Park Street Firing – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Aug 2022 15:14:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Park Street Firing – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেড় ঘণ্টার অপারেশন পাকড়াও বন্দুকবাজ জওয়ান, গুলিতে মৃত এক https://thenewsbangla.com/cisf-gunman-arrested-after-one-and-a-half-hour-operation-one-death/ Sat, 06 Aug 2022 15:14:45 +0000 https://thenewsbangla.com/?p=15914 দেড় ঘণ্টার অপারেশন পাকড়াও বন্দুকবাজ জওয়ান, গুলিতে মৃত এক। পুলিশ ও কম্যান্ডর হাতে আটক; CISF-এর হামলাকারী জওয়ান। দেড় ঘণ্টার অপারেশন এর পর; আত্মসমর্পণ করেন ওই হামলাবাজ জওয়ান। পুলিশের হাতে আটক সিআইএসএফ-এর হামলাকারী কনস্টেবল। এ যেন আমেরিকা কিংবা ইউরোপের বন্দুকবাজের হামলা; স্বয়ংক্রিয় রাইফেল হাতে গুলিবর্ষণ আততায়ীর। টানটান উত্তেজনা চারপাশে। আততায়ীকে নিরস্ত্র করতে পুলিশের কালঘাম ছুটছে। শেষ পর্যন্ত সাফল্য আততায়ীকে ধরতে পেরে।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি

সূত্রে পাওয়া খবর অনুযায়ী,বারাকের আরমার ইনচার্জ অক্ষয়কুমার মিশ্র অস্ত্রভান্ডার থেকে একটি একে-৪৭ রাইফেল নিয়ে, এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ২০-২৫ রাউন্ড গুলি চলে। তাকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন; সহকর্মী এএসআই রঞ্জিন সরঙ্গী, পরে তাঁর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। জখম হন এক অ্যাসিট্যান্ট কমান্ডার সুবীর ঘোষ, তিনি এসএসকেএম হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত

সামনে থাকা পুলিশের গাড়ির কাচও এলোপাথাড়ি গুলিতে ঝাঁজরা হয়ে যায়। সেখানেও একজন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। পার্ক স্ট্রিট শ্যুট আউটে নিহত রঞ্জিত সারঙ্গী, এএসআই পদমর্যাদার অফিসার ছিলেন। এসএসকেএম থেকে মর্গে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। গুরুতর আহত সুবীর ঘোষ নামের জাদুঘরের ইনচার্জ। পৌনে দুঘণ্টা বাগে আনা যায়নি, ওই বন্দুকবাজ জওয়ানকে। আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকের ভিতরেই গা ঢাকা দিয়েছিল সে।

]]>
পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি https://thenewsbangla.com/park-street-prolay-incident-cisf-jawan-fired-thirty-rounds-in-the-cisf-barrack/ Sat, 06 Aug 2022 14:33:27 +0000 https://thenewsbangla.com/?p=15911 পার্ক স্ট্রিটে প্রলয়কাণ্ড, ব্যারাকে সিআইএসএফ জওয়ান চালাল ত্রিশ রাউণ্ড গুলি। একটি-দুটি নয়, ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে সিআইএসএফ-এর ব্যারাকে; ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছে। একে-৪৭ আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়; বলে খবর প্রত্যক্ষদর্শী-দের। হামলাকারী সিআইএসএফ-এর এক কনস্টেবল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ, আচমকা গুলি চালাতে শুরু করেন তিনি। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, একজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই সময় কাজ সেরে ব্যারাকে; প্রায় ১০০ জন সিআইএসএফ জওয়ান ছিলেন বলে সূত্রের খবর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কলকাতা জাদুঘরের কাছে, এমএলএ হস্টেল থেকে; ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছে। হামলাকারী এখনও অস্ত্র হাতে, ভিতরে রয়েছেন বলে খবর। তাঁকে নিরস্ত্র করার চেষ্টা চলছে। বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিয়ে ভিতরে ঢুকছে কলকাতা পুলিশ এবং সিআইএসএফ সশস্ত্র বাহিনী। মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে, সরে যেতে আর্জি জানানো হচ্ছে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভিতরে গেছেন; কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শুট আউট, CISF জওয়ানকে লক্ষ্য করে গুলি, আহত

সিআইএসএফ হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করছে। প্রথমে মাইকিং করে আত্মসমর্পণ করতে বলা হবে। তারপর তিনি ঠিক কোথায় রয়েছে, তা বোঝার চেষ্টা করা হবে। সেই মতো সন্তর্পণে এগোবে সশস্ত্র বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে অপারেশন চলবে বলে মনে করা হচ্ছে। কেন গুলি চালাল ওই জওয়ান, তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>