Bollywood Gossip – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 10 Aug 2022 15:25:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bollywood Gossip – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, ‘বয়কট’ থাকা লাল সিং চাড্ডা https://thenewsbangla.com/aamir-khans-new-tactics-upcoming-movie-boycott-lal-singh-chaddha/ Wed, 10 Aug 2022 15:12:52 +0000 https://thenewsbangla.com/?p=16034 সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, লাল সিং চাড্ডা। হাতে মাত্র আর একটা দিন। আগামীকালই মুক্তি পেতে চলেছে, দীর্ঘ চর্চিত সিনেমা লাল সিং চাড্ডা। দীর্ঘ অপেক্ষার পর পর্দায় ফিরছেন, মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তবে এই ফিল্ম নিয়ে বির্তকের অন্ত নেই। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায়, আমির খানের লাল সিং চাড্ডা’ সিনেমাকে ঘিরে নানান বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে, বয়কট করার ডাকও দিয়েছেন নেটিজেনদের একাংশ। ২০১৫ সালে করা মন্তব্যের জের, এখনও ভোগ করতে হচ্ছে আমিরকে।

টুইটার জুড়ে ট্রেন্ডিং #BoycottLaalSinghChaddha চিন্তা বাড়াচ্ছে আমির খানের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সামনে এল, ছবির প্রিমিয়ারের একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, ছবির প্রিমিয়ারে হলে খোদ আমির খান উপস্থিত থাকা স্বত্ত্বেও হল প্রায় খালি। বয়কট ডাকা ব্যক্তিদের মতে, সিনেমা রিলিজের আগেই ফ্লপ হয়ে গেল, লাল সিং চাড্ডার প্রিমিয়ার শো।

আরও পড়ুনঃ পয়গম্বর বিতর্ক, সুপ্রিম কোর্ট বড়সড় স্বস্তি দিল বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে

ফিল্ম মুক্তির আগের দিন সাংবাদিক বৈঠকে ২০১৫ সালে, তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তিনি জানান, “আমার মন্তব্যে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমি তার জন্য দুঃখিত। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। যদি কেউ ছবি দেখতে না চায়, তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই”। তবে ৭ বছর পরে, আমিরের এই ক্ষমা চাওয়ার মধ্যেও, নিজের দিকে সহানুভুতি টেনে ছবির প্রচারের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা।

]]>
লতার জেদের কাছে হার মেনেছিলেন কিশোরকুমার https://thenewsbangla.com/kishore-kumar-surrendered-to-lata-mangeshkar-insistence/ Mon, 07 Feb 2022 07:05:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14808 কিশোরকুমার লতা মঙ্গেশকরের কত গল্প যে আছে; তা বলে শেষ করা যাবে না। চিরকাল কিশোরকুমারের জেদের কাছে হার মেনেছেন লতা। খুব পছন্দ করতেন যে হাসির রাজা কিশোরকে; সিরিয়াস লতাকেও হাসিয়ে ছাড়তেন কিশোর। তবে একবার লতার জেদে হার মেনেছিলেন কিশোরকুমার; সেই গল্প এখন ইতিহাস হয়ে আছে।

তৎকালীন প্রখ্যাত প্রায় সব সুরকারের সুরেই গান গাওয়া হয়ে গেছে লতার। হঠাৎ তাঁর ইচ্ছে করল একটু স্বাদ বদলের। ভাবলেন, তাঁর অন্যতম পছন্দের কিশোরকুমারের সুরে গান গাইবেন। কিন্তু কিশোরকুমার তখনকার ব্যস্ততম সঙ্গীত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। অভিনয়ও করছেন, একের পর এক স্টেজ শো; তাঁর সময় কোথায়?

তবে গানের ক্ষেত্রে সব অসম্ভবকে সম্ভব করতে লতার জুড়ি মেলা ভার। তলব করলেন কিশোরকুমারকে। এদিকে চরম ব্যস্ততায় নিমজ্জিত কিশোরও একটু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেন ডাক শুনে। অবস্থা বেগতিক দেখে নিজের চূড়ান্ত ব্যস্ততা সরিয়ে লতা স্বয়ং গেলেন কিশোরকুমারের কাছে।

কিশোরকুমারের বাড়িতে আড্ডার ছলে প্রস্তাবটা করেই ফেললেন লতা। শুনে তো কিশোর থ! এমনিতে সুর-টুর করার ব্যাপারে বেজায় অস্বস্তি তাঁর। কিন্তু সারা বিশ্বে যাঁর এমন সমাদর; তাঁর আবদার উপেক্ষা তিনি করেন কিভাবে! শুধু তাই নয়, দুজনেই একে অপরের খুব ভালো বন্ধুও। সেই বন্ধুত্বের খাতিরেই রাজি হলেন কিশোরকুমার। কিন্তু রাখলেন একটা শর্ত; লতার সুরেও তিনি একটা গান গাইবেন এবং সেটাও ওই বছরই রিলিজ করতে হবে।

এবার গায়িকা পড়লেন ফ্যাসাদে। এইরকম শর্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। শেষে দুজনেই রাজি হলেন। সবকিছু তো হলো, কিন্তু গানের কথা লিখবেন কে? এই ধরনের পরিস্থিতিতে অর্থাৎ কোন প্রতিযোগিতা বা গায়ক-গায়িকাদের খামখেয়ালিপনার সময় একজন গীতিকারের কথাই সবার মাথায় আসত; তিনি মুকুল দত্ত। বহুবার এইরূপ পরিস্থিতিতে গায়ক-গায়িকাদের সফলতার সঙ্গে উতরে দিয়েছেন তিনি। শ্যামল মিত্র আর হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত প্রতিযোগিতাও সামাল দিয়েছিলেন এই মুকুল দত্তই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলনা।

গান লিখলেন মুকুল দত্ত, সুর দিলেন কিশোরকুমার। গাইলেন লতা মঙ্গেশকর; ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়। অন্যদিকে কিশোরের শর্তানুযায়ী সুর দিলেন লতা; গাইলেন কিশোরকুমার। আর লিখলেন সেই মুকুল দত্ত; তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তৈরি হল আরও একটা ইতিহাস।

]]>
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা? https://thenewsbangla.com/deepika-pregnant-deepika-will-be-the-mother-of-ranveer/ Fri, 07 Dec 2018 16:56:18 +0000 https://www.thenewsbangla.com/?p=3724 The News বাংলা, মুম্বাইঃ এক প্রশ্নেই বিব্রত রণবীর! সব প্রশ্নের চটপট উত্তর দেওয়া ‘এক্সট্রা স্মার্ট’ রণবীর এক প্রশ্নেই ঘায়েল। দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

আরও পড়ুন: বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

বিয়ের ঘোর এখনও কাটেনি। রণবীর সিং ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। আর না করে বা উপায় কী। আসছে সপ্তাহে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘সিম্বা’। সে ছবির প্রচারে অংশ নিচ্ছেন রণবীর। আর এর মধ্যেই দীপিকার গর্ভবতী হবার ফেক খবরে বিরক্ত এই নতুন জুটি। ইতিমধ্যেই ফেক ছবিতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

‘সিম্বা’র প্রচার চলছে জোরকদমে। তেমনই একটি আয়োজনে এই অভিনেতা মুখোমুখি হলেন বিয়ে নিয়ে নানা প্রশ্নের। সেখানে উঠে এলো স্ত্রী দীপিকা পাড়ুকোনের গর্ভবতী হওয়ার বিষয়ও। সেখানে নানা প্রশ্ন ও উত্তরের ভিডিও ভাইরালও হয়ে গেছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’

অনুষ্ঠানের যে অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকে একজন মহিলা রণবীরকে প্রশ্ন করছেন, এক সাক্ষাৎকারে রণবীর নাকি বলেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন দীপিকা তার সন্তানের মা হবেন। তিনি কী করে জানলেন দীপিকা তার সন্তানের মা হবেন?

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

এই প্রশ্নে রণবীর বেশ বিব্রত হয়ে পড়েন। তবে নিজেকে সামলে নিয়ে তিনি উত্তর দেন,’দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই মেয়েই তার সন্তানের মা হওয়ার জন্য পারফেক্ট’। তার সঙ্গে এখন মা হওয়ার কোন যোগ নেই বলেই ‘দীপিকার গর্ভবতী’ হওয়ার খবর উড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

তবে এই বলে সামাল দিলেও দীপিকার মা হওয়ার অংশটাই ভাইরাল হয়ে যায়। তাহলে কি দীপিকা প্রেগন্যান্ট? ‘দিপবীর’এর ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় গসিপে নেমে পরেন। সংবাদপত্রেও ভাইরাল হয়ে যায় খবরটি। যদিও খবরটা ‘ফেক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে দীপিকা ও রণবীরের শিবির থেকে।

আরও পড়ুন: ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই আরেক মহিলা ভক্ত রণবীরকে জোর করেই চুমু খেয়ে বসেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীর, সারা, সোনু সুদ রয়েছেন মুখ্য চরিত্রে। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

]]>