ITBP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Aug 2022 11:17:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ITBP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জম্মু কাশ্মীরের অনন্তনাগে ৬ ITBP জওয়ানের মৃত্যু, আহত বেশ কয়েকজন https://thenewsbangla.com/itbp-bus-accident-in-jammu-kashmir-pahalgam-6-itbp-jawans-death/ Tue, 16 Aug 2022 11:17:18 +0000 https://thenewsbangla.com/?p=16153 স্বাধীনতা দিবসের পরের দিনেই, শোকের ছায়া ITBP জওয়ান পরিবারে। জম্মু কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে, মৃত্যু ৬ ITBP জওয়ানের, আহত আরও বেশ কয়েক জন। গুরুতর আহত বেশ কয়েকজন, মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের এয়ার লিফট করে নিয়ে যাওয়া হয়েছে, শ্রীনগর সেনা হাসপাতালে।

কাশ্মীরের চন্দনওয়াড়ি থেকে বাসে করে, পহেলগাম যাচ্ছিলেন ৩৯ জন জওয়ান। ৩৭ জন ITBP জওয়ানের সঙ্গে বাসে ছিলেন, জম্মু কাশ্মীর পুলিশের ২ কর্মী। চন্দনওয়াড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে, নিচে নদীতে পড়ে যায় বাসটি। ITBP-র তরফে আধিকারিকরা জানিয়েছেন, অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সামলে ফিরছিলেন এই জওয়ানরা। ফেরার পথেই ঘটে, এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ স্বাধীনতার পরদিনই ‘কাশ্মীর ফাইলস’ খুলল জ’ঙ্গিরা, নি’শানায় কাশ্মীরি পণ্ডিত পরিবার

যে জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করা হবে, ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জওয়ানদের বাসটি পহেলগাঁওয়ের কাছে এসে, হঠাৎই ব্রেক ফেল করে। এরপর সেটি চন্দনওয়ারির জিগ মোর ফ্রিসলানে, রাস্তা থেকে ছিটকে পাশের পাহাড়ি নদীতে পড়ে দুমড়ে-মুচড়ে ধ্বংস হয়ে যায়।

খবর পাওয়া মাত্র উদ্ধার-কাজে নামে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত ১৯টি অ্যাম্বুল্যান্স পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের অনন্তনাগের সরকারি হাসপাতালে, ভর্তি করা হয়।

]]>
মাইনাস ২০ ডিগ্রিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন ভারতীয় জওয়ানদের https://thenewsbangla.com/indian-jawans-perform-international-yoga-day-at-ladakh-in-minus-20-degree/ Fri, 21 Jun 2019 08:10:21 +0000 https://www.thenewsbangla.com/?p=14215 আন্তর্জাতিক যোগ দিবসে; সারা ভারত জুড়ে যোগ পালিত হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী কোনও জায়গা বাদ যায়নি। সেলেব থেকে আমজনতা; সকলেই রাস্তায় নেমে যোগাসন করেছেন। আর আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) জওয়ানরা যা করলেন; তা এককথায় অভাবনীয়।

এদিন বরফে ঢাকা লাদাখে; সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ফুট উঁচুতে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় বিশ্ব যোগ দিবস পালন করলেন তাঁরা। অসম্ভব কঠিন এক আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে; জওয়ানদের এই যোগ দিবসে এগিয়ে আসাকে; সকলেই কুর্ণিশ করছেন।

আরও পড়ুনঃ উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

লাদাখে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায়; যোগ দিবস পালন আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) জওয়ানদের। লাদাখে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন; আইটিবিপি জওয়ানরা। মাটি থেকে ১৮০০০ ফুট উচ্চতায়; লাদাখের আইটিবিপির ক্যাম্পে যোগাভ্যাসে মাতলেন জওয়ানরা।

আরও পড়ুনঃ যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবতের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ সংগীতশিল্পীর বিরুদ্ধে

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও; নড়াতে পারেনি জওয়ানদের উত্সাহকে। লেহ-তেও ক্যাম্পে যোগ দিবস; উদযাপন করলেন আইটিবিপি জওয়ানরা। আগেও ভারতীয় সেনা সিয়াচেনে; ২০ হাজার ফুট উঁচুতে যোগাসন করেছিল। আর এদিনও একই ঘটনার; পুনরাবৃত্তি করল আইটিবিপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও; যোগদিবস পালন করেন।

আরও পড়ুনঃ আরও পড়ুনঃ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিনা হেলমেটের বাইক ধরার অভিযান পুলিশের

লাদাখের পাশাপাশি হিমাচল প্রদেশের কুল্লু, ছত্তিশগড়ের রাজনন্দগাঁও ও উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা সহ ভারতের বিভিন্ন রাজ্যে; ইন্দো তিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা; এদিন যোগদিবস পালন করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাকি ছিল এটাই, মুখ্যমন্ত্রী মমতার পুলিশে এবার সিভিক গোয়েন্দা নিয়োগ

তবে আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) এর তরফ থেকে জানান হয়েছে; তাঁরা এই একটি দিন নয়; সারাবছরই যোগ ব্যায়াম, শারীরিক কসরত করেন। কখনও তাঁদের মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও কাজ করতে হয় দেশের জন্য। গোটা দেশ স্যালুট জানিয়েছে আইটিবিপি (ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স) জওয়ানদের।

]]>