BJP leader – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Aug 2022 07:16:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP leader – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার https://thenewsbangla.com/kunal-ghosh-gave-information-to-ed-cbi-claims-bjp-leader-soumitra-khan/ Tue, 16 Aug 2022 07:15:57 +0000 https://thenewsbangla.com/?p=16140 “ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। “কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থাকে সব তথ্য দিয়েছেন কুণাল ঘোষ”, এবার বিস্ফোরক দাবি করলেন সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেছেন, “তৃণমূলের সর্ষের মধ্যেই ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল নিজেই। জেলে থাকাকালীন, যেখানে খবর দেওয়ার দিয়ে দিয়েছেন। তৃণমূলের আরও অনেকে তথ্য পৌঁছে দিচ্ছেন, সিবিআই-ইডিকে। “পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে গেছে এইভাবেই”, দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র।

সৌমিত্র খাঁ-র কথা শুনে, কুণাল ঘোষও পাল্টা দিয়েছেন। কুণাল বলেছেন, “সার্কাসের জোকারের কোনও গুরুত্ব আছে! আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, দলনেত্রীকে অভিযোগ জানান”। কুণাল আরও বলেন, “সৌমিত্রর স্ত্রী সুজাতা, যার জন্য সৌমিত্র জিততে পেরেছে। কী দারুণ লড়ে, মেয়েটি জিতিয়েছিল সৌমিত্রকে। সে বিজেপিতে বিরক্ত ছিল। খবরটা পেয়ে আমি নেতৃত্বকে জানিয়েছিলাম। সুজাতা তৃণমূলে চলে আসে। সেই রাগ থেকে আমার বিরুদ্ধে, এই ধরণের ছেলেমানুষি কাণ্ডকারখানা করছে”।

আরও পড়ুনঃ ‘গরু চুরি’ কাণ্ডে ফাঁসা কেষ্টর মাথায় মমতার হাত, স্বস্তি অনুব্রতর

একদিকে চাকরি-চুরি বা এসএসসি-নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০কোটি নগদ টাকা, ৫কোটির সোনা, কোটি-কোটি টাকার সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। অন্যদিকে গরু-পাচার মামলায় সিবিআই-য়ের হাতে, বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। আর এবার, খবর দেবার জন্য কুণাল ঘোষের দিকেই, আঙুল তুলে অন্যরকম বিতর্ক উসকে দিলেন সৌমিত্র খাঁ।

]]>
“প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”, শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-slams-bjp-leader-suvendu-adhikari-on-bangla-awas-yojana-scheme/ Tue, 28 Jun 2022 05:55:49 +0000 https://www.thenewsbangla.com/?p=15724 “প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”; শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার। বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম বদল নিয়ে, অবশেষে নিজের বক্তব্য জানিয়ে দিলেন; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার অনুষ্ঠান মঞ্চ থেকে; বিজেপিকে একপ্রকার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলেন তিনি। কড়া ভাষায় সুর চ’ড়িয়ে তিনি জানিয়ে দিলেন; “বাংলার আবাস যোজনার নাম একই থাকবে”। ‘এই প্রকল্পের নামের কোন পরিবর্তন তিনি করবেন না; প্রয়োজনে এই বিষয় নিয়ে তিনি দিল্লিতে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে’; ঘোষণা মমতার।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, নবান্নকে চিঠি দিয়ে জানায়; ‘বাংলা আবাস যোজনা নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে। না হলে এই প্রকল্পে আর এক টাকাও দেওয়া হবে না রাজ্য সরকারকে’। তারপর থেকেই, এই নিয়ে বিজেপি-তৃণমূল রাজনীতি তুঙ্গে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী; সো’চ্চার হয়েছেন এই ইস্যু নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ; “কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে; সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার”। এমন অভিযোগে বারবার সরব হয়েছেন; অন্যান্য বিজেপি নেতারাও।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক

বাংলা আবাস যোজনা নিয়ে চলা বিতর্কের মাঝেই; সোমবার বর্ধমানের মঞ্চে নিজের অবস্থান পরিস্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ বক্তব্য, যে কোনও রাজ্যে; নিজের নামে প্রকল্প থাকতেই পারে। গুজরাতে গুজরাতের নামে থাকবে, উত্তর প্রদেশে উত্তর প্রদেশের নামে যদি থাকতে পারে; রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে; তা হলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি?

আরও পড়ুনঃ হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু

মুখ্যমন্ত্রী এও অভিযোগ করেন; “বিজেপির লোকেরা ১০০ দিনের প্রকল্পে ৬ মাস ধরে টাকা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। বর্ধমানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি; গরিবের টাকা আটকে রাখা যাবে না। আমরা অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা চাই। নইলে বিজেপি বিদায় নাও”। মমতা আরও বলেন, “নির্বাচনের সময় ভাগাভাগির রাজনীতি করবেন; পরে বাংলার নামটাও নিতে আপত্তি? বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হবে না; রাস্তার টাকা দেওয়া হবে না”।

]]>
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা https://thenewsbangla.com/state-education-minister-paresh-adhikari-must-beating-with-shoes-bjp-leader-dadhiram-ray-remarks/ Thu, 23 Jun 2022 03:51:09 +0000 https://www.thenewsbangla.com/?p=15667 শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে; ‘জুতো মা’রার দা’ওয়াই’ দিয়ে বিতর্কে বিজেপি নেতা। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমানে মেয়েকে দুর্নীতি করে চাকরি দেওয়া বিতর্কিত বাবা; পরেশ অধিকারীকে জুতো মা’রার দা’ওয়াই দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায়। কোচবিহারের মেখলিগঞ্জের এক সভায় তিনি বলেন; “পরেশ অধিকারীকে যেখানেই দেখবেন; জুতো দিয়ে মা’রবেন”। এরপরেই জেলা ছাড়িয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

পরেশকে জুতো মা;রার নিদান দিয়ে বিতর্কে; বিজেপি নেতা দধিরাম রায়। “এটাই বিজেপির রুচির পরিচয়”; সমালোচনা করেছেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। জলপাইগুড়ির মেখলিগঞ্জে সভা করতে এসেছিলেন; বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের, আট বছর পূর্তি উপলক্ষ্যে; মেখলিগঞ্জ বাজারে সেন্ট্রাল ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়, বিজেপির তরফে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত রায়; বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী; বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ প্রমুখ।

আরও পড়ুনঃ সিবিআই হেফাজতে স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম, ভয়ে কাঁপছে বড় ঘুষখোররা

এদিনের সভা থেকে মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে; তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু বলেন, “পরেশবাবু যখন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন; তখন রেশন নিয়ে আন্দোলন হয়েছিল। পরেশবাবু নিজের পরিবার, আত্মীয়-স্বজনদের চাকরি দিয়েছেন। সিবিআই তদন্ত না হলে; আমরা জানতেই পারতাম না। পুলিশ এখন ঠুটো জগন্নাথ হয়ে গিয়েছে; তৃণমূল কংগ্রেসের নেতাদের ছাড়া কথা শুনতে পায়না। তৃণমূল কংগ্রেস মানুষকে লুট করে ছেড়ে দিয়েছে”।

আরও পড়ুনঃ কলকাতা জানতেই পারেনি, তার ‘পাগল প্রেমিক’ ছেড়ে চলে গেল চিরবিদায়ে

এরপরেই পরেশ অধিকারীকে জুতো-পে’টা করার নি’দান দিয়ে; বিতর্কে জড়ান বিজেপি নেতা দধিরাম রায়। বিজেপির এই সভায় সব বক্তারই আ’ক্রমণের লক্ষ্য ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। তবে সবার মধ্যে, দধিরামই বক্তব্যে মাত্রা ছাড়ান। পরে তিনি বলেন; “চোরদের দেখলে জুতোর মালা পড়াতে হয়; তাই একথা বলেছি”। মেখলিগঞ্জ আইএনটিটিইউসির শহর সভাপতি, তৃণমূল নেতা অমিতাভ বর্ধন চৌধুরী বলেন; “দধিরামের রাজনৈতিক জীবন, পরেশবাবুর ছত্রছায়াতেই বেড়েছিল”। ভবিষ্যতে দধিরাম রায়কে এই মন্তব্যের জন্য জবাব দিতে হবে”।

]]>
প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা https://thenewsbangla.com/former-bjp-leader-stand-against-bjp-presidential-election-mamata-banerjee-and-opposition-decided/ Tue, 21 Jun 2022 14:37:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15612 প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে; দাঁড় করালেন মমতা ও বিরোধীরা। একসময়ে ছিলেন বিজেপির দাপুটে নেতা। অটল বিহারী বাজপেয়ি মন্ত্রিসভাতেও; গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের পাশাপাশি; সামলেছেন প্রতিরক্ষামন্ত্রকও। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর; রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয় যশবন্ত সিনহাকে। যার জেরে মোদী-শাহ জুটির উপর রীতিমতো ক্ষুব্ধ হন; প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরেই বিজেপি ত্যাগ করেন। সেই প্রাক্তন বিজেপি নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন; মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

শরদ পাওয়ার, ফারুখ আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী, তিনজনেই মমতার অনুরোধ ফিরিয়ে দেবার পরে; হাতে ছিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহাই। সেই যশবন্ত সিনহাই এবার রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি বিরোধী প্রার্থী। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে; ইস্তফা দিলেন যশোবন্ত। দিল্লিতে ১৮টি বিরোধীদলের বৈঠকে; গৃহীত হল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত। যশবন্ত সিন্হাকে সমর্থন আপ-টিআরএসের; দাবি শরদ পাওয়ারের।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে

আগামী ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন যশোবন্ত সিনহা। এদিন ১৮টি বিরোধীদলের বৈঠকে যোগ দিল; ওয়েইসির ‘মিম’, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি। রাষ্ট্রপতি ভোটে পদপ্রার্থী নিয়ে বৈঠকে এসপি, ডিএমকে, আরএসপি। “সম্মানীয় ব্যক্তি, নিশ্চিতভাবে মহান দেশের মূল্যবোধকে তুলে ধরবেন”; যশবন্ত সিনহার নামে সিলমোহর পড়ার পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও; তিনি লেখেন, “এর চেয়ে আর ভাল কেউ প্রার্থী হতে পারতেন না”।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

২০১৯ লোকসভার আগে থেকেই; মোদী-শাহ জুটিকে হারাতে রীতিমতো কোমর বেঁধে নামেন যশবন্ত সিনহা। উনিশের লোকসভা ভোটের আগে; মমতার তৃণমূলের হয়ে রাজ্যে ভোটপ্রচারও করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে; আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই”। সেই যশবন্ত-কেই এবার বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

একসময় ছিলেন অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ। আর এখন বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে; মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের পছন্দ। মতাদর্শগত দিক থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েও; নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেরেছেন যশবন্ত সিনহা।

]]>
ফের আটকাল ভারতীর গাড়ি, মহিলা পুলিশের শ্লীলতাহানি বিজেপি কর্মীদের https://thenewsbangla.com/bjp-leader-bharati-ghosh-car-stopped-by-wb-police-at-ghatal-lok-sabha/ Wed, 26 Jun 2019 07:16:55 +0000 https://www.thenewsbangla.com/?p=14440 ভারতী ঘোষকে ঘিরে আবারও বিতর্ক; আবার উত্তপ্ত হল ঘাটাল। বুধবার কন্ঠিবাড়িতে সভা করার কথা ছিল; বিজেপি নেত্রী ভারতী ঘোষের। এই সভায় যাওয়াকে ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

আশঙ্কা ছিল অশান্তির। সভায় যাবার সময় খেজুরিতে; ভারতী ঘোষের গাড়ি আটকে দেয় পুলিস। কন্ঠিবাড়িতে বিজেপির ডাকা সভাতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরাও।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থক; ও ভারতী ঘোষের উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। পুলিস কেন তাঁর গাড়ি আটকাল; তা নিয়ে প্রশ্ন করেন ভারতী ঘোষ। এরপর বোগা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

ঘটনাস্থলে; পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। একজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ভারতী ঘোষ ও জেলা সভাপতির তপন মাইতির নেতৃত্বে শুরু হয়েছে বিক্ষোভ অবস্থান;পথ অবরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

খেজুরিতে বিজেপি কর্মী সুমন দাসকে পুলিশ বিনা অপরাধে ফাঁসিয়েছে; এমন দাবি নিয়েই বুধবার খেজুরি যাচ্ছিলেন ভারতী ঘোষ। কাঁথির মহকুমা শাসকের নেতৃতে বিশাল পুলিশবাহিনী তাঁর গাড়ি আটকে দেয় বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী।

এর জেরে রীতিমত ঝামেলা শুরু হয় হেরিয়া বাজারে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। ভারতী ঘোষের গায়েও পুলিশ হাত তুলেছে বলে অভিযোগ নেত্রীর। এরপর ভারতী ঘোষ সহ বিজেপি কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে; এলাকায় বিপুল যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

পুলিশের অভিযোগ; খেজুরিতে অশান্তি তৈরি করার জন্যই সেখানে যাচ্ছিলেন ভারতী ঘোষ; তাই পুলিশ তাঁকে রাস্তাতেই আটকে দিয়েছে। ভারতী ঘোষের বলেন; পরিস্থিতি খারাপ হলে সেখানে ১৪৪ ধারা থাকত। স্বাধীন দেশে সাধারন মানুষের গণতন্ত্র কাড়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভারতী ঘোষ।

অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশেই তাঁর উপরে এই আচরণ করছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে; বিজেপি কর্মীরা মহিলা পুলিশদের শ্লীলতাহানি করে; তাদের উপরে বিজেপি কর্মীরা হামলা চালায় বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

]]>
তৃণমূল দলটাই ৬বছর থাকবে না, তার আবার ৬বছর সাসপেন্ড, বললেন মুকুল https://thenewsbangla.com/mamata-banerjees-tmc-will-not-last-for-six-years-said-bjp-leader-mukul-roy/ Sat, 25 May 2019 06:57:35 +0000 https://www.thenewsbangla.com/?p=13285 তৃণমূল দলটাই ৬ বছর থাকবে না; তার আবার ৬ বছর সাসপেন্ড; ছেলের তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নিয়ে এমনটাই বললেন মুকুল রায়। মমতার নির্দেশে দল থেকে বহিষ্কার করা হয়; মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কে। তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড মুকুলের ছেলে। আর তারপরেই মুখ খুললেন মুকুল রায়।

ব্যারাকপুরে হারের পিছনে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কে দায়ি করে; তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। শুক্রবারই একথা জানিয়ে দিলেন; তৃণমূলের মহাসচিব পার্থ চট্যপাধ্যায়। আর তারপরেই ছেলের সাস্পেনশন নিয়ে মুখ খুললেন মুকুল রায়।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

শুক্রবার দুপুরেই সাংবাদিক সম্মেলন করে; বাবার কাছেই হেরেছি বলেন; মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। শুভ্রাংশু আরও বলেন, মুকুল রায়ও বিজপুরের ভুমিপুত্র; বাবা বিজপুরে জিতে গেছেন। আর তারপরেই মমতার নির্দেশে; শুভ্রাংশুকে দল থেকে বহিষ্কার করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই

শুভ্রাংশুকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে; ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্যপাধ্যায়। আগামীকাল শনিবার আরও বেশ কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গেছে। শনিবার তৃণমূল দফতরে সব তৃণমূল নেতাদের ডেকেছেন মমতা; ভোটের হার পর্যালোচনার জন্য।

আরও পড়ুনঃ মোদী অমিত শাহের কাছে মুখ থুবড়ে পড়ল পিসি ভাইপো

এরপরেই এই নিয়ে মুখ খুললেন মুকুল রায়। বললেন, তৃণমূল দলটাই ৬ বছর থাকবে না; তার আবার ৬ বছর সাসপেন্ড। এদিন মুকুল রায় পরিষ্কার জানিয়ে দেন; অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেবেন। ২০২১ সালেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে; আর তৃণমূল দলটাই থাকবে না বলেই জানিয়ে দেন মুকুল রায়।

তবে এই বহিষ্কারের ফলে মুকুল পুত্রের বিজেপিতে যাওয়ার রাস্তা; একেবারেই পরিষ্কার হয়ে হয়ে গেল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মুকুল রায়ের ছেলের বিজেপিতে যোগদান যে; শুধু সময়ের অপেক্ষা; সেটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

]]>
প্রিয়াঙ্কার শরীরে মমতার মুখ লাগিয়ে গ্রেফতার প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/bjp-leader-arrested-puts-mamata-banerjee-face-in-priyanka-chopra-body/ Sat, 11 May 2019 09:35:01 +0000 https://www.thenewsbangla.com/?p=12721 মুখ্যমন্ত্রীকে নিয়ে বানান মিম শেয়ার করে; গ্রেফতার হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের; একটি বিকৃত ছবি শেয়ার করে; গ্রেফতার হলেন বিজেপির এক নেত্রী।

শুক্রবার প্রিয়াঙ্কা শর্মা নামের ওই বিজেপি নেত্রীকে; মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করার কারণে গ্রেফতার করা হয়। প্রিয়াঙ্কা শর্মা বিজেপির যুব মোর্চার মহিলা শাখার সদস্য বলে জানা গিয়েছে। তৃণমূল নেতা বিভাস হাজরার দায়ের করা এফআইআরের; ভিত্তিতে প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেফতার করে; হাওড়া পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।

আরও পড়ুনঃ কাঁপছে পাকিস্তান চিন, ভারতের হাতে এল ভয়ঙ্কর মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার

বৃহস্পতিবার হাওড়ার প্রাক্তন মেয়র পারিষদ ও স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরা; দাশনগর থানায় প্রিয়ঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরেই তদন্তে নামে সাইবার অপরাধ দমন শাখা। শুক্রবার সকালে প্রিয়ঙ্কাকে ডেকে পাঠায়; হাওড়া পুলিশের সাইবার ক্রাইম দমন শাখা। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

হাওড়া পুলিশের সাইবার সেলের এক অফিসার জানিয়েছেন; ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করার দায়ে; তাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি মহিলা নেত্রীকে আদালতে পেশ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বুদ্ধ পূর্ণিমায় বাংলায় মন্দিরে, স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলার ছক, মমতাকে জানাল কেন্দ্র

সম্প্রতি মেট গালা ইভেন্টে; বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কিম্ভুতকিমাকার সাজ দেখে; স্যোশাল মিডিয়ায় সমালোচনা সহ ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বয়ে যায়। বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ; তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সেই কিম্ভুতকিমাকার সাজের ছবির ওপরেই; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি বসিয়ে শেয়ার করেছিলেন।

আরও পড়ুনঃ ভোটের ফলের পরেই শুভেন্দু সহ ১০০ তৃণমূল বিধায়ক বিজেপিতে, বিস্ফোরক বিপ্লব

তৃণমূলের অভিযোগ; রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে; ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিজেপি নেত্রী। পুলিশ তদন্ত করে জানতে পারে; দাশনগরের বিজেপির যুবমোর্চার কনভেনার প্রিয়ঙ্কা শর্মার; সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই ছবিটি পোস্ট করা হয়েছিল।

যদিও প্রিয়ঙ্কা শর্মা নামে ওই বিজেপি কর্মী অবশ্য দাবি করেছেন; এই ছবিটি তিনি তৈরি করেন নি; ফেসবুকে পোস্ট করেছিলেন মাত্র। বুধবার অন্যের ছবির উপর; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো ওই ছবিটি প্রকাশ্যে আসে। ভাইরালও হয়ে যায় সেটি।

]]>
অর্মত্য সেনকে নিয়ে বিরূপ মন্তব্য দিলীপ ঘোষের, ক্ষুব্ধ শান্তিনিকেতন https://thenewsbangla.com/bjp-leader-dilip-ghosh-comments-against-economist-amartya-sen/ Sat, 27 Apr 2019 08:08:19 +0000 https://www.thenewsbangla.com/?p=11754 অর্মত্য সেনকে নিয়ে বিরুপ মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতির উপর ক্ষুব্দ শান্তিনিকেতন। অর্মত্য সেন আলটপকা কথা বলেন, সমাজ থেকে বিচ্ছিন্ন, কোন সমস্যার সমাধান করতে পারেন না। বৃহষ্পতিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে একথা বলার পর টিভিতে সরাসরি সম্প্রচারের পর ক্ষুব্ধ শান্তিনিকেতনের বাসিন্দা।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দা শিক্ষক প্রলয় নায়েক বলেন, দিলীপ ঘোষ অশিক্ষিত মূর্খ লোক। কথায় আছে, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও। দিলীপ ঘোষের মতো অশিক্ষিত লোক তাকে নিয়ে কোন কথা বলতে চাই না। বুধবার শান্তিনিকেতন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও বির্তক দানা বাঁধে। তারপরে অর্মত্য সেনের মতো উচ্চ শিক্ষিত নোবেলজয়ী অর্থনীতিবিদ সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুপ মন্তব্য বির্তক আরো বাড়িয়ে দিলো।

অর্মত্য সেনকে নিয়ে বিরুপ মন্তব্য দিলীপেরঃ ক্ষুব্ধ শান্তিনিকেতন/The News বাংলা
অর্মত্য সেনকে নিয়ে বিরুপ মন্তব্য দিলীপেরঃ ক্ষুব্ধ শান্তিনিকেতন/The News বাংলা

পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দলের এক অনুষ্ঠানে বলেন, “সেনের মত বুদ্ধিজীবীরা সবসময়ই বামপন্থী আদর্শ অনুসরণ করে আসছে। সেনের মত লোকজন বাস্তব পরিস্থিতির সম্পর্কে কিছুই জানেন না। আর এর চেয়ে বড় সত্য হতে পারে না, সেনের মতো মার্কসবাদীদের বর্তমান সময়ে অনেক গুরুত্ব নেই”।

আরও পড়ুনঃ টার্গেট মুর্শিদাবাদ, অধীরকে হারাতে বহরমপুরে ইমামদের নিয়ে সভা শুভেন্দুর

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজয়ের জন্য অর্মত্য সেনের বার্তা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “তাঁর মতো লোকেরা সর্বদা ভুল পথে সমাজকে নিয়ে গেছেন”। প্রকৃতপক্ষে, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য সকল অ-সাম্প্রদায়িক শক্তিকে একত্রিত করা উচিত এবং বামপন্থীরা তাদের সাথে যোগ দিতে দ্বিধা করবেন না কারণ ‘গণতন্ত্র বিপদগ্রস্ত।

আরও পড়ুনঃ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে টুপি পরতে দেবে না, বিতর্কিত মন্তব্য ফিরহাদের

অর্মত্য সেন বলেন আমাদের অবশ্যই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আমাদের অবশ্যই সেই সব সমস্যাগুলির সমালোচনা করতে হবে যেখানে আমাদের অ-সাম্প্রদায়িক ডানপন্থী বাহিনীকে বিরোধিতা করতে হবে।

আরও পড়ুনঃ নুড়ি পাথর ভরা মাটির মিষ্টি খাইয়ে মোদীর দাঁত ভাঙবেন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

অর্মত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে বোলপুরের বাসিন্দা চিকিৎসক ডাঃ সীতারাম ব্যার্নাজী, শিক্ষক মানিক ঘোষ বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় করা ভালো। এরা রাজনীতি করতে গিয়ে নিজেদের রুচি বোধকে নামিয়ে আনছেন। শান্তিনিকেতনের বাসিন্দা ব্যবসায়ী অরবিন্দ কুমার বলেন, অর্মত্য সেন আর দিলীপ ঘোষ, একজন আকাশে থাকলে আর এক পাতালে। তাকে নিয়ে যারা বিরুপ কথা বলে তারা অশিক্ষিত। শিক্ষার মর্ম বুঝলে এসব বলতো না।

আরও পড়ুনঃ পাঁচ বছরে একটাও রাম মন্দির করতে পারল না বিজেপি, রানীগঞ্জে বললেন মমতা

বিশ্বভারতীর সমাজকর্ম বিভাগের প্রাক্তন ছাত্র আমিনুল ইসলাম বলেন, যারা সাম্প্রদায়িকতা নিয়ে দাঙ্গা লাগাতে চায় তারা অর্মত্য সেনের মতো মানুষের মূল্যায়ন করবে এটা ভাবাটাই ভুল। সব মিলিয়ে দিলীপ ঘোষের উপর ক্ষুব্ধ শান্তিনিকেতন।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থামাতে কংগ্রেস ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার করছে https://thenewsbangla.com/congress-using-tantra-mantra-to-stop-pm-narendra-modi-says-bjp-leader/ Thu, 25 Apr 2019 16:17:15 +0000 https://www.thenewsbangla.com/?p=11633 ভারতের ভোটযুদ্ধে হাওয়া নানান দিকে বইতে শুরু করেছে। ব্যক্তিগত আক্রমণ তো ছিলই, এবার শুরু হল জ্যোতিষ শাস্ত্রের লড়াই। তন্ত্র মন্ত্রের লড়াই। কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে কংগ্রেস বিজেপি তরজা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মোদীকে হারাতে ব্যর্থ হয়ে কংগ্রেস এখন তন্ত্র-মন্ত্র অবলম্বন করছে।

বারাণসী কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর পদপ্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত মন্তব্য করেন যে, লোকসভা নির্বাচনে যদি বারাণসী আসনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হন তাহলে মোদীর পরাজয় অবশ্যম্ভাবী। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখন মোদীর “কালসর্প যোগ” চলছে, যার অর্থ কোনও নারীর হাতেই তাঁর পরাজয় হবে।

আরও পড়ুনঃ বাংলায় সুরাপ্রেমিদের চিন্তা বাড়াল নির্বাচন কমিশন, নতুন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ

সেই মন্তব্যকে হাতিয়ার করেই উত্তরাখন্ডের বিজেপির মিডিয়া সেলের প্রধান দেবেন্দ্র ভাসিন বলেন, “মোদীকে আর কোনও দিক থেকে পর্যদুস্ত করতে না পেরে কংগ্রেস এখন কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের আশ্রয় নিয়েছে”। ভাসিনের মতে কংগ্রেসের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে কংগ্রেস মোদীকে কতটা ভয় পাচ্ছে, আর হারার ভয়ে কংগ্রেস কতটা মরিয়া হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভাসিন আরও বলেন, এসব কিছুর পরেও জনগণ মোদীর সঙ্গে আছে এবং আগামী পাঁচ বছরের জন্যে মোদীই আবার ক্ষমতায় আসতে চলেছেন। তবে তরজা এখানেই শেষ হয় নি। এই ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার নিয়েই শুরু হয়েছে জোর শোরগোল। যদিও বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় বারাণসী আসনে দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা। কিন্তু তারপরেও চলছে বাক বিতণ্ডা।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয় https://thenewsbangla.com/babul-supriyo-bjp-leader-complained-against-bengal-police-of-molestation/ Mon, 22 Apr 2019 03:55:08 +0000 https://www.thenewsbangla.com/?p=11359 আসানসোলে এবার পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়। আসানসোলের বর্তমান সাংসদ, কেন্দ্রের মন্ত্রী ও ফের বিজেপি প্রার্থী বাবুলের অভিযোগে শোরগোল পরে গেছে গোটা রাজ্য রাজনীতিতে। তাঁর দলের এক নেতার স্ত্রীকে শ্লীলতাহানি করেছে পুলিশ, এমনটাই অভিযোগ বাবুলের।

রামনবমীকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরেন বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। আসানসোলে বিজেপি ও তৃণমূলের ওই সংঘর্ষকে কেন্দ্র করে বিজেপি নেতা রাজু যাদবের বাড়িতে জিজ্ঞসাবাদ করতে যায় আসানসোলের বরাকর থানার পুলিশ। ওই সময় বাড়িতে ছিলেন না বিজেপি নেতা রাজু যাদব। আর সেই সময়ই জিজ্ঞাসাবাদের নামে রাজু যাদবের স্ত্রীকে শ্লীলতাহানি করেছে পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন বাবুল।

বাবুলের অভিযোগ, বরাকর থানার পুলিশ যখন রাজুর বাড়িতে যায় তখন কোন মহিলা পুলিশ কর্মী ছিলেন না। পুরুষ পুলিশ কর্মীরা রাজু যাদবের গায়ে হাত দেন, হাত ধরে টানাটানি করেন। তাঁকে গালাগাল দেওয়া হয়। অশ্লীল ভাষা ব্যবহার করা হয় রাজুর স্ত্রীকে উদ্দেশ্য করে। এমনকি এই ঘটনার ভিডিও করা হয়, যা বাবুলের হাতেও এসেছে বলে জানিয়েছেন বাবুল নিজেই।

আরও পড়ুনঃ মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক

ইতিমধ্যেই, জেলার নির্বাচনী প্রধান হিসাবে আসানসোলের জেলাশাসক শশাঙ্ক শেঠির কাছে লিখিত অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়। আসানসোলের জেলাশাসক পুলিশের কাছে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলেও জানা গেছে। ঘটনার প্রতিবাদে, বরাকর থানার সামনে ধর্নাও দেন বাবুল।

বাবুলের অভিযোগ, রাজু যাদবের বাড়িতে জিজ্ঞসাবাদ করতে বিনা ইউনিফর্মেই যায় আসানসোলের বরাকর থানার পুলিশ। এর মধ্যে বিনা ইউনিফর্মে বরাকর থানার আই সি রবীন্দ্রনাথ দলুইকে চিনতে পেরেছেন রাজু যাদবের স্ত্রী। তিনিও অশ্লীল কথা বলেন বলেই অভিযোগ বাবুলের।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

যদিও বরাকর থানার তরফ থেকে বাবুলের সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। জানান হয়েছে, ভোটের প্রচারে সুবিধার জন্য বাবুল এই অভিযোগ আনছেন, শ্লীলতাহানির কোন ঘটনাই ঘটে নি। আসানসোলের ডেপুটি কমিশনার(পূর্ব) অনামিত্র দাস জানিয়েছেন, জেলাশাসকের নির্দেশ পেয়েই এই ঘটনার একটি তদন্ত শুরু হয়েছে। বাবুলের অভিযোগ খতিয়ে দেখছে আসানসোল পুলিশ।

তবে ঘটনা যাই হোক, পুলিশের বিরুদ্ধে একেবারে দলের নেতার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছেন বাবুল। পুলিশের তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। তবে এখানেই থেমে না থেকে এই ঘটনা নিয়ে, নির্বাচন কমিশন সহ রাজ্য প্রশাসনের কর্তাদের সব ঘটনা জানিয়ে অভিযোগ করছেন আসানসোলের বর্তমান সাংসদ, কেন্দ্রের মন্ত্রী ও ফের আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>