Kunal Ghosh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 07:10:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Kunal Ghosh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল https://thenewsbangla.com/tmc-censor-kunal-ghosh-giving-reaction-on-partha-chatterjee/ Mon, 08 Aug 2022 06:59:59 +0000 https://thenewsbangla.com/?p=15920 পার্থের পরে কি মমতা, খুশিতে ডগমগ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল। ইডি হেফাজতের পরে; পার্থ চট্টোপাধ্যায় এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলে। ইডি হেফাজতে যাওয়ার পর থেকেই; বিভিন্ন ইস্যুতে তাঁকে আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। একাধিকবার নাম করে পার্থ চট্টোপাধ্যায়কে; সরাসরি নিশানা করেছেন তিনি। আইকোর থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডে; পার্থকে একের পর এক কটাক্ষ করেছেন কুণাল। প্রায় প্রতিদিনই তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিয়ে; মুখ খুলেছেন তিনি। এবার এই নিয়েই, দলের নিষেধাজ্ঞার কবলে তৃণমূলের মুখপাত্র।

দলের পক্ষ থেকে কুণাল ঘোষকে ‘সেন্সর’ করা হয়েছে। পার্থ ইস্যুতে তাঁর মুখে লাগাম টানতে; নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। পার্থ সম্পর্কে আর একটি কথাও বলার; অনুমতি নেই তৃণমূল মুখপাত্রের। পার্থ জেলে যেতেই যেন, খুশিতে ‘ডগমগ’ কুণাল।

আরও পড়ুনঃ গরু চুরি কাণ্ডে সিবিআই ডাক, অনুব্রতর পুরনো অ’স্ত্র সেই এসএসকেএম হাসপাতাল

পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের একের পর এক বক্তব্য নিয়ে; কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল নিজেই জানান, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি একটি কথাও বলবেন না; দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একান্ত ব্যক্তিগতভাবে তিনি পার্থকে নিয়ে মন্তব্য করেছিলেন।

কুণাল আরও জানান; “পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না”। তৃণমূল ১৪ দিনের জন্য কুণাল ঘোষকে ‘সেন্সর’ করার পরে; নিজের বক্তব্য নিয়ে আপাতত যথেষ্ট সচেতন তৃণমূল মুখপাত্র।

]]>
সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/saradha-chitfund-case-cp-rajeev-kumar-has-been-in-dire-straits-by-kunal-ghosh/ Tue, 12 Feb 2019 15:47:10 +0000 https://www.thenewsbangla.com/?p=6732 শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। অভিযোগ চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই কেও। এবার সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল। আর এর জেরে সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

“শিলং-এ কলকাতার নগরপাল রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছি”, মঙ্গলবার শিলং থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন করে জানালেন কুণাল ঘোষ। এদিন রাজীবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ। সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর ভয়ঙ্কর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারি(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারি(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এই বিষয়টিই কুণাল সিবিআই-কে লিখিতভাবে জানিয়েছেন বলেই দাবি। রাজীব এমন ফোন করে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তাঁর এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, “১০ তারিখে এই নামগুলো (জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা পুলিশ অফিসারদের নাম) আলোচিত হয়। উনি (রাজীব) ১১ তারিখ বলেও ফেলেন, আমি এঁদের রাতে ফোন করেছি”। এরপরই কুণাল বলেন, “রাজীব কুমার যা বলেছে তা ভিডিও রেকর্ডিং করা রয়েছে। ফলে, এর জন্য কল লিষ্ট দেখার দরকার নেই”।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

টানা চার দিন ধরে জেরা চলেছে। তার পরেও ছুটি মিলছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই জেরা করছে মেঘালয়ের শিলংয়ে সিবিআই অফিসে। ৯ ফেব্রুয়ারি থেকে চলছে জেরা। এর পরে ১০ ফেব্রুয়ারি সিবিআই তলব পেয়ে শিলং যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজীবের মুখোমুখি বসানো হয় কুণালকে। ঘণ্টার পরে ঘণ্টা চলেছে জেরা। অবশেষে ছাড়া পেয়েছেন কুণাল। কলকাতায় ফিরেছেন মঙ্গলবার। কিন্তু রাজীব কুমারের ফেরা হচ্ছে না।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

মঙ্গলবার সকালে ফের শিলংয়ের সিবিআই দফতরে ডাকা হয় রাজীব কুমারকে। এই নিয়ে টানা চতুর্থ দিন তদন্তকারীদের মুখোমুখি হতে হল কলকাতার পুলিশ কমিশনারকে। বেশ কিছু ক্ষেত্রে কুণাল ও রাজীবের বয়ান একদম না মেলায় দফায় দফায় জেরা করা হচ্ছে রাজীব কুমারকে। মঙ্গলবার সকাল দশটায় ফের জেরার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজীব কুমারকে। একই সঙ্গে কুণাল ঘোষকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমায় মাননীয় পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসানো হয়েছে। আমার যা অভিযোগ এবং বক্তব্য, তা তাঁকে শুনতে হয়েছে। এখানেই আমার নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করছি”। কুণাল ব্যঙ্গ করে আরও বলেন, “আমাকে রাজীব কুমার হেনস্থা করেছেন কিন্তু রাজীব কুমারের এই অবস্থা দেখে আমার বেশ খারাপই লাগছে”। সব মিলিয়ে সিবিআই এর শিলং জেরায় পুলিশ কমিশনারকে হঠিয়ে সংবাদের শিরোনামে সাংবাদিক কুণাল ঘোষই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/kunal-ghosh-hands-over-12-page-letter-to-cbi-written-by-sudipta-sen/ Sun, 10 Feb 2019 14:24:45 +0000 https://www.thenewsbangla.com/?p=6676 বড় সূত্র দিয়ে সিবিআইকে ১২ পাতার গোপন চিঠি তুলে দিলেন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার শিলং এ সিবিআই অফিসারদের হাতে ওই চিঠি তুলে দিলেন কুণাল। সিবিআই সূত্রে এই খবর জানা গেছে। কিন্তু কি কি তথ্য আছে ওই চিঠিতে? কোন কোন নেতার নাম রয়েছে তাতে?

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

জানা গেছে, ১২ পাতার ওই চিঠি সুদীপ্ত সেনের লেখা। এবং তাতে রথী মহারথীদের নাম লেখা আছে বলেই জানা যাচ্ছে। কোন কোন নেতা কিসের জন্য টাকা নিয়েছেন সব লেখা আছে সুদীপ্ত সেনের ওই চিঠিতে। এই চিঠি সারদা তদন্তে সিবিআইকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই চিঠিতে ফের কোন কোন নেতা সমস্যায় পরতে চলেছেন সেটাই ভাবনায় ফেলেছে রাজনৈতিক নেতাদের।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

শিলং এ জেরার জন্য ডাক পাবার পরেই কুনাল ঘোষ জানিয়েছিলেন, সিবিআই-কে সদর্থক ভাবে সাহায্য করতে চান তিনি। কুনাল ঘোষ বলেছিলেন, “আমাকে সিবিআই জেরা করার জন্যে ডেকেছে, আমি যাব। সিবিআই-কে তদন্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েই জামিন পেয়েছিলাম”।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

রবিবার শিলং এ এই জেরার সময়ই সুদীপ্ত সেনের লেখা ওই ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দেন কুনাল ঘোষ। রবিবারই কুনাল ঘোষকে শিলং-এ জেরা করে সিবিআই। সিবিআই-এর নতুন চাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডকে চাপে রাখবে, বলেই মনে করা হচ্ছে। এরপর এই ১২ পাতার চিঠি ফের চাপে রাখবে সব তৃণমূল নেতাকেই, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সারদা কাণ্ডে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তৃণমূলের বহিস্কৃত সাংসদ কুনাল ঘোষ গ্রেফতার হয়েছিলেন। এ যাবৎ কুণাল ঘোষ বিভিন্ন সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের গোয়েন্দাদের বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন, যার অন্যতম ৯১ পাতার একটি চিঠি। সেই চিঠির কপি আগেই রয়েছে সিবিআই-এর কাছে। ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে বলেই জানা গিয়েছিল। এরপর রবিবার ফের ১২ পাতার চিঠি সিবিআইকে দিলেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

সারদা নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশের অনেক জেরার মুখে পড়েছেন কুণাল ঘোষ। দীর্ঘ সময় জেলেও থেকেছেন। এক সময়ে রাজ্য পুলিশ, প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কুণাল, কয়েকদিন আগেই এক সাংবাদিকের স্টিং অপেরেশনে কলকাতার পুলিশ কমিশনার সম্পর্কে অনেক কথাই বলেছেন। ওই ভিডিওতে রাজীব কুমার সম্পর্কে অনেক মন্তব্যই করেছেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কী ভাবে রাজীব কুমার অত্যন্ত দক্ষতার সঙ্গে ফোন ট্যাপ থেকে যাবতীয় কিছু করতে পারেন, সেই নিয়েও বলেছেন কুণাল। একই সঙ্গে কুণাল বলেছেন, “রাজীব কুমার যখন যে ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করতে পারেন। আগামী দিনে কেউ ক্ষমতায় এলে রাজীব সেই পক্ষে চলে যাবেন”।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

কুণালের সঙ্গে ওই সংবাদমাধ্যমের কথপোকথনে আরও নানা বিষয় উঠে আসে। আইপিএস অর্ণব ঘোষের নাম এসেছে অনেকবার। সারদা মামলার অনেক তথ্য তিনি সিবিআইকে দিয়েছেন বলেও দাবি করেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও তিনি চিঠি পাঠিয়েছেন। সারদা তদন্তে কাজে লাগতে পারে এমন অনেক নথি রাজীব কুমার নষ্ট করেছেন বলেও ওই ভিডিওয় দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এই সব তথ্য রবিবার সিবিআই জেরার সময়ও বলেছেন বলেই সিবিআই সূত্রে খবর। কুণালের এই জেরায় যে অনেক নেতাই চিন্তায় থাকবেন সেটাই মনে করছে রাজনৈতিক মহল। এরপর কুণালের দেওয়া এই চিঠিতে আর কি কি আছে, সেটাই এখন প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই https://thenewsbangla.com/cbi-calls-rajeev-kumar-and-kunal-ghosh-both-in-shillong-for-interrogation/ Thu, 07 Feb 2019 17:16:34 +0000 https://www.thenewsbangla.com/?p=6603 আগামী শনিবার ৯ তারিখে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার জন্য শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই। তবে ওইদিনই রাজীব কুমার কলকাতায় ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন রয়েই গেল। বৃহস্পতিবারই রাজীব কুমারকে জেরার জন্য শিলংয়ে আসার চিঠি দিয়েছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। এদিকে রবিবার কুনাল ঘোষকেও শিলংয়ে ডাকল সিবিআই।

আরও পড়ুনঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

তারপরেই সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়ে ফেলে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়ে গেছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বাঁধছে সিবিআই। মনে করা হচ্ছে রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকে সামনা সামনি বসিয়ে জেরা করতে পারে সিবিআই।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সুপ্রিম কোর্টের রায়ের পর জেরার জন্য সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজেই সিবিআইকে চিঠি পাঠিয়ে দেন পুলিশ কমিশনার। দিল্লির লোধা রোডে সিবিআই হেডকোয়ার্টারে সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লাকে মঙ্গলবার বিকালেই মেল ও ফ্যাক্স করে দেন রাজীব কুমার। তিনি জানিয়েছিলেন, আগামী ৮ই ফেব্রুয়ারী তিনি শিলংয়ে জেরার জন্য প্রস্তুত।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা
রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা

তবে সিবিআই এর তরফ থেকে যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, “সিবিআই যবে চাইবে, তবেই জেরা করা হবে রাজীব কুমারকে। তিনি যবে চাইবেন, তবে নয়। আদালতের এমনই নির্দেশ আছে”। বলা যায়, জেরা নিয়েও শুরু হয়ে যায় ঠাণ্ডা লড়াই। তারপরই বৃহস্পতিবার রাজীব কুমারকে চিঠি দেয় সিবিআই। আগামী শনিবার ৯ তারিখে তাঁকে জেরার জন্য শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা
রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা

এদিকে সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করতে আটঘাট বাঁধছে সিবিআই। জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এদিকে রাজীব কুমারের পাশাপাশি কুনাল ঘোষকেও আবার ডেকে পাঠানোয় প্রশ্ন উঠেছে। রবিবার কি দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করা হবে? রয়েছে সম্ভাবনা। তবে এতে মমতা ও তৃনমূল যে আরও চাপে পড়ে গেল সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড
আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>