Dengue3 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 15 Sep 2022 08:34:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Dengue3 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল https://thenewsbangla.com/dengue-3-attacked-state-affected-vineet-goyal-kolkata-police-commissioner/ Thu, 15 Sep 2022 08:28:36 +0000 https://thenewsbangla.com/?p=16817 রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি-থ্রি, আক্রান্ত খোদ আমাদের রক্ষাকর্তা নগরপাল। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল, বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। রক্ত পরীক্ষা করাতে, রিপোর্টে ডেঙ্গি উঠে আসে। তারপরই বুধবার সকালে বিনীত গোয়েল-কে হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ডেঙ্গির প্রকোপের মধ্যেই, এবার রাজ্যে হানা ডেঙ্গি-থ্রির। বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে, ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা করা চলছে। চলতি-মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ৩৫টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছে। গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে, ২০টিতেই ডেঙ্গি-থ্রি ধরা পরেছিল। আক্রান্তদের বেশিরভাগই, ডেঙ্গি-থ্রি ভাইরাসের কবলে পড়েছেন।

আরও পড়ুন; “মমতার চাকরির অফার লেটার দুর্নীতি”, রাজ্য সরকার কোম্পানির লেটারহেড জাল করেছে

রাজ্যে ডেঙ্গি-থ্রি-র দাপট বাড়ছে, সংক্রমণ লাগামছাড়া। কিছুদিন ধরেই কলকাতায় ও রাজ্য জুড়ে ডেঙ্গির সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য-দফতরের তরফে ইতিমধ্যেই, কড়া সতর্কতা জারি হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট না কমলেও, সতর্ক থাকতে হবে। আটদিন পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের প্লেটলেটের দিকে, কড়া নজর রাখার নির্দেশ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, সামান্য বমি, মাথা-ঘোরার উপসর্গ দেখলেই, সঙ্গে-সঙ্গে রক্তচাপ পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া-তেও নজরদারি চলছে। নতুন করে ৫৩৭জন ডেঙ্গি-আক্রান্ত, সরকারি হাসপাতালে ভর্তি ৪৮৫জন, জানিয়েছে স্বাস্থ্য দফতর।

]]>