Drishyam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 09 Oct 2022 04:37:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Drishyam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম, বাস্তবে সত্যি হল বাংলার হরিদেবপুর মা’র্ডারে https://thenewsbangla.com/ajay-devgan-film-drishyam-reality-in-kolkata-haridevpur-murder/ Sun, 09 Oct 2022 04:36:52 +0000 https://thenewsbangla.com/?p=16907 অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম, বাস্তবে সত্যি হল বাংলার হরিদেবপুরে। কীভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে, পরিবারের মা-মেয়েকে কুনজরে দেখা অপরাধীকে হ’ত্যা করে মৃ’তদেহ সরিয়ে ফেলা হয়, সেটাই দেখানো হয় দৃশ্যম সিনেমায়। সেটাই বাস্তব হল, আমাদের বাংলায়। হরিদেবপুরে অয়ন মণ্ডল খু’নে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল। খু’নের ব্লু-প্রিন্ট ছিল, অয়নের বান্ধবীর মায়ের। দে’হ লোপাট করার ছক কষে বান্ধবীর বাবা। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।

‘মা-মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল, হরিদেবপুরের অয়নের। দাবি অয়নের বাবার, একই দাবি কলকাতা পুলিশেরও। ত্রিকোণ সম্পর্কের জেরেই খু’ন অয়ন মণ্ডল, পুলিশ সূত্রে দাবি। পুলিশ জানিয়েছে, “দশমীর দিন অয়ন বান্ধবীর বাড়িতে এলে, তাকে ইট-বাঁশ-রড দিয়ে মে’রে খু’ন করা হয়”। খু’নের পর দে’হ লোপাটের পরিকল্পনা করে বান্ধবীর বাবা।

আরও পড়ুনঃ বাংলার ‘যমালয়ে জীবন্ত মানুষ’, পুজো কার্নিভালে গরুর গুঁতোয় মৃত এক আহত অনেক

পুলিশের দাবি, “দুই বন্ধুকে ডেকে পাশের নির্মীয়মাণ বহুতল থেকে, ত্রিপল এনে মোড়া হয় দে’হ। তারপর গাড়ি করে হরিদেবপুর থেকে মগরাহাটে নিয়ে যাওয়া হয় মৃ’তদেহ। মৃ’তদেহ লোপাটের আগে অয়নের মোবাইল, সুইচড-অফ করে ফেলা হয় পুকুরে। বিষ্ণুপুরের নেপালগঞ্জে জলাশয়ে, ফেলা হয় অয়নের মোবাইল।

২১ বছরের অয়ন মণ্ডলকে খু’নের ঘটনায়, গ্রেফতার তার বান্ধবী ও তার মা-বাবা-নাবালক ভাই-সহ ৭ জন। এখানেই অজয় দেবগণের ফিল্ম দৃশ্যম থেকে আলাদা হরিদেবপুর মা’র্ডার। দৃশ্যম ফিল্মে পুলিশ মৃ’তদেহ খুঁজেই পায়নি, কারণ সেটা পোঁতা হয়েছিল নির্মীয়মাণ নতুন থানার নিচে।

]]>
পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন https://thenewsbangla.com/ajay-devgans-drishyam-inspired-murder-bjp-leader-arrested-for-murder/ Mon, 14 Jan 2019 05:31:23 +0000 https://www.thenewsbangla.com/?p=5568 সিনেমা দেখে হত্যার ঘটনা ধামাচাপা দিতে কুকুর মেরে মাটিতে পুঁতে রেখেছিলেন পাঁচ ব্যক্তি। কিন্তু অপরাধ চেপে রাখতে পারেননি। পুলিশ ঠিকই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

ঠিক যেন অজয় দেবগণের দৃশ্যম সিনেমা। ফিল্মের মত করেই ২০১৬ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে টুইঙ্কল দরগে নামে ২২ বছরের এক তরুণীকে হত্যা করা হয়। কিন্তু ছবির বিজয় সালগাওকরের(অজয় দেবগণ) মতো ইন্দোরের প্রাক্তন বিজেপি নেতা জগদীশ কারোতিয়ার(৬৫) ভাগ্য সুপ্রসন্ন হয়নি। মৃত তরুণী আবার কংগ্রেস নেত্রী।

আরও পড়ুনঃ

‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন/The News বাংলা
পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন/The News বাংলা

বেশ নাম করেছিল অন্য ধাঁচের ফিল্ম দৃশ্যম। দৃশ্যম ছবিতে অজয় দেবগন(বিজয় সালগাওকর) একটি খুনের ঘটনা চাপা দিয়ে তদন্তের মোড় অন্যদিকে ঘোরাতে একটি কুকুর মেরে মাটিতে পুঁতে রেখেছিলেন। সিনেমায় নিহত যুবক ছিলেন গোয়া পুলিশের আইজির ছেলে।

আইজি এবং গোয়া পুলিশের গোয়েন্দারা অনেক দিন ধরে তদন্ত চালিয়েও এই হত্যাকাণ্ডের কূলকিনারা করতে পারেনি। উদ্ধার হয়নি মরদেহ। বিজয় সালগাওকরকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু বাস্তবের অভিযুক্ত হত্যকারী বিজেপির প্রাক্তন এমএলএ জগদীশ কারোতিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

পুলিশি তদন্তে উঠে এসেছে, শুধু একই কৌশল নয়, দৃশ্যম সিনেমা দেখেই অভিযুক্ত জগদীশ কারোতিয়া হত্যা করেন ওই তরুণীকে। শেষ পর্যন্ত দুই বছর তিন মাস পর জগদীশকে আটক করে পুলিশ। তাঁর তিন ছেলে অজয়(৩৬), বিজয়(৩৮) ও বিনয়(৩১) এবং এক সহযোগী নীলেশ কাশপকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ইন্দোরের বনগঙ্গা এলাকার টুইঙ্কল দরগের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্থানীয় বিজেপি নেতা জগদীশ কারোতিয়া। কিছুদিন সম্পর্ক চলার পরই ২০১৬ সালের মাঝামাঝি শুরু হয় বিবাদ। তখন জগদীশ কারোতিয়াকে বিয়ে করতে বলেন টুইঙ্কল দরগে।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন/The News বাংলা
পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন/The News বাংলা

কিন্তু তিন সন্তান ও স্ত্রী নিয়ে সংসার করা জগদীশ রাজি হননি। টুইঙ্কলও অনড় বিয়ের ব্যাপারে। টানাপোড়েনের জেরে নিজের পরিবারে অশান্তি এড়াতে টুইঙ্কলকে হত্যার পরিকল্পনা করেন জগদীশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, হত্যার আগে তাঁরা ২০১৫ সালে মুক্তি পাওয়া দৃশ্যম ছবিটি দেখেছেন। ২০১৬ সালের ১৬ অক্টোবর অভিযুক্তরা, টুইঙ্কল দরগেকে প্রথমে গলা টিপে হত্যা করেন। শরীর পুড়িয়ে প্রায় নিশ্চিহ্ন করে দেন অভিযুক্তরা। এরপর তদন্তের মোড় ঘোরাতে একটি কুকুর মেরে কাছাকাছি একটি জায়গায় মাটিতে পুঁতে রাখেন তাঁরা।

আরও পড়ুনঃ

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইন্দোরের ডিআইজি হরিনারায়ণচারী মিশ্র বলেন, যেখানে কুকুরটি পুঁতে ফেলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা খবর ছড়িয়ে দেন যে সেই এলাকায় খুনের ঘটনা ঘটেছে। এর জের ধরে সেখানে খোঁড়াখুঁড়ি করে পুলিশ কুকুরটির দেহাবশেষ ছাড়া কিছুই পায়নি। কিন্তু তদন্ত থেমে থাকেনি।

টুইঙ্কলের পরিবারের লোকজন জগদীশের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন। স্থানীয় এক বিজেপি নেতার প্রভাবে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ ওঠে। ইতিমধ্যে টুইঙ্কলকে যেখানে খুন করা হয়, সেখান থেকে তাঁর চুড়ি এবং অন্যান্য অলংকারের পোড়া অংশ উদ্ধার করে পুলিশ।

সেগুলোর ফরেনসিক পরীক্ষা করেও কোনো সূত্র মেলেনি। কুকুরের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন গোয়েন্দা পুলিশেরা।

আরও পড়ুনঃ

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন/The News বাংলা
পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন/The News বাংলা

জগদীশ ও তাঁর এক ছেলেকে গুজরাটের একটি ল্যাবরেটরিতে ব্রেন ইলেকট্রিক্যাল অসিলেশন সিগনেচার (বিইওএস) টেস্ট করায় পুলিশ। এটা একধরনের নিউরো সাইকোলজিক্যাল প্রযুক্তি, যাতে জিজ্ঞাসাবাদে অপরাধী সাধারণত সত্যি কথা বলেন বলেই ধরে নেওয়া হয়। এ কারণে এটা ব্রেন ফিঙ্গারপ্রিন্ট বলেও পরিচিত।

হরিনারায়ণচারী মিশ্র বলেন, ইনদোরের কোনো খুনের ঘটনায় প্রথমবারের মতো এ ধরনের পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষাতে জগদীশ ও তাঁর ছেলে খুনের কথা স্বীকার করেন। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তাঁরা দৃশ্যম ছবির বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা জেনেছি খুনের আগে অভিযুক্তরা একসঙ্গে অজয় দেবগনের দৃশ্যম ছবিটি দেখেছেন। সেখান থেকেই ‘অনুপ্রাণিত’ হয়ে জগদীশ ও তাঁর ছেলেরা টুইঙ্কল দরগেকে খুন করেন এবং কুকুর মেরে পুঁতে ফেলার পরিকল্পনা করেন।

আরও পড়ুনঃ

ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

প্রসঙ্গত, মালয়ালম ছবির দৃশ্যমের অনুকরণে বলিউডেও একই নামে ছবি মুক্তি পায় ২০১৫ সালে। এতে কেন্দ্রীয় চরিত্র বিজয় সালগাওকরের ভূমিকায় অভিনয় করেন অজয় দেবগন। সিনেমার গল্পে একটি প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে বিজয়ের ১২ বছরের পালিতা মেয়ে অঞ্জুর চান করার দৃশ্য মোবাইলে ভিডিও তোলে সমীর দেশমুখ বা স্যাম নামের এক তরুণ।

এই নিয়ে চলতে থাকে ব্ল্যাকমেল। স্যাম গোয়ার আইজি মীরা দেশমুখের(টাবু) ছেলে। একসময় দেখা করার কথা বলে স্যাম অঞ্জু বাসায় যান। কিন্তু সেখানে ঘটনাক্রমে খুন হন স্যাম। বিজয় সালগাওকারকে ঘটনাটি জানানোর পর স্যামের মরদেহ নির্মীয়মাণ একটি পুলিশ থানার নিচে পুঁতে ফেলা হয়। অন্যদিকে একটি কুকুর মেরে পুঁতে দিয়ে এই খুনের ঘটনা চাপা দেওয়া হয়।

তবে বাস্তবে ফিল্মের পট রক্ষা করতে পারল না খুনিদের। ফিল্মে অনেক কিছুই হয়। আর এই ঘটনায় প্রমানিত জীবনটা ফিল্মি নয়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>