Govt Jobs – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 04:14:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Govt Jobs – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের https://thenewsbangla.com/govt-jobs-theft-now-money-to-get-party-posts-tmc-leader-house-ransacked-by-tmc-workers/ Tue, 09 Aug 2022 04:13:45 +0000 https://thenewsbangla.com/?p=15973 সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা; তৃণমূল নেতার বাড়িতে হা’মলা দলেরই কর্মীদের। সরকারি চাকরির পর এবার তৃণমূলের দলীয় পদ পাইয়ে দিতেও টাকা নেওয়ার অভিযোগ উঠল; মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে। তৃণমূল নেতা ইদ্রিশ আলির বাড়িতে; রীতিমতো তা’ণ্ডব চালালেন দলের কর্মীরাই। দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন; এই তৃণমূল নেতা।

তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির উপস্থিতিতেই; তাঁর বাড়িতে চলে দলীয় কর্মীদেরই তা’ণ্ডব। অবাধে চলল ভাঙ’চুর, তছনছ করে দেওয়া হল নেতার বাড়ির আসবাব। বাড়ির ভিতরে যখন তৃণমূল বিধায়ক রয়েছেন; তখনই বাড়ির জানলায় আছড়ে পড়ল ইট, বাঁশ-লাঠির বাড়ি। বাড়ির বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে টেবিল চেয়ার। অভিযোগ, তৃণমূলের দলিয় পদ পাইয়ে দিতেই; টাকা নিয়েছেন ইদ্রিস আলি।

আরও পড়ুনঃ বাংলায় আওয়াজ উঠে গেল, ‘এই গরু চোর’, ‘এই চাকরি চোর’

দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগে; সোমবার এভাবেই তা’ণ্ডব চলে মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বাড়িতে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, দলে পদ দেওয়ার লোভ দেখিয়ে; ১২ লক্ষ টাকা নেন ইদ্রিশ। কিন্তু কোন কাজ হয়নি। সব অভিযোগ অস্বীকার করে; পাল্টা আইনি ব্যবস্থার হুঁ’শিয়ারি দিয়েছেন ইদ্রিশ।

বাড়ি-গাড়ি ভাঙ’চুর ও দলীয় কর্মীদের একাংশের বি’ক্ষোভের ঘটনায়; পুলিশের দ্বারস্থ হয়েছেন ইদ্রিশ। রাতেই বিধায়কের আপ্ত-সহায়ক ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে নাম রয়েছে কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি; তৃণমূল নেতা মোস্তাফা শেখ-সহ ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় দু’ষ্কৃতীর।

]]>
‘হাজার-হাজার চাকরি রেডি আছে’, বাংলায় কর্মসংস্থান নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতার https://thenewsbangla.com/thousands-govt-jobs-ready-cm-mamata-banerjee-announce-west-bengal-employment/ Tue, 28 Jun 2022 14:38:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15751 ‘হাজার-হাজার চাকরি রেডি আছে’; বাংলায় কর্মসংস্থান নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। “আদালত বললেই চাকরি হবে; আমার ১৭ হাজার চাকরি তৈরি আছে”; মঙ্গলবার আসানসোলের কর্মীসভায় এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবারের মতো এদিনও আসানসোলে তৃণমূল নেত্রীর সভার মাঝেই; তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কিছু চাকরিপ্রার্থী। এতেই বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “আমার হাতে ১৭ হাজার চাকরি তৈরি আছে; আদালত অনুমতি দিলেই আমি করে দেব”।

সোমবার পূর্ব বর্ধমানের সভাতেও বেশ কয়েকজন চাকরিপ্রার্থী; প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। বক্তৃতা শেষ করে, তাঁদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি আসানসোলেও। মমতা বন্দ্যাপাধ্যায়ের বক্তৃতার মাঝেই; একজন চাকরিপ্রার্থী তাঁর উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করেন। এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি-সিপিএম রোজ এটা করছে”। পরে ওই চাকরিপ্রার্থীকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার আসানসোলে দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী মমতা বলেন; “আমি নয়, আদালতে আপনারা গেছেন। আমাদের না বলে, যাঁরা কোর্টে কেস করেছেন; আপনাদের হয়ে সিপিএমের আইনজীবী দাঁড়িয়েছেন। বিকাশবাবুদের বলুন, বিকাশবাবু আপনার তো পয়সার অভাব নেই; আপনি কেস করে আমাদের ছেলেমেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। আপনার তো টাকার অভাব নেই। আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন; আপনি আবার আমাদের চাকরি চালু করুন”।

আরও পড়ুনঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধে কড়া রাজ্য

পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, “মুখ্যমন্ত্রীকে বলব দুর্নীতি একটু কম করুন; যাদের টাকা নিয়েছেন, তাঁদের টাকা ফেরত দিন আর মেধার ভিত্তিতে চাকরি দিন। আর আপনার যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দিন; আমি করে দিচ্ছি”। বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন, “আপনাকে আর কিছু করতে হবে না; আদালত স্বচ্ছ নিয়োগ করে দেবে”।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “মুখ্যমন্ত্রী এত অসত্য বলেন, কিছু বলার নেই; ১৭ হাজার চাকরি কোর্ট কোথায় বন্ধ করেছে? যে চাকরিগুলি ইন্টারভিউ ছাড়া; দুর্নীতি করে দেওয়া হয়েছে; সেগুলিই বাতিল হচ্ছে। দুর্নীতি করে যাঁদের চাকরি দিয়েছেন; সেটা বন্ধ করে যোগ্যদের চাকরি দিতেই তো আদালত বলেছে”।

]]>
বাংলা বেহাল, বাম জামানাতেও বেআইনি নিয়োগ, দুর্নীতির দায়ে চাকরি গেল ৬১৪ জনের https://thenewsbangla.com/bengal-corruption-left-front-recruitment-scam-614-people-lost-govt-jobs-sat-order/ Fri, 24 Jun 2022 04:38:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15700 বাংলা বেহাল, বাম জামানাতেও বেআইনি নিয়োগ; দুর্নীতির দায়ে চাকরি গেল ৬১৪ জনের। এসএসসিতে নিয়োগ নিয়ে দুর্নীতি কাণ্ডে; সরগরম গোটা রাজ্য। ইতিমধ্যেই এই মামলায়; চাকরি গিয়েছে বেশ কয়েকজনের। এসএসসি ছাড়াও টেট দূর্নিতি কাণ্ডে চাকরি খোয়াতে হয়েছে; আরও ২৬৯ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে। চাকরি নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, এই ধরনের নানা অভিযোগ উঠছে; সেই সময় নতুন করে চাকরি খোয়ালেন ৬১৪ জন। আর এদের সবার নিয়োগ হয়েছিল বাম আমলে।

তৃণমূল আমলে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে, হইচইয়ের মধ্যেই এবার; বাম জমানার সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে। বেআইনি নিয়োগের অভিযোগে, ৬১৪ জন সরকারি কর্মীকে; বরখাস্ত করার নির্দেশ দিল স্যাট। তাদের এইভাবে চাকরি থেকে বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে, একপ্রকার প্রমাণ হল; বাম জামানাতেও চাকরিতে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে।

আরও পড়ুনঃ অগ্নিবীর হতে চান, ফর্ম ফিলাপ করবেন, কোন পদে কী যোগ্যতা জেনে নিন এখনই

সিপিএম আমলে খাদ্য দফতরে ইন্টারভিউয়ের নামে প্রহসন করে; ‘গ্রুপ ডি’ পদে ৬১৪ জনকে নিয়োগ করেছিল। এই মামলায় হাইকোর্টও একটি পর্যবেক্ষণে জানিয়েছিল; এখানে নিয়োগের নামে প্রহসন হয়। কলকাতা হাইকোর্টের ওই পর্যবেক্ষণকে ভিত্তি করেই; স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট রায় দিয়েছে; ২০১০ সালে নিয়ম ভেঙে যে ৬১৪ জনকে নিয়োগ করা হয়েছিল, তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

আরও পড়ুনঃ মানুষের জন্য নয়, শুধু রাজ্যপালকে বিভিন্ন জায়গা থেকে সরাতেই একের পর এক বিল মমতার

বরখাস্ত করার জন্য, ৮ সপ্তাহের সময়সীমাও; বেঁধে দিয়েছে স্যাট। যে সিলেকশন বোর্ড এই ৬১৪ জনকে বাছাই করেছিল; তার সদস্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে বলেছে স্যাট। ২০০৮ সালে ‘গ্রুপ ডি’ পদে নিয়োগের জন্য; রাজ্য খাদ্য দফতর বিজ্ঞপ্তি জারি করেছিল। লক্ষাধিক আবেদন জমা পড়ে; ২০১০ সালে ৬১৪ জনকে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিরুদ্ধে, প্রথমে হাইকোর্টে; ও পরে ২০১২ সালে স্যাটে মামলা হয়েছিল।

স্যাট মামলাটিকে ফের হাইকোর্টে পাঠায়। ২০১৬ সালে হাইকোর্টে তৎকালীন বিচারপতি নিশীথা মাত্রের বেঞ্চ পর্যবেক্ষণ দেয়; একদিনে ৮০০ জনের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। হাইকোর্ট মামলাটি আবার স্যাটে ফেরত পাঠায়। এবার যুগান্তকারী রায় দিল স্যাট।

]]>
পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা, ‘মামলার আ’শঙ্কা’ https://thenewsbangla.com/psc-recruitment-published-names-list-psc-appointed-two-thousand-posts-fear-of-court-case/ Thu, 16 Jun 2022 05:29:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15488 পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা; তবে ফের’মামলার আ’শঙ্কা’। রাজ্যে প্রচুর কর্মসংস্থান হল। দুহাজার পদে কর্মী নিয়োগ করল PSC; ইতিমধ্যেই প্রকাশিত সেই নামের তালিকা। আগামী ৩ সপ্তাহের মধ্যেই, রিজিওনাল বিভাগগুলোতে আরও সাড়ে চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য; চূড়ান্ত তালিকা দেবে পাবলিক সার্ভিস কমিশন। সবমিলিয়ে রাজ্যে প্রায় সাড়ে ৭ হাজার যুবক-যুবতী; চাকরি পেতে চলেছেন। বর্তমান পরিস্থিতিতে যা স্বাভাবিকভাবেই খুশির খবর; তবে ফের মামলার আশঙ্কা করছেন অনেক চাকুরীপ্রার্থীই।

পিএসসি নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল; ৩ বছর আগে ২০১৯ সালে। মোট শূন্যপদ ছিল ৭ হাজারের বেশি। পরীক্ষা নেওয়া হয় ২০২০ সালে। তিন দফায় পরীক্ষা হয়। প্রিলিমিনারি, মেইনসের পর ছিল কম্পিউটার টেস্ট। রাজ্য সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেটে; দু-হাজারের বেশি নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে বুধবার। রাজ্যে একাধিক দফতরে প্রচুর নিয়োগ শুরু করল পিএসসি। রাজ্যের ৩০টি দফতরে ক্লারিক্যাল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব”

প্রাথমিক পর্বে সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেটে; দু-হাজারের বেশি নিয়োগের তালিকা প্রকাশিত হয়েছে বুধবার। আরও প্রায় ৫ হাজারের তালিকা; আগামী ২১ দিনের মধ্যে প্রকাশিত হবে। এর মধ্যে বিধানসভায় ৩৬ জন; কর্মিবর্গ ও প্রশাসনিক দফতরে ৬০৭ জন; পূর্ত দফতরে ৬৫৫ জন; স্বাস্থ্যে ১৫৬ জন; শ্রমে ৮০ জন; উচ্চশিক্ষায় ১০৬ জন নিযুক্ত হবেন।

আরও পড়ুনঃ চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি, বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল

নিয়োগ হয়েছে সুন্দরবন উন্নয়ন; নারী ও শিশু কল্যাণ; অনগ্রসর শ্রেণি; সমবায়; পঞ্চায়েত দফতর; জনস্বাস্থ্য কারিগরি; বিদ্যুৎ; পরিবহণ; যুব ও ক্রীড়া; জনশিক্ষা প্রসার; কারিগরি শিক্ষা দফতরেও। বুধবার প্রকাশিত তালিকায় শুধু; সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেটে নিযুক্ত প্রার্থীদের নাম রয়েছে।

স্বাভাবিকভাবেই এই বিপুল নিয়োগে; খুশি চাকরিপ্রার্থীরা। তবে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। যেভাবে রাজ্যে একের পর এক চাকরির নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে; হাইকোর্টে মামলা হচ্ছে; নিয়োগ আটকে যাচ্ছে, নিয়োগ বাতিল হচ্ছে, তাই নিয়ে উদ্বেগে চাকরিপ্রার্থীরা। “শেষ পর্যন্ত এই চাকরি করতে পারব তো”; আশঙ্কায় তাঁরাও যাদের নাম নিয়োগ তালিকায় উঠেছে। তবে পিএসসি-র তরফে চাকরিপ্রার্থী-দের আশ্বস্ত করে, পরিস্কার জানানো হয়েছে; “এবারের এই নিয়োগে; কোথাও কোন অস্বচ্ছতা নেই”।

]]>
সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক গ্রেফতার https://thenewsbangla.com/financial-fraud-in-the-name-of-giving-govt-jobs-tmc-mla-personal-assistant-arrested/ Sat, 30 Apr 2022 06:28:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15006 সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা; তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ গ্রেফতার ৩। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ; কয়েক বছর ধরেই রাজ্যে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। কখনও চাকরি প্রার্থীকে ভুয়ো চাকরির প্রতারণা পত্র ধরিয়ে দিয়ে; আবার কখনও লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি না দেওয়া এসব হামেশাই শোনা যায়। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল; তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধেই।

সরকারি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা; রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার; নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল-সহ তিনজন। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির একটি হোটেল থেকে; গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, অনেকের কাছ থেকে; কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতা তথা নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। তাঁর বিধানসভা এলাকার লোকেরাই; এই নিয়ে একটি চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এরপরই এই মামলায় নদিয়া পুলিশ গ্রেফতার করল; বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল এবং তার দুই সঙ্গী শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডলকে।

অভিযোগ, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার বিধায়ক থাকাকালীন; তাপস সাহা কয়েক লক্ষ টাকা নিয়েছেন সাধারণ মানুষের থেকে। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই টাকা নিলেও; বিধায়ক প্রতিশ্রুতি রাখেননি। এই আবহে যাঁরা টাকা দিয়েছেন; তাঁরা তাঁদের টাকা ফেরত চান বিধায়কের কাছ থেকে। তবে বিধায়ক টাকা ফেরত দিতে অস্বীকার করেন। অভিযোগ, তেহট্ট এবং করিমপুরেও; একই ধরনের ঘটনা ঘটান বিধায়ক। মোট তিন জায়গা থেকে সব মিলিয়ে তাপস সাহা ১৬ কোটি টাকা তোলেন; বলে অভিযোগ করা হয়েছে।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছেন; বিধায়ক তাপস সাহা। এমনকি আপ্ত-সহায়কের সঙ্গে; তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে জানান তাপস সাহা। শুধু তাই নয়, তাঁর চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণিত হলে; তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এদিকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠতেই গা ঢাকা দিয়েছিল; প্রবীর, শ্যামল, সুনীলরা। এদিকে পুলিশ এদের খোঁজে; তল্লাশি চালিয়ে যাচ্ছিল। শুক্রবার রাতে রায়দিঘিতে তল্লাশি চালিয়ে; এই তিনজনকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা।

]]>
৩৬০০র বেশি পদে নিয়োগ, প্রচুর চাকরির সুযোগ নিয়ে এল সরকার https://thenewsbangla.com/government-creats-a-lot-of-jobs-recruitment-of-more-than-3600-posts/ Thu, 21 Feb 2019 11:55:37 +0000 https://www.thenewsbangla.com/?p=7090 রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে তৈরি হবে ২৫টি সাইবার ক্রাইম সেক্টর। প্রতিটি পুলিশ জেলায় থাকবে একটি করে সাইবার সেক্টর। এছাড়া সিআইডিতেও একটি সাইবার ক্রাইম সেক্টর থাকবে। এর জন্য ২৪৮টি পদ রাখা হয়েছে। এর ফলে সাইবার সংক্রান্ত অপরাধে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবে সরকার। কমবে সাইবার অপরাধ।

এছাড়াও ২০০৭ সাল থেকে বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি স্কুলে সুপারভাইজার পদের নিয়োগ শুরু হবে বলে ঘোষণা রাজ্য সরকারের। ৩৩৭৬টি পদ খালি রয়েছে। খুব দ্রুত শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। মূলত মহিলাদের ক্ষমতায়ন এর জন্যই এই পদক্ষেপ রাজ্য সরকারের। ICDS সুপারভাইজার পদে নিযুক্ত হবেন শুধুমাত্র মহিলারাই।

আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। বাড়ি করবেন? জমি কিনছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে এল নতুন অ্যাপস। এবার বাড়িতে বসে সহজেই নিজের মোবাইলে পেয়ে যাবেন সব জমির সব তথ্য। নতুন অ্যাপস এর নাম ‘জমির তথ্য’। জমি সংক্রান্ত সব খবর মোবাইলেই পেতে সরকার আনল এই ‘জমির তথ্য’ অ্যাপস। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কমবে দুর্নীতি।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার। জমির নাম পরিবর্তনের সময় এবার থেকে আর লাগবে না মিউটেশন এর টাকা। কৃষি জমির ক্ষেত্রে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার বসতবাড়ি এবং অন্যান্য সব জমির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

জমির অবস্থান কি? জমির বর্তমান মালিক কে? কি পরিস্থিতিতে রয়েছে জমিটি? বাড়িতে বসেই জানা যাবে সব তথ্য। এবার থেকে আর কোন অফিসে গিয়ে হত্যে দিতে হবে না সাধারণ মানুষকে। তার জন্য নতুন অ্যাপস আনল রাজ্য সরকার। যার নাম রাখা হয়েছে ‘জমির তথ্য’।

যারা জমি কিনবেন বা বিক্রি করবেন তারা জমি সম্পর্কিত সমস্ত তথ্য, এই নতুন অ্যাপস থেকে জানতে পারবেন। জমির দাগ নাম্বার, খতিয়ান, মালিক কে, জমির অবস্থান সহ সমস্ত তথ্য এই অ্যাপস থেকে জানতে পারা যাবে। এছাড়া আইনগত কোনো সমস্যা জমিতে রয়েছে কি না তাও জানতে পারা যাবে অ্যাপস থেকে।

ভোটের আগে চাকরি সহ বেশ কিছু চমক দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এমনটাই বলছে রাজনৈতিক মহল। এতে লোকসভা ভোটের আগে তৃণমূল সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।

]]>