EDRaids – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Sep 2022 11:49:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg EDRaids – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ https://thenewsbangla.com/ed-seizes-15-crores-from-kolkata-businessman-house-firhad-hakim-says-conspiracy/ Sat, 10 Sep 2022 11:49:28 +0000 https://thenewsbangla.com/?p=16755 গার্ডেনরিচে উদ্ধার ১৫ কোটি, “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম। গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে, হাঁড়ির ভিতরে টাকার পাহাড়। ইডির অভিযানে উদ্ধার, ১৫ কোটির বেশি নগদ, মিলেছে অনেক সোনার গয়নাও। উদ্ধার হওয়া নোটের তাড়া, এখনও মেশিনে গোনা চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা আরও বাড়তে পারে, বলে মনে করছে ইডি কর্তারা। এদিকে কলকাতার একাধিক এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা নিয়ে, এবার মুখ খুলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির” সরব ফিরহাদ হাকিম।

শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে, ইডির হানা প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে, প্রধানত দু’টি কারণ আছে বলে দাবি ফিরহাদের। তিনি বলেন, “কলকাতার বিভিন্ন প্রান্তে ইডির হানার পিছনে, দু’টি কারণ রয়েছে। এক, আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা। এসব করে তৃণমূল দলকে বার্তা দেওয়া হচ্ছে। যাতে তারা আর বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক লড়াই না করে। আর দুই, বাংলার ব্যবসায়ীদের ভয় পাইয়ে দেওয়া। যাতে তারা বাংলায় ব্যবসা না করে, ওদের রাজ্যে গিয়ে ব্যবসা করে। বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা”।

আরও পড়ুনঃ ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান

শনিবার কলকাতার তিন জায়গায়, ইডি তল্লাশি চালায়। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, পরিবহন ব্যবসায়ি মহম্মদ নিসার খানের খাটের তলা থেকে ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

]]>
ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান https://thenewsbangla.com/ed-raids-kolkata-businessmans-residence-huge-money-recovered/ Sat, 10 Sep 2022 08:22:57 +0000 https://thenewsbangla.com/?p=16752 ফের কোটি কোটি টাকার পাহাড়ের খোঁজ, কলকাতায় ফের ইডির অভিযান। শহরে ফের উদ্ধার বিপুল টাকা। কয়েক ঘণ্টা তল্লাশির পরে, পাহাড়প্রমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত যা গোনা হয়েছে, তা ৭ কোটি টাকারও বেশি। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে, প্যাকেটবন্দি নোট উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোনা শুরু হয়েছে।

ইডি-র হানায় এখনও পর্যন্ত উদ্ধার, ৭ কোটি টাকা গার্ডেনরিচে। পরিমাণ আরও বাড়বে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে, উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে, ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ইডি সূত্রে। অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে, ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ কলকাতা বন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার করল গুজরাত পুলিশ

শনিবার কলকাতার তিন জায়গায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি। গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে, নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল-বান্ডিল নোট উদ্ধার হয়েছে।

আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ, ৭ কোটি বলে জানা গিয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে, তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। গার্ডেনরিচে শাহি আস্তাবল গলির পাশেই, ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে এখন।

]]>