Abhishek Banerje – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Aug 2022 08:13:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Abhishek Banerje – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা https://thenewsbangla.com/formar-tmc-minister-partha-chatterjee-get-bed-in-kolkata-presidency-jail/ Mon, 08 Aug 2022 07:47:27 +0000 https://thenewsbangla.com/?p=15927 জেলের খাটে উঠলেন প্রভাবশালী পার্থ, কিন্তু মেঝেতেই পরে রইলেন ঘনিষ্ঠ অর্পিতা। প্রাক্তন মন্ত্রীর অনুরোধে, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ; ঘুমানোর জন্য খাট দিল পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারের সেলে; মেঝেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে থাকতে হল পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে। অত্যাধিক শারীরিক স্থূলতার কারনে, প্রথম রাত প্রেসিডেন্সি জেলের সেলে; কমোডে বসেই কাটিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার জেলের সেলে রাতে মাটিতে চারটি কম্বল পেতে; কোনক্রমে শুয়ে ছিলেন তিনি। কিন্তু সেভাবেও রাতে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর। তাই শনিবার রাতে তাঁকে একটি চৌকি মতো খাট; দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে।

জেল কোডের সমস্ত দিক খতিয়ে দেখে; জেশপ বিল্ডিং থেকে পার্থর জন্য একটি ‘চৌকিখাট’ বরাদ্দ করা হয়। এদিকে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ করে; অন্য কয়েদীরা টিপ্পনী কাটে। কিছু বন্দি তাঁকে লক্ষ্য করে; নানা কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। এমনকী অর্পিতার নাম ধরেও; নানা অশ্রাব্য মন্তব্য করে। জেলের মধ্যে মা-কালীর ছবিতে মালা দিতে গেলে; তাঁকে চোর-চোর বলে ডাকেন কিছু বন্দী। গালিগালাজও শুনতে হয় পার্থকে।

আরও পড়ুনঃ পার্থের পরে কি মমতা, খুশিতে ‘ডগমগ’ কুণালের মুখ বন্ধ করল তৃণমূল

অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা এখনও মাঝে-মাঝেই; ফুঁপিয়ে কেঁদে উঠছেন জেলের মধ্যে। তবে তার কোন খাট জোটেনি, রাত কাটছে মেঝেতে শুয়ে; এপাশ-ওপাশ করে। প্রভাবশালী খাট পেলেন, আর প্রভাবশালীর ঘনিষ্ঠ হয়েও; মানুষের টাকায় ফুর্তি মারার ফল ভোগ করতে হচ্ছে অর্পিতাকে।

]]>
কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য, ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা https://thenewsbangla.com/college-admission-is-not-online-said-education-minister-bratya-basu-educationists-fear-corruption-again/ Wed, 29 Jun 2022 05:00:24 +0000 https://www.thenewsbangla.com/?p=15754 কলেজে অনলাইনে ভর্তি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু; ফের দুর্নীতির আশঙ্কায় শিক্ষাবিদরা। কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে; পিছু হঠল রাজ্য সরকারের শিক্ষা দফতর। “এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়”; উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে কেন্দ্রীয় অনলাইন নয়; চলতি বছরেও সেই পুরনো কলেজে লাইনে দাঁড়িয়েই ভর্তি পদ্ধতিতেই কলেজে ভর্তি হবে।

দুর্নীতির এত অভিযোগ সত্ত্বেও; কেন অনলাইনে ভর্তি নয়? ঠিক কী সমস্যা হল? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে, ভর্তির কাজ চালু করতে; এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বোর্ডের; দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে; সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের”।

আরও পড়ুনঃ ‘হাজার-হাজার চাকরি রেডি আছে’, বাংলায় কর্মসংস্থান নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতার

কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন; “চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে; সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজ চলছে”। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে; আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন; বলেই জানান ব্রাত্য বসু। যারপরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়; আগের মতো অফলাইনেই হবে কলেজে ভর্তি প্রক্রিয়া।

আরও পড়ুনঃ সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট

ব্রাত্য বাসু উপাচার্য-দের কথা বললেও; এই সিদ্ধান্তে বেশ হতাশ রাজ্যের শিক্ষা মহল। কলেজে স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া, চলতি বছরের জন্য স্তব্ধ হয়ে যাওয়ায়; বেশ হতাশ বাংলার শিক্ষাবিদরা। শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় জানিয়েছেন, “কলেজে ভর্তির সময় গোটা বাংলা জুড়েই ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তৃণমূলের ছাত্র পরিষদ যে ভর্তির জন্য ছাত্রছাত্রী-দের কাছ থেকে টাকা দাবি করে সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবেও শোনা”।

অমল মুখোপাধ্যায় আরও বলেন, “পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে চলতি বছরে; কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে না; এটা মেনে নেওয়া খুব মুশকিল। আমার অনুমান তৃণমূলের ছাত্রগোষ্ঠীর ও তৃণমূল নেতাদের; চাপের জেরেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের এভাবে পিছু হটাকে ধিক্কার জানাই”।

]]>