CM Mamata Banerjee – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 22 Aug 2022 07:19:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CM Mamata Banerjee – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দুর্নীতির দাগ মেটাতে মরিয়া প্রয়াস তৃণমূলের https://thenewsbangla.com/cm-mamata-banerjee-and-mp-abhishek-banerjee-new-poster-at-kolkata/ Mon, 22 Aug 2022 07:08:28 +0000 https://thenewsbangla.com/?p=16298 ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, দুর্নীতির দাগ মেটাতে মরিয়া প্রয়াস তৃণমূলের। তৃণমূলের সমর্থনে এবার নতুন হোর্ডিং উত্তর কলকাতায়। আর তাতে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। সুকিয়া স্ট্রিট এবং সংলগ্ন এলাকায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং ঘিরে, রাজনৈতিক মহলে আবারও শোরগোল। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ, একটি পোস্টারে ছেয়ে ছিল শহর। যেখানে ডাক দেওয়া হয়েছিল, নতুন তৃণমূলের। ঠিক এরপর আবারও এক নতুন পোস্টার ছখে পড়ল শহরবাসীর, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজত নিয়ে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতার দিকে যখন দুর্নীতির অভিযোগ চরমে উঠেছে, তখনই দক্ষিণ কলকাতায় পড়েছিল এমনই পোস্টার। সেই পোস্টারে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। তাতে বার্তা ছিল, ৬ মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারন মানুষ চায়। তবে এবারের নতুন পোস্টারে একত্রে দেখা যাচ্ছে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ও সাংসদ অভিষেককে। এই পোস্টারকে কেন্দ্র করেও, রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুনঃ নন্দীগ্রামের সমবায় ভোটে শুভেন্দুকে ‘গো-হারান’ হারাল তৃণমূল

তৃণমূলের এই পোস্টার ইস্যুকে হাতিয়ার করে, শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। অনেকের মনে পরেছে বাম আমলের স্লোগানের কথা, ‘কৃষি আমদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। তবে বাংলার অধিকাংশ মানুষ মনে করছেন, “দলের দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই, একের পর এক নতুন হোর্ডিং লাগাচ্ছে তৃণমূল নেতরা”।

]]>
‘হাজার-হাজার চাকরি রেডি আছে’, বাংলায় কর্মসংস্থান নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতার https://thenewsbangla.com/thousands-govt-jobs-ready-cm-mamata-banerjee-announce-west-bengal-employment/ Tue, 28 Jun 2022 14:38:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15751 ‘হাজার-হাজার চাকরি রেডি আছে’; বাংলায় কর্মসংস্থান নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। “আদালত বললেই চাকরি হবে; আমার ১৭ হাজার চাকরি তৈরি আছে”; মঙ্গলবার আসানসোলের কর্মীসভায় এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবারের মতো এদিনও আসানসোলে তৃণমূল নেত্রীর সভার মাঝেই; তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কিছু চাকরিপ্রার্থী। এতেই বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “আমার হাতে ১৭ হাজার চাকরি তৈরি আছে; আদালত অনুমতি দিলেই আমি করে দেব”।

সোমবার পূর্ব বর্ধমানের সভাতেও বেশ কয়েকজন চাকরিপ্রার্থী; প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। বক্তৃতা শেষ করে, তাঁদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি আসানসোলেও। মমতা বন্দ্যাপাধ্যায়ের বক্তৃতার মাঝেই; একজন চাকরিপ্রার্থী তাঁর উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করেন। এরপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি-সিপিএম রোজ এটা করছে”। পরে ওই চাকরিপ্রার্থীকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার আসানসোলে দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী মমতা বলেন; “আমি নয়, আদালতে আপনারা গেছেন। আমাদের না বলে, যাঁরা কোর্টে কেস করেছেন; আপনাদের হয়ে সিপিএমের আইনজীবী দাঁড়িয়েছেন। বিকাশবাবুদের বলুন, বিকাশবাবু আপনার তো পয়সার অভাব নেই; আপনি কেস করে আমাদের ছেলেমেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। আপনার তো টাকার অভাব নেই। আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন; আপনি আবার আমাদের চাকরি চালু করুন”।

আরও পড়ুনঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধে কড়া রাজ্য

পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, “মুখ্যমন্ত্রীকে বলব দুর্নীতি একটু কম করুন; যাদের টাকা নিয়েছেন, তাঁদের টাকা ফেরত দিন আর মেধার ভিত্তিতে চাকরি দিন। আর আপনার যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দিন; আমি করে দিচ্ছি”। বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন, “আপনাকে আর কিছু করতে হবে না; আদালত স্বচ্ছ নিয়োগ করে দেবে”।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “মুখ্যমন্ত্রী এত অসত্য বলেন, কিছু বলার নেই; ১৭ হাজার চাকরি কোর্ট কোথায় বন্ধ করেছে? যে চাকরিগুলি ইন্টারভিউ ছাড়া; দুর্নীতি করে দেওয়া হয়েছে; সেগুলিই বাতিল হচ্ছে। দুর্নীতি করে যাঁদের চাকরি দিয়েছেন; সেটা বন্ধ করে যোগ্যদের চাকরি দিতেই তো আদালত বলেছে”।

]]>
“প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”, শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-slams-bjp-leader-suvendu-adhikari-on-bangla-awas-yojana-scheme/ Tue, 28 Jun 2022 05:55:49 +0000 https://www.thenewsbangla.com/?p=15724 “প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”; শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার। বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম বদল নিয়ে, অবশেষে নিজের বক্তব্য জানিয়ে দিলেন; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার অনুষ্ঠান মঞ্চ থেকে; বিজেপিকে একপ্রকার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলেন তিনি। কড়া ভাষায় সুর চ’ড়িয়ে তিনি জানিয়ে দিলেন; “বাংলার আবাস যোজনার নাম একই থাকবে”। ‘এই প্রকল্পের নামের কোন পরিবর্তন তিনি করবেন না; প্রয়োজনে এই বিষয় নিয়ে তিনি দিল্লিতে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে’; ঘোষণা মমতার।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, নবান্নকে চিঠি দিয়ে জানায়; ‘বাংলা আবাস যোজনা নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে। না হলে এই প্রকল্পে আর এক টাকাও দেওয়া হবে না রাজ্য সরকারকে’। তারপর থেকেই, এই নিয়ে বিজেপি-তৃণমূল রাজনীতি তুঙ্গে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী; সো’চ্চার হয়েছেন এই ইস্যু নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ; “কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে; সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার”। এমন অভিযোগে বারবার সরব হয়েছেন; অন্যান্য বিজেপি নেতারাও।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক

বাংলা আবাস যোজনা নিয়ে চলা বিতর্কের মাঝেই; সোমবার বর্ধমানের মঞ্চে নিজের অবস্থান পরিস্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ বক্তব্য, যে কোনও রাজ্যে; নিজের নামে প্রকল্প থাকতেই পারে। গুজরাতে গুজরাতের নামে থাকবে, উত্তর প্রদেশে উত্তর প্রদেশের নামে যদি থাকতে পারে; রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে; তা হলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি?

আরও পড়ুনঃ হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু

মুখ্যমন্ত্রী এও অভিযোগ করেন; “বিজেপির লোকেরা ১০০ দিনের প্রকল্পে ৬ মাস ধরে টাকা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। বর্ধমানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি; গরিবের টাকা আটকে রাখা যাবে না। আমরা অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা চাই। নইলে বিজেপি বিদায় নাও”। মমতা আরও বলেন, “নির্বাচনের সময় ভাগাভাগির রাজনীতি করবেন; পরে বাংলার নামটাও নিতে আপত্তি? বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হবে না; রাস্তার টাকা দেওয়া হবে না”।

]]>
দুপুরে মুখ্যমন্ত্রী মমতা আসবেন, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে https://thenewsbangla.com/cm-mamata-banerjee-will-arrive-at-noon-undeclared-emergency-in-burdwan-from-morning/ Mon, 27 Jun 2022 06:06:50 +0000 https://www.thenewsbangla.com/?p=15705 দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন; তাই সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমান শহরে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বারবার বলছেন, পুলিশ-প্রশাসনকে; যে তাঁর জন্য রাস্তা আটকে রাখার দরকার নেই; মানুষের কোন অসুবিধা করার দরকার নেই। কিন্তু কে শোনে কার কথা। মুখ্যমন্ত্রী মমতা আসবেন তাই সোমবার সপ্তাহের কাজের দিনের শুরুতে; সকাল থেকেই বর্ধমান শহরে অঘোষিত এমারজেন্সি। বন্ধ সব যান চলাচল।

সোমবার থেকে তিনদিনের সফরে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে যাচ্ছেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি; রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রীর। সোমবার পূর্ব বর্ধমানের বর্ধমান শহর লাগোয়া গোদা বালির মাঠে; একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা। দুপুর ২টোর সময় অনুষ্ঠান। তবে পূর্ব বর্ধমান পুলিশ-প্রশাসন; সকাল থেকেই বর্ধমান শহরে অঘোষিত এমারজেন্সি জারি করেছেন।

বন্ধ রিকশা, টোটো, বেসরকারি বাস; সহ সবরকম যানবাহন। দু-একটা সরকারি বাস ছাড়া কিছুই চলছে না; সেটাও সকাল দশটার পর থেকে বন্ধ। টোটো, রিকশা চালকদের ধমকে, কোথাও আবার মারধর করে; বন্ধ করা হয়েছে মানুষকে সার্ভিস দেওয়া। বর্ধমান স্টেশন এলাকায় ঢুকতে পারছে না কোন গাড়ি। সকালে বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে আসতেই; হিমশিম সাধারন মানুষ। পুরুষরা হাঁটছেন, মহিলাদের কারোর বাইকে লিফট নিতে হচ্ছে; বাকিদের হাঁটতে হচ্ছে। পরিবার নিয়ে যারা বেড়িয়েছেন; তাদের অবস্থা আরও খারাপ। সকাল থেকেই চরম ভোগান্তির মধ্যে; বর্ধমান শহরের সাধারন মানুষ।

মুখ্যমন্ত্রী নিজে যেখানে বারবার বারণ করছেন; সেখানে তাঁর জন্যই মানুষকে ভুগতে হচ্ছে কেন? কেন পুলিশ সকাল থেকেই বর্ধমানে অঘোষিত এমারজেন্সি ঘোষণা করে; সব যানবাহন বন্ধ করে দিল? প্রশ্ন সাধারণ মানুষের; যদিও এই কেনর কোন উত্তর নেই। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী যা বলছেন; আর রাস্তায় মানুষ যা ভুগছেন, দুটো সম্পূর্ন বিপরীত; বলছেন বর্ধমান শহরের মানুষ।

পুলিশ কর্তারা এই নিয়ে মুখ খুলতে নারাজ। “এই ব্যাপারে আমি তো কিছুই জানি না”; ফোনে বললেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াংকা সিংলা, আইএএস। মানুষ জানেন মেনেও নিয়েছেন, দিদি আসছেন; তাই দুদিন ভুগতে হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন, তাঁর বারবার বলার পরেও; দিনের পর দিন ভুগছে বাংলার মানুষ। দুপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, সকাল থেকেই অঘোষিত এমারজেন্সি বর্ধমানে।

]]>
সংখ্যা’লঘুদের ‘তা’ণ্ডব’ সামলাতে ব্যর্থ রাজ্য সরকার, সেনা নামিয়ে ‘ঠাণ্ডা’ করার আর্জি https://thenewsbangla.com/state-govt-failed-to-control-the-minorities-agiration-need-indian-army-suvendu-adhikari-letter-to-governor-jagdeep-dhankhar/ Sat, 11 Jun 2022 04:12:07 +0000 https://www.thenewsbangla.com/?p=15382 ‘সংখ্যা’লঘুদের তা’ণ্ডব সামলাতে ব্যর্থ রাজ্য সরকার’। ভারতীয় সেনা বা আধা-সেনা নামিয়ে রাজ্যকে, ‘ঠাণ্ডা’ করার আর্জি নিয়ে; রাজ্যপালকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে, গত দু-দিন ধরে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায়; অগ্নি’গর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার চলেছে ১১ ঘণ্টার বিক্ষোভ; পথ অবরোধ। শুক্রবারও হাওড়া জেলার বিভিন্ন জায়গায়; অ’শান্তি চরমে ওঠে। ফের অবরুদ্ধ হয়; ৬ নম্বর জাতীয় সড়ক। এবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলে, রাজ্যপাল জগদীপ ধনকড়কে; চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।

রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে, বাংলার পরিস্থিতি সামলাতে; ভারতীয় সেনা বা আধা-সেনা নামানোর আর্জি জানালেন নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলে; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন শুভেন্দু। বিজেপি নেতা জানিয়েছেন, “রাজ্যের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ; পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। প্রতিবাদের নামে বিভিন্ন জায়গায় চলছে বিশৃ’ঙ্খলা”।

একই সঙ্গে বিজেপি পার্টি অফিসে অগ্নি-সংযোগের ঘটনা নিয়ে; সরব হন বিরোধী দলনেতা। এই অবস্থায়, শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন; রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সেই চিঠিতেই তিনি রাজ্যের এই পরিস্থিতি সামলাতে; ভারতীয় সেনা বা আধা সেনা নামানোর অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

শুভেন্দু বলেন, “সিপিএমের সবসময় নিন্দা করে বলব, রিজয়ানুরের ঘটনার পরে আধঘণ্টার মধ্যে; মিলিটারি নামানো হয়েছিল। ভারতীয় সেনাই; মানুষের জীবন-সম্পত্তি রক্ষা করেছিল সেইসময়। আজ উলুবেড়িয়া নিমদিঘি থেকে পাঁচলা পর্যন্ত; কয়েকশো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাড়ি ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা; হাতের বাইরে চলে গিয়েছে। ভারতীয় সেনা বা আধা-সেনা নামিয়ে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার; আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছি রাজ্যপালকে”।

শুভেন্দু আরও বলেন, “বিজেপি-র জেলা কার্যালয়ে ঢুকে ভাঙ’চুর করা হয়েছে; আগুন ধরানো হয়েছে। এতেই প্রমাণ হচ্ছে নির্বাচন পরবর্তী হিং’সা; আবার ফিরিয়ে আনতে চায়। কারণ বিজেপির কর্মসূচি-গুলিতে; আবারও মানুষজন বেরোতে শুরু করেছেন। এসএসসি থেকে নানা দুর্নীতিতে সরকার নিমজ্জিত; মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ঘটনা ঘটানো হচ্ছে। এই মুখ্যমন্ত্রী হল; স্লিপিং চিফ মিনিস্টার। দূষণ এবং তুষ্টি’করণ এর সমস্ত সীমারেখা উনি পার করে দিয়েছেন”।

]]>
আনিসের দেহ কবর থেকে তুলতে অন্ধকারেই হাজির পুলিশ, ধাওয়া করে তাড়াল গ্রামবাসীরা https://thenewsbangla.com/police-appeared-in-the-dark-to-pick-up-anish-khan-body-from-grave-villagers-chased/ Sat, 26 Feb 2022 05:46:37 +0000 https://www.thenewsbangla.com/?p=14856 ছাত্রনেতা আনিস খানের দেহ কবর থেকে তুলতে; ভোরের অন্ধকারেই হাজির পুলিশ। তারপরেই গ্রাম থেকে পুলিশকে; ধাওয়া করে তাড়াল গ্রামবাসীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য; আনিসের দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিটের সদস্যরা। আনিসের দেহ তোলার জন্য অনুমতি নিতে; পুলিশ আনিসের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন। পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা।

নিহত ছাত্রনেতা আনিস খানের দেহ; কবর থেকে তুলতে দিলেন না স্থানীয়রা। শনিবার দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পুলিশ যায় সমাধিক্ষেত্রে; কিন্তু তখনই গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। শুক্রবার আনিসের দেহ ময়নাতদন্তের জন্য; তাঁর বাড়িতে অনুমতি চাইতে যায় পুলিশ। তখন ছাত্রনেতার বাবা জানান; সোমবার সকালে আসতে, তাঁরা সহযোগীতা করবেন। কিন্তু এসডিপিও আমতা রাতেই পৌঁছন আনিসের বাড়িতে; স্থানীয় বাসিন্দারা দেহ তুলতে দেয়নি বলে জানাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট আনিশের মৃত্যুর ঘটনায়; রাজ্য সরকারের গঠিত সিটের তদন্তে আস্থা রেখে বেশকিছু নির্দেশিকা জারি করে। হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে; আপাতত সিটের তদন্তই চলবে। তদন্তের অগ্রগতি নিয়ে ১৫ দিনের মাথায় রিপোর্ট দিতে হবে সিটকে ৷ এছাড়াও, আনিশের মৃতদেহ জেলা বিচারপতির উপস্থিতিতে; দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আনিশের ব্যবহৃত মোবাইল ফোন, কেন্দ্রীয় ল্যাবে পরীক্ষার জন্য; জেলা বিচারকের তত্ত্বাবধানে পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত।

শুক্রবার রাতেই আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়; শনিবার ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ; তাই সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। এরপরও এদিন ভোরে আনিসের গ্রামে যায় পুলিশ; আর সেখানে গিয়েই বিক্ষোভের মুখে পড়ে।

এদিন ভোরবেলায় চলে আসে পুলিশ-বাহিনী।‌ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী; পরিবারের পক্ষ থেকে আনিসের বাবা বা অন্য কোনও সদস্যের সেখানে উপস্থিত থাকার কথা। কিন্তু কাউকেই দেখা যায়নি; স্থানীয় বিডিও এবং বিএমওএইচ উপস্থিত ছিলেন। এরপর মাইকিং করে জানানো হয়; আনিসের দেহ তোলা হবে। তখনই গ্রামবাসীরা রে-রে করে তেড়ে আসেন; আর বাধা দেন। গ্রামবাসীরা অভিযোগ করেন; আগেই আনিসের বাবার সঙ্গে কথা হয়েছিল পুলিশের। তারা সোমবার দেহ নিয়ে যাবার কথা জানিয়েছেন; তাহলে শনিবার কাকভোরে অন্ধকারে কেন পুলিশ এল?

]]>
জনতার অসন্তোষে আক্রান্ত শাহরুখকে, মমতার ক্ষতিপূরণ কি নাম ধর্ম দেখে, প্রশ্ন বিজেপির https://thenewsbangla.com/mamata-banerjee-compensate-madrassa-teacher-attacked-by-miscreants/ Thu, 27 Jun 2019 07:16:03 +0000 https://www.thenewsbangla.com/?p=14519 জনতার অসন্তোষে আক্রান্তকে; মমতার ক্ষতিপূরণ কি নাম ধর্ম দেখে? প্রশ্ন বিজেপির। ঝাড়খণ্ডের পর এবার; ধর্মীয় অসহিষ্ণুতার সাক্ষী বাংলাও। ‘জয় শ্রী রাম’ ধ্বনি না দেওয়ায়; চলন্ত ট্রেন থেকে ধাক্কা খোদ কলকাতায়। এবার জনরোষের শিকার মাদ্রাসার এক শিক্ষক। এই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। ঘটনার ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। আর সেই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

বুধবার বিভানসভা অধিবেশনে; এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান ওই শিক্ষক সহ; আরও ২জনকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। আর তারপরেই এই ঘটনায় বসিরহাট, বাদুরিয়া ও সম্প্রতি ঘটে যাওয়া; ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরের ঘটনা টেনে, মমতাকে তুলোধোনা করে বিজেপি। ফের মমতার বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ বিজেপির।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

মাদ্রাসা শিক্ষক মহম্মদ শাহরুখ হালদার; ট্রেনের মধ্যে নিগৃহীত হন একটি ধর্মীয় সংগঠনের হাতে। ট্রেনে করে ক্যানিং থেকে শিয়ালদা আসছিলেন তিনি। তাঁর অভিযোগ, ট্রেনে আগে থেকেই একটি ধর্মীয় সংগঠনের কিছু সদস্য ছিলেন। পরে বিভিন্ন ষ্টেশন থেকে; আরও সমর্থকরা ওঠেন ওই ট্রেনে। তারা এক মুসলিম যুবকের; ধর্মীয় মতামত ও পোষাক নিয়ে কটূক্তি শুরু করে। শাহরুখ এর প্রতিবাদ করলে; তিনিও শিকার হন কটু মন্তব্যের।

বালিগঞ্জ ষ্টেশনে ওই সংগঠনের সদস্য সংখ্যা বাড়লে; শুরু হয় ধর্মীয় শ্লোগান। অভিযোগ, ‘জয় শ্রী রাম’ শ্লোগান দেওয়ার জন্য; বাধ্য করা হয় ওই মাদ্রাসা শিক্ষক ও আরও কয়েকজনকে। বচসার মধ্যেই একজন তাঁর ডান চোখে ঘুষি মারেন। তিনি কামরায় পড়ে গেলে; পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্মে; চলন্ত ট্রেন থেকে তাঁকে ফেলে দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর; বালিগঞ্জ জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি। তবে পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি। শাহরুখ হালদারের বাড়ি বাসন্তী থানার চুনাখালি গ্রামে। তিনি হুগলির এক বেসরকারি মাদ্রাসার শিক্ষক।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন; “আগেও বসিরহাট, বাদুরিয়া সহ; ডায়মন্ডহারবার ও বিষ্ণুপুরেও অসন্তোষে আমরা দেখেছি। কিন্তু কেউ কোন ক্ষতিপূরণ পাননি। মমতা কি নাম ধর্ম দেখে ক্ষতিপূরণ দিচ্ছেন?” যদিও তৃণমূলের তরফ থেকে জানান হয়েছে; দিলীপ ঘোষ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। সব নিয়ে ফের তোষণ রাজনীতি নিয়ে উত্তাল বাংলা।

]]>
বাকি ছিল এটাই, মুখ্যমন্ত্রী মমতার পুলিশে এবার সিভিক গোয়েন্দা নিয়োগ https://thenewsbangla.com/civic-detective-recruitment-in-cm-mamata-banerjee-police-department/ Thu, 20 Jun 2019 17:46:35 +0000 https://www.thenewsbangla.com/?p=14209 এবার গোয়েন্দা বিভাগেও সিভিক ভলান্টিয়ার; নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। বিজ্ঞাপ্তি জারি করে রাজ্যের তরফে জানানো হয়েছে; ৫২৮৫ জন সিভিক ভলান্টিয়ারকে গোয়েন্দা বিভাগে কাজে লাগানো হবে। রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই; রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে বলেই খবর।

ট্র্যাফিক কন্ট্রোল, থানা সামলানো, হাসপাতাল সামলানো; সবই করে মমতা বন্দ্যোপাধ্যায় এর সিভিক ভলান্টিয়ার। বাকি ছিল সিভিক গোয়েন্দা বিভাগ; এবার সেটাও পূরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে; রাজ্যের গোয়েন্দা বিভাগে ৫২৮৫ জন সিভিক ভলান্টিয়ারকে নিযুক্ত করা হবে। তবে নতুন করে ‘সিভিক গোয়েন্দা’ নিচ্ছে না রাজ্য। রাজ্যের পুরনো সিভিক ভলান্টিয়ারদেরই; গোয়েন্দা বিভাগে নিযুক্ত করা হবে।

বাংলায় ক্ষমতায় আসার পর; ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিভিক পুলিশ পদ চালু করেন। পরে, পুলিশ শব্দটি বদলে ভলান্টিয়ার রাখা হয়। বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ২৫ হাজার জন; সিভিক ভলান্টিয়ার কাজ করছেন বাংলার সমস্ত থানা এলাকায়। এই ১ লক্ষ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ারের মধ্যেই; বাছাই করে ৫৩৮৫ জনকে গোয়েন্দা বিভাগে নেওয়া হবে বলেই জারি হয়েছে নোটিশ।

নবান্ন সূত্রে খবর, কোথাও কোনও গোলমালের আশঙ্কা হলে; কোনও খবর পেলে পুলিশকে জানাবেন এই সিভিক ভলান্টিয়াররা। কোথাও কোনও অঘটন সম্পর্কে আগাম খবর সংগ্রহ করবে; সিভিক ভলান্টিয়াররাই। যাতে গ্রামে-গঞ্জে, ব্লকে ব্লকে খবর মুহূর্তেই হাতে পায়ে যাবে পুলিশ।

নবান্ন সুত্র অনুযায়ী; রাজ্যে যেভাবে চারিদিকে গণ্ডগোল চলছে; সেটা রুখতেই এই পন্থা অবলম্বন করা হচ্ছে। পুলিশের কাছে আগাম খবর না থাকার জন্য; সব জায়গায় সময়মত পৌঁছান না যাওয়াতে; অনেকসময় ছোটখাট গোলমাল বড়সড় আকার নিচ্ছে। আর সেগুলো রুখতে সিভিক ভলান্টিয়াদের; গোয়েন্দা বিভাগে নিযুক্তি।

ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপি থেকে অভিযোগ করে বলা হয়েছে যে; এবছরেই রাজ্যে পুরসভার নির্বাচন। আর সেই নির্বাচনে সিভিকদের ক্যাডার হিসেবে কাজে লাগিয়ে; জেলায় জেলায় গোপন খবর আনতে চাইছে তৃণমূল।

বিজেপি থেকে এটাও বলা হয়েছে যে; বিজেপিকে ভয় পেয়েই মমতা ব্যানার্জী এই পদক্ষেপ নিতে চলেছেন। তবে, তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে; ভালো কাজ করা সিভিক ভলান্টিয়ারদের; গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হবে।

]]>
এবার মুখ্যমন্ত্রী মমতার কাছে কাটমানি ফেরত চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/pm-narendra-modi-wants-cm-mamata-banerjee-to-return-the-cut-money/ Thu, 20 Jun 2019 12:08:23 +0000 https://www.thenewsbangla.com/?p=14180 গল্প হলেও সত্যি। এবার মুখ্যমন্ত্রী মমতার কাছে; কাটমানি ফেরত চাইলেন প্রধানমন্ত্রী মোদী। নিজের দলের নেতাদেরই দুর্নীতিবাজ বলেছেন; দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সম্পত্তি নিজের নামে করেছেন নেতারা; খেয়েছেন কাটমানি; দলের নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তারপর থেকেই শুরু হয়; নেতাদের কাটমানি বিপদ।

এবার সেই বিপদে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ভোটে হারের কারণ খুঁজতে ও রাজ্য জুড়ে দলের নেতাদের সচেতন করতে; গত সোমবার নজরুল মঞ্চে সভা ডাকেন। সেখানে নিজের দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধেই; মুখ খোলেন তৃণমূল নেত্রী। নেতাদের কাটমানি খাওয়ার জন্যই দল হেরেছে; পরিষ্কার জানিয়ে দেন মমতা।

মমতার এই ঘোষণার পরে; মঙ্গলবার থেকেই কাটমানি ফেরত নিতে; বিভিন্ন জেলায় তৃণমূল নেতার বাড়িতে হাজির সাধারণ মানুষ। এখানেই শেষ নয়; কাটমানি খাবার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন; শাসক দলের তিন নেতা। এবার মমতার রাজ্য সরকারের কাছে কাটমানি খেয়ে দুর্নীতির জন্য; টাকা ফেরত চাইল কেন্দ্রীয় সরকার।

একশ দিনের কাজে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ; হুগলি জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং টাকা ফেরত দিতে নির্দেশ জেলা প্রশাসনের। কেন্দ্রীয় গ্ৰামোন্নয়ন দপ্তর থেকে গত ২২-২৪শে জানুয়ারিতে; হুগলী জেলার কয়েকটি পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পের কাজের সমীক্ষা হয়।

চারটি গ্ৰাম পঞ্চায়েতে; কাজে বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই রাজ্য পঞ্চায়েত দপ্তরের কাছে টাকা ফেরত চায়; কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। হুগলির পোলবা দাদপুর ব্লকের রাজহাট, সাটিথান, ধনিয়াখালীর বেলমুরি পঞ্চায়েত এবং বলাগড়ের সোমরা গ্রাম পঞ্চায়েতে; মোট তিন কোটি আট লক্ষ টাকার অসঙ্গতি ধরা পড়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্লকের বিডিও ও প্রকল্প আধিকারিককে; টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। দোষীদের চিহ্নিত করে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পঞ্চায়েত স্তরে একশ দিনের কাজ নির্মাণ সহায়করা দেখাশোনা করেন। তাদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে।

এব্যপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া না গেলেও; হুগলি জেলাপরিষদের সভাধিপতি মেহেবুব রহমান বলেন, “কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্যাঁচে ফেলতে এই সমীক্ষা করেছে। টাকা সরাসরি ব্যাঙ্ক এ্যকাউন্টে ঢুকেছে। কোনও দুর্নীতি হয়নি”। তবে টাকা ফেরত পেতে অনড় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

]]>
মুসলিম তোষণ না করতে মুখ্যমন্ত্রী মমতাকে খোলা চিঠি মুসলিম বুদ্ধিজীবীদের https://thenewsbangla.com/intellectual-muslims-wrote-cm-mamata-banerjee-do-not-adulation-muslims/ Thu, 20 Jun 2019 07:34:49 +0000 https://www.thenewsbangla.com/?p=14151 অপরাধী যে ধর্মেরই হোক না কেন; তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়; এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলো কলকাতার মুসলিম নাগরিকদের একাংশ। বুধবার কলকাতার মুসলিম সম্প্রদায়ের একাংশ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন।

সেই চিঠিতে তাঁরা আবেদন করেন; ধর্ম ও সম্প্রদায়ের উর্দ্ধে গিয়ে মাননীয়া যেন অপরাধের বিচারে অপরাধীদের শাস্তি দেন। সম্প্রতি এনআরএস হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের উপর হামলা এবং মাঝরাতে মডেল অভিনেত্রীর হেনস্থার ঘটনা নিয়ে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের যোগের ভিত্তিতেই এই চিঠি।

আরও পড়ুনঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, খলিল জিব্রান বানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

চিঠিতে ৫০ জনের নাম আছে। তাঁরা বলেন; আইনি পদক্ষেপ সকলের জন্য সমান হলে; ইসলামিক যুব সম্প্রদায়ের কাছেও একটা বার্তা যাবে। তাঁদের আইনি সচেতনতা ও সংবেদনশীলতা বাড়বে বলে চিঠিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রীকে।

চিঠিতে মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে; “সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনার হামলাকারীরা মুসলিম; তাতে আমরা ব্যথিত এবং লজ্জিত। অপরাধীদের আইনি সাজা দিন। সংবিধানে অপরাধের কোনও ধর্ম হয় না। কাজেই শুধুমাত্র এই দুটি ঘটনা নয়; যে কোনও ঘটনাতেই যদি মুসলিমরা জড়িত থাকেন তাঁদের উপযুক্ত সাজা প্রাপ্য”।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার বিভিন্ন প্রকল্পে, কাটমানি খেয়ে ফুলে ফেঁপে উঠেছে তৃণমূল নেতারা

তাঁরা আরও বলেন; “মুসলিমরা জড়িত এমন সব ঘটনাতেই সমান শাস্তির ব্যাবস্থা করুন। মুসলিম বলে তারা যেন কখনোই রেহাই না পায়; অর্থাৎ লোকে ইদানীং যা ভাবছে; এতে একটা বার্তা যাবে যে একটা বিশেষ গোষ্ঠীকে আড়াল করা হচ্ছে না”।

একটি বেসরকারি সংস্থার কর্ণধার মুদার পাথেরিয়ার নাম আছে চিঠিতে। তিনি বলছেন; ‘মুখ্যমন্ত্রী বা প্রশাসনকেই বোঝাতে হবে; মুসলিমদের বিষয়ে কিছু ধারণা ঠিক নয়’।নিজেকে ‘ধর্মনিষ্ঠ’ হিসেবে পরিচয় দিয়ে তিনি লেখেন; ‘এটা ভুলভাল গল্প যে; মুসলিমেরা তোষণ চান। প্রশাসনকে এই ধারণা ভাঙতে হবে’।

মুদার পাথেরিয়া এই আবেদন ফেসবুকে পোস্টের পড়েই ভাইরাল হয়ে পড়ে। বেশিরভাগ মানুষ তাঁকে তাঁর এই সাহসী ও স্বচ্ছ মনভাবের জন্য সাধুবাদ জানান। রাজনীতির যাঁতাকলে পড়ে যে ভুল তথ্য প্রচার হয়ে চলেছে; সেটা মুসলিম সমাজের জন্য সঠিক নয় এই বার্তা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন বলেও মনে করা হচ্ছে।

]]>