NewTMCAbhishekBanerjee – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 22 Aug 2022 07:19:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg NewTMCAbhishekBanerjee – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দুর্নীতির দাগ মেটাতে মরিয়া প্রয়াস তৃণমূলের https://thenewsbangla.com/cm-mamata-banerjee-and-mp-abhishek-banerjee-new-poster-at-kolkata/ Mon, 22 Aug 2022 07:08:28 +0000 https://thenewsbangla.com/?p=16298 ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দুর্নীতির দাগ মেটাতে মরিয়া প্রয়াস তৃণমূলের। তৃণমূলের সমর্থনে এবার নতুন হোর্ডিং উত্তর কলকাতায়। আর তাতে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। সুকিয়া স্ট্রিট এবং সংলগ্ন এলাকায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে, রাজনৈতিক মহলে আবারও শোরগোল। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ, একটি পোস্টারে ছেয়ে ছিল শহর। যেখানে ডাক দেওয়া হয়েছিল, নতুন তৃণমূলের। ঠিক এরপর আবারও এক নতুন পোস্টার ছখে পড়ল শহরবাসীর, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজত নিয়ে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতার দিকে যখন দুর্নীতির অভিযোগ চরমে উঠেছে, তখনই দক্ষিণ কলকাতায় পড়েছিল এমনই পোস্টার। সেই পোস্টারে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তাতে বার্তা ছিল, ৬ মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারন মানুষ চায়। তবে এবারের নতুন পোস্টারে একত্রে দেখা যাচ্ছে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ও সাংসদ অভিষেককে। এই পোস্টারকে কেন্দ্র করেও, রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের সমবায় ভোটে শুভেন্দুকে ‘গো-হারান’ হারাল তৃণমূল

তৃণমূলের এই পোস্টার ইস্যুকে হাতিয়ার করে, শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। অনেকের মনে পরেছে বাম আমলের স্লোগানের কথা, ‘কৃষি আমদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। তবে বাংলার অধিকাংশ মানুষ মনে করছেন, “দলের দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই, একের পর এক নতুন হোর্ডিং লাগাচ্ছে তৃণমূল নেতরা”।

]]>
অভিষেকের নেতৃত্বে আসছে নতুন তৃণমূল, তাহলে পুরনো তৃণমূল-টার কি হবে https://thenewsbangla.com/new-tmc-of-abhishek-banerjee-is-coming-what-will-happen-to-old-tmc-of-mamata-banerjee/ Wed, 17 Aug 2022 12:15:23 +0000 https://thenewsbangla.com/?p=16193 অভিষেকের নেতৃত্বে আসছে নতুন তৃণমূল, তাহলে পুরনো তৃণমূল-টার কি হবে? এটাই এখন প্রশ্ন রাজু জুড়ে। ‘নতুন তৃণমূল’, দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে রহস্যময় হোর্ডিং, মমতা বাদ। আর তারপরেই শুরু জোর জল্পনা। চাকরি চুরি কাণ্ডে বা এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি’র হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে রয়েছেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আরেক ‘হেভিওয়েট’ নেতা, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু চুরি মামলায় সিবিআই হেফাজতে। বিরোধীরা তৃণমূলের এই দুর্নীতি ইস্যুতে, তৃণমূলকে প্রতিদিন সমালোচনা করছে, তৃণমূলের সবাই চোর বলে। আর এই সময়েই, দক্ষিণ কলকাতা জুড়ে এই অদ্ভুত হোর্ডিং।

বিরোধী বিজেপি ও বাম নেতারা প্রশ্ন তুলেছেন, “নতুন তৃণমূল আসছে অভিষেকের হাত ধরে, তাহলে মমতার পুরনো তৃণমূলটা কি উঠে যাবে”? হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘আগামী ছ-মাসের মধ্যেই সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়’। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক উল্টোদিকে রাস্তার উপর লাগানো আরেকটা হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘মানুষ যেভাবে চায়, সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল’।

হোর্ডিংয়ে ছবি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। সব হোর্ডিংয়ে লেখা ‘নতুন তৃণমূল’ এই শব্দ। তারপরেই শোরগোল রাজ্য রাজনীতিতে। তাহলে পুরনো তৃনমূলটার কি হবে? প্রশ্ন তুলেছেন বিজেপি ও বাম নেতারা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেকের বক্তব্যকে সামনে রেখেই, কেউ হোর্ডিং দিয়েছেন। খুব স্বাভাবিক বিষয়”।

]]>