Coal smuggling case – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 07 Sep 2022 06:28:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Coal smuggling case – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের https://thenewsbangla.com/coal-smuggling-case-cbi-raids-mamata-banerjee-ministers-residence-in-kolkata/ Wed, 07 Sep 2022 06:27:00 +0000 https://thenewsbangla.com/?p=16702 কয়লাপাচার কাণ্ডে, কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। কলকাতায় মন্ত্রীদের আবাসনের বাইরে বিশাল কেন্দ্রীয়-বাহিনী, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়, কয়লা-পাচার কাণ্ডে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি ও দফতরে তল্লাশি চলছে। কলকাতায় মন্ত্রীদের আবাসনেও পৌঁছল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানেই রয়েছেন মলয় ঘটক। কয়লা পাচার নিয়ে সেখানেই তাঁর সঙ্গে, কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

কলকাতায় মমতার মন্ত্রীদের আবাসনে হানা সিবিআই-য়ের। রাজভবনের পাশে মন্ত্রীদের থাকার জায়গা ওই সরকারি আবাসন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখানে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা। মোট ছটি গাড়িতে চেপে সেখানে পৌঁছন গোয়েন্দারা, সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানের বিশাল বাহিনী। সেই থেকে এখনও আবাসনের ভিতরেই রয়েছে সিবিআই আধিকারিকরা। ভিতরে রয়েছেন মলয় ঘটকও। সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ কয়লাপাচার কাণ্ডে সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

মন্ত্রীদের আবাসনের বাইরে, আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। মলয় ঘটক, তাঁর নিরাপত্তারক্ষীরা এবং সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের বিশাল দল। এর আগেও ইডি-র তরফে কয়লাপাচার কাণ্ডে, মলয়কে তলব করা হয়।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে, হেফাজতে নিয়েছে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও। এদিন আসানসোলে, মলয়ের দুটি বাড়িতে তল্লাশি শুরু হয় সকাল থেকেই। কলকাতার লেক গার্ডেন্সে মলয়ের বাড়িতেও তল্লাশি।

]]>
অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে লক্ষ্য রুজিরা https://thenewsbangla.com/cbi-at-abhishek-house-cbi-targets-rujira-in-coal-smuggling-case/ Tue, 14 Jun 2022 07:24:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15435 অভিষেকের বাড়িতে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে আজই; অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে; জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সিবিআই সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে; বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে; রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার ফের রুজিরাকে জেরা করতে; অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ এল সিবিআই গোয়েন্দারা। এই নিয়ে শুরু হয়েছে; তৃণমূল বিজেপি জোর রাজনৈতিক বিতর্ক।

সিবিআই সূত্রের খবর, গতবারের জিজ্ঞাসাবাদের পরে কয়লা পাচারকাণ্ড তদন্তে; বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। তাই কয়লা পাচারকাণ্ডে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই; জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা পাচার কাণ্ড মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন; তার সঙ্গে তথ্যপ্রমাণে বিস্তর অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গেই; রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

সিবিআই সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে; গত সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। রুজিরার তরফে আজ তাঁর বাড়িতে গিয়ে; জিজ্ঞাসাবাদ করার অনুমতি মেলে। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য; তৈরি হয়েছে ৮ জনের অফিসারের বিশেষ একটি দল। সেই দলে আছেন; সিবিআইয়ের মহিলা অফিসাররাও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হওয়ার পরই; তাঁর বাড়িতে যায় সিবিআই। সূত্রের খবর, অভিষেকের বাড়ির কাছাকাছিই অপেক্ষা করে তদন্তকারী দল; সকাল ১১.৩০ নাগাদ রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরায় ২৩ জুন উপনির্বাচনের আগে; মঙ্গলবার আগরতলায় প্রচার করবেন। কয়লা পাচার কাণ্ডে এর আগে, রুজিরাকে ইডি’‌র নয়াদিল্লির সদর দফতরে হাজির হওয়ার জন্য; বহুবার নোটিস জারি করা হয়েছিল। এমনকী তাঁর নামে; গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল।

এই মামলায় এখনও পর্যন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য দু-বার; সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী; কলকাতা-তেই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত; প্রায় ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেন বা দুর্নীতির তথ্য মিলেছে।

]]>