DA – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 06 Sep 2022 14:47:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg DA – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “কোনও DA বকেয়া নেই”, আদালতে জানাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/no-da-due-mamata-banerjee-govt-told-the-calcutta-high-court-in-puja-grant-case/ Tue, 06 Sep 2022 14:45:28 +0000 https://thenewsbangla.com/?p=16681 “কোনও DA বকেয়া নেই”, পুজোর অনুদান মামলায় আদালতে জানাল রাজ্য সরকার। হ্যাঁ, এই মর্মেই হলফনামা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। “রাজ্য সরকারি কর্মীদের, কোনও DA বকেয়া নেই”, পুজো অনুদান মামলায় হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য। পুজোর অনুদান সংক্রান্ত মামলাটির কোনও গ্রহণযোগ্যতা নেই, বলে দাবি করে তা খারিজেরও দাবি জানিয়েছে রাজ্য। একইসঙ্গে মামলাকারী-দের বিরুদ্ধে বিপুল অঙ্কের জরিমানা করার, আর্জিও জানিয়েছে রাজ্য সরকার।

এবছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান হিসেবে, ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরই কলকাতা হাইকোর্টে, বেশ কয়েকটি মামলা হয়েছে এর বিরুদ্ধে। মামলাকারী-দের তরফে অভিযোগ করা হয়, বকেয়া DA বা মহার্ঘভাতা বাকি রয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও সরকারি কর্মীদের তা না দিয়ে, পুজোয় টাকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ব্যপক সম্পত্তি বৃদ্ধি’, মমতার পরিবারের বিরুদ্ধে তরুণজ্যোতির মামলায় ‘পার্টি’ কুণাল

এরপরই রাজ্য়ের কাছে, হলফনামা চেয়ে পাঠায় হাইকোর্ট। এদিন সেই হলফনামা পেশ করে রাজ্য সরকার। রাজ্যের তরফে জানানো হয়, পুজোর অনুদান ও DA সম্পূর্ণ আলাদা বিষয়। হলফনামায় একথাও জানানো হয়, রাজ্যের কাছে কর্মচারীদের কোনও DA বকেয়া নেই। সেই কারণেই আদালতের রায়কে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। এটি এখন আদালতের বিচার্য বিষয়।

তাই আদালতের নির্দেশের পরে, রাজ্য তার কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে উদাসীন, এই বক্তব্য যুক্তিসঙ্গত নয়। কর্মীদের মহার্ঘ ভাতা এবং পুজোর অনুদান দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

]]>
আদালত অবমাননার মামলা, পুজোতে টাকা, ডিএ মেটাবার দায় নেই রাজ্যের https://thenewsbangla.com/contempt-of-court-case-against-chief-secretary-hari-krishan-dwivedi-da-issue-calcutta-high-court/ Tue, 23 Aug 2022 06:11:02 +0000 https://thenewsbangla.com/?p=16332 আদালত অবমাননার মামলা, পুজোতে টাকা, ডিএ মেটাবার দায় নেই রাজ্যের। ডিএ নিয়ে আদালত অবমাননার অভিযোগে, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করল সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরাম। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার, আদালতের নির্দেশ মানেনি বলে অভিযোগ। আদালতের তরফে নির্দেশ দেওয়ার পরও, নির্ধারিত সময়ে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হয়নি। আদালতের নির্দেশ মতো, গত ১৯ অগাস্ট শেষ হয়েছে সেই সময়সীমা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে, রাজ্য সরকার ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি।

এদিকে পুজো উপলক্ষে রাজ্যে মোট ৪০ হাজার ৯২ টি ক্লাবকে ২৪০ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা, অনুদান দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের আর্থিক অবস্থা যে বর্তমানে খুব একটা ভাল নয়, তা সোমবার বিকেলে নিজেই স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়েছেন, রাজ্যের “ভাঁড়ার শূন্য”। তারপরেও সরকারী কর্মীদের প্রাপ্য বকেয়া না মিটিয়ে, ক্লাবগুলিকে টাকা অনুদান দেওয়া মেনে নিতে পারছে না সরকারী কর্মচারী থেকে সাধারন রাজ্যবাসী।

আরও পড়ুনঃ পুজো অনুদান বাড়িয়ে, মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য, রাজ্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অগাস্ট শেষ হতে চললেও, এখনও বকেয়া ডিএ হাতে পাননি সরকারি কর্মীরা। তার উপরে ক্লাবগুলিকে ২৪০ কোটি টাকার অনুদান ঘোষণা, সেই ক্ষো’ভের আগুনকে আরও উসকে দিয়েছে।

]]>
ডিএ ‘ডেডলাইনের’ ৮ দিন আগে মা-মাটি-মানুষের ‘কারসাজি’, ক্ষুব্ধ সরকারি কর্মীরা https://thenewsbangla.com/mamata-banerjee-govt-da-deadline-manipulation-8-days-before-angry-state-govt-employees/ Fri, 12 Aug 2022 14:15:17 +0000 https://thenewsbangla.com/?p=16114 ডিএ ‘ডেডলাইনের’ মাত্র ৮ দিন আগে মা-মাটি-মানুষের ‘কারসাজি’, ক্ষুব্ধ সরকারি কর্মীরা। মে মাসের ২০ তারিখে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে। তিন মাসের মধ্য়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (স্যাট) রায় কার্যকর করার, নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টভাবে বলেছিল, ‘মহার্ঘ ভাতা, রাজ্য সরকারি কর্মচারীদের আইনত অধিকার, মৌলিক অধিকার’। হাতে তিনমাস সময় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে। কিন্তু হাইকোর্টের রায়ে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার সেই সময়সীমা শেষ হওয়ার, মাত্র আটদিন আগে রায় পুনর্বিবেচনার আর্জি দাখিল করল নবান্ন। আর তাতেই রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

২০০৯ সালের জুলাই মাস থেকে, বাকি রয়েছে ডিএ বা মহার্ঘ ভাতা। এরিয়ার সহ সেই ডিএ মেটানোর দাবিতে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মীরা। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও, এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিনমাস সময় দেয়, বকেয়া ডিএ মিটিয়ে দেবার জন্য।

আরও পড়ুন; ক্ষমতায় এসে সম্পত্তি বেড়েছে বহুগুণ, মামলায় গোয়েন্দাদের বাদ দিতে আদালতে মন্ত্রীরা

কিন্তু সেই তিনমাস সময় থেকে মাত্র ৮দিন আগে, ফের আদালতে গেল রাজ্য।আর এতেই বেজায় চটেছেন, রাজ্যের সরকারি কর্মীরা। মা-মাটি-মানুষের এই ‘কারসাজি’-তে, ক্ষুব্ধ সরকারি কর্মীরা।

]]>
নেতা মন্ত্রীর সম্পত্তির পাহাড়, ডিএ না দিতে আদালতে গেল রাজ্য সরকার https://thenewsbangla.com/wb-govt-appeals-calcutta-high-court-division-bench-da-case/ Fri, 12 Aug 2022 13:15:47 +0000 https://thenewsbangla.com/?p=16108 দলের নেতা-মন্ত্রীদের সম্পত্তির পাহাড়, কিন্তু ডিএ না দিতে আদালতে গেল রাজ্য সরকার। তিনমাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবার, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে, ফের আবেদন জানাল রাজ্য। ২০মে ডিএ মামলার রায় দিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন, আগামী তিনমাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ হিসেবনিকেশ করে মিটিয়ে দিতে হবে। আদালতের নির্ধারণ করা সেই সময়সীমা প্রায় শেষের পথে। এরই মাঝে শুক্রবার ফের ডিভিশন বেঞ্চে, আবেদন জানিয়েছে রাজ্য। এই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।

২০০৯ সালের জুলাই মাস থেকে, বাকি রয়েছে ডিএ বা মহার্ঘ ভাতা। এরিয়ার সহ সেই ডিএ মেটানোর দাবিতে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মীরা। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও, এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান।

আরও পড়ুনঃ ক্ষমতায় এসে সম্পত্তি বেড়েছে বহুগুণ, মামলায় গোয়েন্দাদের বাদ দিতে আদালতে মন্ত্রীরা

এই মামলায় বিচারপতিরা জানিয়েছিলেন, ডিএ বিলাসিতার জন্য নয়, প্রয়োজনের জন্য। তাই রাজ্য সরকার যেন সেই বকেয়া টাকা মিটিয়ে দেয়। কোর্টের দেওয়া সেই তিনমাসের সময়সীমা, শেষ হচ্ছে ২০ অগস্ট। তার আগেই আবার আদালতের দ্বারস্থ রাজ্য। এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, যে দলের নেতা-মন্ত্রীদের কোটি-কোটি টাকার সম্পত্তির পাহাড়, তারাই আবার সরকারী কর্মচারীদের প্রাপ্য টাকা আটকে রেখেছেন।

]]>
একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের https://thenewsbangla.com/govt-employees-will-get-5-years-arrears-at-once-administration-issued-notification-regarding-arrears/ Tue, 24 May 2022 11:08:00 +0000 https://www.thenewsbangla.com/?p=15184 একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা; ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ষষ্ঠ বেতন কমিশনের আওতায়; একলপ্তে পাঁচ বছরের ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত; সেই ‘এরিয়ার’ বা বকেয়া অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের জন্যে; ইতিমধ্যেই ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চণ্ডীগড় প্রশাসন।

বড়সড় সুখবর পেলেন চণ্ডীগড়ের সরকারি কর্মচারীরা, একলপ্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়; পাঁচ বছরের বকেয়া টাকা (এরিয়ার) মিটিয়ে দেওয়া হবে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায়, চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের; বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন এসেছে। কেন্দ্রশাসিত অঞ্চলের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে; ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

সেইসঙ্গে পঞ্জাব সরকার থেকে, যে সব কর্মীদের ডেপুটেশনে নেওয়া হয়েছে; তাঁদেরও একলপ্তে সেই ‘এরিয়ার’ দেওয়া হবে। ‘এরিয়ার’ প্রদানের পর কত টাকা বেতন দিতে হবে; তা হিসাব করার জন্য ইতিমধ্যে বিভিন্ন দফতরের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সংশোধিত বাজেট; কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। জানা গেছে, গ্রুপ এ সরকারি কর্মীরা; প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা করে এরিয়ার পাবেন।

আরও পড়ুনঃ “পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

একই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে; মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। তবে হাইকোর্টে মামলা হেরে গেলেও; রাজ্য সরকার আদালতের সেই নির্দেশ মানবেন, না সুপ্রিম কোর্টে যাবেন; সেটাই এখন দেখার। তবে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সরকারি কর্মচারীদের জন্যে; ইতিমধ্যেই ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানকার প্রশাসন। সিদ্ধান্ত মেনে নেবে; জানিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। বাংলায় এটা কবে হবে; সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে https://thenewsbangla.com/calcutta-high-court-verdict-da-has-to-be-given-within-3-months-to-state-govt-employees/ Fri, 20 May 2022 05:37:55 +0000 https://www.thenewsbangla.com/?p=15136 বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে; ৩ মাসের মধ্যে বর্ধিত ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ মামলায় আজ ঐতিহাসিক রায় দিল; হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ; পরিস্কার জানিয়ে দিন, মহার্ঘভাতা সরকারি কর্মীদের মৌলিক অধিকার। তাদের বর্ধিত হারে ডিএ দিতে হবে। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা? এমন রায়ই দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী; বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ; মামলায় যেতেন সরকারি কর্মীরা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট); রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে বলে।

আরও পড়ুনঃ সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা, শুভেন্দুকে নবান্নে ডাকল রাজ্য সরকার

রাজ্য সরকার সেই নির্দেশ না মেনে; কলকাতা হাইকোর্টে যায়। সেই মামলাতেই আজ রায় দেয় হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টেও হেরে গেল রাজ্য সরকার। স্যাটের নির্দেশ অনুযায়ী, বর্ধিত হারেই ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের; জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে, ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন

“টাকা নেই, তহবিল নেই এই অজুহাত আর চলবে না”; পরিস্কার জানিয়ে দিল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আগামী তিনমাসের মধ্য়ে রাজ্য সরকারি কর্মীদের; বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিস্কার বলেছে; ‘মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার’। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলেই অনুমান।

তবে এই মুহূর্তে রাজ্য কোষাগার একেবারেই খালি; এমনটাই দাবি নবান্নের। বাজারে ধার কয়েক লক্ষ কোটি টাকা। এবার হাইকোর্টের রায়ে, আর্থিক ভাবে বড়সড় সংকটে পরে গেল মা মাটি মানুষের সরকার। সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার; কিন্তু সেখানে গিয়েও কোন লাভ হবে না বলেই মনে করছে আইনজীবী মহল। খেলা মেলা ভাতা দিয়ে; ইতিমধ্যেই শুন্য রাজ্যের কোষাগার। এবার বর্ধিত হারে ডিএ দিতে হবে নবান্নকে। কোথায় পাবে রাজ্য সরকার এত টাকা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

]]>
EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ https://thenewsbangla.com/bengal-government-employees-will-get-remaining-da-in-this-month-according-to-nabanna/ Thu, 03 Jan 2019 10:04:10 +0000 https://www.thenewsbangla.com/?p=5184 The News বাংলা, কলকাতাঃ নতুন বছরেই সুখবর। রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া বোনাস। এই মাসেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ। নবান্ন সূত্রে এই খবর জানা গেছে। ৪৮ শতাংশ ডিএ বাকি বাংলার রাজ্য সরকারি কর্মীরা। বীরভূমের ইলামবাজারের সভায় এই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুনঃ বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৯ সালের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ৷ কেন্দ্রের সঙ্গে একই হারে ডিএ দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ তবে জানুয়ারী থেকে ঠিক কত শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার তা জানা যায় নি। কেন্দ্রের সঙ্গে এখন ফারাক ৪৮ শতাংশ।

আরও পড়ুন: বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন

তবে নবান্ন সূত্রে খবর, বাকি থাকা ৪৮ শতাংশ ডিএ এর মধ্যে ২৫ শতাংশ ডিএ এই মাসেই মিটিয়ে দেওয়া হবে। বাকি থাকবে আর ২৩ শতাংশ ডিএ। সেটাও লোকসভা ভোটের আগে মিটিয়ে দেবার চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে। আপাতত মুল বেতনের ১২৫ শতাংশ ডিএ হিসাবে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: ‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

‘রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার। ৫০ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার’। এজি কিশোর দত্ত গত সেপ্টেম্বরেই একথা জানান।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

কিন্তু ‘কেন পুরো ডিএ দিতে পারবে না রাজ্য সরকার তা হলফনামা দিয়ে জানাতে হবে’। ডিএ মামলার শুনানিতে গত বছরেই এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ। এর আগে গত ২৮ আগস্ট রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল, ‘মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মীদের কোনো বৈধ অধিকার নয়’।

আরও পড়ুন: পরিচালক মৃণাল সেনের ফিল্ম পরিচালনার কিছু ‘মণি মুক্ত’

এই ডিএ বাড়াবার আন্দোলন করতে গিয়েই অনেকেই রাজ্য সরকারের রোষানলে পরে বদলি হয়েছেন দূর দুরান্তে। গত বছরেই নবান্নে ডিএ বাড়াবার আন্দোলনে যোগ দিয়ে বাড়ির কাছ থেকে অনেক দূরে দূরে বদলি হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।

তবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এর নেতাদের দাবি, ‘জামাই ষষ্ঠীর দিনই এই ঘোষণা হয়েছিল। এটা নতুন কিছু নয়’। বারবার একই ঘোষণা করে ভোটের আগে ফায়দা লোটার চেষ্টা ছাড়া আর কিছুই নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছে বিরোধী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি।

]]>