DilipGhoshBJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 10:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg DilipGhoshBJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের https://thenewsbangla.com/kunal-ghosh-on-dilip-ghosh-suvendu-adhikari-sukanta-majumder-bengal-bjp-leaders/ Thu, 15 Sep 2022 10:53:21 +0000 https://thenewsbangla.com/?p=16820 “দিলীপের নখের যোগ্য নয় কেউ”, শুভেন্দু-সুকান্তকে কটাক্ষ কুণালের। রাজনীতির এক ‘ঘোষ’কে দরাজ সার্টিফিকেট দিলেন আর এক ‘ঘোষ’। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে, গেরুয়া শিবিরের তিন নেতার মধ্যে সবচেয়ে এগিয়ে রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকেই। বাকিদের নিয়ে তাঁর কটাক্ষ, “দিলীপের নখের যোগ্য নয় কেউ”। যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, বিজেপি শিবির এবং শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন, বাংলায় গেরুয়া ব্রিগেডের তিন নেতার উপর দায়িত্ব ছিল মিছিলে নেতৃত্ব দেওয়ার। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ টেনেই এদিন কটাক্ষ করেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

কুণাল আরও বলেন, নবান্ন অভিযান শুরু হওয়ার কয়েক মিনিটের মধেই, লড়াইয়ের ময়দান ছাড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কলেজ স্ট্রিট চত্বরে একটি সভায় বক্তব্য রেখেই বাড়ি চলে যান। আর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, স্বেচ্ছায় গ্রেফতার হন।

তবে কুণাল ঘোষের বক্তব্য, গুরত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী বলেন, “মানুষের টাকা চুরির দায়ে জেল খাটা কয়েদির কথার, জবাব দেওয়ার কিছুই নেই”। সুকান্ত মজুমদার বলেন, “এইভাবে বিজেপিকে ভাঙা যাবে না”। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের হয়, কুণাল বিজেপিতে সেটাই লাগাবার চেষ্টা করছেন, লাভ হবে না”?

]]>
“গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ https://thenewsbangla.com/bjp-mp-dilip-ghosh-speaks-tmc-leader-saugata-roy/ Fri, 02 Sep 2022 07:36:18 +0000 https://thenewsbangla.com/?p=16603 “গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ? বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায়, দিলীপ ঘোষ এমনই বিতর্কিত মন্তব্য করেন। নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “ওই মোটা, কালো, ধুমসো একটা এমপি আছে টিএমসির। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নীচে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার”। রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে গিয়ে, ফের অশালীন মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

দিন কয়েক আগে বিজেপির নেতা-কর্মীদের জুতোপেটা করার নিদান দিয়েছিলেন, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। একজন বরিষ্ঠ সাংসদের মুখে এই কুকথা নিয়ে, আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। এদিন তারই পাল্টা জবাবে দিলীপ ঘোষ, বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের কাপড় খুলে নেবার কথা বলেন।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

দাঁতনের সভা থেকে প্রকাশ্যে হুঁ’শিয়ারি দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি”? তবে বর্ষীয়ান দুই রাজনৈতিক নেতার কুকথার যুদ্ধে বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই বিয়ে বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। রাজনীতিতে এত বয়স্ক দুই নেতার মুখে কেন কু-কথা?

]]>