EducationMinister – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Aug 2022 09:41:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg EducationMinister – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায় https://thenewsbangla.com/partha-chatterjee-threats-all-in-ed-court-today-ssc-scam-case/ Thu, 18 Aug 2022 09:41:00 +0000 https://thenewsbangla.com/?p=16226 ‘কেউ ছাড় পাবে না’, আদালতেও কি হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। ‘কেউ ছাড় পাবে না’, আদালতে তোলার পর বৃহস্পতিবার হাত জোড় করে, এমনটাই জানালেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি শুনানিতে, চাঞ্চল্যকর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন মন্ত্রী। ‘No Body Will Spare’, আদালত কক্ষ ছাড়ার আগে এদিন জানিয়ে গেলেন পার্থ।

ফের একবার আদালতে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়-কে। ১৪ দিনের জেল হেফাজতের শেষে, এদিন আদালতে এসেই মুখ খুললেন পার্থ। হাত জোড় করে বললেন পার্থ, ‘কেউ ছাড় পাবেন না’। কাদের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়? কারা ছাড় পাবেন না? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি আদালতেও হাত জোড় করে হু’মকি দিলেন পার্থ চট্টোপাধ্যায়? না কি বললেন, “আমার মত কেউ ছাড় পাবে না’। আলোচনা শুরু হয়েছে সর্বত্র।

আরও পড়ুনঃ তৃণমূল সরকারের ১১ বছরে শিক্ষক নিয়োগ, পুরোটাই কলকাতা হাইকোর্টের নজরে

একটা মাত্র বাক্য, ‘No Body Will Spare’। আর তাই নিয়েই অনেক প্রশ্ন। ১৪ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার, ইডি-র বিশেষ আদালতে পেশ করা হল পার্থ ও অর্পিতাকে। সেখানেই হাত জোড় করে বললেন পার্থ, ‘কেউ ছাড় পাবে না’। কাদের ছাড় পাওয়ার কথা বলছেন তিনি? বিচারক তাঁকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ঠিক সেই সময়েই মুখ ঘুরিয়ে পার্থ বলেন, ‘কেউ ছাড় পাবে না’। আদালতে পেশ হয়েই এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্যে, জল্পনা তুঙ্গে উঠেছে।

]]>
“শিক্ষক নিয়োগে জট খুলবে”, টেট উত্তীর্ণদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু https://thenewsbangla.com/education-minister-bratya-basu-assured-the-tet-passers-that-teacher-recruitment-will-start/ Wed, 17 Aug 2022 13:24:49 +0000 https://thenewsbangla.com/?p=16199 “শিক্ষক নিয়োগে জট খুলবে”, টেট উত্তীর্ণদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি ও টেট দুর্নীতি প্রকাশ্যে আসার পর, এবার টেটের জট খুলতেও উদ্যোগী রাজ্য শিক্ষা দফতর। বুধবার বিকাশ ভবনে টেট উত্তীর্ণদের ৬ জন প্রতিনিধির সঙ্গে, বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন, ব্রাত্য বাসু ও চাকরিপ্রার্থীরাও। আদালতের নির্দেশে আইনের পথে হেঁটেই, খুব শীঘ্রই এই টেট চাকরির জট খোলার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার চাকরিপ্রার্থীরা লিখিতভাবে, তাঁদের দাবিদাওয়া জানাবেন বলেই খবর।

নিজেদের অর্জিত চাকরির দাবিতে, কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণরা। তাদের নিয়োগের বিষয় বারবার আশ্বাস দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ হাজারের বেশি পদে নিয়োগের ব্যবস্থা শুরু করেছিল শিক্ষা দফতর। সাড়ে ১১ হাজার পদে নিয়োগ হলেও, ৫ হাজার পদ এখনও ফাঁকা। সেখানে দ্রুত নিয়োগের দাবিতে, আন্দেোলন করছেন চাকরিপ্রার্থীরা। সেই সমস্ত দাবিদাওয়া এদিন শিক্ষামন্ত্রীকে জানান তাঁরা।

আরও পড়ুন; অনুব্রত ও তার আত্মীয়দের ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চাকরিপ্রার্থীদের দাবি, “ইতিবাচক আলোচনা হয়েছে, দ্রুত চাকরি মেলার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে যতক্ষণ না সকলে নিয়োগপত্র হাতে পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে”। শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু বলেন, “আইন মেনেই যে নিয়োগ করা সম্ভব, তা করব। আদালত যে নিয়ম করে দিয়েছে, সেই নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি নিয়োগ জট খুলব”।

]]>