Govt Job Theft – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Aug 2022 04:52:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Govt Job Theft – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর https://thenewsbangla.com/cow-theft-after-govt-job-theft-after-partha-is-it-time-to-go-to-jail-for-anubrata/ Tue, 09 Aug 2022 04:51:44 +0000 https://thenewsbangla.com/?p=15976 চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে, আগামীকাল বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন, সিবিআই অফিসাররা। গতকাল সোমবার তলব সত্ত্বেও, সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে, রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে।

বারবার সিবিআই হাজিরা এড়ানোয়, পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের, তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। তারপরে সরাসরি বোলপুর গিয়ে, তাকে নোটিশ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।

আরও পড়ুনঃ সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের

বুধবার তিনি হাজিরা না দিলে, কঠিন কোনও পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর সিবিআই সূত্রে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করে আনা হতে পারে নিজাম প্যালেসে। গরু পাচার মামলায় ও বিপুল সম্পত্তি ধরা পরায়, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এখন জেল হেফাজতে। যদিও এই নিয়ে অনুব্রতর তরফে, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ইস্যু নিয়ে চুপ, তৃণমূল নেতারাও। পার্থ চট্টোপাধ্যায়ের পর কি অনুব্রত মণ্ডল?

]]>
‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা https://thenewsbangla.com/khela-hochche-general-people-raids-tmc-leader-house-in-case-of-govt-job-theft/ Sat, 06 Aug 2022 11:45:05 +0000 https://thenewsbangla.com/?p=15872 ‘খেলা হচ্ছে’, চাকরি চুরি কাণ্ডে তৃণমূল নেতার বাড়িতে চড়াও আমজনতা। সদ্যই সামনে এসেছে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ; অর্থাৎ এসএসসি-তে বড়সড় কেলেঙ্কারির ঘটনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছে; রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত তারা রয়েছে জেল হেফাজতে। এই পরিস্থিতিতে এসএসসি গ্রুপ ডি-তে নিয়োগের নামে; চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ জনতার বিক্ষোভের মুখে পড়ল পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল নেতা।

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই; চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। এরপরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে; চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার চাকরির আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল; পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের দাপটে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বিরুদ্ধে। আর এই অভিযোগে তৃণমূল নেতাকে না পেয়ে; তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন; বান্ধবীর ফ্লাটে কোটি টাকা, জেলের মেঝেতে শুয়ে রাত কাটছে পার্থ’র

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার, ভগবানপুর ১ নম্বর ব্লকের; কোটবার গ্রাম পঞ্চায়েত। এই এলাকাতেই থাকেন পঞ্চায়েতের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশংকর নায়েক। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে; গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তিনি আদায় করেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ; নান্টু প্রধানের মূল এজেন্ট ছিলেন শিবশংকর। শনিবার তার বাড়িতে চড়াও হয়ে, টাকা আদায়ের জন্য; দফায় দফায় বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের পরিবারের সদস্যরা।

তাঁকে বাড়িতে না পেয়ে স্ত্রী, ছেলের উপরই আছড়ে পড়ল রোষ। তাদের গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। দীপক মাইতি নামে এক ব্যক্তি জানান, তিনি তার ছোট ভাইয়ের গ্রুপ ডিতে চাকরির জন্য; ওই তৃণমূল নেতা-কে ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। পরে দু-লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন। কিন্তু, তারপর চাকরি তো দূরের কথা; টাকাও ফেরত দেওয়া হয়নি। এমনকি থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি।

ওই তৃণমূল নেতার স্ত্রীর দাবি, যদি তার স্বামী টাকা নিয়ে থাকে; তাহলে যেমন তিনি দোষী তেমনি যারা টাকা দিয়েছে তারাও দোষী। এদিকে প্রতারিতদের দাবি, অবিলম্বে শিবশংকরকে গ্রেফতার করে; সবার টাকা ফেরানো হোক।

]]>