IPS – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Aug 2022 13:28:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg IPS – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তৃণমূল নেতা-মন্ত্রীদের পর, সিবিআই ইডির নজরে বাংলার আইপিএস-আইএএস https://thenewsbangla.com/after-tmc-leaders-ministers-ips-ias-of-bengal-under-cbi-ed-scanner/ Thu, 11 Aug 2022 13:28:31 +0000 https://thenewsbangla.com/?p=16078 তৃণমূল নেতা-মন্ত্রীদের পর এবার, সিবিআই-ইডির নজরে রাজ্যের বেশ কিছু আইপিএস-আইএএস অফিসার। নেতা-মন্ত্রীদের পর কয়লা-কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে, রাজ্যের ১৭জন আইপিএস-আইএএস অফিসার। এদের মধ্যে ১২জন আইপিএস ও ৫জন আইএএস অফিসার। এরা প্রত্যেকেই কয়লা-বেল্টের জেলাগুলিতে, কোন না কোন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রাথমিক-ভাবে ৭জন আইপিএস-কে চলতি মাসেই তলব করা হয়েছে, তাঁদের দিল্লি গিয়ে ইডি সদর দফতরে হাজিরা দিতে হবে।

আইপিএসদের তলব তালিকায় রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং। তাঁকে ডাকা হয়েছে, আগামী ২২শে আগস্ট। আইপিএস কোটেশ্বর রাওকে ডাকা হয়েছে ২৩শে আগস্ট। শ্যাম সিংকে ২৪শে আগস্ট। এলএম মিনাকে ২৫শে আগস্ট। সেলভা মুরুগনকে ২৬শে আগস্ট। সুকেশ জৈনকে ২৯শে আগস্ট। ভাস্কর মুখোপাধ্যায়-কে ডাকা হয়েছে ৩১শে আগস্ট। তাঁদের কাছে পৌঁছে গেছে নোটিস।

আরও পড়ুনঃ “তৃণমূল কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, অনুব্রত নিয়ে সিদ্ধান্ত নেবে দল”

কয়লা পাচার-কাণ্ডে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইডি। যে সময় কয়লা-পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছিল, সেই সময় এই পুলিশ আধিকারিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যে সাত পুলিশকর্তাকে কয়লা-পাচার মামলার তদন্তে দিল্লিতে তলব করেছে ইডি, তাঁরা সকলেই কোনও না কোনও সময়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কর্মরত ছিলেন। বাংলার কয়লাপাচার মামলার, মূল জায়গা এই অঞ্চলগুলিই।

কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একাধিক-বার দিল্লি ও কলকাতায় তলব করেছে ইডি। এখন দেখার পুলিশ আধিকারিকদের পর, অভিষেক-কে আবার ডাক পাঠায় কিনা।

]]>
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি https://thenewsbangla.com/ed-sent-letter-to-home-secretary-summoned-two-ips-officers-in-rosevally-chitfund-case/ Wed, 06 Feb 2019 06:35:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6486 এক লড়াই শেষ হতে না হতেই আবার নতুন যুদ্ধ শুরু। সারদার পর এবার রোজভ্যালি কাণ্ডে মমতা প্রশাসনের দুই পুলিশ কর্তাকে জেরার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি। দেখা না করলে পাঠান হবে দ্বিতীয় নোটিশ, জানা যাচ্ছে ইডি সূত্রে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারের পর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। এই দুজন হলেন আইপিএস ও ডিসি এসটিএফ মুরলীধর শর্মা ও আইপিএস ও ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতায় রোজভ্যালির একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতেই তাঁদের ডেকে পাঠান হয়েছে বলে জানা গেছে। রোজভ্যালির ওই হোটেলে তদন্তের দায়িত্বে ছিলেন এই দুই অফিসার, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

তবে রাজ্যের তরফে চিঠি পাঠিয়ে জেরার কথা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, “মোটেও জেরা করার জন্য চিঠি নয়। কিছু প্রশ্ন ছিল, উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে”। যদিও ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর তরফ থেকে জানান হয়েছে, “ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠান হয়েছে। না এলে দ্বিতীয় নোটিশ পাঠান হবে”।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কিছু ‘মিসিং লিংক’ পেতেই এবার সরাসরি তদন্তকারী দুই আইপিএস অফিসারকেই জেরা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি, এমনটাই জানা গেছে। কোন জালিয়াতি কাণ্ডে এইভাবে দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার ঘটনাও অভূতপূর্ব বলে মনে করছে প্রশাসনিক মহল। তবে পুলিশের তরফ বলা হয়েছে, “এটা রুটিন ইনফরমেশন চেয়ে পাঠান হয়েছে। এরকম প্রায়ই তথ্য চাওয়া হয়, নতুন কিছুই নয়”।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

যদিও তদন্তের কাজে সাহাজ্যের জন্য এবং রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতে ও কিছু তথ্য নেবার জন্যই এই পুলিশ অফিসারদের ডেকে পাঠান হয়েছে। কিন্তু কোনও জালিয়াতি কাণ্ডের তদন্তে যদি তদন্তকারী অফিসারদেরই এইভাবে ডেকে জেরা করতে হয়, তাহলে সেই তদন্তের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই সারদা জালিয়াতি কাণ্ডে আদৌ কি দোষীদের শাস্তি হবে? আশঙ্কার প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’ https://thenewsbangla.com/mamata-banerjees-close-aide-former-ips-bharti-ghosh-joins-bjp/ Mon, 04 Feb 2019 13:23:07 +0000 https://www.thenewsbangla.com/?p=6386 শেষ পর্যন্ত সব জল্পনার অবসান৷ বিজেপিতে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ৷ সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী ও রবিশঙ্কর প্রসাদের উপস্থিতে বিজেপিতে যোগ দিলেন তিনি।

গত অগাস্টেই একটি অডিও বার্তায় নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছিলেন ভারতী ঘোষ। তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি। মুকুল রায়ের হাত ধরে বিজেপির সঙ্গে যে সখ্যতা বাড়ছিল, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছিল।

মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন 'মমতার মেয়ে'
মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’/The News বাংলা

“মমতাই আমার মা”, হাঁ একসময় প্রকাশ্য মঞ্চে মমতাকে মা বলেছিলেন তিনি। সেইসময় মমতার ঘনিষ্ঠ ভারতী ঘোষ ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি। তবে সেই সম্পর্ক বেশিদিন মধুর হয়নি৷ তাঁর বিরুদ্ধে জোর করে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে৷

আরও পড়ুনঃ সিবিআই অফিসারদের বউ বাচ্চাদের হেনস্থা কলকাতা পুলিশের, রিপোর্ট রাজ্যপালের

এছাড়া ভারতীর দেহরক্ষী সুজিত মণ্ডলের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে৷ সুজিতকে গ্রেফতার করা হয়েছে। এরপর অবশ্য ভারতী চাকরি থেকে ইস্তফা দেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগও জানিয়েছিলেন৷ ২০১৭ সালেই চাকরি থেকে ইস্তফা দেন ভারতী।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

এদিন যখন সিবিআই-এর প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইসময় অন্যদিকে বিজেপিতে যোগ দিলেন ভারতী। ভারতী একটানা ছয় বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে ডাকতেন। প্রকাশ্যেও তিনি মমতাকে মা সম্বোধন করতেন।

মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন 'মমতার মেয়ে'
মায়ের প্রতিহিংসা থেকে বাঁচতেই কি বিজেপিতে যোগ দিলেন ‘মমতার মেয়ে’/The News বাংলা

রাজনীতিকেরা বলেন, মমতার সঙ্গে ভারতী ঘোষের সুমধুর সম্পর্কের জেরেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ছিল ভারতী ঘোষের একচ্ছত্র আধিপত্য। বিরোধীদের অভিযোগ, তিনি ছিলেন তৃণমূলের এক অপ্রকাশ্য নেত্রীও। দলকে গোছানো, দলকে বাড়ানো, অন্য দল ভাঙা, কাউকে দলে আনা, এসবের দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

এর ফলে এই পশ্চিম মেদিনীপুরে বাড়বাড়ন্ত হয়েছিল তৃণমূলের। এ জন্য তিনি ছিলেন মমতার নয়নমণি। ২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দলের চাপের মুখে ভারতী ঘোষকে ওই পদ থেকে সরিয়ে দেয় ভারতের নির্বাচন কমিশন। তবে আবার নির্বাচন সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতী ঘোষকে স্বপদে ফিরিয়েও আনেন। এতে মমতা বা তৃণমূলের সঙ্গে ভারতী ঘোষের সুসম্পর্কের দিকটি স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

শুধু মমতা কেন, মমতার দলের সেই সময়কার দ্বিতীয় শক্তিশালী নেতা মুকুল রায়ের সঙ্গেও ছিল ভারতী ঘোষের সুসম্পর্ক। মমতা বা মুকুল রায়ের সঙ্গে এই সুসম্পর্কে ছেদ ঘটে মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর। অভিযোগ ওঠে, মুকুল রায় বিজেপিতে যোগদানের পর ভারতী ঘোষ নাকি মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক রাখতেন। এটা মেনে নিতে পারেননি মমতা ও পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা ও রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী। এরপর শুরু হয় ওই মন্ত্রীর সঙ্গে ভারতী ঘোষের ঠান্ডাযুদ্ধ।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

এই সময়ই হঠাৎ করে ভারতী ঘোষের পদাবনতি ঘটিয়ে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে তাঁকে বদলি করা হয় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। এটাই মেনে নিতে পারেন নি ভারতী ঘোষ। তিনি নতুন পদে যোগ না দিয়ে পদত্যাগ করেন। আবেদন করেন স্বেচ্ছা-অবসরের। এই কারণে সম্পর্ক শেষ হয় মমতার সঙ্গে। জোরালো হয় মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক। শুরু হয় ভারতী ঘোষকে নিয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজনীতি।

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

তাঁকে নাস্তানাবুদ করার জন্য মামলা হয়, বলেই অভিযোগ ছিল ভারতী ঘোষ এর। সিআইডিও ভারতী ঘোষের অবৈধ সম্পত্তির খোঁজে নেমে পড়ে। তল্লাশি চালানো হয় কলকাতার আনন্দপুরে ভারতী ঘোষের তিনটি বাড়িতে। এই তল্লাশির পরই সিআইডি দাবি করে, তাঁর আস্তানা থেকে উদ্ধার হয়েছে নগদ আড়াই কোটি টাকার নতুন নোট। এ ছাড়া অন্যান্য সামগ্রী।

আরও পড়ুনঃ যোগী আদিত্যনাথকে আদৌ বাংলায় নামার অনুমতি দেবে মমতা ব্যানার্জী সরকার

সিআইডি ইতিমধ্যেই ভারতী ঘোষের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। মামলা চলছে ভারতী ঘোষের বিরুদ্ধে। বসে ছিলেন না ভারতী ঘোষও। তিনি ও তাঁর স্বামী এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। এরপরেই ভারতী ঘোষকে বিজেপিতে নেওয়ার জন্য তৎপরতা শুরু করে দেয় বিজেপি নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকও করেন ভারতী ঘোষ।

সোমবার শেষ পর্যন্ত বিজেপিতেই যোগ দিলেন তিনি। বলা হচ্ছে মমতার প্রতিহিংসা থেকে বাঁচতেই বিজেপিতে ভারতী। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারতী ঘোষ কি রেহাই পাবেন দুর্নীতির সব অভিযোগ থেকে? নাকি বিজেপিতে যোগ দিয়ে মমতাবিরোধী অস্ত্র হবেন? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মামলাগুলোর কি হবে?

]]>
মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে https://thenewsbangla.com/ips-of-bengal-in-danger-to-retain-the-cbi-officers-on-the-order-of-mamata/ Mon, 04 Feb 2019 07:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=6362 মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা এবার বিপদে পরলেন। সিবিআই অফিসারদের গায়ে হাত তোলা আইপিএস-দের রিপোর্ট চাইল কেন্দ্র। রাজ্যের কাছ থেকে এই সব আইপিএসদের রিপোর্ট চেয়ে পাঠাল কেন্দ্র। রাজীব কুমার, সুরজিৎ কর পুরকায়স্ত এর পাশাপাশি ৪ আইপিএস অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।

সিবিআই অফিসাররা কেন্দ্রীয় সংস্থার অফিসার। আইপিএস-রাও সেই কেন্দ্রীয় সংস্থারই অফিসার। একটি কেন্দ্রীয় সংস্থার কাজে কি করে বাধা দেয় আর এক কেন্দ্রীয় সংস্থার অফিসাররা? প্রশ্ন তুলেছে নরেন্দ্র মোদী সরকার। শুধু কাজে বাধা দেওয়াই নয়, রীতিমত গায়ে হাত তুলে জোর জবরদস্তি তাদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। আর এখানেই বাংলার আইপিএসরা তাঁদের চাকরির কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সোমবারই রাজ্যের চীফ সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়ে এই কাজে লিপ্ত থাকা আইপিএস অফিসারদের সব রিপোর্ট চাইল কেন্দ্র। রাজনাথ সিং এর স্বরাষ্ট্র দফতর বাংলার এই আইপিএস-দের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মোদী সরকার। মনে করা হচ্ছে এই আইপিএস-দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার।

সিবিআইয়ের তরফ থেকে দেশের শীর্ষ আদালতে সোমবারই জানানো হয়েছে যে, রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকদের। যেটা সাংবিধানিক সংকট সৃষ্টির সমান। গায়ে হাত তুলে জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হয় থানায়। সুপ্রিম কোর্টের পাশাপাশি এই রিপোর্ট জমা পরেছে কেন্দ্র স্বরাষ্ট্র দফতরের কাছেও।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

এমনকি কলকাতায় সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে রবিবার তাঁর দফতরেই বন্দি করে কলকাতা পুলিশের বাহিনী। যেটাও অবিশ্বাস্য একটা ব্যপার। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের দফতর থেকে পুলিশি ঘেরাও মুক্ত করতে হয়। পুলিশের ঘেরাওয়ের হাত থেকে সিবিআইকে মুক্ত করতে, হস্তক্ষেপ চাওয়া হয় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

আর এখানেই পুরো বিষয়ে প্রচণ্ড ক্ষুব্ধ কেন্দ্র স্বরাষ্ট্র দফতর। সিবিআই আধিকারিকদের হেনস্থা ও সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে তাঁর দফতরেই বন্দি করে রাখার এই সিদ্ধান্তে যে সব আইপিএস অফিসাররা জড়িত আছেন, তাঁদের সবার বিরুদ্ধেই চাকরির কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে তদন্ত করবে মোদী সরকার। দিল্লি সূত্রে এমনটাই খবর। তবে এত কাণ্ডের পর রাজ্য সরকার কি এই বিষয়ে কেন্দ্রকে কোন সাহায্য করবে? সেটাও প্রশ্ন।

ফলে বলাই যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদেশ মেনে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরাগভাজন হলেন বাংলার আইপিএস-রা। এঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ইতিমধ্যেই রাজ্যের ডিজি ও পুলিশ কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই। খুব তাড়াতাড়ি বাংলায় পোস্টিং বেশ কয়েকজন আইপিএস অফিসার কেন্দ্রের শো-কজ নোটিস পেতে চলেছেন সেটা পরিষ্কার।

]]>
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস https://thenewsbangla.com/sacked-cbi-chief-alok-verma-refuses-to-join-new-post-resigns-from-ips/ Fri, 11 Jan 2019 12:41:26 +0000 https://www.thenewsbangla.com/?p=5485 The News বাংলা: চাকরিই ছেড়ে দিলেন আইপিএস অলোক বর্মা। সিবিআই প্রধান থেকে অপসারণ করে দমকল দফতরের ডিজি পদে বদলি করে দেওয়ার পরেই প্রতিবাদে চাকরি ছাড়লেন এই আইপিএস। আর এই নিয়েই মোদী সরকারের দিকে তোপ দেগেছেন কংগ্রেস সহ বিরোধীরা। ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেন্টার ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট দেখে, বৃহস্পতিবারই দুর্নীতির অভিযোগে অলোক বর্মাকে সিবিআই প্ৰধান থেকে অপসারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্যের সিলেক্ট কমিটি। সিবিআই প্রধান থেকে অপসারণ করে শুক্রবারই তাঁকে দমকল দফতরের ডিজির দায়িত্ব দিয়ে পাঠান হয়।

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা

তারপরই অলোক বর্মা সংবাদমাধ্যমে নিজের মতামত জানিয়ে বলেন, ‘সিবিআই এর মত তদন্তকারী সংস্থার স্বাধীনতাকে রক্ষা করা উচিত। এই সংস্থার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছিল। আমি তা বাঁচানোর চেষ্টা করেছি’। তাঁকে অপসারণ ও বদলির নির্দেশকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন অলোক বর্মা। এরপর চাকরি থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ

ঘুষ নেবার দায়ে সিবিআই হাতে গ্রেফতার হবেন সিবিআই এরই স্পেশ্যাল ডিরেক্টর

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

সিবিআই প্ৰধান থেকে সরিয়ে ১৯৭৯ সালের ব্যাচের আইপিএস অফিসার অলোক বর্মাকে দমকলের ডিজি পদে বদলি করে দেওয়া হয়। একইসঙ্গে তাঁর হাতে সিভিল ডিফেন্স ও হোম গার্ডের দফতরও দেওয়া হয়। তবে এর কোনওটাতেই যোগ না দিয়ে আইপিএস পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার তাঁকে ফের সিবিআই প্রধানের পদে বসিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবার কাজে যোগও দিয়েছিলেন অলোক বর্মা। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার ফের সিলেক্ট কমিটি তাঁকে সরিয়ে দেয় সিবিআই প্রধানের পদ থেকে। করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দমকলের ডিরেক্টর জেনারেল। শুক্রবার কাজে যোগ না দিয়েই সেই পদ থেকে পদত্যাগ করলেন অলোক বর্মা।

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা

অলোক বর্মা ৩১ জানুয়ারি পর্যন্ত সিবিআই প্রধানের দায়িত্ব সামলাবেন কিনা তা নিয়ে আলোচনার জন্য যে সিলেক্ট কমিটি ছিল, তার মাথায় ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়া ওই কমিটিতে থাকার কথা বিরোধী নেতা রাহুল গান্ধী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

আরও পড়ুনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

তবে প্রধানমন্ত্রী থাকলেও বিরোধী দল কংগ্রেসের তরফে ছিলেন মল্লিকার্জুন খাড়গে এবং প্রধান বিচারপতির তরফে ছিলেন বিচারপতি একে সিকরি। সুপ্রিম কোর্টের যে বেঞ্চ অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে দিয়েছিল, তার সদস্য ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাই তিনি নিজে আর উচ্চপর্যায়ের কমিটিতে থাকেননি। প্রতিনিধি রেখেছিলেন সিকরিকে।

সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের অভিযোগের ভিত্তিতে এই সিলেক্ট কমিটি সিদ্ধান্ত নেয়, বর্মাকে সিবিআই প্রধান থেকে সরিয়ে দেওয়া হবে। কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিলেও নরেন্দ্র মোদী ও বিচারপতি সিকরি অপসারণ এর পক্ষে ভোট দেন।

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা

গত বছরের অক্টোবর মাস থেকেই দুই আইপিএস অফিসার অলোক বর্মা ও রাকেশ আস্থানার ঝগড়ায় ও তাতে মোদী সরকারের হস্তক্ষেপে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দেশের এক নম্বর তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অন্দর মহলে। অক্টোবরের ২৩ তারিখে প্রধানমন্ত্রীর দফতর সিদ্ধান্ত নেয় ছুটিতে পাঠানো হবে বিবাদমান দুই কর্তাকেই। সেই অনুযায়ী মোদীর নির্দেশে ২৩ অক্টোবর রাত প্রায় দুটোর সময়ে সিবিআই প্রধানের দায়িত্ব নেন নাগেশ্বর রাও।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা। রাহুল গান্ধী সোজাসাপটা অভিযোগ করেন, রাফায়েল নিয়ে তদন্ত করতে চাইছিলেন বলেই অলোক বর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অলোক বর্মাও।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে জিতে ফের সিবিআই প্রধান হলেও বুধবার ফের তাঁকে সরিয়ে দেয় সিলেক্ট কমিটি। আর শুক্রবার কোন নতুন দায়িত্ব না নিয়ে একেবারে আইপিএস এর চাকরিই ছেড়ে দিলেন অলোক বর্মা।

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা
সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস/The News বাংলা

৩১ জানুয়ারি অবসর নেওয়ার কথা ছিল অলোক বর্মার। তার ২০দিন আগে চাকরি থেকে ইস্তফা দিলেন তিনি। ইস্তফা দেওয়ার আগে মুখ খোলেন অলোক বর্মা। সংবাদসংস্থা পিটিআই-কে জানান, ‘মিথ্যা অভিযোগে তাঁকে সরানো হয়েছে। তাঁকে সরানোর মধ্যে দিয়ে সংস্থার স্বাধীকার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বলে দাবি করেন ক্ষমতাচ্যুত সিবিআই অধিকর্তা অলোক বর্মা’।

আরও পড়ুনঃ

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর জানান, ‘দেশের বড়বড় দুর্নীতির তদন্ত করে থাকে সিবিআই। ফলে এই সংস্থার স্বাধীনতা থাকা উচিত। আমি সংস্থার সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে চেয়েছিলাম। সেটা বজায় রাখতে চেয়েছিলাম। অভিযোগকারীর একার মিথ্যে বয়ানেই আমাকে সরিয়ে দেওয়া হল’।

অলোক বর্মার জায়গায় পুর্নবহাল করা হয়েছে নাগেশ্বর রাওকে৷ ১৯৮৬ সালের ওড়িশা ক্যাডারের এই আইপিএস অফিসার সিবিআই অধিকর্তার দায়িত্ব নিয়েই অলোক বর্মার নেওয়া সব ট্রান্সফার অর্ডার বাতিল করে দেন। এদিকে সিবিআই অধিকর্তা হিসাবে নাগেশ্বর রাওয়ের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ।

অলোক বর্মার এই অপসারণ ও পদত্যাগ নিয়ে আসরে নেমেছেন বিরোধীরা। আইপিএস এর চাকরি ছেড়ে অলোক বর্মা, লোকসভা ভোটের আগে বিরোধীদের হাতে সরকারের বিরুদ্ধে শাণিত অস্ত্র তুলে দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>