Lionel Messi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 04:41:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Lionel Messi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেশের হয়ে গোল করার দিক দিয়ে, মেসি, রোনাল্ডো-কেও ছাপিয়ে গেছেন সুনীল https://thenewsbangla.com/sunil-chhetri-surpassed-lionel-messi-and-cristiano-ronaldo-in-terms-of-goal-scoring-ratio-for-country/ Wed, 28 Sep 2022 04:41:07 +0000 https://thenewsbangla.com/?p=16876 দেশের হয়ে গোল করার দিক দিয়ে, মেসি, রোনাল্ডো-কেও ছাপিয়ে গেছেন সুনীল। আমরা ব্যস্ত মেসি, রোনাল্ডো-কে নিয়েই। ভারতের ফুটবল, তার আবার প্লেয়ার! আর এদিকে দেশের হয়ে খেলে, বর্তমান খেলোয়াড়দের মধ্যে, এই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। নিজের দেশের হয়ে যারা এখনও ফুটবল খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয়। রোনাল্ডো ও মেসির ঠিক পরেই। এবার ভারতের সুনীল ছেত্রীকে স্বীকৃতি দিল, বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা।

বর্তমান খেলোয়াড়-দের মধ্যে, দেশের হয়ে ১৯১টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৬১। দেশের হয়ে ১৬৪ ম্যাচে লিওনেল মেসির গোল ৯০টি। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৫৫। এরাই আছেন, বর্তমান খেলোয়াড়দের মধ্যে, দেশের হয়ে গোল করার তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন; ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

অন্যদিকে বর্তমান ফুটবলারদের মধ্যে, দেশের হয়ে গোল করার দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন, ভারতের সুনীল ছেত্রী। ১৩১ ম্যাচে ৮৪টি গোল করেছেন তিনি। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৬৪। যা প্রথম স্থানে থাকা রোনাল্ডোর থেকেও বেশি আর দ্বিতীয় স্থানে থাকা মেসির থেকেও বেশি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি!

বিশ্ব বিখ্যাত খেলোয়াড় পেলে, ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। ম্যাচ প্রতি তাঁর গোলের রেশিও ছিল ০.৮৪। ফলে আমদের সুনীল ছেত্রীর দেশের হয়ে গোল করার রেশিও, বেশ গৌরবজনক। তবু, যেহেতু ভারতের হয়ে ফুটবল খেলেন, আর ভারত এখন আর ফুটবলের কুলীন দেশগুলোর মধ্যে পরে না, তাই প্রচার নেই সুনীল ছেত্রীর। কিন্তু ভারতের ফুটবল ইতিহাসে ছেত্রীর নাম প্রথম সারিতেই থাকবে। স্বীকৃতি দিয়ে সেটাই বুঝিয়ে দিল, ফিফা।

জানুন, ভাবুন, দেখুন আর শেয়ার করে সবাইকে জানান, আমার দেশের ফুটবল ক্যাপ্টেনের কৃতিত্বের কথা।

]]>
ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি https://thenewsbangla.com/lionel-messi-has-put-his-biggest-fan-murtaza-in-great-danger/ Sat, 08 Dec 2018 11:28:36 +0000 https://www.thenewsbangla.com/?p=3764 The News বাংলা, কাবুলঃ ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি। হ্যাঁ গল্প হলেও এটাই সত্যি। এমনিতেই পদে পদে ছিল বিপদ। মেসির জন্য বিখ্যাত হবার পর সেই বিপদ আরও বেড়েছে মেসি ভক্ত মুরতাজার।

ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত হিসেবে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছিল আফগান বালক মুরতাজা। প্রাণ বাঁচাতে দ্বিতীয়বারের মত আফগানিস্তানে নিজের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে সাত বছর বয়সী এই বালককে। প্লাস্টিক ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে তা পড়ে মুরতাজা আহমাদীর ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছিলো ২০১৬ সালে।

ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি/The News বাংলা
ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি/The News বাংলা

পরে কাতারে তার স্বপ্নের নায়কের সাথে সাক্ষাতও হয়েছিলো মুরতাজার। যে ঘটনায় রীতিমত তারকা বনে গিয়েছিল ছোটো মুরতাজা নিজেও। কিন্তু এখন তার পরিবারের সদস্যরা বলছেন তালিবানের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে তাদের। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে বসবাস করছিল মুরতাজার পরিবার।

আরও পড়ুন: সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি

কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে, তারা এখন পালিয়ে আশ্রয় নিয়েছে কাবুলে। এর আগে ২০১৬ সালেও তারা পাকিস্তানে স্বল্পমেয়াদে শরণার্থী সুবিধা পেতে আবেদন করেছিল। কিন্তু পরে অর্থ শেষ হয়ে পড়ায় দেশে ফিরে আসে তার পরিবার। আর এবার পরিস্থিতি কেমন হয় সেটা এখনি কিছু বলা যাচ্ছে না।

ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি/The News বাংলা
ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি/The News বাংলা

পলিথিন দিয়ে মেসির জার্সি বানিয়ে রাতারাতি বিশ্ব বিখ্যাত হয়ে গিয়েছিল মুরতাজা আহমাদী। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মহাভক্ত এই মুরতাজা। জার্সি কেনার সামর্থ্য নেই, তাই পলিথিন কেটে জার্সি বানিয়ে তার ওপর মেসির নাম ও জার্সি নাম্বার লিখে তা পরে নিয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে।

আরও পড়ুন: সৌরভের পর বিরাট ওষুধে স্লেজিং শেষ অস্ট্রেলিয়ার

পরে সেই জার্সি পরা তার ছবি কেউ একজন পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেটি ভাইরাল হয়ে পড়ে আর লোকজনও তাকে ‘ছোটো মেসি’ বলে ডাকতে শুরু করে। আর এ খবর পৌঁছায় লিওনেল মেসি পর্যন্ত। ইউনিসেফের মাধ্যমে তিনি নিজের স্বাক্ষর করা জার্সি পাঠান তাকে।

ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি/The News বাংলা
ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি/The News বাংলা

পরে বার্সা তারকা যখন ২০১৬ সালে কাতারের দোহাতে যান প্রীতি ম্যাচ খেলতে, তখন মুরতাজাকে মেসির সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ করা হয়। সেখানে প্রিয় তারকার সাথে কিছুটা কথা বলার ও হাঁটার সুযোগও পায় এই বালক।

কিন্তু তারপরেই তালিবান হুমকি। মুরতাজার পরিবার বলছে এই বিখ্যাত হওয়ার কারণেই তালিবানদের টার্গেটে পরিণত হয়েছে মুরতাজা। তার মা শাফিকা বলছেন,’ওরা বলছে তোমরা ধনী হয়ে গেছ। মেসির কাছ থেকে যা টাকা পেয়েছ তা আমাদের দাও। নাইলে তোমার ছেলেকে নিয়ে যাব’। তিনি বলছেন বাড়ি থেকে আসার সময় তারা কিছুই সাথে নিতে পারেন নি, এমনকি মেসির কাছ থেকে পাওয়া জার্সিটাও।

]]>