Indian Air Force – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 07:39:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Indian Air Force – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীর হাতে ঘুরছে দেশের চাকা, ভারতের কাছে হাত পাতল আমেরিকা https://thenewsbangla.com/aatma-nirbhar-bharat-by-narendra-modi-got-great-success-on-tejas-fighter-jet/ Mon, 08 Aug 2022 07:39:03 +0000 https://thenewsbangla.com/?p=15921 মোদীর হাতে ঘুরছে দেশের চাকা; এবার ভারতের কাছে হাত পাতল আমেরিকা। অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ভারতীয় সেনার জন্য, সামরিক সরঞ্জামের ক্ষেত্রে; দেশ এতদিন পুরোটাই বিদেশ-নির্ভর ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের হাত ধরে; সেই প্রবণতা আগেই ত্যাগ করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র-প্রতিরক্ষা সরঞ্জাম; এবার বিদেশে রফতানিতেও জোর দেওয়া হচ্ছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। চিন-রাশিয়ার যুদ্ধবিমান ছেড়ে, ভারতের তেজস ফাইটার-জেট কিনতে; আগ্রহী একাধিক দেশ। মালেশিয়া, অস্ট্রেলিয়া, মিশর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কাতার, সিঙ্গাপুরের পর; সেই তালিকায় এবার নতুনভাবে সংযোজন হল আমেরিকা।

মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়; গতবছরেই মালয়েশিয়ার বায়ুসেনা মোট ১৮টি তেজস বিমান ভারতের কাছ থেকে কিনতে চেয়েছিল। সেইমতই ভারতে তৈরি এই যুদ্ধবিমান; মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তেজস কেনার জন্য; ভারতকে অনুরোধ করল আমেরিকা। এই খবর সামনে এনেছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন; চিনের ভয় উড়িয়ে, সীমান্তে ৬০০ গ্রাম ফের গড়ে দিচ্ছে কেন্দ্র সরকার

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট; একাধিক পরীক্ষায় নিজের শক্তি-প্রদর্শনের পাশাপাশি; নির্ভুল নিশানা দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে। হালকা ওজনের তেজস যুদ্ধবিমান; শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। বিপক্ষের যুদ্ধবিমানকে ধ্বংস করার পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থেকেও; নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে আঘাত হানতে পারে তেজস।

]]>
লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত https://thenewsbangla.com/china-violates-airspace-on-ladakh-border-india-gives-warning-to-take-action/ Sat, 06 Aug 2022 10:37:26 +0000 https://thenewsbangla.com/?p=15859 লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের; এবার রীতিমত হুঁশিয়ারি দিল ভারত। ২০২০ সালে যখন চিনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা, সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল; তখন থেকেই সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল। তবে বারবার চিনের বিমানের সীমান্ত দিয়ে উড়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক; আগামী-দিনে এটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে চিনকে সতর্ক করল ভারত।

সীমান্তে আকাশসীমা লঙ্ঘন এবং প্ররোচনা দেওয়ার ঘটনা নিয়ে; ফের এক দফা বৈঠক সারলেন ভারত-চিন সামরিক পর্যায়ের কর্তারা। গত ২রা অগস্ট এই বৈঠক হয়; পূর্ব লাদাখের চুশুল-মোন্ডো সীমান্ত এলাকায়। চিন সেনা যেভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে; তা নিয়ে সরব হয় ভারত। এই ধরনের ঘটনায় যাতে ভবিষ্যতে না ঘটে; বৈঠকে তার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

গত একমাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায়; চিনের বিমানবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত। এই ধরনের উস্কা’নিমূলক কার্যকলাপ যাতে আর না হয়; সেই ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। চিন-বাহিনী তাদের যুদ্ধবিমানের মহড়া; পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষা এলাকাতেও চালাচ্ছে। সেই সময়ই চিনা বিমানের উপস্থিতিকে ঘিরে; ভারত প্রশ্ন তুলেছে। এরপর কিছু ঘটলে, ভারতীয় বায়ুসেনাও নিয়ম মেনেই পদক্ষেপ নেবে; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে চিনকে। বৈঠকে উভয়পক্ষের বিমানবাহিনী ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই https://thenewsbangla.com/agniveer-scheme-agnipath-recruitment-2022-eligibility-criteria-age-limit/ Fri, 24 Jun 2022 04:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15697 অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন; ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। কোন পদে কী যোগ্যতা লাগবে জেনে নিন এখনই। সেনায় জওয়ান নিয়োগের জন্য, এই বছরেই অগ্নিপথ প্রকল্পের কথা; ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তা নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে; তারমধ্যেই নিয়োগ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে কেন্দ্র এবং ভারতীয় সেনার তরফে। এবার শুরুও হয়ে গেল; অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া। অগ্নিবীর পদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইতিমধ্যেই জেনে গেছে সবাই; এবার দেখে নিন এই পদে নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে।

বিভিন্ন পদে ও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে; নিয়োগ হবে সেনার তিন বাহিনীতেই। বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া; তবে সব বাহিনীর ক্ষেত্রেই নিয়ম একই। দেখে নিন এখনই।

আরও পড়ুনঃ বেমালুম উধাও হয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-কে ইঞ্জেকশন দেওয়া নার্স রাজদুলারী টিকু

অগ্নিবীর (জেনারেল ডিউটি, অন আর্মস);
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে, দশম শ্রেণি বা তার সমকক্ষ; কোনও পরীক্ষা পাশ করে থাকতে হবে। তার সঙ্গেই প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর; পেয়ে থাকতে হবে। যে বোর্ডে গ্রেড সিস্টেম রয়েছে, তার ক্ষেত্রে প্রতি বিষয়ে; অন্তত ডি-গ্রেড (৩৩%-৪০%) পেতে হবে। অথবা এমন কোনও গ্রেড পেতে হবে; যা আদতে ৩৩% শতাংশ নম্বর বোঝায়। এছাড়া সব মিলিয়ে সি২ গ্রেড অথবা ৪৫% নম্বর বোঝায় এমন গ্রেড পেতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস):
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক থাকতে হবে। ওই তিনটি বিষয় এবং ইংরেজিতে আলাদা করে; অন্তত ৪০% নম্বর থাকতে হবে। এছাড়া সামগ্রিক ভাবে মোট ৫০% নম্বর থাকতে হবে।

অথবা
কেন্দ্র বা রাজ্য স্বীকৃত যেকোনও বোর্ড থেকে; ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের NIOS এবং ITI কোর্স করা থাকবে হবে; যেখানে NSQF লেভেল ৪ বা তার উপরে থাকতে হবে।

অগ্নিবীর (টেকনিক্যাল, এভিয়েশেন অ্যান্ড অ্যামুনিশন সেন্টার)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: উপরে উল্লিখিত অগ্নিবীর (টেকনিক্যাল, অন আর্মস) পদের মতোই।

অগ্নিবীর ক্লার্ক/স্টোরকিপার (টেকনিক্যাল, অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয় নিয়ে (কলা, বিজ্ঞান বা কমার্স) ১০+২ স্তর বা দ্বাদশ স্তর বা সমগোত্রীয়; শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মোট ৬০% নম্বর এবং প্রতিটি বিষয়ে; অন্তত ৫০% নম্বর থাকতে হবে। দ্বাদশ স্তরের পরীক্ষায় ইংরেজি এবং অঙ্ক অথবা অ্যাকাউন্টেসি অথবা বুক কিপিংয়ে; অন্তত ৫০% নম্বর পাওয়া বাধ্যতামূলক।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

অগ্নিবীর ট্রেডসম্যান (অল আর্মস)
বয়সসীমা: ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে; প্রতিটি বিষয়ে অন্তত ৩৩% নম্বর থাকতে হবে।

বয়সসীমায় বিশেষ ছাড়; শুধুমাত্র এই বছরের নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায়; বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ২১ বছর থেকে বাড়িয়ে তা ২৩ বছর করা হয়েছে।

]]>
লাদাখ সীমান্তে তৈরি চিনের ২৫টি যুদ্ধবিমান, ফের ভারতে হা’মলার প্রস্তুতিতে লালফৌজ https://thenewsbangla.com/ladakh-border-25-chinese-warplanes-stationed-red-army-preparing-to-attack-india-again/ Sat, 11 Jun 2022 05:39:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15386 লাদাখ সীমান্তে তৈরি চিনের ২৫টি যুদ্ধবিমান; ফের ভারতে হা’মলার প্রস্তুতিতে লালফৌজ। চিনের সামরিক তোড়জোড় নিয়ে; ফের উদ্বেগজনক পরিস্থিতি লাদাখ সীমান্তে। লাদাখে যে ভাবে যু’দ্ধ প্রস্তুতি শুরু করেছে চিনের সেনা; তা নিয়ে আশ’ঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ভারতের। না ভারতের কোন গোয়েন্দা সংস্থা নয়; নয়াদিল্লিতে এসে এমনটাই বলেছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন।

মার্কিন কমান্ডারের এই সতর্কবার্তার রেশ না কাটতেই জানা গিয়েছে; পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তের কাছে প্রায় ২৫টি অত্যাধুনিক যু’দ্ধবিমান তৈরি রেখেছে চিন। ভারতের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্তের ওপারে; চিনের হোটান বায়ুসেনা ঘাঁটিতে গত কয়েক সপ্তাহ ধরেই বেশ তৎপরতা নজরে এসেছে। সেখানে ২৫টি অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যু’দ্ধবিমান; মোতায়েন করেছে লালফৌজ। আগে ওই এয়ারবেসে মিগ-২১-এর মত; যু’দ্ধবিমান রাখত চিন।

আরও পড়ুন; ‘বর্বর পাকিস্তান’, প্রমাণ নিয়ে দেশে ফিরেছিলেন কার্গিল যুদ্ধের প্রথম শহিদ ক্যাপ্টেন সৌরভ কালিয়া

কিন্তু এবার আধুনিক ও যেকোন পরিস্থিতে যু’দ্ধে সক্ষম; জে-১১ এর মতো যু’দ্ধবিমান মোতায়েন করেছে চিন; যা যথেষ্ট চিন্তার বিষয় ভারতের কাছে। এর থেকেই বোঝা যাচ্ছে, গালওয়ান সং’ঘর্ষের পরও; ভারতের দিকে নিজেদের আ’গ্রাসী পদক্ষেপ থামায়নি চিন। লাদাখ সীমান্ত ঘেঁষা চিনের এই হোটান বিমানঘাঁটি-তেই; পরীক্ষা চলছে লালফৌজের ‘H-20’ বো’মারু বিমানের। জানা গেছে, চিনের এই স্টেলথ বিমানটি; ট্রায়ালের অন্তিম পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন; সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ-দের মতে, “আগামী কয়েকমাসের মধ্যেই; চিনা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যু’দ্ধবিমানটি। আসলে ভারতের অত্যাধুনিক রাফাল ফাইটার জেটগুলির মোকাবিলায়; এই নয়া যু’দ্ধবিমান মোতায়েন করতে চলেছে বেজিং”। অবশ্য তার আগেই নিজেদের, অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যু’দ্ধবিমান; লাদাখে মোতায়েন করেছে চিন।

ভারতের কারাকোরাম পাসের, উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে; চিনের হোটান বায়ুসেনা ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে; ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। দুই দেশের কূটনৈতিক আলোচনায়, সেনা প্রত্যাহারে মৌখিকভাবে চিন রাজি হলেও; বাস্তবে তেমন কোনও পদক্ষেপ করেনি লালফৌজ। এই পরিস্থিতিতে সেখানে আরও ২৫টি যু’দ্ধবিমান মোতায়েন করার খবর; যে ভাল ইঙ্গিত নয় বুঝেছে ভারত।

]]>
সীমান্তে শহীদ জওয়ানের বোনের বিয়েতে হাজির বায়ুসেনার গরুড় কম্যান্ডোরা https://thenewsbangla.com/martyr-garud-commando-sister-wedding-jawans-perform-marriage-ritual/ Fri, 21 Jun 2019 08:33:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14221 জংগীদের গুলিতে দু বছর আগে ২০১৭ সালে; শহীদ হয়েছিলেন কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালা। জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ হন ভারতীয় বায়ুসেনার গরুড় কম্যান্ডো জ্যোতিপ্রকাশ। অসাধারণ সাহসিকতার ও বীরত্বের জন্য পেয়েছেন মরনোত্তর অশোক চক্র সম্মানও।

কিন্তু তারপর কেটে গেছে অনেকদিন; স্মৃতির আড়ালে চলে গেছে শহীদের পরিবার। সাধারণত প্রতি ক্ষেত্রে যা হয়; তেমন ঘটেছিল কম্যান্ডো জ্যোতিপ্রকাশ নিরালার পরিবারের সাথেও। পরিবারের একমাত্র চাকুরিজীবী ছেলে শহীদ হওয়ার পর; চরম আর্থিক সংকটে ভুগছিল জ্যোতিপ্রকাশের পরিবার।

আরও পড়ুনঃ মাইনাস ২০ ডিগ্রিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন ভারতীয় জওয়ানদের

দেশের জনগণ ভুলে গেলেও; শহীদ জওয়ান জ্যোতিপ্রকাশের এক সময়ের সহকর্মী ও বন্ধুরা ভুলে যাননি পরিবারটিকে। শহীদ জওয়ান জ্যোতিপ্রকাশের অবর্তমানে; তাঁর বোনের বিয়ের সমস্ত ব্যবস্থা করলেন সেই জওয়ানরাই।

বিয়ের দিন জ্যোতিপ্রকাশের বাড়ীতে হাজির হয়ে বোন কে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ী পাঠালেন ৫০ জন জওয়ান। অভূতপুর্ব এই ঘটনার সাক্ষী থাকল বিহারের রোহতাসের বাদিলাডিহ গ্রাম। দায়িত্ব নিয়ে; দাঁড়িয়ে থেকে বোনের বিয়ের শুভ কাজ সম্পন্ন করলেন তাঁরা।

আরও পড়ুনঃ উত্তপ্ত ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, মৃতদেহ নিয়ে মিছিল বিজেপির

গত সপ্তাহে; শহীদ গরুড় কমান্ডো জ্যোতিপ্রকাশ নিরালার বোনের বিয়ে ছিল। শহীদ সহকর্মীর বোনের বিয়ের খবর পেয়ে; সটান বিয়ে বাড়ীতে হাজির হয়ে যান দাদার ৫০ জন সহকর্মী জওয়ান। প্রথা অনুযায়ী; দু’টি লাইনে ভাগ হয়ে হাঁটু মুড়ে মাটিতে হাত রেখে; তালু উপরের দিকে ঘুরিয়ে বোনকে ছাদনাতলায় পৌঁছে দেন ৫০ জন জওয়ান।

জীবনের শেষদিনেও দেশরক্ষার দায়িত্ব পালন করেছিলেন জ্যোতিপ্রকাশ। পাঁচ জঙ্গিকে নিকেশ করে মৃত্যুবরণ করেছিলেন তিনি। ২০১৮-এর প্রজাতন্ত্র দিবসে শহীদ জওয়ানকে সম্মান জানিয়েছিল কেন্দ্র।

আর্থিক অসচ্ছলতার কারনে; মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ ছিল না তাঁদের। তখনই পরিবারের পাশে দাঁড়ায় জ্যোতিপ্রকাশের এক সময়ের সহকর্মীরা। পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বায়ুসেনার গরুড় কম্যান্ডো বাহিনীর জওয়ানরা।

গরুড় ফোর্সের প্রত্যেক জওয়ান ৫০০ টাকা করে দিয়ে, মোট পাঁচ লক্ষ টাকা তুলে দেন শহীদের পরিবারের হাতে। সেই টাকা দিয়েই সম্প্রতি পাটনায় শুভবিবাহ সম্পন্ন হয়েছে শহীদ জ্যোতিপ্রকাশের বোনের। বায়ুসেনার এই উদ্যোগে দেশের মানুষের কাছে আবারও প্রমান হল; সীমান্তে যারা দেশকে রক্ষা করে তাঁদের জায়গা অনেক উঁচুতে।

]]>
১৩ জন আরোহী নিয়ে নিখোঁজ ভারতীয় বিমান বাহিনীর বিমান https://thenewsbangla.com/indian-air-force-an32-with-13-persons-onboard-goes-missing-at-assam/ Mon, 03 Jun 2019 15:50:02 +0000 https://www.thenewsbangla.com/?p=13508 ১৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেল ভারতীয় বিমান বাহিনী এএন-৩২; আসামের জোড়হাট থেকে আজ অরুণাচল প্রদেশের মেচুকা যাবার পথে নিখোঁজ হয় বিমানটি। সোভিয়েত রাশিয়ার তৈরি অ্যান্টোনভ পরিবহন বিমানটি ১২ঃ১৫ নাগাদ জোড়হাট বিমানের বেস থেকে ছাড়ে; রাত ১ টার পরে বিমানটির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অনুসন্ধানকারী দলের তরফে জানা গেছে; বিমানটিকে টেটোর নিকটবর্তী পেয়ুম গ্রামের কাছাকাছি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যায়; বিমানটিতে আট জন সদস্য ও পাঁচজন যাত্রী ছিল; প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন; তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিমানটির নির্ধারিত ফ্লাইট রুটের নিচে রয়েছে পর্বত ও ঘন বনাঞ্চল; অরুণাচলের মেচুয়ায় বিমান ওঠা নামা করা মারাত্মক কঠিন।

আরও পড়ুন জমছে লড়াই, বিজেপির জয় শ্রী রামের পাল্টা মমতার জয় বাংলা

তিনি জানিয়েছেন; তিনি ভারতীয় বিমানবাহিনীর ভাইস চিফের সাথে কথা বলেছেন; এবং নিখোঁজ বিমানের খোঁজ নিয়েছেন। একটি সুখই সু-৩০এমকেআই ও একটি সি-১৩০ হারকিউলিশ নিয়োগ করা হয়েছে উদ্ধারকার্যের জন্য। অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ইন্দো-তিব্বতী সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতার বিশ্ববাংলার লোগোয় ব উড়িয়ে রাম লিখল রামভক্তরা

রাশিয়ায় তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান অ্যান্টোনভ এএন-৩২ প্রায় চার দশক ধরে ভারতীয় বিমানবাহিনীর পরিবহনে ব্যবহার হচ্ছে; ২০১৬ সালে একই মডেলের আরেকটি বিমান; চেন্নাই থেকে রওনা দিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়ার পথে বঙ্গোপসাগরের ওপর নিখোঁজ হয়। ওই বিমানটি উদ্ধারে; ইতিহাসে সমুদ্রে সবচেয়ে বড় তল্লাশি অভিযান চালানো হলেও; উড়োজাহাজটির কোনও হদিস পাওয়া যায়নি; বিমানটির ২৯ আরোহী মারা গেছেন বলে ধরে নেওয়া হয়।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম লেখা ১০ লাখ পোস্টকার্ড মমতার বাড়িতে যাচ্ছে

সোমবার নিখোঁজ হওয়া বিমানটি খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী; বিমান নিখোঁজের পর এ নিয়ে টুইট বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন বিমান নিখোঁজের বিষয়ে বিমানবাহিনীর উপ-প্রধান এয়ার মার্শাল রাকেশ সিং বাহাদুরিয়ার সাথে এ নিয়ে কথা বলেছেন তিনি। রাজনাথ জানানচ; নিখোঁজ বিমানটি খুঁজতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন বিমানবাহিনীর উপ-প্রধান।

]]>
কাঁপছে পাকিস্তান চিন, ভারতের হাতে এল ভয়ঙ্কর মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার https://thenewsbangla.com/iaf-gets-apache-helicopters-handed-over-to-india-at-arizona-by-usa-govt/ Sat, 11 May 2019 08:30:24 +0000 https://www.thenewsbangla.com/?p=12715 ভারতের হাতে এল; ভয়ঙ্কর মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার। প্রথম দফায় ৯টি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার; শনিবার ভারতের এয়ার ফোর্স এর হাতে তুলে দিল আমেরিকা। আমেরিকার অ্যারিজনার মেসা-তে; ভারতীয় বিমান বাহিনীর হাতে; প্রথম পর্যায়ের ৯টি হেলিকপ্টার তুলে দেওয়া হল।

২০২০ সালের মধ্যেই চুক্তিমত; ২২টি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার পেয়ে যাবে ভারত। শনিবার প্রথম পর্যায়ে ৯টি হেলিকপ্টার; তুলে দেওয়া হল ভারতের হাতে। ভারতের তরফ থেকে এই ৯ টি হেলিকপ্টার গ্রহণ করেন; এয়ার মার্শাল এ এস বুটোলা। জাহাজে করে জুলাইয়ের মধ্যে তা এসে পৌঁছাবে ভারতে।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

২০১৫ সালের সেপ্টেম্বরে; ২২ টি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার কেনার চুক্তি করে ভারত সরকার। মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্তারা; শনিবার এই হেলিকপ্টার তুলে দেন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এ এস বুটোলার হাতে। প্রথম পর্যায়ে জুলাইয়েই ভারতে আসছে এই ৯ টি অ্যাপাচে হেলিকপ্টার। ২০২০ এর মধ্যেই এসে যাবে বাকি ১৩ টি।

এর আগে এপ্রিলে; সাবমেরিন ধ্বংসকারী ২৪টি হেলিকপ্টার কেনার চুক্তি করে ভারত। চিনকে আটকাতে ও ভারত মহাসাগরে চিনের ‘ড্রাগনবাহিনী’র দাপাদাপি রুখতে; আমেরিকার কাছ থেকে সাবমেরিন ধ্বংসকারী; ২৪টি এমএইচ-৬০আর (MH-60R) রোমিও সিহক কপ্টার কিনছে ভারত। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় পেন্টাগন।

আরও পড়ুনঃ পাকিস্তান থেকে বিমান হঠাৎ ভারতের আকাশে, নামাল ভারতীয় যুদ্ধ বিমান

সিঙ্গাপুর সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট; মাইক পেন্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুদিন পরেই এমএইচ-৬০ কপ্টার; কেনার বিষয়টি প্রকাশ্যে আসে। আমেরিকার থেকে এই কপ্টার কেনার বিষয়ে; গতবছরেই আমেরিকার কাছে পৌঁছে যায় ভারতের চিঠি।

গত বেশ কিছুদিন ধরে ভারত ও আমেরিকার মধ্যে; সামরিক ক্ষেত্রে বোঝাপড়া বেড়েছে। তারই অংশ হিসেবে এই কপ্টার চুক্তি; বলে মনে করছিল বিশেষজ্ঞমহল। আর এবার চলে এল; ভয়ঙ্কর মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার। নরেন্দ্র মোদীর আমলে আমেরিকার কাছ থেকে; যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যপারে অনেক এগিয়ে ভারত; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের https://thenewsbangla.com/over-150-veterans-write-to-president-over-politicisation-of-armed-forces/ Fri, 12 Apr 2019 07:26:51 +0000 https://www.thenewsbangla.com/?p=10675 সেনাবাহিনীর অরাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার দাবিতে প্রাক্তন সেনা কর্তারা চিঠি দিয়ে আবেদন করলেন রাষ্ট্রপতির কাছে। ৮ প্রাক্তন সেনাপ্রধানের উদ্যোগে ১৫৬ জন বিশিষ্ট সেনা কর্তাদের সই করা চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। তবে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে বলা হয়েছে, এখনও কোন চিঠি তারা পান নি। অথচ সংবাদমাধ্যমে সেই চিঠি ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি এটা ফেক চিঠি? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

সার্জিক্যাল স্ট্রাইক এর পরে উইং কমান্ডার অভিনন্দন এর ছবি যেভাবে প্রায় প্রতিটি রাজনৈতিক দল ব্যবহার করছে তাতে সেনাবাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন সেনাবাহিনীর তরফ থেকে। সেনার কাজ নিয়ে রাজনীতি করা যায় না, এই মর্মে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন প্রাক্তন সেনাপ্রধানরা। তবে বিবৃতিতে সই করা ১৫৬ জন সেনাকর্তার অনেকেই বলেছেন তাঁরা এই নিয়ে কিছুই জানেন না।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

এটি একটি অভূতপূর্ব পদক্ষেপে বলে উল্লেখ করা হয়েছে প্রাক্তন সেনা কর্তাদের তরফ থেকে। চলতি লোকসভা নির্বাচনে সশস্ত্র বাহিনীর “রাজনৈতিকীকরণ” এর বিরুদ্ধে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাবাহিনী কর্তা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানসহ ১৫০ জনেরও বেশি সেনা কর্তা ও সদস্য সাক্ষর করেছেন এই আবেদন পত্রে।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

‘ভেটেরিনার্স গ্রুপ অফ আওর সুপ্রীম কমান্ডার’, শীর্ষক আবেদনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘মোদিজী কি সেনা’ মন্তব্যকে তীব্র প্রতিবাদ জানায় প্রাক্তন সেনা সদস্যরা। তাদের মতে এই ধরনের কথা সেনার পক্ষে অত্যন্ত অপমান ও অসম্মানজনক। এই ধরনের কথা পরবর্তীকালে যেন কোন রাজনৈতিক ব্যাক্তি বা রাজনৈতিক দল ব্যবহার না করে সে রকম আর্জি এই চিঠিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

নজিরবিহীন চিঠিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করে বলা হয়েছে, “আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসাবে, কিছু কিছু ঘটনা যা আমাদের উদ্বেগের কারন হয়েছে, বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যথেষ্ট বিপদ ও অস্থিরতা সৃষ্টি করেছে”। অভিনন্দন বর্তমান যিনি এই দেশের প্রত্যকের গর্ব, বীরত্বের প্রতীক তাকে রাজনীতির মঞ্চে কোন দলের ব্যবহার করা উচিত না।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

আবেদনে বলা হয়েছে, সীমান্তে হামলা চালানোর মতো সামরিক অভিযানকে, রাজনৈতিক নেতাদের নিজেদের প্রচারে ব্যাবহার করা খুবই অস্বাভাবিক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য বিষয়, এমনকি সেনাবাহিনীকে “মোদি জি কি সেনা” বলে দাবি করা বা প্রচারাভিযানের সময় সামরিক বাহিনী ও ভারতীয় বিমান বাহিনী উইং কমান্ডার অভিনন্দন বর্তমান এর ছবি উল্লেখ করা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে আছেন তিন প্রাক্তন সেনাপ্রধান, সুনিথ ফ্রান্সিস রড্রিগুজ, শঙ্কর রায়চৌধুরী, দীপক কাপুর। চার প্রাক্তন নৌবাহিনীর প্রধান, লক্ষ্মীনারায়ন রামদাস, বিষ্ণু ভাগওয়াত, অরুণ প্রকাশ, সুরেশ মেহতা এবং প্রাক্তন বিমানবাহিনী প্রধান এনসি সুরি। এছাড়াও আবেদনে সই করেছেন ১৫০ জন প্রাক্তন সেনা কর্তা।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার https://thenewsbangla.com/iaf-says-radar-image-proof-of-downed-f-16-jet-of-pakistan-air-force/ Mon, 08 Apr 2019 17:00:45 +0000 https://www.thenewsbangla.com/?p=10310 মিগ ২১-র হামলায় পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার প্রমাণ হিসেবে ব়্যাডার ইমেজ প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান হামলার সত্যতা অস্বীকার করলেও, ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর এক সাংবাদিক বৈঠকে তা মিথ্যা বলেই দাবি করেছেন। এও বলেছেন, এফ ১৬ ধ্বংস হওয়ার নির্ভরযোগ্য তথ্য ভারতীয় বায়ুসেনার কাছে থাকলেও নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে, তা প্রকাশ্যে আনা সম্ভব নয়।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি, ভারতের মিগ ২১ বিমানের হামলায় তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার বিষয়টি ইতিমধ্যেই অস্বীকার করেছে পাকিস্তান। দাবি করেছে, এফ ১৬ ধ্বংস করার কোনো প্রমাণই ভারতের কাছে নেই। এর জবাবে ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ এনেছেন। ভারতীয় বায়ুসেনার তরফে ওই দুই যুদ্ধবিমানের ইলেক্ট্রনিক সিগনেচার ও রেডিও ট্রান্সক্রিপশন সমেত রেডার ইমেজ প্রকাশ করেছেন আরজিকে কাপুর।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

আরজিকে কাপুরের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভূখণ্ড বালাকোটে ঢুকে, সফল এয়ার স্ট্রাইকের মাধ্যমে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এরপরেই পাকিস্তানের বায়ুসেনা সীমান্ত লাগোয়া ভারতের সেনা ক্যাম্পগুলিকে টার্গেট করলেও সেই হামলা ব্যর্থ হয় বলেই দাবি ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে মার্কিন নয় চিনা যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান

পাকিস্তান প্রথম থেকেই তাদের এফ-১৬ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে ধ্বংসের দাবি অস্বীকার করে এসেছে। সম্প্রতি মার্কিন পত্রিকা ‘ফরেন পলিসি’ পাকিস্তানের সুরে সুর মেলায়। মার্কিন প্রতিরক্ষা দফতরের আধিকারিকের উদ্ধৃতি দিয়ে ওই পত্রিকার এক রিপোর্টে দাবি করা হয়, ভারতের দাবি সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানের কাছে থাকা এফ-১৬ যুদ্ধবিমান গুনে দেখা হয়েছে। কোনও এফ-১৬ বিমান নিখোঁজ নয়। অর্থাত্‍‌, ভারতীয় বায়ুসেনা সেদিন কোনও এফ-১৬ ধ্বংস করেনি।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

মার্কিন পত্রিকা ‘ফরেন পলিসি’র ওই রিপোর্টে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সাফল্য সম্পর্কে প্রশ্ন তোলা হয়। গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানি বায়ুসেনার এফ-১৬ ফাইটার জেট তাড়া করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর আক্রমণে পর্যুদস্ত হয়ে মাটিতে ভেঙে পড়ে পাক যুদ্ধবিমান, এমনই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই দাবি নস্যাৎ করে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করে আমেরিকার ওই পত্রিকা।

আরও পড়ুনঃ প্রচারে এলে লাশ ফিরবে, বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে খুনের হুমকির অভিযোগ

এদিকে মার্কিন প্রতিরক্ষা আধিকারিকের বিবৃতি দিয়ে একটি মার্কিন পত্রিকা দাবি করে, পাকিস্তানের এফ-১৬ ধ্বংস করার যে দাবি ভারত করেছে, তা ঠিক নয়। আমরা গুনে দেখেছি, পাকিস্তানের কাছে সবক’টি এফ-১৬ যুদ্ধবিমানই অক্ষত রয়েছে। একটিও ‘মিসিং’ নয়। ভারতের বায়ুসেনা মুখপাত্রের বক্তব্য, যে দুটি জায়গায় ইজেকশান হয়েছে, তার দূরত্ব ৮ থেকে ১০ কিলোমিটার। ইলেকট্রনিক সিগনেচার ইঙ্গিত দেয় এর একটি ছিল মিগ-২১, অন্যটি এফ-১৬।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস নিয়ে আমেরিকার দাবি নস্যাত্‍‌ করল ভারতীয় বায়ুসেনা। মার্কিন পত্রিকার দাবি খারিজ করে বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

মার্কিন ওই রিপোর্টকে আগেই খারিজ করেছিল ভারতীয় বায়ুসেনা। সোমবার মৌখিক দাবি বা বাদানুবাদে আটকে না-থেকে, রেডার ইমেজ পেশ করা হয়। তাতে স্পষ্ট ২৭ ফেব্রুয়ারি দু’টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একটি মিগ ২১, অন্যটি এফ ১৬। এদিন সাংবাদিক বৈঠক করে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেন, ২৭ ফেব্রুয়ারি যে দুটি বিমান ধ্বংস হয়েছে, এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

একটি ভারতীয় বায়ুসেনার বাইসন, অন্যটি পাকিস্তান বায়ুসেনার এফ-১৬। তিনি জানান, রেডিয়ো ট্রান্সস্ক্রিপ্ট ও ইলেকট্রনিক সিগনেচার থেকে যুদ্ধবিমান দুটিকে শনাক্ত করা হয়েছে। মিগ-২১ বাইসন যে মাঝআকাশে পাক এফ-১৬ বিমানটিকে ধ্বংস করেছে, দাবির সপক্ষে সাংবাদিকদের রেডার ইমেজও এদিন দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা https://thenewsbangla.com/usa-count-found-no-pak-f16-missing-contradicts-indias-claim-to-destroy/ Fri, 05 Apr 2019 08:52:30 +0000 https://www.thenewsbangla.com/?p=10051 ভোটের মুখে জোর ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের সব এফ ১৬ বিমান ঠিকই আছে, কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা। ফলে ভারতীয় বিমান হামলায় গত ২৭ ফেব্রুয়ারী পাকিস্তানের এফ ১৬ ধ্বংসের দাবি যে মিথ্যা তাই জানাল আমেরিকা। পাকিস্তানকে যে কটা এফ ১৬ বিমান দিয়েছিল আমেরিকা, তার সবকটাই ঠিক আছে বলে জানিয়ে দিল আমেরিকার প্রতিরক্ষা দফতর।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

এর ফলে ২৬ ষে ফেব্রুয়ারী পাকিস্তানের কোন এফ ১৬ বিমানকে ভারত ধ্বংস করতে পারে নি বলেই প্রমাণ হল। মোদী সরকারের তরফে দাবি কড়া হয়েছিল যে, পাকিস্তানের এফ ১৬ বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু আমেরিকার প্রতিরক্ষা দফতরের অফিসাররা গুনে জানিয়ে দিয়েছেন যে, যেকটা এফ ১৬ বিমান তারা পাকিস্তানকে দিয়েছিল তার সবকটাই বর্তমান আছে পাকিস্তানের কাছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে নয়, খাস কলকাতায় হিন্দু মেয়েকে অপহরণ করে ধর্মান্তকরণ করার অভিযোগ

এর ফলে ভারতীয় বিমান বাহিনী ও মোদী সরকারের দাবি যে মিথ্যা প্রমাণিত হল, তাই বলছেন বিরোধীরা। তবে এই রিপোর্ট উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। সেদিন ২৭ শে ফেব্রুয়ারী অবশ্যই এফ ১৬ আক্রমণে ছিল বলেই জানান হয়েছে বায়ু সেনার তরফ থেকে।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মাটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরেই এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অনুপ্রবেশ। আর এখানেই ওঠে বিতর্ক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে এফ ১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। এই বিষয়ে রিপোর্ট তলব করে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

ভারতীয় বায়ুসেনার তরফে ভারতীয় বায়ুসেনার দ্বারা ধবংস করা এফ ১৬ বিমানের ধবংসাবশেষ প্রমান হিসেবে তুলে ধরে, যা মার্কিন সংস্থার তৈরি। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে পাকিস্তান যে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছে, তা পরিষ্কার করে দেওয়া হয় বিমান বাহিনীর তরফ থেকে। পাকিস্তান যদিও এফ ১৬ ব্যবহার করার দায় অস্বীকার করে বারবার।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

মার্কিন প্রশাসনিক দপ্তর এই ব্যাপারে নিশ্চিত হতে পাকিস্তানের কাছে আরও রিপোর্ট তলব করে। এর সাথে আরও জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে মার্কিন সংস্থার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান আমেরিকার সাথেও চুক্তি লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত করে দেখবে আমেরিকা।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

শুক্রবার মার্কিন প্রশাসনিক দপ্তরের এক মুখপাত্র জানান, তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তিনি জানান, এফ ১৬ যুদ্ধ বিমান ব্যবহারের মেয়াদ চুক্তি অনুযায়ী শেষ হলেও পাকিস্তান তা মানেনি কিনা তা চেক করে দেখেন তাঁরা। তবে যাবতীয় চুক্তির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন নি। তবে গুনতিতে পাকিস্তানের সব এফ ১৬ বিমান অক্ষত আছে বলেই জানান হয়েছে।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>