Idris Ali – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 04:14:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Idris Ali – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের https://thenewsbangla.com/govt-jobs-theft-now-money-to-get-party-posts-tmc-leader-house-ransacked-by-tmc-workers/ Tue, 09 Aug 2022 04:13:45 +0000 https://thenewsbangla.com/?p=15973 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা; তৃণমূল নেতার বাড়িতে হা’মলা দলেরই কর্মীদের। সরকারি চাকরির পর এবার তৃণমূলের দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল; মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে। তৃণমূল নেতা ইদ্রিশ আলির বাড়িতে; রীতিমতো তা’ণ্ডব চালালেন দলের কর্মীরাই। দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন; এই তৃণমূল নেতা।

তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির উপস্থিতিতেই; তাঁর বাড়িতে চলে দলীয় কর্মীদেরই তা’ণ্ডব। অবাধে চলল ভাঙ’চুর, তছনছ করে দেওয়া হল নেতার বাড়ির আসবাব। বাড়ির ভিতরে যখন তৃণমূল বিধায়ক রয়েছেন; তখনই বাড়ির জানলায় আছড়ে পড়ল ইট, বাঁশ-লাঠির বাড়ি। বাড়ির বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে টেবিল চেয়ার। অভিযোগ, তৃণমূলের দলিয় পদ পাইয়ে দিতেই; টাকা নিয়েছেন ইদ্রিস আলি।

আরও পড়ুনঃ বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগে; সোমবার এভাবেই তা’ণ্ডব চলে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দলে পদ দেওয়ার লোভ দেখিয়ে; ১২ লক্ষ টাকা নেন ইদ্রিশ। কিন্তু কোন কাজ হয়নি। সব অভিযোগ অস্বীকার করে; পাল্টা আইনি ব্যবস্থার হুঁ’শিয়ারি দিয়েছেন ইদ্রিশ।

বাড়ি-গাড়ি ভাঙ’চুর ও দলীয় কর্মীদের একাংশের বি’ক্ষোভের ঘটনায়; পুলিশের দ্বারস্থ হয়েছেন ইদ্রিশ। রাতেই বিধায়কের আপ্ত-সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি; তৃণমূল নেতা মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দু’ষ্কৃতীর।

]]>
মোদী সরকারের কাছে মমতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন ইদ্রিস https://thenewsbangla.com/tmc-mp-idris-ali-demands-mamata-banerjee-to-give-bharat-ratna-to-modi-government/ Fri, 09 Nov 2018 18:54:23 +0000 https://www.thenewsbangla.com/?p=2075 The News বাংলা, কলকাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে, তাঁকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবী তুললেন তৃণমূল সাংসদ ইদ্রিস আলী। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে ‘অদ্বিতীয়া’ মমতাকে ‘ভারতরত্ন’ সম্মান দেবার দাবি তুলেছেন বসিরহাটের সাংসদ।

শুক্রবার, এক সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ ইদ্রিস আলী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সংহতির প্রতীক’ বলে উল্লেখ করেন এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা ও উন্নয়নের জন্য তাঁর ‘ভারতরত্নের’ দাবি জানান।

Image Source: Google

তৃণমূল সাংসদ মন্তব্য করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সংহতি, সৌহার্দ্য ও উন্নয়নের প্রতীক। তিনি অদ্বিতীয়া, আমি মনে করি তাঁকে ভারতরত্ন প্রদান করা উচিত”।

আরও পড়ুন: মায়ের পুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল মমতার বাংলা

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের দল ও রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে অনেকগুলো ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করেছেন। নোটবন্দী থেকে শুরু করে জিএসটি, অসমের নাগরিক পঞ্জি তৈরি নিয়ে তাঁর মতে কেন্দ্রের বিভিন্ন ‘হঠকারী সিদ্ধান্তে’র বিরুদ্ধে তিনি প্রায়শই সোচ্চার হয়েছেন।

Image Source: Google

৮ই নভেম্বর নোটবন্দীর দ্বিতীয় বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে পুনরায় তোপ দেগে বলেন, “কেন্দ্র সরকার নোটবন্দী জালিয়াতি করে দেশের সাথে প্রতারণা করেছে। যার ফলে অর্থনীতি ধাক্কা খাওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন যন্ত্রনা বেড়েছে। যারা এর জন্য দায়ী, জনগন অবশ্যই তাদের সাজা দেবে”।

আরও পড়ুন: মোদীর ভারতে সর্দার প্যাটেলের রেকর্ড ভাঙবে ছত্রপতি শিবাজীর মূর্তি

বিজেপি সহ অন্যান্য বিরোধীরাও বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি। যদিও বিরোধী সমালোচনার গুরুত্ব না দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপির কোনও উদ্দেশ্যই বাংলায় সফল হবে না।

Image Source: Google

রাজ্যের উন্নয়ন ও তাঁর লড়াই, এই সব কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব ‘ভারতরত্ন’ দেবার দাবি তুলেছেন তৃণমূল সাংসদ ইদ্রিস আলী। তবে, বিরোধী মমতার নাম ‘ভারতরত্ন’ এর জন্য কেন্দ্রীয় সরকার তুলবেন কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি।

আরও পড়ুন: রাম মন্দির না বাবরি মসজিদ, লড়াই পিছিয়ে গেল

২০১৪ সালে বসিরহাট লোকসভা আসনে দাঁড়িয়ে ১ লাখেরও বেশি ভোটে জিতে সাংসদ হন ইদ্রিস আলী। এর আগেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেবার দাবি তুলেছিলেন। এবার সরাসরি নরেন্দ্র মোদী সরকারের কাছেই মমতাকে ভারতের সবচেয়ে বড় সম্মান দেবার দাবি পেশ করলেন।

Image Source: Google

যদিও তৃণমূলের তরফ থেকে এই নিয়ে কোন মন্তব্য করা হয় নি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেছেন, এটা ইদ্রিস আলির ব্যক্তিগত মত, দলের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। বাংলা বিজেপির তরফ থেকে এই নিয়ে কোন মন্তব্য না করে, এটাকে ইদ্রিসের পাগলামি বলেই অভিহিত করা হয়েছে।

]]>