AIFF – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Sep 2022 04:41:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg AIFF – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দেশের হয়ে গোল করার দিক দিয়ে, মেসি, রোনাল্ডো-কেও ছাপিয়ে গেছেন সুনীল https://thenewsbangla.com/sunil-chhetri-surpassed-lionel-messi-and-cristiano-ronaldo-in-terms-of-goal-scoring-ratio-for-country/ Wed, 28 Sep 2022 04:41:07 +0000 https://thenewsbangla.com/?p=16876 দেশের হয়ে গোল করার দিক দিয়ে, মেসি, রোনাল্ডো-কেও ছাপিয়ে গেছেন সুনীল। আমরা ব্যস্ত মেসি, রোনাল্ডো-কে নিয়েই। ভারতের ফুটবল, তার আবার প্লেয়ার! আর এদিকে দেশের হয়ে খেলে, বর্তমান খেলোয়াড়দের মধ্যে, এই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। নিজের দেশের হয়ে যারা এখনও ফুটবল খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয়। রোনাল্ডো ও মেসির ঠিক পরেই। এবার ভারতের সুনীল ছেত্রীকে স্বীকৃতি দিল, বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা।

বর্তমান খেলোয়াড়-দের মধ্যে, দেশের হয়ে ১৯১টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৬১। দেশের হয়ে ১৬৪ ম্যাচে লিওনেল মেসির গোল ৯০টি। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৫৫। এরাই আছেন, বর্তমান খেলোয়াড়দের মধ্যে, দেশের হয়ে গোল করার তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন; ‘অপারেশন অক্টোপাস’, দেশের ভিতরে থাকা জঞ্জাল সাফ ভারত সরকারের

অন্যদিকে বর্তমান ফুটবলারদের মধ্যে, দেশের হয়ে গোল করার দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন, ভারতের সুনীল ছেত্রী। ১৩১ ম্যাচে ৮৪টি গোল করেছেন তিনি। ম্যাচ প্রতি গোল করার রেশিও ০.৬৪। যা প্রথম স্থানে থাকা রোনাল্ডোর থেকেও বেশি আর দ্বিতীয় স্থানে থাকা মেসির থেকেও বেশি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি!

বিশ্ব বিখ্যাত খেলোয়াড় পেলে, ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। ম্যাচ প্রতি তাঁর গোলের রেশিও ছিল ০.৮৪। ফলে আমদের সুনীল ছেত্রীর দেশের হয়ে গোল করার রেশিও, বেশ গৌরবজনক। তবু, যেহেতু ভারতের হয়ে ফুটবল খেলেন, আর ভারত এখন আর ফুটবলের কুলীন দেশগুলোর মধ্যে পরে না, তাই প্রচার নেই সুনীল ছেত্রীর। কিন্তু ভারতের ফুটবল ইতিহাসে ছেত্রীর নাম প্রথম সারিতেই থাকবে। স্বীকৃতি দিয়ে সেটাই বুঝিয়ে দিল, ফিফা।

জানুন, ভাবুন, দেখুন আর শেয়ার করে সবাইকে জানান, আমার দেশের ফুটবল ক্যাপ্টেনের কৃতিত্বের কথা।

]]>
‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা https://thenewsbangla.com/fifa-suspends-all-india-football-federation-due-to-third-party-interference/ Tue, 16 Aug 2022 04:55:37 +0000 https://thenewsbangla.com/?p=16127 ‘ফুটবলপ্রেমী দিবস’ আর ‘খেলা হবে দিবসে’, ভারতকে খেলার মাঠ থেকেই বের করে দিল ফিফা। লজ্জার অন্ধকারে ভারতীয় ফুটবল। ভারতকে নির্বাসিত করল ফিফা। ভারতের ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন।

কয়েকমাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে, দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায়, এউভাবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার নিয়মে আইনবিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে, কড়া সিদ্ধান্ত নিল ফিফা। চলতি বছরের ১১-৩০ অক্টোবর, ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে, সেই বিশ্বকাপও আপাতত স্থগিত থাকছে।

আরও পড়ুন; ‘ভারতীয় হিসেবে গর্বিত’, মোদীর ‘হর ঘর তেরঙ্গা’ ডাকে সাড়া দিল ল’স্কর জ’ঙ্গি পরিবার

দেশের শীর্ষ আদালত নির্ধারিত কমিটি, ভারতীয় ফুটবল ফেডারেশনের দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াটি ২৮ আগস্ট তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাচ্ছে, ততদিন ভারতের নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে।

আগামীতে পরিস্থিতি কি হয়, সেই দেখে পরবর্তী পদক্ষেপ নেবে ফিফা। সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি, ভারতের কাছ থেকে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার সতর্কতা আগেই দিয়েছিল ফিফা।

]]>