Chandrima Bhattacharya – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 12 Aug 2022 06:46:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Chandrima Bhattacharya – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পার্থকে তাড়িয়েও, অনুব্রতকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি https://thenewsbangla.com/tmc-chandrima-bhattacharya-opens-up-on-birbhum-district-chief-anubrata-mandal-arrest/ Fri, 12 Aug 2022 06:39:02 +0000 https://thenewsbangla.com/?p=16091 পার্থকে তাড়িয়েও, অনুব্রতকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। মাত্র কয়েকদিন ব্যবধানে গ্রেফতার, তৃণমূলের দুই দাপুটে নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। পার্থ গ্রেফতার হবার পরেই, দল থেকে তাঁকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। সরিয়ে দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভা থেকে। তবে অনুব্রতকে নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি দল ও দলনেত্রি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি।

গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে, সিবিআইয়ের হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বরাবরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। গ্রেফতারির পরে কোথায় দাঁড়াবে সেই সম্পর্ক, এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি কি অবস্থান নেবে দিদির প্রিয় কেষ্টর বিরুদ্ধে, সেই দিকে লক্ষ্য রাজ্যবাসীরও।

আরও পড়ুনঃ চাকরি ও গরু চুরির দায়ে গ্রেফতার পার্থ অনুব্রত, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

অনুব্রত গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি নেবে দল। দল অন্যায়ের সঙ্গে আপস করে না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না”। একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকেও, আক্রমণ করেছেন চন্দ্রিমা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষ আচরণ করা উচিত। তবে অনুব্রতকে নিয়ে কি ভাবছে দল? এই বিষয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবী করেছে বিরোধীরা।

]]>
“সামাজিক শিক্ষাগুরু বলেই মমতা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে”, ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যর https://thenewsbangla.com/social-educator-mamata-banerjee-is-the-chancellor-of-bengal-universities-chandrima-bhattacharya/ Wed, 22 Jun 2022 06:42:07 +0000 https://www.thenewsbangla.com/?p=15641 “সামাজিক শিক্ষাগুরু বলেই মমতা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে”; ঘোষণা চন্দ্রিমা ভট্টাচার্যর। “মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক শিক্ষাগুরু”; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে বাংলার সব বিশ্ববিদ্যালয়ের আচার্যপদে বসানোর পক্ষে; এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার বিধানসভায় চন্দ্রিমা বলেন, “কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী একের পর এক প্রকল্প এনে; দেশকে পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। পরবর্তীতে দেখা গিয়েছে রাজ্যের প্রকল্প অনুকরণ করে; প্রকল্প করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর সাদাসিধে জীবনযাপন ও হাওয়াই চটির প্রতি মানুষের সমর্থনল মেনে নিতে অসুবিধা হচ্ছে বিজেপি’র”।

“মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক শিক্ষাগুরু”; মুখ্যমন্ত্রীকে আচার্যপদে বসানোর পক্ষে, এই মন্তব্য করলেন মমতারই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রশাসক হিসেবে তাঁর শিক্ষাই, কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে; এমনটাই দাবি করে আচার্যপদে তিনিই যোগ্য বলে দাবি করেছেন চন্দ্রিমা। সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে; আইন তৈরির প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জন্য, এই ব্যবস্থা করতে; বিধানসভায় বিল আনেন দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন; “গরু ছাগলে খেয়েছে ২২ লাখ টাকার গাছ”, তৃণমূল পঞ্চায়েতের দাবি শুনে হাসছে জনগণ

“আচার্য হলেন শিক্ষাগুরু; আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সামাজিক শিক্ষাগুরু”। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় নিয়ে পেশ হওয়া, সংশোধনী বিলের উপর বক্তব্য রাখতে গিয়ে; মঙ্গলবার বিধানসভায় একথাই বলেছেন, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখানেই থামেননি তিনি, তাঁর আরও বক্তব্য; “কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী, একের পর এক প্রকল্প এনে; দেশকে পথ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা”।

আরও পড়ুন; “মাথা উঁচু করে তৃণমূলকে ভোট দিন, মাথা নিচু করে আপনাদের হয়ে কাজ করব”, অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিলের বিরোধিতায়, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে; দলতন্ত্রের অভিযোগ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গোটা ব্যবস্থার রাজনীতিকরণের অভিযোগ করেন; বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, মুকুটমণি অধিকারী, অম্বিকা রায় প্রমুখেরা। এর জবাবে রাজ্যের চিকিৎসায় সাফল্যের খতিয়ান দিয়ে; পাল্টা স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির দাবি করেন তৃণমূলের সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, নির্মল মাজি।

তারপরই বিরোধীদের অভিযোগের জবাবে, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা বলেন; “আচার্য অর্থ গুরু। আমাদের মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনিক উদ্যোগ ও পদক্ষেপে; সামাজিক শিক্ষাগুরুর সেই ভূমিকাই পালন করেছেন। সামাজিক শিক্ষাগুরু হিসেবে; তিনিই হতে পারেন আচার্য”। বিধানসভায় এরও তীব্র প্রতিবাদ করেন; বিজেপি বিধায়করা।

]]>