাউনলোড করা যায়। আলাদা করে কেনার কোন দরকারই নেই। এর সাথে যোগ হয়েছে গানা, উইঙ্ক, জিও-সাওন ইত্যাদি মিউজিক আপস। এতে শ্রোতাদের প্রায় বিনামূল্যে গান শোনার সুবিধা। অন্যদিকে সিডি-র দোকানগুলো উঠে যাওয়ার যোগার।

মিউজিক ডিজিটাইজেশনের ফলে শ্রোতারা এখন গান, মিউজিক ও ভিডিও ইন্টারনেট থেকেই ডাউনলোড করে। তাই, এই ধরনের ব্যাবসায়িক মডেলে স্থায়িত্ব নেই বললেই চলে। এর ফলে, এই ব্যবসা থেকে বেড়িয়ে আসতে বাধ্য হচ্ছেন ব্যাবসায়িকরা।

এবার ধর্মতলার বিখ্যাত সিডি ও ডিভিডির দোকান Symphony ধীরে ধীরে বাসনের দোকানে পরিবর্তিত হচ্ছে। এম বিশ্বাস অ্যান্ড সিম্ফনির ১৮৩/২ লেনিন সরণি এবং ৪এ জওহরলাল নেহেরু রোডের দুই দোকানই উঠে যাচ্ছে বলে জানা গেছে। সিডি ছাড়াও এখানে নানা রকমের সঙ্গীতের বৈদ্যুতিক যন্ত্রপাতিও পাওয়া যেত। তবে Symphony কর্তৃপক্ষ ব্যবসার ক্ষতির কথা বললেও, ব্যবসা বন্ধের কথা স্বীকার করেননি।

দোকানগুলো এইভাবে বন্ধ হয়ে গেলে শিল্পীদের এরপর নির্ভর করতে হবে অনলাইন আর অনুষ্ঠানের উপর। সিডি বিক্রি হয়ত বন্ধই হয়ে যাবে। এই বিষয়ে অবশ্য ব্যবসায়িকরা অভিযোগ করে বলেন। “সংগীতের প্রচার বেড়েছে কিন্তু রোজগার নয়”।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>