Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 05 Sep 2022 06:53:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে জেলা সফরে সুনীল-সতীশ https://thenewsbangla.com/modi-shah-nadda-angry-with-bengal-bjp-leaders-districts-tour-by-sunil-bansal-satish-dhond/ Mon, 05 Sep 2022 06:53:09 +0000 https://thenewsbangla.com/?p=16646 ক্ষুব্ধ মোদী-শাহ-নাড্ডা, জেলায় সংগঠনের হাল ফেরাতে এবার জেলা সফরে সুনীল-সতীশ। একেবারে বুথস্তরে গিয়ে এবার কাজ করবেন, বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও দলের নয়া যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ। জেলায় জেলায় সংগঠনের দুর্বলতার ‘গোড়ায় গলদ’ ও বসে যাওয়া নেতা-কর্মীদের ক্ষোভের কারণ খুঁজতে, নবান্ন অভিযানের পরই জেলা সফর শুরু করবেন সুনীল বনসল ও সতীশ ধন্দরা। জেলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে, সংগঠনের ‘হাল-হকিকৎ’ নিয়ে তাঁরা সরাসরি রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে।

জেলায় জেলায় অযোগ্য ও কাছের লোকেদের, দায়িত্ব দেওয়া হয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে, এতদিন লড়াই করে আসা পুরনো ও যোগ্যদের। বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের কিছু নেতার বিরুদ্ধে ওঠা এই স্বজনপোষণের অভিযোগ, এবার খতিয়ে দেখতে চায় দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্ব। বাদ পড়া যোগ্য পুরনো নেতা-কর্মীদের ক্ষোভের কথা শুনে, এবার তাদের মান ভাঙাতে উদ্যোগী কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ ‘মমতাকে তাড়াতে সাহায্য করবে অভিষেক’, শুভেন্দুর ‘লক্ষণ’ মন্তব্যে শোরগোল বাংলায়

আগেই দলের ৪২টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করে, সতীশ বুঝিয়ে দিয়েছেন এবার কড়া হাতেই ধরবেন সংগঠনের রাশ। জেলা সভাপতিদের নিয়ে সেই বৈঠকে সতীশ স্পষ্ট করে দিয়েছেন, আট-দশমাস জেলা সভাপতির দায়িত্বে থাকা হয়ে গিয়েছে, এবার কাজ দেখাতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম-সহ একাধিক জেলায় দলের কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিদের কাজে যে তিনি খুশি নন, তার ইঙ্গিত দিয়েছেন ওই বৈঠকে।

]]>
পার্থর জেলে যাবার দিনেই, দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক https://thenewsbangla.com/partha-chaterjee-in-jail-mamata-banerjee-meets-pm-narendra-modi-at-delhi/ Fri, 05 Aug 2022 14:03:06 +0000 https://thenewsbangla.com/?p=15844 পার্থর জেলে যাবার দিনেই; দিল্লিতে মোদী-মমতা ৪৫ মিনিট বৈঠক। এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ, কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে; বারবার দাবি জানিয়ে আসছে রাজ্য। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়েও; কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এমনই অভিযোগ রাজ্যের। এই আবহেই শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে; মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পাওনা অর্থ আদায়; কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’-সহ একাধিক ইস্য়ু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যের বকেয়া বাবদ প্রায় ১ লক্ষ ৯৮৬ কোটি টাকার হিসেব; লিখিত আকারে মোদীকে দিলেন মমতা।

আরও পড়ুন; ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

পূর্বপরিকল্পনা মতো শুক্রবার বিকেল সাড়ে চারটেয়; প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সাক্ষাতের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই; প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মোদী। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপের তোড়া ও মিষ্টি উপহার দেন মমতা। দেওয়া হয় বাটিকের নকশা করা একটি উত্তরীয়ও। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের দিকেই নজর ছিল সকলের। জানা গেছে, বৈঠকে দ্রুত রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে; অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তিনদিন আগে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে যান তিনি; তাঁর এই দিল্লি-যাত্রা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কারণ, নিয়োগ-দুর্নীতির মামলায়; ইডি তদন্ত নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়; আজই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পেয়েছেন।। এই প্রেক্ষাপটে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের নেপথ্যে; অশুভ আঁতাঁতের অভিযোগ তুলেছে সিপিএম।

আগামীকাল ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আগে; মমতার সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের ঠিক আগে অমিত শাহের সঙ্গে; বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন; সুকান্ত মজুমদার। দিল্লিতে শুক্রবার মমতা-মোদীর সাক্ষাতের পর; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছে বঙ্গ বিজেপি।

]]>
শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
দেশবাসি ও বিরোধীদের চমকে দিয়ে, রাষ্ট্রপতির নাম ঠিক করছে বিজেপি https://thenewsbangla.com/bjp-decided-who-will-be-the-next-president-of-india/ Fri, 17 Jun 2022 06:10:11 +0000 https://www.thenewsbangla.com/?p=15532 দেশবাসি ও বিরোধীদের চমকে দিয়ে; রাষ্ট্রপতির নাম ঠিক করছে বিজেপি। পাঁচ বছর আগেও, রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দকে দাঁড় করিয়ে; সবাইকে চমকে দিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হলে; বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছিল; প্রত্যকেই ছিলেন জনপ্রিয় নেতা। শেষে দেখা গেল উত্তরপ্রদেশ শাসনের দায়িত্ব; ‘সন্ন্যাসী’ যোগী আদিত্যনাথের কাঁধে, তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন; এবারেও কি চমক দিতে চলেছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে; রাষ্ট্রপতি পদে নামের তালিকা তৈরি।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, প্রার্থীর ব্যাপারে অন্যান্য দলের সঙ্গে আলোচনায় কোনও সমাধানসূত্র পাওয়া না গেলে; কেন্দ্রীয় নেতৃত্ব দুটি রাস্তা খোলা রাখছে। এক, রামনাথ কোবিন্দকেই দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হবে। দ্বিতীয় রাস্তা হল, নতুন কাউকে দাঁড় করানো। সেই তালিকায়, শেষ পর্যন্ত নাম রয়েছে তিনজনের।

আরও পড়ুনঃ লজ্জার অন্ধকারে ডুবল বাংলা, দেশকে চমকে দিয়ে রাজ্যের বিধানসভায় প্রতিদিন ‘ছাপ্পা ভোট’

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে; তাঁর স্থলাভিষিক্ত হবেন কে? শোনা যাচ্ছিল একাধিক নাম; বেশ কিছু নাম নিয়েই জল্পনা চলছে দিল্লিতে। প্রথমে জল্পনা চলছিল, কোনও মুসলিম মুখকে; রাষ্ট্রপতি পদে বসানো হতে পারে। পরে শোনা যাচ্ছিল, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া; প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম। সেই সঙ্গে উঠে এসেছিল; আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নামও।

তবে এখন শোনা যাচ্ছে, কর্নাটকের রাজ্যপাল তথা দলিত নেতা থাওয়ার চাঁদ গেহলট; তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাই সুন্দরাজন এবং লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের নাম উঠে এসেছে। তবে সবটাই এখন আলোচনার কেন্দ্রে; বিজেপি সূত্রে এখনও অফিসিয়ালি কিছুই বলা হয়নি।

আরও পড়ুনঃ “আমি নমাজ পড়ি না, ইফতারে গেলেও আপত্তি”, দক্ষিণেশ্বর মন্দিরে বিজেপিকে ঠুকলেন মমতা

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে; বিরোধীদের আপ্রাণ বোঝাতে, যাতে তারা প্রার্থী না দেয়। যদি বিরোধী শিবিরকে কোনওভাবেই রাজি করানো না যায়, সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব এমন একজনকে দাঁড় করাবে; যাতে সংখ্যাগরিষ্ঠ ভোট তাদের দলের রাষ্ট্রপতি প্রার্থীর পক্ষেই পড়ে। যেমনটা হয়েছিল আব্দুল কালামের ক্ষেত্রে। বিরোধীদের সঙ্গে আগামীদিনেও কথা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে; বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। রাজি না হলে, নতুন ট্রাম্পকার্ড ভাবছেন; মোদী-শাহ-নাড্ডা।

]]>
মোদী সরকারের সমীক্ষায় মহিলা কর্মসংস্থানে ‘ভারতসেরা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা https://thenewsbangla.com/modi-govt-survey-on-women-employment-mamata-banerjee-bangla-is-india-best/ Wed, 25 May 2022 06:00:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15206 মোদী সরকারের সমীক্ষায়, মহিলা কর্মসংস্থানে ‘ভারতসেরা’; মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। হ্যাঁ, মহিলা কর্মসংস্থানে ভারতসেরা হল বাংলা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, গত পাঁচ বছরের সমস্ত তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিল; মহিলা কর্মসংস্থানে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। বাংলা পিছনে ফেলে দিয়েছে; নরেন্দ্র মোদীর গুজরাত ও যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ-কেও। এসএসসি দুর্নীতি সংক্রান্ত অস্বস্তির মাঝেই; বড় খবর রাজ্যের জন্য।

২০২২ এ জানুয়ারি থেকে এপ্রিল পশ্চিমবঙ্গে ৪৩.৭১ লক্ষ মহিলার কর্মসংস্থান হয়েছে; যা ২০১৭ সালের জানুয়ারি-এপ্রিলের ৩৩.৬২লক্ষ থেকে ১০.০৯ লক্ষ বেশি। গত বছরের সেপ্টেম্বর ডিসেম্বরের থেকেও, ২০২২ এর জানুয়ারি-এপ্রিলে; বেশি কর্মসংস্থান হয়েছে বাংলায়। যা পরিস্থিতি তাতে অর্থনীতি মাপকাঠিতে মহিলা কর্মসংস্থানের; প্রায় সবকটি বিভাগে শীর্ষে পশ্চিমবঙ্গ। গত পাঁচ বছরের নিরিখে হোক; বা গত এক বছরের হিসাবে।

মোদীর গুজরাতকেও, মহিলা কর্মসংস্থানে টেক্কা দিয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। গত পাঁচ বছরের হিসেবে গুজরাতে মহিলা কর্মসংস্থান বেড়েছে ৮.৬৭ লক্ষ; যা বাংলার তুলনায় প্রায় ১.৪২ লক্ষ কম। গত বছরে সবচেয়ে বেশি রোজগার হারিয়েছে তামিলনাড়ু; তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ ও কর্ণাটক।

আরও পড়ুনঃ কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া, ঠাঁই পেলেন না রাহুল

করোনা-কালে ভারতে কাজ হারিয়েছেন বহু মানুষ; মহিলাদের অবস্থা সবচেয়ে শোচনীয়। এই সময় বাংলার এই স্বীকৃতি-তে; উচ্ছ্বসিত রাজ্য সরকার। সবচেয়ে বড় কথা, বেকারত্ব নিয়ে দেশের একমাত্র সমীক্ষক সংস্থা; সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এই রিপোর্ট পেশ করেছে। যেখানে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে দেশে ১.২৫ কোটি মহিলা কাজ হারিয়েছেন; এর মধ্যে ২৫ লক্ষ মহিলা চাকরি হারিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে।

সেখানেই দেখা যাচ্ছে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মহিলাদের; কর্মসংস্থান হওয়ার পাশাপাশি তাদের রোজগারও বেড়েছে। একবছরে দেশের মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির, যে তালিকা তুলে ধরা হয়েছে; সেখানেও প্রথমে বাংলা। ২০২১ সালের সেপ্টেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ৪৩.২১ লক্ষ মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করেছিলেন; সেখান থেকে ২০২২ সালের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত সংখ্যাটা পৌঁছেছে ৪৩.৭১ লক্ষ। অর্থাৎ এই এক বছরে রাজ্যে ৫০ হাজার মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন; বাংলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ও ওড়িশা। কেন্দ্রের পুরো রিপোর্ট অবশ্য; দেশের অর্থনীতির পক্ষেই বেশ বিপজ্জনক।

]]>
“১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র”, মোদীকে চিঠি মমতার https://thenewsbangla.com/100-days-work-center-not-pay-mamata-banerjee-wrote-letter-to-narendra-modi/ Fri, 13 May 2022 03:58:46 +0000 https://www.thenewsbangla.com/?p=15072 ‘এখান থেকে তুলে নিয়ে ভাগ বসাচ্ছ, টাকা দাও’; মোদীকে চিঠি মমতার। “১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র”; এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে, মমতার মন্তব্য; “দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে; আবাস যোজনা, কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারছি না”।

১০০ দিনের কাজের টাকা চাওয়া থেকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে; ফের সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মমতা। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভাল হওয়ার পরও; নতুন করে কোনও বরাদ্দ হয়নি বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রকল্প অর্থাৎ মনরেগার টাকা পাচ্ছে না রাজ্য; তা উল্লেখ করে বকেয়া টাকা চেয়ে মোদীকে চিঠি পাঠালেন মমতা।

৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ, আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রশ্ন, “১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র; টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায় কেন্দ্র। আর রাজ্যকে টাকা দেয় না। রাজ্যের সব সমস্যার কে সমাধান করবে?”

বৃহস্পতিবার দুপুরে WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে; কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলেছিলেন, বাংলার বকেয়া টাকা দীর্ঘ সময় ধরে; আটকে রেখেছে কেন্দ্র সরকার। উলটে কর আদায় করছে। এরপর বিকেলে নবান্নে ফিরে তড়িঘড়ি; মোদীকে চিঠি লেখেন মমতা। গ্রাম বাংলার দরিদ্র জনতার স্বার্থে, বকেয়া সেই টাকা দ্রুত দিক কেন্দ্র; চিঠিতে জোর দিয়ে সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

তাঁর আরও বক্তব্য, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে অর্থ বরাদ্দ না করলে; সাধারণ মানুষজন মাথার উপর ছাদ গড়তে খুবই সমস্যায় পড়ছেন। ১০০ দিনের কাজে টাকা না দিলে; সমস্যায় পরছে বাংলার মানুষ। তাই প্রধানমন্ত্রী যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে, সংশ্লিষ্ট মন্ত্রককে দ্রুত টাকা দেওয়ার কথা জানান; চিঠিতে এমনই আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

]]>
হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে স্থানিয় ভাষা ব্যবহারে জোর প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/hindi-english-exclude-pm-modi-insists-to-encourage-local-language-in-state-courts/ Sat, 30 Apr 2022 07:14:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15009 হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে; স্থানিয় ভাষা ব্যবহারে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনকয়েক আগেই অমিত শাহ, দেশে ইংরেজির বিকল্প হিসেবে; হিন্দিকে গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে; দেশের সব মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে, এবার সম্পূর্ণ ভিন্ন সুর; প্রধানমন্ত্রী মোদীর গলায়। দেশের বিচার ব্যবস্থাকে আরও উন্নত করতে; আঞ্চলিক ভাষা ব্যবহারের উপরেই জোর দিলেন মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে, এক সম্মেলনে এমনটাই বললেন তিনি।

ঠিক কী বলেছেন মোদী? শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের যৌথ সম্মেলনে, মোদী বলেন; “আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের; এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার-ব্যবস্থার প্রতি। বিচার-ব্যবস্থার সঙ্গে আরও বেশি করে; সংযোগ অনুভব করবেন তাঁরা”।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে; হিন্দি আগ্রাসনের অভিযোগ বারবার উঠেছে। সেই বিতর্কই নতুন করে উসকে দিয়েছে; অমিত শাহর সাম্প্রতিক মন্তব্য। বহু ভাষা ও মিশ্র সংস্কৃতির দেশ ভারতে; হিন্দিকে জাতীয় ভাষা করার কথা বলে ক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও শাসক দল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ইংরেজির বিকল্প হিসেবে হিন্দিকে গ্রহণ করার; আবেদন জানাতে দেখা গিয়েছিল তাঁকে। এরপরই ব্যপক সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। দক্ষিণের রাজ্যগুলি, শাহর এহেন হিন্দি আগ্রাসনের প্রতিবাদে সরবও হয়েছিল।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন; কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন; কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মত রাজনৈতিক ব্যক্তিত্ত্ব থেকে শুরু করে সুরকার এ আর রহমানের মতে প্রখ্যাত ব্যক্তিরাও, অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী; পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীও তীব্র প্রতিবাদ জানান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; এর প্রতিবাদ করেছেন। এরপরই শনিবার প্রধানমন্ত্রী মোদীর এহেন মন্তব্য; সেই বিতর্কে রাশ টানার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
দিল্লিতে একমঞ্চে মোদী-মমতা, বাংলাতে সিবিআই তদন্ত নিয়ে আশঙ্কা বাম-কংগ্রেসের https://thenewsbangla.com/modi-mamata-on-one-stage-in-delhi-fears-over-cbi-probe-in-bengal/ Sat, 30 Apr 2022 05:09:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14999 দিল্লিতে একমঞ্চে মোদী-মমতা; বাংলায় বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত-গুলো আর এগোবে তো? মোদী মমতা মুখোমুখি দিল্লিতে; বাংলাতে সিবিআই তদন্ত নিয়ে আশঙ্কা বাম-কংগ্রেসের। “এর আগেও এই ঘটনা বারবার দেখা গেছে; দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই; সিবিআই কেমন যেন চুপ মেরে যায়”; এমনটাই অভিযোগ বাম ও কংগ্রেস নেতাদের। এবার কি হবে? উঠে গেল প্রশ্ন।

দিল্লির বিজ্ঞান ভবনে শনিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হল। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেবেন ভারতের প্রধান বিচারপতি ও এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এদিকে, শুক্রবারই দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা। এদিনই দিল্লিতে মমতার বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে; দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে আর কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়; তা নিয়েই আলোচনা হবে। এছাড়াও, বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য; একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বা তার প্রস্তাব দেওয়া হতে পারে এই সম্মেলনে। এমনটাই জানা যাচ্ছে।

এদিকে, দিল্লি উড়ে যাওয়ার ঠিক আগে; কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বিতর্ক নিয়ে সরগরম রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার কোটি টাকারও বেশি। অন্যদিকে, এই দাবি উড়িয়ে দিয়ে বিজেপির দাবি; রাজ্য সরকার পায় মাত্র ৪ হাজার ২৯২ কোটি টাকা। বাংলায় হেরে গেছে বলে পাওনা মেটাচ্ছে না মোদী সরকার; তীব্র আক্রমণ শুরু করেছে তৃণমূল। পাল্টা প্রচার শুরু করেছে বিজেপিও।

এরমধ্যেই দিল্লিতে আজ মোদী মমতা দুজনেই একমঞ্চে। ভাদু শেখ ও তপন কান্দি খুনের ঘটনা থেকে হাঁসখালি বোগটুই, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি; একের পর এক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাম ও কংগ্রেস নেতাদের আশঙ্কা, ‘বরাবরের মত এবারেও মোদী মমতা সাক্ষাতের পরেই না বাংলার সব সিবিআই তদন্ত চাপা পড়ে যায়’। তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বিজেপি ও তৃণমূল নেতারা। তবে দিল্লিতে একমঞ্চে মোদী মমতা নিয়েও; রাজ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

]]>
রাজীব গান্ধীর আমলেই প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়, জানালেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/nrc-start-on-pm-rajiv-gandhi-congress-era-said-pm-narendra-modi/ Wed, 26 Jun 2019 11:41:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14479 বুধবার রাজ্যসভায় বিরোধীদের একেরপর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা গত পাঁচ বছরে সমস্ত বিষয়ে বিরধিতা করে এসেছে; দেশের জন্য ভালো কাজে বারবার বাধা প্রদান করেছে বলেও অভিযোগ আনেন তিনি।

গত পাঁচ বছরে বিরোধীরা এনআরসি নিয়ে বহু বিরধিতা করে এসেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন; “রাজীব গান্ধীর আমলে প্রথম এনআরসি কে স্বীকৃতি দেওয়া হয়। তারপর সুপ্রিম কোর্টের সম্মতির পরে আমরা তা চালু করি”।

আরও পড়ুনঃ যারা শিখদের খুন করেছিল তারা এখনও পর্যন্ত কংগ্রেসেই আছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর

কংগ্রেসের এনআরসি নিয়ে বিরোধিতা প্রসঙ্গে বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন; এখন শুধু মাত্র বিরোধিতা করে দেশকে পিছিয়ে দেওয়াই কংগ্রেসের উদ্দেশ্য।

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন; “আপনাদেরও এনআরসি-র কৃতিত্ব নেওয়া উচিত; কারণ কংগ্রেসের আমলেই এনআরসি-র স্বীকৃত হয়। কংগ্রেস সব কিছুর কৃতিত্ব নিতে চাইলে তাদের এনআরসি-র কৃতিত্বও নেওয়া উচিত বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

এই কৃতিত্ব নেবার বেলায় কংগ্রেস পালাচ্ছে কেন এই প্রশ্নও তোলেন তিনি। দেশে এনআরসি-র চালু হবেই। প্রধানমন্ত্রী বলেন দেশের ভালোর জন্য সমস্ত দিক দেখে; বিবেচনা করেই চালু হবে এনআরসি।

রাজ্যসভায় মোদী বলেন; এনআরসি দেশের সুরক্ষার জন্য অতন্ত্য প্রয়োজন। দেশের বিকাশ; সুরক্ষার দিক বিচার করে খুব তাড়াতাড়ি এনআরসি চালু করা হবে।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

এদিকে; বুধবারে প্রকাশিত জাতীয় নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ আরও বাড়ল অসমে। তালিকা থেকে বাদ পড়লেন; অসমের লক্ষাধিক মানুষ। বাদের তালিকায় চিন্তায় অসমের মানুষ। ক্রমশ জটিল হতে চলেছে পরিস্থিতি।

এর আগেও অসমে এনআরসি চালু হওয়ায় ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে ছিল। এদিকে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হলে শিলিগুড়ির ৮০ শতাংশ বাঙালীর নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ যে রাস্তায় নামাজ; সে রাস্তাতেই হনুমান চালিশা

বুধবার প্রধানমন্ত্রী বলেন; সর্দার বল্লভ ভাই প্যাটেল যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে জম্মু কাশ্মীর সমস্যা হত না। সর্দার বল্লভ ভাই প্যাটেলের মত নেতাকে কংগ্রেস পার্টি ব্যাবহার করেছে।

]]>
আগামী তিন বছরে কৃষক আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-promised-to-double-the-farmer-income-in-the-next-three-years/ Wed, 19 Jun 2019 06:16:22 +0000 https://www.thenewsbangla.com/?p=14077 আগামী তিন বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘোষণা কীসের ভিত্তিতে দেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ এর ব্যাখ্যা চেয়েছে। একই সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কৃষি নীতি নিয়েও জানতে চেয়েছে ডব্লিউটিও’র সদস্যরা।

২০১৬ সালে মোদি সরকার; প্রথমবার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা তোলেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে; কৃষক সমস্যাই ছিল অন্যতম প্রধান ইস্যু। একপ্রকার চাপে পড়েই এমপি-কিষান প্রকল্প ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার অধীনে প্রায় সাড়ে ১৪ কোটি কৃষককে; ৬ হাজার ‍টাকা করে অনুদান দেয়ার কথা ঠিক হয়।

আরও পড়ুনঃ শিল্পাঞ্চলের ৫ টি পুরসভাই তৃণমূলের হাত থেকে কেড়ে নিল বিজেপি

যদিও মোদী সরকার কৃষিঋণ মাফ করার বিরোধিতা করে আসছিল। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর ফসলবিমা পরিকল্পনা; সংস্কারের উপর মনোযোগী ছিল বিজেপি সরকার। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাজেটে কৃষি ও গ্রামোন্নয়ন খাতের ২৫ লাখ কোটি টাকা নিয়ে। জানতে চাওয়া হয়েছে পাঁচ বছরে ওই খাতে; কীভাবে বরাদ্দ করা যাবে ১০০ লাখ কোটি টাকা।

বর্তমানে ভারতের অর্থনীতি মোটেই মজবুত নয়। তবু কৃষিনির্ভর অর্থনীতির দেশে কৃষকদের রোজগার; আগামী তিন বছরে দ্বিগুণ করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেটা কীভাবে সম্ভব হবে; ডব্লিউটিও-র বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ।

আরও পড়ুনঃ পাকিস্তানি নারীরা বিয়েতে বিক্রি হচ্ছে চীনে, সহ্য করছে ধর্ষণ

শুধু ভারত নয়; খতিয়ে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃষি নীতিও। বৈঠকে ইইউ-র তরফে প্রশ্ন তোলা হয়েছে; “বাড়তি কৃষি উৎপাদন কমাতে গোটা বিশ্বে বেঁধে দেওয়া হয়েছে ফসল উৎপাদনের সর্বোচ্চ মাত্রা; বিশ্বব্যপী বাজার মূল্যও নির্দিষ্ট; তাহলে এই নীতি কীভাবে প্রয়োগ সম্ভব?”

বৈঠকে আমেরিকার কৃষি নীতি নিয়ে যেমন প্রশ্ন তুলেছে ভারত; অস্ট্রেলিয়া; কানাডা; চীন; ইউরোপীয় ইউনিয়ন; নিউজিল্যান্ড ও ইউক্রেন। তেমনই বাসমতী ছাড়া অন্য চাল রপ্তানিকে উৎসাহ দিতে ভারত যে ৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে; তা নিয়ে আমেরিকা ও অস্ট্রেলিয়া প্রশ্ন তুলেছে ডব্লিউটিও-র বৈঠকে।

]]>