LashkareTaiba – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 13 Aug 2022 07:51:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg LashkareTaiba – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার https://thenewsbangla.com/proud-to-be-indian-lashkar-e-taiba-family-hoists-indian-tricolour-at-kashmir-house-in-har-ghar-tiranga-campaign/ Sat, 13 Aug 2022 07:51:09 +0000 https://thenewsbangla.com/?p=16124 ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার। দেশের ডাকে সাড়া দিয়ে নিজের বাড়িতে, তেরঙ্গা উত্তোলন করল ল’স্কর-ই-তৈবা জ’ঙ্গির পরিবার। দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে, গোটা দেশকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সেই ডাকে সাড়া দিয়েই, কাশ্মীরে একটি ল’স্কর-ই-তৈবা জ’ঙ্গির পরিবারের বাড়িতেও উড়ল ভারতীয় জাতীয় পতাকা। জ’ঙ্গি অধ্যুষিত কাশ্মীরে এই ছবি, নিঃসন্দেহে এবারের স্বাধীনতা দিবসে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করল।

স্বাধীনতার ৭৫তম বছরে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদয়াপনের জন্য, ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র সরকার। অর্থাৎ প্রত্যেক ভারতীয়কে নিজের বাড়িতে, জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই কর্মসূচিতে অংশ নিয়েই কাশ্মীরে নিজের বাড়িতে দেশের তেরঙ্গা উত্তোলন করল, এক ল’স্কর-ই-তৈবা জ’ঙ্গির পরিবার। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার প্রত্যন্ত অঞ্চল ভারত বাগলায়, ল’স্কর জঙ্গিগোষ্ঠীর খুবেইরের পরিবার ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছে।

আরও পড়ুনঃ নেতা মন্ত্রীর সম্পত্তির পাহাড়, ডিএ না দিতে আদালতে গেল রাজ্য সরকার

পাক সমর্থিত ল’স্কর জ’ঙ্গি খুবেইরের দুই ভাই শামাস দিন চৌধুরী এবং নাজব দিন চৌধুরী বলেছেন, “আমরা ভারতীয় হিসেবে গর্বিত”। পাশাপাশি তাঁরা দুজনেই দেশের ৭৫ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্র সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারও প্রশংসা করেন। ল’স্কর জ’ঙ্গির বাড়ির সদস্যরা, প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “প্রথমবার বাড়িতে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পেলাম, প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ”।

]]>