NRC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 17 Aug 2022 08:02:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NRC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তাঁবুতে বসবাসকারী ১১০০ রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govt-giving-flats-to-1100-rohingya-refugees-in-delhi-hardeep-singh-puri-calls-it-landmark-decision/ Wed, 17 Aug 2022 07:31:04 +0000 https://thenewsbangla.com/?p=16177 তাঁবুতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থী-দের দিল্লিতে ফ্ল্যাট দিচ্ছে মোদী সরকার। এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে CAA-NRC কি বাতিল করে দিল কেন্দ্র? তাঁবুতে থাকা প্রায় ১১০০ রোহিঙ্গা শরণার্থী, দিল্লিতে মৌলিক সুযোগ-সুবিধা এবং দিল্লি পুলিশের সর্বক্ষণ নিরাপত্তার সঙ্গে সজ্জিত, একটি ছাদ পাবেন। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে, টুইট করেছেন কেন্দ্রের আবাসন মন্ত্রী হরদিপ সিং পুরি। রোহিঙ্গাদের আবাসন নিয়ে, দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লির মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠকে দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রোহিঙ্গা উদ্বাস্তুদের শীঘ্রই আউটার দিল্লির বক্করওয়ালা গ্রামে, নতুন দিল্লি মিউনিসিপ্যাল ​​কাউন্সিল (NDMC) ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। অর্থনৈতিক দুর্বল বিভাগ (EWS) বিভাগের অন্তর্গত, মোট ২৫০টি ফ্ল্যাট রয়েছে। যেখানে এই ১১০০ জন রোহিঙ্গার থাকার ব্যবস্থা করা হয়েছে, যারা এখন মদনপুর বস্তিতে বসবাস করছে। আর এরপরেই শুরু হয়েছে, জোর বিতর্ক। তাহলে কি কেন্দ্র সরকার CAA বাতিল করে দিল? প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘উন্নততর বামফ্রন্ট’ আর ‘নতুন তৃণমূল’, দুটোকেই ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ

কেন্দ্রীয় আবাসন ও নগর-উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরি এই সিদ্ধান্তের প্রশংসা করে, এটিকে ‘ল্যান্ডমার্ক সিদ্ধান্ত’ বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই দিল্লি সরকারকে ফ্ল্যাটগুলিতে মৌলিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি ‘ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’-এর আন্ডারে দেওয়া হয়েছে, যাতে এইসব ফ্ল্যাটে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরকে সহজ করবে।

]]>
রাজীব গান্ধীর আমলেই প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়, জানালেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/nrc-start-on-pm-rajiv-gandhi-congress-era-said-pm-narendra-modi/ Wed, 26 Jun 2019 11:41:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14479 বুধবার রাজ্যসভায় বিরোধীদের একেরপর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা গত পাঁচ বছরে সমস্ত বিষয়ে বিরধিতা করে এসেছে; দেশের জন্য ভালো কাজে বারবার বাধা প্রদান করেছে বলেও অভিযোগ আনেন তিনি।

গত পাঁচ বছরে বিরোধীরা এনআরসি নিয়ে বহু বিরধিতা করে এসেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন; “রাজীব গান্ধীর আমলে প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্টের সম্মতির পরে আমরা তা চালু করি”।

আরও পড়ুনঃ যারা শিখদের খুন করেছিল তারা এখনও পর্যন্ত কংগ্রেসেই আছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর

কংগ্রেসের এনআরসি নিয়ে বিরোধিতা প্রসঙ্গে বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন; এখন শুধু মাত্র বিরোধিতা করে দেশকে পিছিয়ে দেওয়াই কংগ্রেসের উদ্দেশ্য।

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন; “আপনাদেরও এনআরসি-র কৃতিত্ব নেওয়া উচিত; কারণ কংগ্রেসের আমলেই এনআরসি-র স্বীকৃত হয়। কংগ্রেস সব কিছুর কৃতিত্ব নিতে চাইলে তাদের এনআরসি-র কৃতিত্বও নেওয়া উচিত বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

এই কৃতিত্ব নেবার বেলায় কংগ্রেস পালাচ্ছে কেন এই প্রশ্নও তোলেন তিনি। দেশে এনআরসি-র চালু হবেই। প্রধানমন্ত্রী বলেন দেশের ভালোর জন্য সমস্ত দিক দেখে; বিবেচনা করেই চালু হবে এনআরসি।

রাজ্যসভায় মোদী বলেন; এনআরসি দেশের সুরক্ষার জন্য অতন্ত্য প্রয়োজন। দেশের বিকাশ; সুরক্ষার দিক বিচার করে খুব তাড়াতাড়ি এনআরসি চালু করা হবে।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

এদিকে; বুধবারে প্রকাশিত জাতীয় নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ আরও বাড়ল অসমে। তালিকা থেকে বাদ পড়লেন; অসমের লক্ষাধিক মানুষ। বাদের তালিকায় চিন্তায় অসমের মানুষ। ক্রমশ জটিল হতে চলেছে পরিস্থিতি।

এর আগেও অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে ছিল। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বুধবার প্রধানমন্ত্রী বলেন; সর্দার বল্লভ ভাই প্যাটেল যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে জম্মু কাশ্মীর সমস্যা হত না। সর্দার বল্লভ ভাই প্যাটেলের মত নেতাকে কংগ্রেস পার্টি ব্যাবহার করেছে।

]]>
অসমে আবার এনআরসি খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ https://thenewsbangla.com/assam-nrc-draft-again-rejected-lakhs-of-people/ Wed, 26 Jun 2019 09:37:04 +0000 https://www.thenewsbangla.com/?p=14464 জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে উদ্বেগ আরও বাড়ল অসমে। এনআরসি-র খসড়া থেকে বাদ পড়লেন; আরও লক্ষাধিক মানুষ। বুধবার প্রকাশিত হয়; নাম বাদ দেওয়ার অতিরিক্ত তালিকা। চিন্তায় অসমের মানুষ। ক্রমশ জটিল হতে চলেছে পরিস্থিতি। বাংলায় কি হবে?

আরও পড়ুনঃ ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও’ব্রায়ান

নতুন তালিকায়; জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ দেওয়া হয়েছে ১,০২,৪৬২ জনকে। গত বছর ৩০ জুলাই প্রকাশিত খসড়ায়; এঁদের নাম ছিল। অথচ আচমকাই; এই নথি প্রকাশ হয়। এই নথিতে তাঁরা অযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায়; তাঁদের নাম বাদ পড়েছে; এনআরসি-র নয়া খসড়া থেকে।

NRC-র রাজ্য কো-অর্ডিনেটরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে; ২০০৩ সালের নাগরিকত্ব নিয়মের ৫ নং ধারা মেনে; তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত তালিকায়; ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। সেই খসড়ায় বাদ পড়েছিল ৪০ লাখ মানুষ।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

এর আগেও অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে ছিল। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করছে ইউসিআরসি। কেননা শিলিগুড়ির প্রায় ৮০ শতাংশ বাঙালীই ওপার বাংলা থেকে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছে।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

ইউসিআরসি-র সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেছিলেন, স্বাধীনতার পর তৎকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল; ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের বাসস্থান সহ; সামাজিক বাতাবরনের পরিবেশ তৈরী করে দেবে। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরেও; সেই দাবী পুরন করতে পারে নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ ফের আটকাল ভারতীর গাড়ি, মহিলা পুলিশের শ্লীলতাহানি বিজেপি কর্মীদের

এরপর নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে; ৩১ জুলাই। সেই পঞ্জী থেকে জানা যাবে; মোট কতজন বাদ পরতে চলেছে নাগরিকত্ব থেকে। আপাতত কাজ জারি আছে। অতিরিক্ত খবর জানা যাবে ঘোষণার ধার্য দিনের পর। তবে বাংলায় এনআরসি চালু হলে; কাদের কাদের নাম বাদ যাবে; সেটা নিয়েই চিন্তায় বাংলার মানুষ।

]]>
হিন্দু শরণার্থীরা নিশ্চিন্তে থাকুন, তাড়ানো হবে শুধু অনুপ্রবেশকারীদের, আশ্বাস অমিতের https://thenewsbangla.com/refugees-in-bengal-will-not-face-any-problem-due-to-nrc-says-amit-shah/ Mon, 22 Apr 2019 13:33:35 +0000 https://www.thenewsbangla.com/?p=11410 হিন্দু শরণার্থীরা নিশ্চিন্তে থাকবেন, তাড়ানো হবে শুধু অনুপ্রবেশকারীদের, বাংলায় এসে এমন আশ্বাসই দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এনআরসি নিয়ে ভুল বোজাচ্ছে তৃণমূল, জনসভায় বলেন অমিত শাহ। বাংলায় এনআরসি করতে দেব না, হুঙ্কার মমতার।

একদিনের ৪টি জনসভায় প্রচারে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার সকালে নিউটাউনে এক সাংবাদিক বৈঠকে অংশ নেন অমিত শাহ। সেখানেই প্রথমে এনআরসি এবং নাগরিকত্ব বিল সম্পর্কে পরিষ্কার ধারণা দিলেন তিনি, বললেন হিন্দু বৌদ্ধ শরনার্থীদের ভয় পাবার কারন নেই। পরে সেই একই কথা বলেন জনসভায়।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশে ভরসা নেই আসানসোল লোকসভা কেন্দ্রে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

সংখ্যাগুরু হিন্দুদের ভোট টানতে বরাবর সচেষ্ট বিজেপি। মেরুকরণের রাজনীতি করে এই রাজ্যেও ভোট টানতে উৎসাহী বিজেপি। সেই লক্ষ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়ানোর কথা বহুদিন ধরেই বলে আসছে বিজেপি। কিন্তু তাতেও আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ সহ প্রতিবেশি দেশের অমুসলিমরা। এনআরসি হলে ধর্ম বর্ণ নির্বিশেষে অবৈধভাবে আসা নামই বাদ যাবে বলে তাদের ধারণা।

সম্প্রতি অসমের নাগরিক পঞ্জী প্রকাশের ফলে নাম বাদ গেছে অনেক অমুসলিমদের, যা নিয়ে প্রায়ই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বহুবার দাবি করেছেন, এনআরসির ফলে অসমে ২২ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। বিজেপিকে বাঙালি বিরোধী বলেও তকমা দিয়েছেন বহুবার। সেই ভুল ধারণাই কাটাতেই সচেষ্ট অমিত শাহ।

আরও পড়ুনঃ ভোট যুদ্ধে আকাশ দখলের লড়াইয়ে কংগ্রেসকে শুইয়ে দিল বিজেপি

উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগও তুলেছে বিজেপি। সমবার সাংবাদিক বৈঠকে অমিত শাহকে এনআরসির ব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি এনআরসি এবং বিজেপি সরকারের আনা নাগরিকত্ব বিলের তফাৎ বুঝিয়ে দেন। তবে এদিন বর্ধমানের সভা থেকে মমতা পরিষ্কার জানিয়ে দেন যে, বাংলায় এনআরসি করতে দেব না।

উল্লেখ্য, বিজেপি সরকারের আনা ২০১৬ নাগরিকত্ব বিলে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর অবধি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা অত্যাচারিত হিন্দু, বৌদ্ধ, জৈন সহ অন্যান্য অমুসলিমদের নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে। এদিন সেই প্রসঙ্গই তুলে ধরেন অমিত শাহ।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম লজ্জা, চৌকিদার চোর বলায় ক্ষমা চাইতে হল রাহুল গান্ধীকে

তিনি বলেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু শরনার্থীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তারা নিশ্চিন্তে ভারতে বসবাস করতে পারবেন। তাদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায়, সেজন্যেই আগে বিজেপি সরকারের আনা নাগরিকত্ব বিল পাশ করে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করা হবে।

তারপরেই এনআরসি করে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে বলে জানান তিনি। প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ যারা আশ্রয়ের জন্য ভারতে এসেছেন, তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে আশ্বাস দেন অমিত শাহ। তাতে মানুষ কতটা আশ্বস্ত হলেন সেটা জানা যাবে আগামী ২৩ তারিখ।

আরও পড়ুনঃ পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় উদ্বাস্তুদের নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করল বামফ্রন্ট https://thenewsbangla.com/left-front-started-the-movement-against-the-bjp-in-bengal-with-the-refugees/ Fri, 14 Dec 2018 13:28:40 +0000 https://www.thenewsbangla.com/?p=4186 The News বাংলা, শিলিগুড়িঃ এবার বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে আন্দোলন শুরু করল বামফ্রন্ট। রাজ্যে এনআরসি-র প্রশ্নে বাস্তুহারা পরিষদের মিছিলে বিজেপি-র বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন সিপিএম নেতারা।

একটা সময় কংগ্রেসের বিরুদ্ধে ওঠা বামেদের প্রিয় স্লোগান ছিল, ‘কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’। এবার বিজেপির বিরুদ্ধে সেই স্লোগান শোনা গেল শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্যের কন্ঠে। অসমের এনআরসির ছায়া যাতে পশ্চিমবঙ্গে না পড়ে সে কারনে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদকে পুনরায় জাগিয়ে শুক্রবার এক মিছিলের ডাক দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলের হার রাফায়েলে সুপ্রিম কোর্টে জয় নরেন্দ্র মোদীর

মিছিলে বাগডোগড়া, নক্সালবাড়ি, ফাঁসিদেওয়া ও শিলিগুড়ির প্রচুর ইউসিআরসি কর্মীরা সমবেত হয়। সেখানে একটি সভা করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অশোক ভট্টাচার্য বিজেপি-কে উদ্দেশ্য করে এই স্লোগান দেন।

তার আরও বক্তব্য, দেশ স্বাধীন হবার পর প্রচুর মানুষ ওপার বাংলা থেকে ও পাকিস্তান থেকে এ দেশে এসেছে। তাদের বাসস্থান ও নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ছিল তৎকালিন কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের। কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে নি বলে মেয়র অভিযোগ করেন।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

পাশাপাশি তিনি কেন্দ্র ও রাজ্যের কাছে প্রশ্ন তোলেন, যদি পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের পঞ্জাব সরকার ও কেন্দ্র সরকার নাগরিকত্ব দিয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে দেওয়া হল না কেন? তিনি সম্প্রতি অসমে এনআরসি চালু হওয়ার তীব্র প্রতিবাদ করে বলেন, বিজেপি হুমকি দিচ্ছে এ রাজ্যেও তারা ক্ষমতায় এলে এখানেও এনআরসি চালু করবে।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

তিনি বিজেপি-কে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি যদি এ রাজ্যে এনআরসি চালু করার চেষ্টা করে তাহলে ওদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা কোনোমতেই এ ধরনের আইন মানব না। বাংলায় এনআরসি চালু করতে এলে ওদের হাত গুড়িয়ে দেব’। তিনি দাবি করেন, প্রতিটি উদ্বাস্তুদের পুনর্বাসন ও নাগরিকত্বের অধিকার দিতে হবে। কোনোমতেই উদ্বাস্তুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না।

আরও পড়ুনঃ বাংলায় এনআরসি চালু হলে রাজ্য ছাড়ার আশঙ্কায় আন্দোলন

দার্জিলিং জেলা বাম আহ্বায়ক জীবেশ সরকার বলেন, ‘এখন পুর্ব বাংলার মানুষ শুধু উদ্বাস্তু নয়। প্রতিদিন গরীব মানুষরা উদ্বাস্তু হচ্ছে। তিনি এশিয়ান হাইওয়ের উদাহরন দিয়ে বলেন, এশিয়ান হাইওয়ে হওয়ার সময় রাস্তার দুধারে বসবাসকারী মানুষদের উচ্ছেদ করা হচ্ছে। এরাও এখন উদ্বাস্তু।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি

প্রতিটি কলোনীতে বসবাসকারীদের নিঃশর্ত জমির দলিল প্রদান সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধি রোধ করা ও অসমের উদ্বাস্তুদের ওপর নাগরিক পঞ্জিকরনের নামে তান্ডব বন্ধ করার দাবী জানিয়ে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ডাকে শুক্রবার এক মহা মিছিলের ডাক দেওয়া হয়।

এদিন কয়েক হাজার কলোনিবাসি এই মিছিলে সামিল হয়। মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। তবে বাংলার বাকি জনতা বাংলাদেশী উদ্বাস্তুদের নিয়ে সিপিএমের এই আন্দলনকে কতটা সমর্থন করবেন সেটাই দেখার।

]]>
বাংলায় এনআরসি চালু হলে রাজ্য ছাড়ার আশঙ্কায় আন্দোলন https://thenewsbangla.com/movement-against-the-fear-that-nrc-will-introduced-in-bengal-like-assam-nrc/ Fri, 14 Dec 2018 03:46:24 +0000 https://www.thenewsbangla.com/?p=4143 The News বাংলা, শিলিগুড়িঃ বাংলায় এনআরসি চালু হলে রাজ্য ছাড়ার আশঙ্কায় আন্দোলন। অসমের ছায়া পশ্চিমবাংলায় পড়ার আশঙ্কায় এবার আন্দোলনে নামতে চলেছে সম্মিলিত বাস্তুহারা পরিষদ। শুক্রবার ১৪ ডিসেম্বর, শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহানন্দা মোড় পর্যন্ত এক মিছিলের ডাক দিয়েছে ইউনাইটেড সেন্ট্রাল রিফুজি কাউন্সিল(ইউসিআরসি) বা সম্মিলিত বাস্তুহারা পরিষদ।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

বাংলায় এনআরসি চালুর বিরুদ্ধে মিছিল করবে সম্মিলিত বাস্তুহারা পরিষদ। মোট ৬দফা দাবীতে আজকের এই মিছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে জনমত গঠন করতে ফের পথে নামছে সম্মিলিত বাস্তুহারা পরিষদ। তাদের দাবীগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে বলে জানান, ইউসিআরসি দার্জিলিং জেলা কমিটির সভাপতি পরিমল মিত্র।

আরও পড়ুন: কৃষক অসন্তোষে বিজেপির হার থেকে শিক্ষা নিল তৃণমূল

সম্প্রতি অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে ইউসিআরসি। কেননা শিলিগুড়ির প্রায় ৮০ শতাংশ বাঙালীই ওপার বাংলা থেকে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছে।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

তবে সব থেকে বেশী সমস্যায় পড়বে বস্তিবাসী মানুষগুলো। তাই এনআরসি কোনভাবেই এই রাজ্যে হতে দেবে না সম্মিলিত বাস্তুহারা পরিষদ। এমন অঙ্গিকারে এখন থেকেই কোমড় বেঁধে নামতে চলেছে ইউসিআরসি। পাশাপাশি রেশন ব্যবস্থা পুনরায় চালু করার দাবী সহ দ্রব্যমুল্য বৃদ্ধি রোধে এদিনের বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

ইউসিআরসি-র সম্পাদক পরেশ চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর তৎকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের বাসস্থান সহ সামাজিক বাতাবরনের পরিবেশ তৈরী করে দেবে। কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরেও সেই দাবী পুরন করতে পারে নি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের বোমা গুলির হামলায় মৃত তিন

তবে ৭০ বছর পর ফের একবার উদ্বাস্তু হবার আশঙ্কায় দিন কাটাচ্ছে ওপার বাংলা থেকে আগত বাঙালীরা। তাই এই মিছিলের মাধ্যমে সকলকে একজোট করে এনআরসির বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে চায় ইউনাইটেড সেন্ট্রাল রিফুজি কাউন্সিল(ইউসিআরসি) বা সম্মিলিত বাস্তুহারা পরিষদ।

]]>
অনুপ্রবেশকারীদের সরকারী সুবিধা থেকে বঞ্চিত করতে বাংলায় এনআরসি-র দাবি https://thenewsbangla.com/nrc-claims-in-bengal-to-deprive-the-infiltrators-of-government-benefits/ Thu, 29 Nov 2018 12:21:30 +0000 https://www.thenewsbangla.com/?p=3297 The News বাংলা, শিলিগুড়িঃ অসমের মত পশ্চিমবঙ্গেও কি শুরু হবে এনআরসি বা নাগরিকপঞ্জি? গেরুয়া ছাত্র সংগঠন এভিবিপি বা অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের দাবি এরকমই। শিলিগুড়িতে ফের একবার বাংলায় এনআরসি বা নাগরিকপঞ্জি চালু করার দাবি তুলল কেন্দ্রের শাসক দলের ছাত্র সংগঠন।

আরও পড়ুনঃ সাসপেন্ড ১১, বিষ মদে মানুষ মৃত্যুর সংখ্যা বেড়ে ১১

বিজেপির রথযাত্রার আগে ‘কলকাতা চলো’ যাত্রার ডাক দিল অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। বাংলায় গনতন্ত্র রক্ষা করতে একদিকে ভারতীয় জনতা পার্টি ও অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ কলকাতায় মুখ্যমন্ত্রীর দুর্গের সামনে গিয়ে আছড়ে পড়ার আন্দোলনের রূপরেখা তৈরী করছে। সে কারনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ছাত্রদের সঙ্গে নিয়ে ময়দানে নামছে বিজেপি। উদ্দেশ্য একটাই, পথও এক। আন্দোলনের ভাষাও এক।

The News বাংলা AVBP NRC
The News বাংলা AVBP NRC

অসমের মত পশ্চিমবঙ্গেও এনআরসি চালুর দাবি জানিয়েছে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সরকারী সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে ও ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে আগামী ৩০নভেম্বর ‘কলকাতা চলো’ নাম দিয়ে এক ছাত্র মিছিলের ডাক দিয়েছে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। অনুমতি না পেলেও তারা তাদের মিছিল চালিয়ে যাবে বলে জানান, অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সাধারন সম্পাদক আশীষ চৌহান।

আরও পড়ুন: পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

দাড়িভিট কান্ডে মৃত দুই ছাত্র রাজেশ ও তাপসের মৃত্যুর কারন এখনও অধরা। নিহত পরিবারগুলি এখনও বিচারের জন্য আন্দোলন করে চলেছে। চলতি বছরের ৫ অক্টোবর দাড়িভিটে নিহত দুই ছাত্রের মৃত্যুর কারন জানতে সিবিআই তদন্তের দাবী জানিয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিলের ডাক দিয়েছিল এবিভিবি। প্রশাসন সেই মিছিলের অনুমতি দেয় নি।

The News বাংলা AVBP NRC
The News বাংলা AVBP দাঁড়িভিট

অনুমতি না পাওয়া সত্বেও তারা মিছিলের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে জমায়েত হতে শুরু করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও ছাত্ররা এই মিছিলে অংশগ্রহন করতে বের হয়। কিন্তু জায়গায় জায়গায় তারা বাধা পায়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। শেষ পর্যন্ত প্রশাসনিক বাধায় মিছিল করতে না পেরে স্টেডিয়ামের সামনেই অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের ছাত্ররা ধর্নায় বসে পড়ে।

আরও পড়ুন: পার্লামেন্টে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান যায় শপিং মলে নিষেধাজ্ঞা

এদিন এই ধর্নায় দাড়িভিট কান্ডে নিহত রাজেশ ও তাপসের পরিবারের লোকও ছিলেন। সেদিনের মিছিল সম্পন্ন করতে না পারলেও একই ই্যসুতে ফের এক মিছিলের ডাক দিয়েছে এবিভিপি। এবার শুধু শিলিগুড়িতে নয়। রাজ্যব্যাপী মিছিলের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার দাবী ও দাড়িভিট কান্ডে নিহত ও আহত পরিবারগুলিকে ক্ষতিপুরনের দাবীর পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবী জানিয়ে তাদের এই মিছিল।

The News বাংলা AVBP NRC
The News বাংলা AVBP NRC

এই মিছিলের অনুমতি না পাওয়া প্রসঙ্গে এবিভিপির সর্ব ভারতীয় সাধারন সম্পাদক আশীষ চৌহান কটাক্ষ করে বলেন ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এবিভিপি মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার কাজ করছে। অনুমতি ছাড়াই গনতান্ত্রিক পদ্ধতিতে এবিভিপি মিছিল করবে বলে জানান আশীষবাবু।

]]>