CowTheft – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 10 Sep 2022 04:05:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CowTheft – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয় https://thenewsbangla.com/cm-mamata-banerjee-recognizes-anubrata-mondal-cow-theft-accused-as-hero-media-trial/ Sat, 10 Sep 2022 04:05:29 +0000 https://thenewsbangla.com/?p=16743 গরু চুরিতে অভিযুক্ত অনুব্রতকে ‘বীর’ বলে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতার, এটা ‘মিডিয়া ট্রায়াল’ নয়? উঠেছে প্রশ্ন। গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আদালতে বিচার চলছে। ঠিক সেই সময়েই, অনুব্রতকে ‘বীর’ সম্মান দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বারবার বলেন, ‘মিডিয়া ট্রায়াল’ করবেন না। আর সেই মমতাই কিনা, অন্যব্রতকে বিচার হবার আগেই, ‘ক্লিনচিট’ দিয়ে দিলেন? মামলার রায় বেরোনোর আগেই বীরের সম্মান, এটাও কি ‘মিডিয়া ট্রায়াল’ নয়? উঠেছে প্রশ্ন।

“বিচারাধীন মামলায় মিডিয়া ট্রায়াল বন্ধ করুন”, বারবার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলছে, আদালতে মামলাও চলছে, তাও আগেভাগেই ‘রায়’ ঘোষণা করে দেওয়াটা, বাংলায় একটা পুরনো রোগ। যার নাম মিডিয়া ‘ট্রায়াল’। এর প্রতিবাদে বারবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আরও একবার সেই তিনিই, অনুব্রত মণ্ডলকে ‘ক্লিনচিট’ দিয়ে বীরের সম্মান দিলেন।

আরও পড়ুনঃ এতকাণ্ডের পরেও কি, তৃণমূল নেতা মন্ত্রীদের ‘চাকরি চুরি’তে উৎসাহ দিলেন মমতা

এর আগেও পার্ক স্ট্রিট গণ’ধর্ষ’ন, দাঁড়িভিট হাইস্কুলে গু’লি, মাঝেরহাট ব্রিজ ভাঙা, বাদুড়িয়া, বসিরহাট সা’ম্প্রদা’য়িক উত্তেজনা,নারদ স্টিং অপারেশন, কামদুনি নৃ’শংস ধ’র্ষ’ণ কাণ্ড, বর্ধমানের কাটোয়ায় চলন্ত ট্রেনে মেয়ের সামনে মাকে ধ’র্ষ’ণ, শিলাদিত্য চৌধুরি, অম্বিকেশ মহাপাত্র, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা, এই সব ঘটনাতেই আগেভাগেই নিজের রায় ঘোষণা করে দিয়েছিলেন মমতা।

আর এবার অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে, আদালতের রায়ের আগেই, মিডিয়া ট্রায়াল করে নিজের রায় জানিয়ে দিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
বাবার মুদির দোকানে কাজ করা কেষ্ট, কিভাবে হলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’ https://thenewsbangla.com/anubrata-mondal-worked-in-father-grocery-store-now-king-of-birbhum-after-tmc-dist-president/ Thu, 11 Aug 2022 08:34:17 +0000 https://thenewsbangla.com/?p=16065 বাবার মুদির দোকানে কাজ করা কেষ্ট, কিভাবে হলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’। বাংলায় তৃণমূল নেতাদের মধ্যে সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতারই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতা এখন, গরু চুরি কাণ্ডে সিবিআই হেফাজতে। কখনও ‘খেলা হবে’, আবার কখনো ‘ভয়ঙ্কর খেলা হবে’, ইত্যাদি হু’ঙ্কার দেওয়ার মাধ্যমে সর্বদাই খবরের শিরোনামে থাকেন কেষ্ট তথা অনুব্রত মণ্ডল। প্রথম জীবনে তিনি কাজ করতেন, বাবার ছোট্ট মুদির দোকানে।

দোর্দণ্ডপ্রতাপ এই নেতার জীবনে সংগ্রাম কাহিনী শুনলে, যে কোন মানুষের চোখ কপালে উঠবে। রাজনীতিতে প্রবেশের আগে পর্যন্ত, তিনি তাঁর বাবার মুদির দোকানে পর্যন্ত কাজ করতেন। সেই অবস্থা থেকে কিভাবে, আজ তাঁর এই উত্থান। বীরভূমবাসীর কথায়, অষ্টম শ্রেণি পাস করে তিনি বাবার মুদির দোকানে বসে পড়েন কাজ করতে।

আরও পড়ুনঃ গরুতে ফাঁসলেন অনুব্রত, মাথা থেকে হাত তুলে নিল দল ও নেত্রী

প্রথম জীবনে অনুব্রত মণ্ডল কংগ্রেস করলেও, পরবর্তীকালে নিজের এলাকায় সুশোভন নামের এক ব্যক্তি তৃণমূল ছেড়ে চলে গেলে, সেই জায়গায় আসেন কেষ্ট। এরপরই তিনি বীরভূম জেলার, তৃণমূল সভাপতি হিসেবে নিযুক্ত হন। জেলা সভাপতি হিসেবে কাজ করতে করতেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র হয়ে ওঠে অনুব্রত। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মুদির দোকানের কর্মী হয়ে ওঠেন, বীরভূমের মুকুটহীন রাজা। আর এখন গরু পাচার মামালায় ফেঁসে, সিবিআই হেফাজতে। অনুব্রতের জীবন হার মানাবে, ফিল্মের গল্পকেও।

]]>
চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর https://thenewsbangla.com/cow-theft-after-govt-job-theft-after-partha-is-it-time-to-go-to-jail-for-anubrata/ Tue, 09 Aug 2022 04:51:44 +0000 https://thenewsbangla.com/?p=15976 চাকরি চুরির পর গরু চুরি, পার্থর পর এবার কি জেলে ঢোকার পালা অনুব্রতর? গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে, ফের তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে, আগামীকাল বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজই বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসবেন, সিবিআই অফিসাররা। গতকাল সোমবার তলব সত্ত্বেও, সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে বেরিয়ে, রাতে ফিরে আসেন বোলপুরের বাড়িতে।

বারবার সিবিআই হাজিরা এড়ানোয়, পরিস্থিতি আরও জটিল হচ্ছে অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় ফের, তাঁকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অনুব্রতর কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। তারপরে সরাসরি বোলপুর গিয়ে, তাকে নোটিশ দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।

আরও পড়ুনঃ সরকারি চাকরির পর, দলীয় পদ পাইয়ে দিতেও টাকা, তৃণমূল নেতার বাড়িতে হা’মলা কর্মীদের

বুধবার তিনি হাজিরা না দিলে, কঠিন কোনও পদক্ষেপ নেওয়া হবে বলেই খবর সিবিআই সূত্রে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করে আনা হতে পারে নিজাম প্যালেসে। গরু পাচার মামলায় ও বিপুল সম্পত্তি ধরা পরায়, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এখন জেল হেফাজতে। যদিও এই নিয়ে অনুব্রতর তরফে, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ইস্যু নিয়ে চুপ, তৃণমূল নেতারাও। পার্থ চট্টোপাধ্যায়ের পর কি অনুব্রত মণ্ডল?

]]>