IndiaVsPakistan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 26 Sep 2022 05:34:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg IndiaVsPakistan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানের জন্য ‘বিশেষ সামরিক প্যাকেজ’, আমেরিকাকে ‘একহাত’ নিল ভারত https://thenewsbangla.com/usa-special-military-package-for-pakistan-india-protest-against-america-decisions/ Mon, 26 Sep 2022 05:33:34 +0000 https://thenewsbangla.com/?p=16848 পাকিস্তানের জন্য ‘বিশেষ সামরিক প্যাকেজ’ ঘোষণা করল জো বাইডেন সরকার, আর তারপরেই আমেরিকাকে ‘একহাত’ নিয়েছে ভারত। এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জিনিসের সরবরাহ, পাকিস্তানকে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার পরিকল্পনা ‘ফরেন মিলিটারি সেলস’এর আওতায়, এফ-১৬ যুদ্ধবিমানের হার্ডওয়্যার-সফ্টওয়্যার সহ পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী দেওয়া হবে। আর এতেই চটেছে ভারত।

পাকিস্তানের জন্য বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। “পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ জেটগুলির আধুনিকীকরণের জন্য, এই অর্থ বরাদ্দ করা হয়েছে”, দাবি ওয়াশিংটনের। এতে নাকি পাকিস্তানের সন্ত্রা’সবি’রোধী লড়াই, আরও জোরাল হবে! কিন্তু এতেই চরম ক্ষুব্ধ ভারত। শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ায়, আমেরিকাকে একহাত নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

আরও পড়ুনঃ মহালয়ার ভিডিওয় দুর্গা সেজে, ‘মৌল’বাদী’দের হু’মকির মুখে ‘মহানায়িকা’

ওয়াশিংটনের এক অনুষ্ঠানে, আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করে, আমেরিকার কোনও উদ্দেশ্যপূরণ হচ্ছেনা”। কড়া ভাষায় জয়শংকর বলেন, “বিষয়টি নিয়ে আমেরিকার ভেবে দেখার সময় হয়েছে। আপনারা বলছেন, এফ-১৬ যুদ্ধবিমান সন্ত্রা’সবিরোধী লড়াইয়ে ব্যবহার করবে পাকিস্তান। আপনারা কাকে নির্বোধ ভাবছেন! সবাই জানে, এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার হবে। ভেবে দেখুন আপনারা কী করছেন”।

যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আমেরিকার ‘পাকিস্তানি প্যাকেজ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। রাজনাথ জানান, “যেভাবে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্যাকেজের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, তা নিয়ে ভারত একেবারেই সন্তুষ্ট নয়”।

]]>
চিনা যু’দ্ধবিমান কিনে ফ্যাসাদে পাকিস্তান, সাহায্য চাইল রাশিয়ার কাছে https://thenewsbangla.com/pakistan-face-problems-with-chinese-fighter-jet-jf17-seeking-help-from-russia/ Wed, 24 Aug 2022 08:03:44 +0000 https://thenewsbangla.com/?p=16388 চিনা যু’দ্ধবিমান কিনে ফ্যাসাদে পাকিস্তান, সাহায্য চাইল রাশিয়ার কাছে। জেএফ-১৭, চিনের তৈরি যু’দ্ধবিমান। ভারতকে টক্কর দিতে, বন্ধু চিনের এই বিমানের উপর নির্ভর করেছিল পাকিস্তান। আর এই নিয়েই এখন মহাবিপদে পড়েছে পাকিস্তান। না পারছে গিলতে, না পারছে উগরাতে। গলার কাঁটা হয়ে গিয়েছে, বন্ধু চিনের দেওয়া জেএফ-১৭। খুব তাড়াতাড়ি যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে, সেই যন্ত্রাংশ আর পাঠাচ্ছে না চিন। বন্ধ হয়ে পরে আছে, অধিকাংশ জেএফ-১৭ বিমান। এবার চিনের সেই বিমান সারাতে, রাশিয়ার কাছে হাত পাতল পাকিস্তান।

ইউক্রেন যু’দ্ধের আবহে রাশিয়া থেকে গোপনে, জেএফ-১৭ যু’দ্ধবিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ কিনতে তৎপর হয়েছে পাকিস্তান। ইউক্রেন সরকারের একটি রিপোর্টে বলা হয়েছে, চিনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার যু’দ্ধবিমানের জন্য, রাশিয়ায় তৈরি ক্লিমোভ আরডি-৯৩ জেট ইঞ্জিন ও তার যন্ত্রাংশ কেনার বিষয়ে ইতিমধ্যেই গোপনে ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুন; ৩০ বছর পর কাশ্মীরে আবার যুগান্তকারী ঘটনা, আনন্দে ভাসছে ভূস্বর্গের মানুষ

এদিকে ইউক্রেন যু’দ্ধের কারণে, আমেরিকা এবং ইউরোপের দেশগুলি একাধিক রুশ সংস্থার উপর নিষে’ধাজ্ঞা জারি করেছে। জেএফ-১৭ ছাড়াও মিগ-২৯, মিগ-৩৫-সহ একাধিক রুশ যু’দ্ধবিমানের, ইঞ্জিন নির্মাতা সংস্থা ক্লিমোভ রয়েছে সেই নিষে’ধাজ্ঞার তালিকায়। আগে থেকেই ওয়াশিংটনের নিষে’ধাজ্ঞার তালিকায় রয়েছে, ক্লিমোভের ইঞ্জিন সরবরাহকারী সংস্থা ‘রোসোবোরোনেক্সপোর্ট’। ফলে যু’দ্ধবিমানের ইঞ্জিনের যন্ত্রাংশের অভাবে, বিপাকে পড়েছে পাক বিমানবাহিনীর জেএফ-১৭ স্কোয়াড্রনগুলি। বন্ধু চিন যে এভাবে ডুবিয়ে দেবে, তা ভাবতেও পারেনি ভারতের ‘প্রতিবেশী’ পাকিস্তান।

]]>